মেহেরপুরে সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পবিত্র কুরআনের সবক উদ্বোধনী অনুষ্ঠান

মেহেরপুর শহরের ডক্টরস ল্যাব এর উদ্যোগে সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পবিত্র কুরআনের সবক উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ডক্টর ল্যাব সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পবিত্র কুরআনের সবক উদ্বোধন করা হয় এসময় শিক্ষার্থীদের মাঝে ২০ টি কোরআন শরীফ বিতরন করা হয়েছে।

মাওলানা রফিকুল ইসলাম নূরানীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুফতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক মাওলানা মোঃ সিরাজ উদ্দিন।

ডক্টর ল্যাবের ম্যানেজার সাজু শেখের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেয়াদাপাড়া জামে মসজিদের ইমাম মুফিত নুরুল ইসলাম, মল্লিকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাসানুজ্জামান, মেহেরপুর ডক্টর ল্যাবের ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম আবির, জনতা ব্যাংকের মেহেরপুর শাখার সাবেক এজিএম মোঃ আব্দুস সামাদ, মেমোরিয়াল ট্রাস্ট পবিত্র কুরআন শিক্ষার আসারের পরিচালক প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ




এক ফুল দো মালি!

মেহেরপুরে এবার এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মধ্যে শুরু হয়েছে আইনী লড়াই। এই আইনি লড়াইয়ে ফলাফল যাই হোক স্ত্রী এসএম আফসানা হাবিব তার প্রথম স্বামী ফিরোজ হোসেনের কাছেই থাকছেন। তবে, স্ত্রী এসএম আফসানা হাবিবের এখনো ১৮ বছর বয়স পৌছাতে বাকি রয়েছে তিন মাস।

জানা গেছে, মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার এসএম আফজাল হাবীবের মেয়ে এসএম আফসানা হাবিবের প্রথম ২০২০ সালে বেড়পাড়া এলাকার লাল চান্দের ছেলে ফিরোজ হোসেনের সাথে বিয়ে হয়। কিছুদিন সংসার করার পর তার পিতা মাতা সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায়। তাকে তালাক না দিয়েই গোভিপুর গ্রামের আরেজুল ইসলামের ছেলে তারিফুল ইসলামের সাথে দ্বিতীয়বার বিয়ে দেন। এর মধ্যে এসএম আফসানা হাবিব সেখান থেকে পালিয়ে এসে আবারও প্রথম স্বামী ফিরোজ হোসেনের কাছে চলে আসেন। এসএম আফসানা হাবিব তার দ্বিতীয় স্বামী তারিফুল ইসলামকে তালাক প্রদান করেন। পরে প্রথম স্বামী ফিরোজ হোসেনের সাথে তৃতীয়বারের মত বিয়ে করেন। এদিকে তারা সংসার করলেও দ্বিতীয় স্বামী তারিফুল ইসলাম তার স্ত্রী এসএম আফসানা হাবিব নিখোঁজ বলে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন। যার ডাইরি নং ১৮২, তারিখ ০৪/০৭/২০২৩ ইং।

এঘটনায় মেহেরপুর সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম শনিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার সময় তাদের ৩ জনকে ডেকে আপোষ মিমাংসা করে দেন। এসময় মেহেরপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ বাপ্পীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ বাপ্পী বলেন, যেহেতু এসএম আফসানা হাবিব তারিফুল ইসলামকে তালাক প্রদান করে তার পূর্বের স্বামী ফিরোজ হোসেনকে পূনরায় বিয়ে করেছেন। তার কাবিননামা দ্বিতীয় স্বামী তারিফুল দিয়ে বিষয়টি মিমাংসা করা হয়েছে।

এসএম আফসানা হাবিব তার প্রথম স্বামী ফিরোজ হোসেনের হাতে ধরে নিজ গৃহে ফিরে গেছেন। এঘটনায় উপস্থিত মজলিসের লোকজনের মুখে সুর এলো এ যেনো এক ফুল দো মালি!




