কার্পাসডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪৫পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা জনাব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই (নিঃ) ইমরান হোসেন, এএসআই (নি:) বিপ্লব দাস, এএসআই (নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে  আজ (১১ জুলাই) মঙ্গলবার  ভোর ৪ টা ১০ মিনিটের সময় রঘুনাথপুর বিশ্বাস পাড়া গ্রামের মোঃ আমির হোসেন ছেলে মোঃ আল মামুনুর রশিদ সোহাগ (৩৫)  ও কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আঃ বারী স্ত্রী মোছাঃ হালিমা খাতুন (৩৩) কে বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ৪৫ (পয়তাল্লিশ) পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।




গাংনীতে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেফতার

গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে ৫ মাসের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

আসামিদের মধ্যে আদালতের পরোয়ানাভূক্ত সিআর সাজাপ্রাপ্ত ১ জন, সাধারণ সিআর ২ জন ও মাদক মামলার ৩ জন রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযান চালান।

গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




স্বেচ্ছাসেবক লীগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে— জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ দেশের কল্যাণে মানুষের কল্যাণে বিপদ আপদে যে কোনো দুর্যোগে মূহূর্তে মানুষের পাশে দাঁড়াবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই সংগঠনের নেতা কর্মীরা মানুষের পাশে দাঁড়াবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার ত্রি—বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর শহীদ শামসুদ্দোজা নগর উদ্যানে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের এই ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সদস্য আদনান সুমন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশান প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগের প্রাণ দলের নি:স্বার্থ কর্মী। আওয়ামীলীগে নি:স্বার্থ কর্মী আছে বলেই আওয়ামীলীগের নেতৃত্বে আজ সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রধান মন্ত্রী উজ্জল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আমাদের জীবন মান বেড়েছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। স্কুল কলেজের ভবন নির্মাণ হয়েছে। আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুর উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ এখন সামাজিক নিরাপত্তা ও শৃংখলার মধ্যে বাস করছে। তাই মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার সরকার কৃষকের সরকার, উন্নয়নের সরকার। আজ সারা বাংলাদেশ জেগে উঠেছে। এজন্য যারা ষড়যন্ত্রকারী, ৭১ সালে ষড়যন্ত্র করেছে যারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে ৭৫ হত্যা করেছে বারবার ষড়যন্ত্র করে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্র বানাতে চেয়েছে সমস্ত ষড়যন্ত্রকারীরা ধংশ হবে ও ব্যার্থ হবে।

সম্মেলনের উদ্বোধক গাজী মেজবাউল ইসলাম সাচ্চু বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে পানি ঘোলা করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবেনা। বঙ্গবন্ধুর আদর্শের একজন নেতা কর্মী বেছে থাকতে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবোনা। স্বেচ্ছাসেবক লীগ রাজপথে থেকে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের শেষে আমাদের জাতীয় নির্বাচন। বিএনপি জামায়াত কথায় কথায় বলে কাল সকালেই শেখ হাসিনা সরকারকে বিদায় করে দেবে। শেখ হাসিনার সরকারকে বিদায় করা এতো সস্তা নয়। আমরা বঙ্গবন্ধুর সৈনিক জীবিত আছি।

বিএনপির উদ্যোশ্যে তিনি বলেন, সাহস থাকলে নির্বাচনে আসেন। নির্বাচনে জয়লাভ করলে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিবো। বিদেশীরা এসে আপনাদের ক্ষমতায় বসাতে পারবেনা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বিদেশীদের আমরা সুপরামর্শ শুনবো। তাদের নির্দেশ আমরা কখনোই মানবোনা।

তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী বলেছেন ২০২৩ সালের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হবে। সারা পৃথিবী থেকে পর্যবেক্ষক আসুক। বাংলাদেশের শান্তি, পবিত্র সংবিধান লংঘন করে কিয়ামত পর্যন্ত তত্বাবধায়ক সরকার চাইলেও তা আর ফিরে আসবেনা। স্বাধীন গণতান্ত্রিক দেশে কিয়ামত পর্যন্ত তত্বাবধায়ক সরকার থাকতে পারেনা। আগামী নির্বাচনেও এদেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে সরকার গঠণ করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আগামী নির্বাচন এবং আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানো হবে।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম।

এর আগে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শান্তির প্রতীক কবুতর ওড়ানো হয়।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম আহ্বান করা হলে সভাপতি পদে ৫জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম জমা দেওয়া হয়।

একজন করে প্রার্থী হওয়ার জন্য সময় দেওয়া হয়। এ সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা একমত না হওয়াই সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম পরে ঘোষণা করা হবে বলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ করা হয়।




আলমডাঙ্গায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) খেলা উদ্বোধন করা হয়েছে ।

