মেহেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ঘরের আড়ায় ঝুলন্ত আরিফুর রহমান ওরফে টুকুল (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরিফুর রহমান আশরাফপুর গ্রামের বিলপাড়ার হাফেজ উদ্দীনের ছেলে। সে পেশায় রঙমিস্ত্রি।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরের দিকে তার নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ঘরের আড়ার সাথে আরিফুর রহমানের মরদেহটি ঝুলতে দেখে স্থানীয় সাহেবপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে।




মেহেরপুর তাঁতীপাড়ায় সীমানা নির্ধারণী নিয়ম না মেনে বাড়ি নির্মাণ করার অভিযোগ

সীমানা নির্ধারণী নিয়ম না মেনে বাড়ি নির্মান করার অভিযোগ উঠেছে এনামুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় আদালতে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রতিবেশী দাউদ হোসেন। ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাউদ হোসেন ও এনামুল হক একে অপরের প্রতিবেশী। এনামুল হক পৌরসভার নিয়ম না মেনে মাত্র এক ফিট ফেলে রেখে বাড়ি নির্মাণ শুরু করেছে। নিচে তলায় এক ফিট ফেলে রাখলেও দ্বোতালায় গিয়ে বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছে বাড়ির ওয়াল। ফলে তার জলকরও প্রতিবেশী দাউদ হোসেনের ঘরের উপর পড়বে। এক ফিট ফেলে রাখার বিষয়ে উভয়ের মধ্যে লিখিত থাকলেও সেটিও মানেনি এনামুল হক। দ্বিতীয় তলার ঘর গাঁথার সময় দাউদ হোসেন বাঁধা দিলেও জোর করে ঘরের দেওয়াল গেঁথে নেন তিনি।

এব্যাপারে দাউদ হোসেন বলেন, ঘর করার সময় আমি তাকে নিষেধ করলেও সে মানেনি। পুলিশ নিয়ে এসে আমাকে ভয়ভীতি দেখিয়ে সে ঘর তৈরী করে। এঘটনায় আমি আদালতে মামলা করবো।

এদিকে অভিযুক্ত এনামুল হক বলেন, আমি যখন ঘর গাঁথি তখন সে বাঁধা দেইনি। তাই আমি ঘর গেঁথে নিয়েছি। নিচ তলায় গাঁথার সময় ১ ফিট ফেলে রাখলেন দোতালায় গিয়ে সেটা পুরুন করে নিলেন কেনো ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন উপরে থাকার ঘর করছি। এজন্য ওই টুকু পুরুণ করেছি।

প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনামুল হক একজন ফ্যাসাদে মানুষ। সে সরকারি কোনো নিয়ম কানুন মানতে নারাজ। সে বাড়ি বানিয়েছে কোনো নিয়ম কানুন মানেননি।




ফেসবুকে রিচ বাড়ানোর উপায়

ফেসবুকে মনেটাইজেশন পাওয়ার জন্য অনেকেই এখন চেষ্টা করেন। নানা ধরনের কন্টেন্টের মাধ্যমে তারা নতুন নতুন ভাবনা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সফলও হোন অনেক সময়। কিন্তু অনেকেরই অভিযোগ, একটা নির্দিষ্ট সময় পর ফেসবুকে রিচ বাড়ছে না।

আজকাল কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেকটা ট্যুরিং বা নিজের মতো করে মুহূর্তকে গুছিয়ে দেখাতে চান অনেকে। কিন্তু বেসামাল কন্টেন্টের এই যুগে সবাই একটিভ রিচ পাওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকেন। সেক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করা যাবে।

সচরাচর আমরা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য বিজনেস স্যুট ব্যবহার করি। আবার অনেকে নানা গ্রুপে যোগ দেন। ফেসবুকে প্রচুর সময় ব্যয় করে নতুন বন্ধু বানান। আবার অনেক সময় ফেসবুক পেজে বা গ্রুপে নিজের পোস্টের প্রমোশন করেন। কেউ কেউ টাকা খরচ করে বুস্ট করে ফেলেন। সেসবের আসলে প্রয়োজন হয় না। আপনার পেজের ইনিশিয়াল রিঅ্যাকশন বাড়ানোর জন্য পেজের আউটলুকটি পজিটিভ রাখতে হবে। সুন্দর করে গোছানো একটি পেজ সবসময় রিচ পাওয়ার সুযোগ বেশি রাখে।

সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই বলে নেওয়া দরকার, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অ্যালগরিদম পরিবর্তন করে ফেসবুক। অর্থাৎ আজ যে পদ্ধতিতে রিচ বাড়াচ্ছেন কয়েক মাস বা কয়েকদিন পর সেই পদ্ধতিতে রিচ না-ও বাড়তে পারে। এছাড়াও ফেসবুক কখনই নিজেদের অ্যালগরিদম বা মডারেশন পলিসি নিয়ে জানায় না। সুতরাং নির্দিষ্ট ঠিক কোন কোন পদ্ধতিতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে তা বলা বেশ কঠিন।