দামুড়হুদায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) দ্বিতীয় দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মাঠে নামে দামুড়হুদা সদর ইউনিয়ন একাদশ বনাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ অপর খেলায় হাউলী ইউনিয়ন একাদশ বনাম কুড়ালগাছী ইউনিয়ন একাদশ।

প্রথম খেলায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দামুড়হুদা সদর ইউনিয়ন একাদশ। দ্বিতীয় খেলায় ট্রাইবেকারে হাউলী ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়েছে কুড়ালগাছী চ্যাম্পিয়ন হয়।

দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোখলেছুর রহমান ও আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য হাসান আলী, শহিদুল ইসলাম, শাহাজামাল, লিয়াকত আলী, নুরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, নাজির সাখাওয়াত রাসেল, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির ডিনার, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন সৈয়দ মাসুদুর রহমান, সুবাস চন্দ্র, ইউসুফ আলী ও শহিদ আজম সদু। খেলায় ধারাভাষ্যকার ছিলেন শামীম খাঁন ও মোস্তাফিজুর রহমান।




২০০ জনকে নিয়োগ দেবে শপআপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শপআপ। প্রতিষ্ঠানটিতে বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

বিক্রয় প্রতিনিধি।

পদসংখ্যা

২০০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে জেএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবশ্যই মোহাম্মদপুর/খিলগাঁও/বনশ্রী এরিয়া তে কাজের জন্য আবেদন করবেন।

কর্মস্থল

ঢাকা, ঢাকা (আদাবর, খিলগাঁও, ঢাকা উদ্যান, ধানমণ্ডি, ধানমণ্ডি ২৭, ধানমণ্ডি ৩২, বনশ্রী, বাড্ডা, মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, মোহাম্মদপুর হাউজিং, রামপুরা, লালমাটিয়া, শ্যামলী।

বেতন

৭০০০ – ১৪০০০/- (মাসিক )।

টেলকো ডিস্ট্রিবিউশন ব্যবসা তে পারফরমেন্স বোনাসে বেশি জোর দেওয়া হয়। মূল বেতনের পাশাপাশি ইন্সেন্টিভ রয়েছে , বছরে রয়েছে দুইটি পারফরম্যান্স বোনাস , এছাড়া কোম্পানির পলিসি অনুযায়ী আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১ জুলাই, ২০২৩।

সূত্র : বিডিজবস




টক দইয়ের যত গুণ

স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে দিন শুরু করতে পারলে স্বাস্থ্যের জন্যও উপকারি। সেক্ষেত্রে টক দই একটি ভালো খাবার হতে পারে। মজার বিষয় হলো, দুগ্ধজাত এই পণ্য আপনি বিভিন্নভাবে খেতে পারবেন। ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আবার স্মুদি করতেও অসুবিধা নেই। নাশতায় দই যুক্ত করতে পারলে উপকার মিলবে।

ভিটামিন উপাদান
দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি ১২, বি২, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মত জরুরি উপাদান থাকে। আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে এর বিকল্প নেই।

প্রোবায়োটিকে ভরপুর
হজমপ্রক্রিয়া এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রোবায়োটিক কার্যকরী। টক দই এই বর্ষার সময়ে পেট ফোলা কিংবা ডায়রিয়ার সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে
ওজন নিয়ন্ত্রণ করতে হলে টক দই একটি ভালো বিকল্প। টক দইয়ে প্রচুর প্রোটিন থাকে তাই অনেকক্ষণ খিদে লাগে না। অতিরিক্ত খাওয়ার ইচ্ছেও আপনার কমে যায়। ফলে ওজন নিয়ন্ত্রণ অনেক সহজ হয়।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে
রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে টক দইয়ের উপাদান কার্যকর। টক দইয়ের ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং সেলেনিয়ামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায়।

হাড়ের গঠনে
মজবুত হাড় গঠনে টক দই খুব কার্যকর। এক কাপ দইয়ে অন্তত ২৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যাবে। প্রতিদিন সকালে নাশতায় এক কাপ টক দই খেলেই হলো।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত

বাড়ির জমির আইল নির্ধারণকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে বাবলু হোসেন (৪৬), তার স্ত্রী বুলুয়ারা খাতুন (৪০), ভাই লাভলু হোসেন ও খোকনের ছেলে সুমন (৩০)।

আহতদের মধ্যে বাবলু হোসেনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবলু হোসেন।

আহত বাবলু জানান, বাড়ির জমির আইল নির্ধারণকে কেন্দ্র করে প্রতিবেশি আসাদুল তার স্ত্রী মেহেজান ও কাজল হোসেন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করে। তবে, অপরপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।




ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে মোঃ শলোক মিয়া নামে ৬ বছরের এক শিশু বাওড়ের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সাথে বাওড়ের পানিতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের মোঃ মাসুদ মিয়ার একমাত্র সন্তান। একমাত্র শিশু পুত্রকে হারিয়ে মাসুদ মিয়া বার বার মুর্ছা যাচ্ছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে মা বাবাকে না জানিয়ে বন্ধুদের সাথে খেলা করতে করতে বাওড়ের পানিতে গোসল করতে আসে শিশুটি। কিছুক্ষন পরে অন্য বন্ধুরা তাকে না পেয়ে খোজাখুজি করতে থাকে তখন সবাই টের পেয়ে গ্রামের লোকজন শিশুটিকে খুজতে বাওড়ের পানিতে নেমে পড়ে। কিছুক্ষন খোজাখুজির পর একজনের পায়ে শিশুটির শরীর স্পর্শ করলে তাকে পানির উপরে তোলার পর অনেক চেষ্টা করেও আর বাঁচানো সম্ভব হয়নি।




আসছে টিকটক মিউজিক

মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘টিকটক মিউজিক’ আনতে যাচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। বলা হচ্ছে, স্পটিফাইর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে এই উদ্যোগ প্রতিষ্ঠানটির। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসে ব্যবহার করা যাবে টিকটক মিউজিক। তবে এর জন্য প্রয়োজন হবে টিকটক অ্যাকাউন্ট।

টিকটক মিউজিক বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে না। প্রতি মাসে সর্বোচ্চ সাড়ে তিন ডলার পর্যন্ত গুনতে হবে ব্যবহারকারীদের। প্রাথমিকভাবে ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারীরা টিকটক মিউজিক ব্যবহারের সুযোগ পাবেন।

টিকটক মিউজিক স্ট্রিমিংয়ের পাশাপাশি পছন্দের গান এখন থেকে ডাউনলোড করা যাবে। তাছাড়া, পছন্দের গানের প্লেলিস্ট তৈরির পাশাপাশি নিজের গান বা ভিডিও সরাসরি সম্প্রচারের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। ইউনিভার্সেল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, সনি মিউজিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাইটড্যান্স। এদিকে, নিজেদের মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘রেসো’ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মটি ২০২০ সালে চালু হয়েছিল।

সূত্র: টেকক্রাঞ্চ




আবারও বলিউডে ফিরছেন আমিরের সেই বিদেশি প্রেমিকা

বলিউডের কালজয়ী সিনেমা আমির খানের ‘লগান’ দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়ত কমই আছেন। এই সিনেমার ভিনদেশি চরিত্র ‘এলিজাবেথ’ কে নিশ্চই মনে আছে! যিনি কিনা ভারতীয় যুবক ‘ভূবন’ আর্থাৎ আমির খানকে ভালোবেসে ফেলেছিল। আমিরের সেই বিদেশি প্রেমিকা ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন বলিউডে। সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-তে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সুদীপ শর্মার হাত ধরে বলিউডে ফিরছেন ‘লগান’-এর বিদেশি আভিনেত্রী রেচেল শেলি। তার ওয়েব সিরিজ ‘কোহরা’-তে রেচেল শেলিকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা বলেন,‘আমি এমন কোনও ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শ্যুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত।’ এছাড়া আমার ওয়েব সিরিজের বাজেটও কম ছিল। তাই নামী, ভীষণ খ্যতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই ওর কাছেই এই কাজের প্রস্তাব রেখেছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শ্যুটিংয়ে কেমন পাগলামো চলে।

থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছিল কোভিড পিরিয়ডে। রেচেল ছাড়াও এতে অভিনয় করছেন সুবিন্দর ভিকি, বরুন সোবতি, বরুণ বাদোলা, হারলিন শেঠি এবং মনীশ চৌধুরীর মতো অভিনেতারা। ১৫ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোহরা’।

‘লগান’ ছাড়াও দ্য কলিং, ’লাইটহাউস সহ বহু ইংরাজি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রেচেল শেলি।

সূত্র: হিন্দুস্তান টাইমস




মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহায়তায় মেহেরপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে ।

আজ শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সনদপত্র বিতরনের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্টানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শেখ আব্দুস সালাম। ব

ক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যান সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল। পরে জেলা পর্যায় থেকে অতিথিরা প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।

মেহেরপুর বহুমুখী মানব কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল আহমেদ, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম এসময় সেখানে উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মুল লক্ষ্য। সেই লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই কারনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের মাধ্যেমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে যাতে তারা নিজেদের পায়ে নিজেরা দাড়াতে পারে।

বহুমুখী মানব কল্যাল সংস্থার মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদাহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার ১ হাজার ২ শত শিক্ষার্থীর মাঝে এ সনদপত্র বিতরন করা হয়।