আজ সোমবার পাইলট সরকারি হাইস্কুলের বিটিম মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, পৌর প্যানেল মেয়র মজিবুল হক, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা এনামুল হক, রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল। উদ্বোধনী খেলায় দু’দলের খেলোয়াড়দের উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জার্সি উপহার দেন।

খেলা পরিচালনা করেন আবুল হাসান, জুয়েল রানা, রনি আহমেদ, মহসিন কামাল । উদ্বোধনী খেলায় ডাউকি ইউনিয়নকে ৮-১ গোলে পরাজিত করে বাড়াদি ইউনিয়ন জয়লাভ করে। অপর খেলায় কুমারী ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে গাংনী ইউনিয়ন জয়লাভ করে।

উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও মীর রোকনউজ্জামান।




চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হলেন ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।

রাস্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সোমবার এই আদেশ প্রদান করা হয়েছে।

এছাড়া মেহেরপুর, শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, ও নারায়নগঞ্জ জেলা প্রশাসককে বদলি করা হয়েছে।




মেহেরপুর আদালত থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে আসামির পলায়ন

মেহেরপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে সাকিব (২২) নামের এক বিচারাধীন আসামির পালিয়ে যাওয়ার পর তাকে ধরে এনে পুলিশে সোপর্দ করেছে পরিবার। সাকিব মেহেরপুর পৌর এলাকার নতুন পাড়ার আনারুল ইসলামের ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস এই তথ্য নিশ্চিত করেছে।

৯ জুলাই দিবাগত রাতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে চুরি ও মাদকের মামলায় বিভিন্ন আসামিকে আটক করা হয়। আটককৃতদের আজ ১০ জুলাই সোমবার মেহেরপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে উঠানো হলে বিচারক মো: তরিকুল ইসলাম তাদেরকে জেল হাজতে প্রেরণ নির্দেশ দেন। কাঠগড়া থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে নয়জন পুলিশ সদস্যের চোখ ফাকি দিয়ে আসামি সাকিব হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর জেলা পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়।

পুলিশের পক্ষ থেকে আসামি সাকিবের পরিবারের উপর চাপ প্রয়োগ করা হলে পলায়নের ৬ ঘন্টা পরে রাত সোয়া আটটার সময় আসামি সাকিব কে নিয়ে তার বড় ভাই রাকিব কোর্ট হাজতে উপস্থিত হন। আসামি সাকিবকে কোর্ট পুলিশ পরিদর্শকের কাছে সোপর্দ করে।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’ আসামি পালিয়ে গেছিলো ঘটনাটি সত্য, তবে তাকে পাওয়া গেছে, এখন কাস্টডিতে আছে।




মুজিবনগরে ৫টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

মুজিবনগরে অনুমোদন ও লাইসেন্স বিহীন ভাবে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার কেদারগঞ্জ বাজারে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত এই অভিযান পরিচালনা করেন।

এসময় অনুমোদন ও লাইসেন্স না থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয় এবং অনতিবিলম্বে অনুমোদন ও লাইসেন্স করার জন্য আহ্বান জানানো হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মুজিবনগর থানা পুলিশ এবং মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহযোগিতা করেন।




মেহেরপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারকে বিদায়ী সংবর্ধনা

মেহেরপুর পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হানের বদলি জনিত বিদায় সংবাদর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে আজ সোমবার বিকাল তিনটায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে (ত্রীসকপ) এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব জেনারুল বিশ্বাস, পবিস এর সহ-সভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ ফয়জুল্লাহ, সাবেক পরিচালক আল আমিন হোসেন, ডিজিএম শ্যামল কুমার মল্লিক, ডিজি এম মোঃ আনারুল আলম, পঙ্কজ শিকদার, আয়েশা সিদ্দিকা, প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রেস্ট দেওয়া হয়।

উল্লেখ্য, জেনারেল ম্যানেজার আবু রায়হানকে মেহেরপুর থেকে কুমিল্লা-১ বদলি করা হয়েছে।




মেহেরপুরে গ্যাস বিক্রেতার ২ হাজার টাকা জরিমানা

লাইসেন্স না করে গ্যাস বিক্রির অভিযোগে গ্যাস হাউজ নামের এক গ্যাস বিক্রেতার ২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস।

সোমবার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের কোর্ট সড়কের গ্যাস হাউজ নামের ওই গ্যাস বিক্রেতার দোকানে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ব্যবসার লাইসেন্স না নিয়ে ব্যবসা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ব্যবসায়ীকে অনতিবিলম্বে লাইসেন্স করার জন্য নির্দেশ দেওয়া হয়।




মেহেরপুরের নবাগত ডিসি মো: শামীম হাসান

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হলেন মো: শামীম হাসান। তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব ছিলেন।

রাস্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়েছে।

এছাড়া শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে।