Logo
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২২, ২:২১ অপরাহ্ণ

৬৬ জনকে নিয়োগ দেবে বিসিক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ১৭টি ভিন্ন পদের বিপরীতে মোট ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রোগ্রামার, সম্প্রসারণ কর্মকর্তা, বাজেট অফিসার, নিরীক্ষা কর্মকর্তা, ঊর্ধ্বতন নকশাবিদ, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, কারিগরি কর্মকর্তা, নকশাবিদ, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ড্রাফটসম্যান, করণিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক্, প্রধান বাবুর্চি, ফিল্ড স্টাফ, টেকনিক্যাল হেলপার।

পদসংখ্যা

সর্বমোট ৬৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২০২২ সালের ১ আগস্ট ১ থেকে ১১ নম্বর পদের জন্য উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে। ১২ থেকে ১৭ নম্বর পদের জন্য বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা ১৮ থেকে ৩২ বছর।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে (http://bscic.teletalk.com.bd) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৮ সেপ্টেম্বর, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে


© ২০২৫ মেহেরপুর প্রতিদিন। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
প্রিন্ট করুন সেভ করুন
Share
Tweet
Share
Pin
Share
0 Shares