গাংনীতে পুরানো বিল্ডিংয়ের ছাদ ভেঙে ভিক্ষুক নিহত, আহত স্ত্রী

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে একটি মেয়াদ উত্তীর্ণ বিল্ডিংয়ের দেয়াল ধ্বসে আমজাদ হোসেন (৬৮) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যান।

নিহত আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে গাংনী উপজেলার বাওট গ্রামের বাজারপাড়া এলাকায় বসবাস করতেন। স্ত্রী রহিমা খাতুনসহ দুজনেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে গাংনী বাজার মসজিদের সামনে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে হেকিম মজিবর রহমানের পুরাতন ভবনের বারান্দায় আমজাদ হোসেন ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় ভবনের ছাদ ধসে পড়ে তাদের ওপর। এতে আমজাদ হোসেন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাংনী পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৪.৩ কিলোমিটার ড্রেন নির্মাণকাজ ২০২৩ সালে শুরু হলেও আজও সম্পূর্ণ হয়নি। কাজের ধীরগতি এবং পৌরসভার অবহেলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকছে।

এ বিষয়ে গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম আহমেদ বলেন, “ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৩ সালে। তবে কাজ শুরুর পর প্রথম ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। পরে নতুনভাবে কাজ আবারও শুরু হয়েছে।”




মেহেরপুরে মহান মে দিবস পালিত

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমজীবী মানুষদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা।

শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।




ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ অন্তত আরও ১০ জন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার ফুরসন্ধী ইউনিয়নের দহকুলা গ্রামের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেয়া আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত রোববার রাতে আলিম উদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। আমরা এলাকায় আছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।




এবার আলিয়ায় নজর ইমরান হাশমির

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির পর্দায় উপস্থিতি মানেই ঘনিষ্ঠ দৃশ্য আর চুমুকাণ্ড। যাকে একসময় তার নাম জুটেছিল ‘সিরিয়াল কিসার’ তকমা। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পাশাপাশি থাকবে চুমু খাওয়ার দৃশ্য। তবে অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ইমরান হাশমি বলেন, গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতেই পারে। তাই বলে— এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়।

তিনি বলেন, যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নেয়। তাই অনেক দিন ধরেই অন্য ধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।

এদিকে জানা গেছে, ইমরান হাশমি ও আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে ইমরান বলেন, আলিয়া খুব ভালো কাজ করছে। পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। যদি সে রকম যথাযথ চিত্রনাট্য পাই, তবে অবশ্যই করব।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে চাকরির মেলা

কারিগরী ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে ঝিনাইদহে দিনব্যাপী “জব ফেয়ার” শীর্ষক চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় ঝিনাইদহ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন এই মেলার উদ্বোধন করেন ।

এ সময় ঝিনাইদহ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, মডার্ণ ফার্মাসিটিক্যালস’র প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবির সভাপতি ইয়াসিন আলী, শৈলকুপা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামায়ন হোসেন, ঝিনাইদহ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক হাদিউজ্জামান, আবু সাইদ, মনির হোসেন ও হুমায়ন কবীর, মনিরুজ্জামন উজ্জাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের ১১টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহন করে। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জোহান ড্রিম ভ্যালি, জোহান এগ্রো ফুড, সিও, সৃজনী ফাউন্ডেশন, ওয়ালটন, এফএনএফ ফার্মাসিউটিক্যালস, সার্ফ এগ্রো, ফ্রিডম অ্যাডভান্সমেন্ট, আয়ান এন্টার প্রাইজ ও ই-লানিং এন্ড আর্নিং।

সকাল থেকে মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি জমা দিচ্ছেন। ই-মেইলে ও স্ক্যান করে সিভি নেওয়া হচ্ছে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো মোবাইল সার্ভিসিং, অটোমোবাইলম ফার্ম মেশিনারী, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, আইটি ও ওয়েব ডেভেলপমেন্ট পদের জন্য সিভি জমা দিচ্ছেন।

