গাংনীতে পুরানো বিল্ডিংয়ের ছাদ ভেঙে ভিক্ষুক নিহত, আহত স্ত্রী
মেহেরপুরের গাংনী উপজেলা শহরে একটি মেয়াদ উত্তীর্ণ বিল্ডিংয়ের দেয়াল ধ্বসে আমজাদ হোসেন (৬৮) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যান।
নিহত আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে গাংনী উপজেলার বাওট গ্রামের বাজারপাড়া এলাকায় বসবাস করতেন। স্ত্রী রহিমা খাতুনসহ দুজনেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে গাংনী বাজার মসজিদের সামনে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে হেকিম মজিবর রহমানের পুরাতন ভবনের বারান্দায় আমজাদ হোসেন ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় ভবনের ছাদ ধসে পড়ে তাদের ওপর। এতে আমজাদ হোসেন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাংনী পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৪.৩ কিলোমিটার ড্রেন নির্মাণকাজ ২০২৩ সালে শুরু হলেও আজও সম্পূর্ণ হয়নি। কাজের ধীরগতি এবং পৌরসভার অবহেলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকছে।
এ বিষয়ে গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম আহমেদ বলেন, “ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৩ সালে। তবে কাজ শুরুর পর প্রথম ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। পরে নতুনভাবে কাজ আবারও শুরু হয়েছে।”