গাংনীতে এককালিন সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ

মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তার কর্মসুচীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, থেলাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজি কাদের মোহাম্দ ফজরে রাব্বী।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরশাদ আলীর সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,আহাম্মেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,কাজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলম হুসাইন,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল,ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহামেদ প্রমুখ। গাংনীর বিভিন্ন গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক ক্যানসার ও কিডনি-৩৪,ভিক্ষুক পূর্নবাসন-২০জন মোট ৫৪ জনের মাঝে সরকারি এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।




মেহেরপুরে সাংস্কৃতিক ও ক্রীড়াতে অবদান রাখা ২৫ জন সংবর্ধিত

অরণি চিলড্রেন্স থিয়েটারের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে ‘শিশুর জন্য নিরাপদ মাতৃভূমি গড়ার প্রত্যয়’ এই স্লোগান সামনে নিয়ে শিশু-কিশোরদের সাংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করতে শিশু-কিশোর সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক ও শুভেচ্ছা সন্ধ্যার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শিশু কিশোর সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতঃপর কৃতি সংস্কৃতিক শিল্পী ও ক্রীড়াঙ্গনে অবদান রাখা শিশু-কিশোরদের হাতে সম্মাননা স্মারক হাতে তুলে দেয়া হয়।

সাংস্কৃতিক ও শুভেচ্ছা সন্ধ্যায় মেহেরপুর জেলা থেকে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়াতে পুরস্কারপ্রাপ্ত ৭ জনসহ মোট ২৫ জন শিল্পীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সঞ্চালনা এবং সাধারণ সম্পাদক আতিফ স্বপনের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি আলী রেজা,নুরুল আহমেদ সদস্য সুলতানা রাজিয়া, শাশ্বত, নিপ্পন, মাহবুবুল হক মন্টু প্রমুখ।




স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের মেহেরপুর জেলা শাখা কমিটি পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্যবাহী পটভূমি মেহেরপুর এর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ স্বাদেচিপ এর মেহেরপুর শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পুষ্পস্তবক অর্পণ ।

স্মার্ট বাংলাদেশ বির্নিমানের রূপকার, সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার হাতে গড়া সংগঠন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট (BAMS ও BUMS) চিকিৎসকদের পেশাজীবী জাতীয় সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ (স্বাদেচিপ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক মেহেরপুর জেলার সাংগঠনিক স্বাদেচিপ জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটিতে স্বাদেচিপ মেহেরপুর শাখার সভাপতি ডাঃ শাহিন আলী, মেডিকেল অফিসার (ইউনানী), ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মেহেরপুর এবং সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাকসুদুর রহমান, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুজিবনগর এর নাম ঘোষণা করা হয়েছে।

স্বাদেচিপ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরৎ সভাপতি ডাঃ এ. কে. এম মামুন উর রশিদ চৌধুরী ও মহাসচিব ডাঃ খন্দকার ফারুক আহমেদ গতকাল (সোমবার) এক প্রেস রিলিজ এর মাধ্যমে সারা বাংলাদেশে ১৯ জেলায় স্বাদেচিপ এর সাংগঠনিক শাখা কমিটি ঘোষণা করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ও ঘোষণা_ “দেশজ চিকিৎসা ব্যাবস্থাকে মূল ধারার আনতে হবে”। এই লক্ষ্যে সারা দেশে সরকার মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ও সরকারের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে। মেহেরপুর এর স্বাস্থ্য সুরক্ষায় দেশজ চিকিৎসাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে এবং ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রচার ও প্রসারে সরকারের সাথে কাজ করার ব্যাপারে স্বাদেচিপ মেহেরপুর শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




চ্যাটজিপিটির কোড ইন্টারপ্রেটার বাড়াচ্ছে ডাটা সায়েন্টিস্টদের শঙ্কা

এমনিতেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে চ্যাটজিপিটি এক অনন্য মাইলফলক। নানা সমস্যা থাকার পরও চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ছে। চ্যাটজিপিটি কি মানুষের জায়গা দখল করবে কি-না তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক চলছে। অনেকেই বলেছেন তা সম্ভব নয়। তবে সম্প্রতি তাদের ‘কোড ইন্টারপ্রেটার’ নামে এক ফিচার কিছু আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

মাত্র কয়েক মাসেই চ্যাটজিপিটি আর সামান্য চ্যাটবট নেই। বরং এটি আরও বেশি সক্ষম। যেকোনো ডাটা সায়েন্টিস্টের জন্য এর সক্ষমতার পাল্লা অনেক বড় হুমকি। সেগুলো একটু বিস্তারিত জানানো জরুরি।