ঝিনাইদহ ছাড়াও আশপাসের জেলা ও গ্রাম থেকে শত শত শিক্ষিত যুবক এসেছেনএ মেলায়। সাধুহাটী থেকে আসা আজমুস সাকিব জানান, তিনি অনার্স পড়ছেন। পাশাপাশি চাকরির জন্য জন্য মেলায় এসেছেন। তিনটি প্রতিষ্ঠানে তিনি সিভি দিয়েছেন।

ঝিনাইদহ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা জানান, প্রতিষ্ঠানটি কারিগরী শিক্ষার একটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে এখান থেকে শিক্ষা নিয়ে নিজে কর্ম করে পরিবারে সচ্ছলতা আনতে পারেন।

তিনি জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে প্রায় তিন’শ যুবক কারিগরী দক্ষতা অর্জন করে বিদেশে গেছেন। সম্প্রতি শিক্ষা বৃত্তি নিয়ে ৪০ জন চিনে গেছেন। ব্রিটিশ আমলে এখানে যে ওয়ার্কসপ প্রতিষ্ঠিত হয়েছে, তা অন্য কোথাও নেই বলেও অধ্যক্ষ জানান।
এদিকে সকাল থেকেই মেলায় চাকরিপ্রার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে মেলা প্রাঙ্গনে। মেলায় ১০/১২ হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করতে পারেন বলে আয়োজকরা মনে করছেন।

এছাড়া মেলা আয়োজনের পাশাপাশি দুপুরে জর ফেয়ার সেমিনার অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোহান এ্যগ্রো ফুড প্রডাক্ট প্রাঃ লিঃ এর নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ বিসিক এর ডেপুটি ম্যানেজার সেলিনা রহমান, আইডিইডি’র সভাপতি ইয়াসির আলী, ইন্সেটেকটর সামায়ন হোসেন, আ.স.ম আহসান উল্লাহ প্রমূখ।




গাংনীতে ‘আধুনিক খামার গড়ি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে আমান ফিড লিমিটেডের স্থানীয় ডিলারের উদ্যোগে স্থানীয় মুরগির খামারিদের নিয়ে ‘আধুনিক খামার গড়ি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলা শহরের একটি রিসোর্টে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন আমান ফিড লিমিটেডের স্থানীয় ডিলার মেসার্স শরফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সালাহউদ্দিন টিপু।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ড. চিন্ময় মৈত্র। তিনি উপস্থিত খামারিদের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিকভাবে খামার পরিচালনার মাধ্যমে অধিক লাভবান হওয়ার পরামর্শ দেন।

প্রধান আলোচক ছিলেন আমান ফিড লিমিটেডের এক্সিকিউটিভ ড. সামাদ আরেফিন। তিনি আধুনিক পোল্ট্রি খামার গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন আমান ফিড লিমিটেডের এক্সিকিউটিভ (ফিস ফিড সেলস অ্যান্ড টিএস) জোবায়িদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমান ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইমন সিদ্দিকী, এক্সিকিউটিভ ড. রোমানস এবং স্থানীয় খামারি মো. আরজ আলী।

সেমিনারে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১০ জন নারী ও পুরুষ খামারি অংশগ্রহণ করেন।




ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, নেপথ্যে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সঙ্গে সফল এক অধ্যায় শেষের পথে কার্লো আনচেলত্তির। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই ইতালিয়ান কোচকে ঘিরে ক্লাবজুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও অনেকেই মনে করছেন, এখন সময় এসেছে নতুন কোচের অধীনে পথচলার। এক্ষেত্রে সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসোর নামই ঘুরে ফিরছে সবচেয়ে বেশি।

ক্লাব ফুটবলে সময়টা শেষ করে আনচেলত্তি জাতীয় দলের কোচিংয়ে যাবেন এবং ব্রাজিলের দায়িত্ব নেবেন। গুঞ্জন ছিল, সবকিছু প্রায় ঠিকঠাক হয়ে গেছে। গুঞ্জন ছিল সামনের ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তি রিয়াল ছাড়বেন এবং আলোনসো দায়িত্ব নেবেন।

কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব কিছু। ফ্যাব্রিজিও রোমানোসহ বিশ্বজুড়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক অনেকের খবর অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিল যাওয়া আপাতত হচ্ছে না।

