৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

১৯৮৩-৮৪ মৌসুমে সর্বশেষ কোপা দেল রে জিতেছিল অ্যাথলেটিক বিলবাও। এরপর দীর্ঘদিন কোপা দেল রে জিততে পারেনি দলটি। অবশেষে দীর্ঘ ৪০ বছরের খরা কাঁটিয়ে কোপা দেল রে শিরোপা জিতেছে দলটি। এই নিয়ে ২৪টি শিরোপা ঘরে তুললো ক্লাবটি।

শ্বাসরুদ্ধকর ফাইনালে মায়োর্কাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় বিলবাও। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ সমতায়। ম্যাচের ২১ মিনিটে গোল করে মায়োর্কাকে লিড এনে দেন দানি রদ্রিগেজ। এরপর ম্যাচের ৫০ মিনিটে ওইহান স্যানসিট গোল করে বিলবাওকে সমতা এনে দেন।

এরপর ১২০ মিনিটের খেলা শেষ ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টানা চার শটের সবগুলো গোল করে বিলবাও। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় শ্যুট মিস করে মায়োর্কা। এতেই শিরোপা উৎসবে মাতে বিলবাও।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন বিলবাওয়ের ২১ বছর বয়সী ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। দলকে শিরোপা জিতিয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমরা ইতিহাস গড়েছি। দল অনেক পরিশ্রম করেছি। সমর্থকেরা আমাদের সঙ্গে ছিলেন। এটা তাদের প্রাপ্য। আমি লম্বা সময় ধরে এটির স্বপ্ন দেখে আসছিলাম।’

সূত্র: ইত্তেফাক