৪৩ হাজার টাকা ও ১৪ টি মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

মেহেরপুরে বিকাশে প্রতারনা ও ভুলক্রমে চলে যাওয়া ৫ জন ভিকটিমের তেতাল্লিশ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ১৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে হস্তান্তর করেছে মেহেরপুর পুলিশ বিভাগ।

আজ বুধবার (৩ আগষ্ট) দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম মালিকদের হাতে হারানো টাকা ও মোবাইল ফোন তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাশে ভুল ক্রমে টাকা চলে যাওয়ায় ও মোবাইল ফোন হারানোর ফলে ভিকটিমরা বিভিন্ন থানায় জিডি করেন। মেহেরপুরের পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ৫ জনের নগদ ৪৩ হাজার টাকা ও ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধারকৃত টাকা ও মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।