এর পেছনে প্রধান কারণ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি আনচেলত্তিকে ছাড়ার জন্য চূড়ান্ত এক্সিট ক্লজ দিতে রাজি হননি। তার যুক্তি, আনচেলত্তিকে বরখাস্ত করা হচ্ছে না, তিনি নিজে থেকে চাকরি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন। তাই ক্লাবের কোনো অর্থ দেওয়ার প্রশ্নই আসে না।

এই জটিলতার কারণে চুক্তিটি ভেঙে গেছে। তবে শুধু পেরেজ নয়, ব্রাজিল ফুটবল সংস্থার অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়েও আনচেলত্তি চিন্তিত ছিলেন। ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম ‘জিই’ জানিয়েছে, এই অনিশ্চয়তাও আনচেলত্তিকে পিছিয়ে দেয়।

রিয়ালের এক্সিট ক্লজ দিতে অস্বীকৃতি হোক কিংবা ব্রাজিল ফুটবলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, অথবা দুয়ের মিশেল, সব কিছুর শেষে কোচ কার্লো আনচেলত্তির এখন ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না। যার ফলে বর্তমানে কোচের পদ ফাঁকা থাকা ব্রাজিলের অপেক্ষা বাড়ল আরও একটু। জুন মাসে ব্রাজিলের পরবর্তী ম্যাচ। তার আগে দলটার হাতে আর আছে মোটে এক মাসের মতো সময়। এখন ব্রাজিল দলের কোচ হিসেবে জর্জ জেসুসের নাম এগিয়ে আছে বলে জানা গেছে।

এদিকে আনচেলত্তির সামনে আরও এক বছর রিয়ালের কোচিং করানোর সুযোগ থাকছে। তবে সেটা তিনি পূরণ নাও করতে পারেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে বিস্ফোরক এক খবর। রিয়াল মাদ্রিদের অন্যতম সফল এই কোচকে পেতে সৌদি আরবের একটি দল প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবটাও বেশ লোভনীয়। সে প্রস্তাবে রাজি হলে ৫ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের এক চুক্তি পাবেন আনচেলত্তি। এখন ইতালিয়ান এই কোচের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার বিষয়।

সূত্র: যুগান্তর




কাগুজে শিক্ষা প্রতিষ্ঠানে কৃষকের উৎপাদিত পণ্য রক্ষনাগার

২০০৪ সালে মেহেরপুরের নতুন মদনাডাঙ্গা গ্রামে স্থাপিত ‘মেহেরপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট’ প্রতিষ্ঠানটি কাগজে কলমে চালু আছে। প্রতিষ্ঠানটিতে ৫ জন শিক্ষক ৬ জন কর্মচারী এবং শতাধিক শিক্ষার্থীও আছে কাগজে কলমে।

প্রতিষ্ঠানটিতে বজলুর রহমান নামের একজন শ্রমজীবী বাড়ি থেকে নিয়ে যাওয়া পতাকা উত্তোলন করে মাঠে কাজে যান। কাজ থেকে ফিরে আসার সময় দুপুরে পতাকা নামিয়ে বাড়ি নিয়ে আসেন। বাস্তবে প্রতিষ্ঠানটিতে কোন কর্মচারী ও কোন শিক্ষার্থী নাই। প্রতিষ্ঠানটিকে এলাকার মানুষ মাঠে উৎপাদিত আলু পেঁয়াজ সংরক্ষণ করেন। জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও জানেন না প্রতিষ্ঠানটি কাগজে কলমে থাকলেও সেখানে কোন শিক্ষক শিক্ষার্থী না থাকার বিষয়টি।

গত শনিবার সরেজমিনে গিয়ে বিদ্যলিয়টির বারান্দায় প্রায় ১শ বস্তা আলু রাখা দেখা যায়। মাঠে কর্মরত লোকজন জানান- জেলা শহরের জামাল হোসেন নামের একজন আলু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে আলু কিনে হিমঘরে রাখার জন্য বিদ্যালয়টির বারান্দা ও ঘরে সংরক্ষণ করে রেখেছেন। বিদ্যালয় চত্বর বিভিন্ন ধরণের গাছ-পালাতে ঝোপ-ঝাড়ে পরিণত হওয়া দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক নতুন মদনাডাঙ্গা গ্রামের একজন বলেন- প্রতিষ্ঠানটি রাজনৈতিকভাবে ২০০৪ সালে প্রতিষ্ঠা হয়। বিএনপির শাসনামলের ওই সময় বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়াতে দায়ীত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিষ্ঠানমুখো হওয়া বন্ধ করে দেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ফের বিদ্যালয়টি চালু করার উদ্যোগ নেয়া হলেও কোন শিক্ষার্থী না পাওয়াতে কোন শিক্ষকও আর এমুখো হন না। কলেজ চত্বর থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রায়হান মুজিবের নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করে তার অবস্থান জানতে চাইলে বলেন- কলেজেই আছেন। আমরাও কলেজে জানালে তিনি বলেন বিশেষ প্রয়োজনে জেলা শহরে আছেন।

পরে স্বীকার করেন কাগজে কলমে প্রতিষ্ঠানে বর্তমানে ২৭ জন শিক্ষার্থী আছে। এমপিওভুক্ত না হওয়া ও শিক্ষার্থী সংকটে কাগজে কলমে চালু রাখা হয়েছে। খোজ নিয়ে জানাগেছে, এই অধ্যক্ষ মেহেরপুর জেলা শহরে কাপড়ের ব্যবসা করেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস মো. হযরত আলী বলেছেন “মেহেরপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট’ প্রতিষ্ঠানটির চালু আছে বলে দাবি করেন। তবে একই সময়ে প্রতিষ্ঠিত ‘বদরুণ নাহার টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট’ বন্ধ হয়েগেছে।

“মেহেরপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট’ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও যেহেতু এখনো ইআইআইএন নম্বর আছে, মানে বোর্ডের অনুমোদন বাতিল হয়নি। তাই প্রতিষ্ঠানটিকে কাগজপত্রে এখনো বন্ধের তালিকাভুক্ত করা হয়নি। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম নেই।

এই কর্মকর্তা আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এমপিওভুক্তির আমায়। কিন্তু দির্ঘদিনেও যখন তা হয় না, তখন অনেকেই হাল ছেড়ে দেন। অবার যথাযথ চাহিদার বিষয়টি বিবেচনা না করেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু পরে এসব শিক্ষাপ্রতিষ্ঠান তেমন শিক্ষার্থী পায় না।




মেহেরপুরে তিন ব্যবসায়ীর নিকট ৩৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদন বিহীন কেক, বিস্কুট প্যাকেটজাত করে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর টিম মেহেরপুর শহরের বড় বাজার গিয়াস মিষ্টান্ন ভান্ডার, হোটেল বাজার আদি বোম্বে এবং নিউ বেঙ্গল বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারীর নেতৃত্বে গিয়াস মিষ্টান্ন ভান্ডারে দই-এ মোড়ক জাতকরণ নিবন্ধন গ্রহণ না করে বিক্রি করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৪১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে ছোট বাজারে নিউ বোম্বে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করাই ৪১ ধারায় ৫ হাজার টাকা এবং নিউ বেঙ্গল বেকারিতে বিএসটিআয় থেকে লাইসেন্স গ্রহণ না করে কেক, ব্রেড বিস্কুট পণ্যের উৎপাদন করার অপরাধে ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআইয়ের পরিদর্শক সুমন কুমার পাল, সুপারভাইজার দীপঙ্কর কুমার দত্তসহ, পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিলেন।




মেহেরপুরের শ্যামপুর ইউনিয়নে বিএনপি’র কর্মী সম্মেলন

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৯ই এপ্রিল বিকেল পাঁচটার সময় সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

সম্মেলনে নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দলীয় সাংগঠনিক অবকাঠামোকে আরও সুসংহত করার ব্যাপারে দিকনির্দেশনাও প্রদান করা হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য আলমগীর খান সাতু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, রাকিবুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোশিউল আলম দ্বীপু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, নাহিদ, জনিসহ শ্যামপুর ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্যামপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে নতুন কমিটির সভাপতি সাহিরুল ইসলাম নির্বাচিত হন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।