চোখ সুরক্ষায় সানগ্লাসের ভূমিকা

আমরা অনেকেই ভাবি সানগ্লাস শুধুই ফ্যাশনের জন্য। বিষয়টা কিন্তু তা নয়। আসলে কথা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে সানগ্লাসের ব্যবহার অত্যন্ত জরুরি। এবার কিছু তথ্য জেনে নেওয়া যাক।

অতি বেগুনি রশ্মি

আকাশ মেঘলার চেয়ে রোদ ঝলমলে থাকাটাই অনেক পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত রোদে যে ক্ষতিকারক দিক রয়েছে, তা অনেকেরই জানা নেই।সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের জন্য খুবই ক্ষতিকর তাই চোখকে বাঁচাতে সানগ্লাসের পড়া অতি প্রয়োজন।

সানগ্লাস কিনতে বিশেষজ্ঞের সাহায্য

সুন্দর চেহারা বা রং দেখে সানগ্লাস কেনা উচিত নয়। কারণ সঠিক মাপ না হলে সূর্যের তাপ সরাসরি ঢুকতে পারে, যার ফলে যে লক্ষ্য নিয়ে সানগ্লাস পরা হয় সে কাজই আর হয়ে ওঠে না। অর্থাৎ সানগ্লাস পরেও পুরো উপকার থেকে বঞ্চিত হতে পারে।

সঠিত রং বেছে নেওয়া

সানগ্লাস কী আপনি প্রতিদিন ব্যবহার করেন, নাকি মাঝে মাঝে অথবা শুধু সমুদ্র সৈকত বেড়ানোর সময়? সূর্যের তাপ, সময়, জায়গা ইত্যাদির ওপর নির্ভর করে সানগ্লাসের রং। পরিবেশ আর পরিস্থিতির ওপরই নির্ভর করে সানগ্লাসের রং কী হবে, অর্থাৎ হালকা, গাঢ়, ব্রাউন, কালো না অন্য কোনো রং।

চোখের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ

চোখে ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে উপকারের চেয়ে অপকারই হতে পারে, বিশেষ করে কম দামি বা প্লাস্টিক জাতীয় সানগ্লাস ব্যবহার করলে। তাছাড়া সূর্যের তাপমাত্রাও বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে থাকে, তখন আরও বেশি সমস্যা হতে পারে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুুর শহরে তেলের দোকানে দু:সাহসিক চুরি

মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে মেসার্স জাকির এন্ড ব্রাদার্স জ্বালানি তেলের দোকানে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।

৩ ড্রাম মবিল, ২ ড্রাম কেরোসিন, ১ ড্রাম ডিজেল, ও ১ ড্রাম পোড়া মবিল নিয়ে যায় চোরের দল। যার অনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।

আজ শনিবার (১৫ জুলাই) ভোররাত ৪ টার দিকে এই চুরির ঘটনা ঘটে। দোকানের স্বতাধিকারী আমিনুল ইসলাম বলেন প্রতিদিনের ন্যায় রাত দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। ভোররাত ৪ টার দিকে ৪/৫ জন লোক দোকানের সামনে ছোট পিকআপ রেখে জ্বালানি তেল চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, এসময় অনেকেই দেখেছে। কিন্তু বুঝে উঠতে পারেনি তারা তেল চুরি করে নিয়ে যাচ্ছে। নাইটগার্ড দেখলেও চোরের দল বলেছে তারা ড্রামে পানি ভরছেন।

জ্বালানি তেল চুরির ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি এন্ট্রি করা হবে বলে জানান দোকান মালিক আমিনুল ইসলাম।




রেকর্ড পাল্টে দিলেন পেদ্রো পাসকেল

অভিনয় জগতে দীর্ঘদিনের ক্যারিয়ারে আগে কখনো মর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পাননি পেদ্রো পাসকেল। তবে এবার যেন হিসাব নিকাশই বদলে দিলেন এই অভিনেতা। ৪৮ বছর বয়সী পেদ্রো ৭৫তম এমি অ্যাওয়ার্ডে ৩টি মনোনয়ন পেলেন পাসকেল।

পিংক নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, পেদ্রো পাসকেল যিনি কখনও কোনো এমি মনোনয়ন অর্জন করেননি, চোখের পলকে তিনটি এমি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তিনি।

জানা যায় এ বছর সবচেয়ে আলোচিত সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’-এ তার ভূমিকার জন্য প্রধান অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। এই টিভি সিরিজের অন্যান্য তারকাদের মধ্যে রয়েছে বেলা রামসে, যিনি প্রধান অভিনেত্রীর জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়াও একটি কমেডি সিরিজে অসামান্য অতিথি অভিনেতা হিসেবে মনোনয়ন অর্জন করেন পাসকেল। তিনিই একমাত্র ‘স্যাটারডে নাইট লাইভ’ সঞ্চালক যিনি এই বছর মনোনীত হয়েছেন।

‘নারকোস’ অভিনেতা ‘সিএনএন’-এর ডকুমেন্টারি সিরিজ ‘প্যাটাগোনিয়া: লাইফ অন দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর জন্য তার তৃতীয় মনোনয়ন পেয়েছেন। সিরিজটি দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য প্রদর্শন করে। অ্যাঞ্জেলা বাসেটের ‘গুড নাইট ওপ ‘, বারাক ওবামার ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’, মরগান ফ্রিম্যানের ‘ফর আওয়ার ইউনিভার্স’ এবং মাহেরশালা আলীর ‘চিম্প এম্পায়ার’-এর সঙ্গে মনোনয়নের তালিকায় রয়েছে পাসকেলের ডকুমেন্টারি সিরিজটি। তাই এই বিভাগে লড়াইটাও হতে যাচ্ছে জমজমাট।

৭৫তম এমি মনোনীতদের তালিকা প্রকাশ করেছে এমি কতৃপক্ষ। এ বছর তালিকার শীর্ষে রয়েছে সমালোচকদের কাছে প্রশংসিত সিরিজ ‘সাকসেশন’। ২৭ টি মনোনয়ন পেয়েছে সিরিজটি। ২৪টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আলোচিত সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’। ‘দ্য হোয়াইট লোটাস’ পেয়েছে ২৩টি মনোনয়ন এবং ‘টেড ল্যাসো’ পেয়েছে ২১টি মনোনয়ন।

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেলিভিশন অ্যাওয়ার্ড ‘এমি’।

সূত্র: ইত্তেফাক




বাফুফে ছাড়ছেন পল

গুঞ্জনটা ছিলো গত কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হলো সেটিই। পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। বাংলাদেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়েই দায়িত্ব ছেড়েছেন স্মলি।

আগামীকাল রোববার (১৬ জুলাই) ঢাকা ত্যাগ করার কথা ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের।

টেকনিক্যাল ডিপার্টমেন্ট না থাকা, জেলাভিত্তিক ফুটবল কাঠামো উন্নয়নে ফেডারেশনের অনীহার কারণে বাংলাদেশে আর কাজ করতে চান না বলে জানিয়েছেন স্মলি। এছাড়া বিগত কিছুদিন ধরেই বাফুফের সঙ্গে সম্পর্কটাপ তেমন ভালো যাচ্ছিলো না স্মলির।

বাফুফের৫ সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর ফিফা থেকে প্রদত্ত নিষেধাজ্ঞার ঘটনাও স্মলির পদত্যাগের অন্যতম কারণ। এই ব্যাপারে স্মলি জানিয়েছেন, ‘ফিফার নিষেধাজ্ঞায় বলা আছে বাংলাদেশে ফুটবল স্ট্রাকচার সঠিক নয়। প্রশাসনিক কার্যক্রমও সঠিকভাবে পরিচালিত হয় না। তাই এখানে কাজ করা ঠিক হবে না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র: ইত্তেফাক




গাংনীতে শিশু বলাৎকারকারীর দুই সহযোগী গ্রেফতার

গাংনীতে শিশু বলাৎকারকারীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গাংনী শহরের মাঠপাড়ার বিশারত আলীর ছেলে আখের আলী ও শফিকুল ইসলামের ছেলে শিশু রাহুল।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) জহির রাইহানের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আইও এসআই জহির রাইহান বলেন, আখের ও রাহুল দুজনেই শিশু বলাৎকার কারীর সহযোগী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মুরছালিনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার মুরগী ব্যবসায়ী মুরছালিন একই পাড়ার এক শিশুকে পাখি শিকারের নামে ডেকে নিয়ে একটি কলা ক্ষেতের মধ্যে ধর্ষণ করে। এই ধর্ষণের ভিডিও ও ছবি বিভিন্ন লোকের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান শুরু করে গাংনী থানা পুলিশ।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৭ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ ও ১৫১ ধারায় ২ আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ১ ও নিয়মিত মামলায় ২ আসামি গ্রেফতার হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক টিম শুক্রবার দিবাগত রাতে আজ শনিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের আজ শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক হাসানুল মারুফ হাসপাতালে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অনলাইন নিউজ পোর্টাল মুজিবনগর খবর ডট কম এর সাংবাদিক মারুফের উপর অতর্কিত আক্রমণ চালায় একদল দুর্বৃত্ত।

শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাড়ার হুদা প্লাজার কাছে  এ ঘটনা ঘটে। এতে মারুফ অশংকাজনক ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মারুফ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ৩ নাম্বার বেডে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম সবুজ বলেন,’ মারুফের শরীরের মাথাসহ সারা শরীরে অসংখ্য আঘাত রয়েছে। অবস্থা গুরুতর বিবেচনায় তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে।’