ডাটা বিশ্লেষক চ্যাটজিপিটি
একজন ডাটা সায়েন্টিস্টের কাজ কি? তিনি অনলাইনে কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য ডাটা বিশ্লেষণ করেন। এভাবেই কোনো ব্যক্তি বা সংস্থাকে তিনি পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু জিপিটি-৪ এখন নিজেই সে জায়গা দখল করে নিয়েছে। নতুন কোড ইন্টারপ্রেটর ফিচারই মূলত সমস্যা। এই প্লাগিন দিয়ে কোড রান করা যায়, চার্ট তৈরি করা যায়, ডাটা বিশ্লেষণ করা যায়, অঙ্ক কষা যায়, ফাইল এডিট করা যায়। তাহলে ভাবুন অবস্থা।

ডাটা ফরম্যাট ব্যাপার নয়
কোড ইন্টারপ্রেটর প্লাগিনের আরেকটি সুবিধা নিয়ে কথা বলা জরুরি। আপনি এখন যেকোনো আনফরমেটেড ডাটা পিডিএফ আকারে চ্যাটজিপিটিতে দিতে পারবেন এই প্লাগিনের সাহায্যে। চ্যাটজিপিটি তা বিশ্লেষণ করবে। পরবর্তীতে একটি টেবিল লেয়াউটের মাধ্যমে ডাটা ফরম্যাট করে দিতে পারবে। আপনাকে সবচেয়ে ভাল ফলাফলটিই এনে দিবে। দীর্ঘ ফরম্যাট নিয়ে খুব দ্রুতই প্লাগিনটি কাজ করতে পারে।

ব্যক্তিগত ডাটাবিজ্ঞানী
এই প্লাগিন পেলে আপনার কত সুবিধা ভাবুন। আপনি এখন যেকোনো ফাইল বা ডাটা আপ্লোড করতে পারবেন আর চ্যাটজিপিটি তা বিশ্লেষণ করে আপনায় পরামর্শ দেবে।

সৃজনশীলতার ঘাটতি নেই
মে মাসে একজন ব্যবহারকারী চ্যাটজিপিটিতে সিএসভি ফাইল আপ্লোড করেন। তিনি চ্যাটজিপিটিকে একটি জিআইএফ ম্যাপ বানাতে বলেন। উল্লেখ্য তিনি যুক্তরাষ্ট্রের এক লাইটহাউজে থাকেন। তিনি এই লাইটহাউজের ম্যাপ চেয়েছিলেন। তিনি যে ফাইল দিয়েছিলেন সেখানে ম্যাপে অনেক জায়গা ছিল কালো। কিন্তু কয়েক সেকেন্ডেই চ্যাটজিপিটি তাকে নির্ভুল ম্যাপ দিয়ে দেয়।

সঙ্গীতের সমঝদার
এবার টুইটার থেকে একটি উদাহরণ আনতে হয়। টুইটারের এক ব্যবহারকারী ৩০০ ঘণ্টার স্পটিফাই ফেবারিট প্লেলিস্ট বিশ্লেষণ করতে চেয়েছিলেন। চ্যাটজিপিটি বিশ্লেষণ করে তাকে স্পটিফাই এপিআই কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে পরামর্শ দিয়েছে।

ভিডিও এডিটর
কোড ইন্টারপ্রেটরের খেল তো এখানেই শেষ নয়। এটি অন্য ধরনের ফাইল নিয়েও কায়দা দেখাতে পারে। একজন জানিয়েছেন তিনি জিআইএফ থেকে এমপিফোর ফাইন কনভার্ট করেছেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদির মিয়া, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ বসির উদ্দিন, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় ১১৬ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।




মেহেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ

বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত মাসিক ভাতা ও এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদির মিয়া, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ বছির উদ্দিন, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় ১৭ জনের মাঝে ৪ লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




মেহেরপুরে অসচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ

মেহেরপুর জেলার তালিকা ভুক্ত অসচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোট ১ লক্ষ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদির মিয়া, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের  উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ বসির উদ্দিন, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় মেহেরপুর জেলার অসচ্ছল সাংস্কৃতিসেবী ৯ জনের মাঝে ১ লক্ষ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় চেক বিতরণ

মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সঞ্চালনায় এবং  জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদির মিয়া, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ বসির উদ্দিন, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০ জন ভিক্ষুকের মাঝে ১৫ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




ধসে পড়লো কার্তিক-কিয়ারার লাভ স্টোরির ব্যবসা

বলিউড বক্স অফিসে এক সপ্তাহ কাটিয়ে ফেলল কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি। সমালোচক ও দর্শকের বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমা। প্রথম সপ্তাহে ভাল ব্যবসা করলেও নতুন সপ্তাহ শুরু হতেই ব্যবসায় ধস নামলো সমীর বিদ্বানস পরিচালিত কার্তিক-কিয়ারার এই লাভ স্টোরি ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত শনি রবি দারুণ ভাবে লক্ষ্মীলাভ করে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার। কিন্তু আবার সোমবার আসতেই এক ধাক্কায় অনেকটাই কমলো আয়। জানা যায়, সোমবার (১০ জুলাই) টেনেটুনে ২ কোটির মতো রোজগার করেছে এই সিনেমা।

কার্তিক, কিয়ারা ছাড়াও সমীর বিদ্বানের এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, শিখা তালসানিয়া, রাজপাল যাদব, অনুরাধা প্যাটেল, প্রমুখকে। গত ২৯ জুন মুক্তি পেয়েছে এই ছবি।

কার্তিক-কিয়ারার প্রথম সিনেমার ‘ভুল ভুলাইয়া ২’ যে ম্যাজিক দেখিয়েছিল, যে জনপ্রিয়তা পেয়েছিল তার ধারপাশ দিয় যাচ্ছে না তাদের এই দ্বিতীয় সিনেমাটি। ‘ভুল ভুলাইয়া ২’ প্রথম সপ্তাহে ৯২ কোটি এবং ভারতীয় বক্স অফিসে মোট ১৮৫ কোটি আয় করেছিল মুক্তি পাওয়ার পর।

‘ভুল ভুলাইয়া ২’ -এর ব্যবসাকে ছুঁতে না পারলেও চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া কার্তিকের ‘শেহজাদা’র তুলনায় ঢের ভালো আয় করেছে এই সিনেমা। রোহিত ধাওয়ান পরিচালিত সেই সিনেমা বক্স অফিসে মোট ৩২ টাকা রোজগার করেছিল। কার্তিক-কৃতির জুটি ওই যাকে বলে একেবারে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।

আপাতত কার্তিক তার পরবর্তী সিনেমার কাজ শুরু করেছেন। তাকে কবীর খানের আগামী সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ দেখা যাবে।




শরীফুলের পেসে বিধ্বস্ত আফগানিস্তান

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। টস হেরে বোলিংয়ে নামায় আগের ম্যাচের স্মৃতি নিশ্চয়ই কারও কারও মনে এসেছিল। এই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই যে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। তবে আজ (মঙ্গলবার) আর তেমনটা হয়নি। বরং দুর্দান্ত বোলিংয়ে আফগানদের নিয়ে ছেলেখেলায় মেতেছেন শরীফুল ইসলামরা।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের সংগ্রহ ৩৭ ওভারে ৮ উইকেটে ৯০ রান।

সফরকারী ব্যাটারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শরীফুল। বাঁহাতি পেসার শুরুতেই এলোমেলো করে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় স্পেলে ফিরে আবার পেয়েছেন উইকেট। সেকারণেই সফরকারীদের হারানো প্রথম ৭ উইকেটের ৪টিই শরীফুলের।

প্রথম দুই ওয়ানডে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে তামিম ইকবালের অবসর-ঘটনায় দলের অবস্থা আরও খারাপের দিকে যায়। মাঠেও সেটির প্রভাব পড়েছে যথেষ্ট। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন এই তৃতীয় ম্যাচটি। ‍গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

যার একটি শরীফুল। একাদশে সুযোগ পেয়েই সামর্থ্যের প্রমাণ আরও দিলেন এই পেসার। বাংলাদেশের উইকেট উদযাপনের শুরুটা আসে তার কাছ থেকেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে আউট করে এনে দেন প্রথম উইকেট। মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়ার আগে মাত্র ১ রান করতে পারেন ইব্রাহিম।

ওই উৎসব শেষ হতে না হতেই আবার শরীফুলের আঘাত। এবার শিকার রহমত শাহ। ওই মুশফিুকের গ্লাভাসবন্দি করেই তাকে ফেরান শূন্য রানে।

শরীফু্ল একদিক দিয়ে উইকেট নিচ্ছেন, পেস বোলিং সঙ্গী তাসকিন আহমেদ উইকেট না পেলে বেমানান হয় না! খানিক পর ডানহাতি এই পেসারও যোগ দিলেন উইকেট উৎসবে। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা রহমানউল্লাহ গুরবাজের উইকেট তার দখলে। মুশফিকের গ্লাভসে ধরা পড়ার আগে গুরবাজ করতে পারেন মাত্র ৬ রান।

টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ের পর চাপ সামলাতে মাঠে আসেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারও ঠেকাতে পারেননি বাংলাদেশের আক্রমণ। শরীফুলের তাণ্ডবে তিনিও বিধ্বস্ত। মাত্র ১ রান করে এলবিডব্লিউ নাবি। আর শরীফুলের নামের পাশে তৃতীয় উইকেট। এই পেসারের তোপে প্রথম পাওয়ার প্লেতে আফগানিস্তান নিতে পারে ৪ উইকেটে মাত্র ২১ রান।

সূত্র: ইত্তেফাক