গাংনীতে ১ কেজি পরিত্যক্ত গাঁজা উদ্ধার

গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার চিৎলা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাংনী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চিৎলা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত ১ কেজি গাঁজা উদ্ধার করেন।

গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।




মেহেরপুরে আশরাফপুরে ওয়াক্ফ স্টেটের জমি দখলের পায়তারা

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে বাংলাদেশ ওয়াকফ্ এষ্টেটের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে।

এঘটনায় ওয়াকফ্ এস্টেটের মতোয়ালী মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া দখলকারীদের বিরুদ্ধে মামলা করার জন্য বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কাছে অনুমতির আবেদন জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ ওয়াক্ফ এস্টেট বাংলাদেশ সরকারের তালিকাভূক্ত স্থাবর সম্পত্তি। সিএসএসও বিআরএস রেকর্র্ডিয় শেখ আইন উদ্দীন ওয়াক্ফ এস্টেট নামীয় স্থাবর সম্পত্তি আশরাফপুর স্কুল মাঠে তপশীলভূক্ত জমি জোরপূর্বক ভূয়া কাগজপত্র সৃষ্টি করে আশরাফপুর গ্রামের নাজির শেখের ছেলে শওকত হোসেন ও তার ছেলে হাসান আলী জবর দখলের পায়তারা করছেন। তারা জমির ঘাস কেটে নিয়ে রাসায়নিক সার ছিটাচ্ছে এবং জমিটিকে সীমানা নির্ধারণ করে খোচ পুতে নিচ্ছে।

এই শওকত হোসেন এর আগেও একই জমি জবর দখল করতে গেলে আমার বাবাও তার বিরুদ্ধে মামলা করেছিল।যার মামলা নং (হাইকোর্ট ডিভিশন) এফএমএ নং ৮১ অফ ২০০৬, এবং এফএমএটি ৬৬৯ ২০০৬ ও ২০০৭ ইং। উল্লেখ্য যে, ওয়াক্ফ এস্টেটের স্থাবর সম্পত্তি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ও আইন মোতাবেক ক্রয় বিক্রয় করতে পারবেনা। অথচ কে বা কারা ওই জমি ক্রয় বিক্রয়ের মুল হোতা সনাক্ত করে তার নামে জমি দাবি করছে। তাই তার বিরুদ্ধে মামলা করার জন্য বাংলাদেশ ওয়াক্ফ এস্টেটের প্রশাসকের অনুমতি নিয়ে মামলা করার অনুমতি চেয়েছেন এই স্টেটের মতুয়াল্লি মো: কাজী হাবিবুল ইসলাম।




আলমডাঙ্গায় শেখ সামসুল আবেদীন খোকনের নির্বাচনী গণসংযোগ

কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন দিনভর আলমডাঙ্গার বেলগাছি, নাগদাহ, আইলহাঁস ও খাসকররা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছে।

আগামী সংসদ নির্বাচনে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাদের খোজ খবর নেন। সকলের কাছে দোয়া কামনা করেন যেন আগামী সংসদ নির্বাচনের মাঠে নৌকা প্রতিক নিয়ে জনতার সামনে আসতে পারেন।

তিনি বেলগাছি বাজার, ও বেলগাছী মালিথাপাড়া, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা বাজার, জাঁহাপুর মোড়,ঘোলদাড়ি বাজার, আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া, আইলহাঁস, আইলহাঁস বাজারে ও খাসকররা এলাকায় জনসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ করেন।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভিপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন বৃষ্টি উপেক্ষা করেই এ গণসংযোগ অব্যাহত রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন দিপক, আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আসরাফুল হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান রুবেল হোসেন, শামীম সরোয়ার, শেখ সাহানুর টিপু, যুবলীগ নেতা শেখ রিভেন, রুবেল, মিয়াদ, লিখন, রিদয়, রিয়ন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা সাহারিয়ার তপু, সাকিল, সাব্বিরুজ্জামান, আশিক, সজিব, নাফিজ, মামুন, টগর, সাকিব, তামিম, রাসেল প্রমুখ।




মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ। মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে মুজিবননগর উপজেলা যুব মহিলা লীগের তত্ত্বাবধানে আজ সোমবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য (সাবেক)ও জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা মোনালিসা ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন মহাজনপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রোকসানা রুনু।

মেহেরপুর সদর উপজেলা সাধারণ সম্পাদিকা রোজিনা আক্তার, মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ সভাপতি লতিফন নেছা লতা।

উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন জানান তিনি আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কখনোই কোন পদে যেতে পারেননি ফরহাদ হোসেন দোদুল এই প্রথম তাকে যুব মহিলা লীগকে নেতৃত্ব দেওয়ার সাহস যুগিয়েছেন

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন বলেন মেহেরপুরের উন্নয়নে ফরহাদ হোসেনের কোন বিকল্প নেই।

উক্ত অনুষ্ঠানে ১৫০০ জন যুব মহিলা লীগের কর্মীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয় অনেকেই। হোসেন মোনালিসা তার বক্তব্যে যুব মহিলা লীগের নেতৃত্বে নারী নেতৃত্ব যে একটি সক্রিয় রূপ পেয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।




দামুড়হুদায় বিএনপি’র নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন বাবু খাঁন

দামুড়হুদা উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপি’র নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবু।

আজ সোমবার দিনভর তিনি বিভিন্ন ইউনিয়ন ঘুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বাবু খাঁন বলেন, দেশের মানুষ ভালোভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেনি। দ্রব্য মুল্যের উর্ধগতির বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেরেছে তাতে সাধারণ মানুষ দিশেহারা। ১ কেজি গরুর মাংসের দাম ৮০০ টাকা কিন্তু ১ কেজি কাঁচা মরিচের দাম ১০০০ থেকে ১২০০ টাকা। দেশের সাধারণ মানুষ আর এই ভোট চোর সরকারকে চাইনা। জনগণ এই সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এখনো সময় আছে আপনারা সংশধন হন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে ছাড়া এই বাংলায় আর ভোট চুরি করে ক্ষমতায় আসা যাবেনা। তানাহলে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ভোট চোরদের প্রতিহত করা হবে।

দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, জেলা বিএনপির সদস্য সালমা জাহান পারুল, দামুড়হুদা থানা বিএনপি’র সিঃ সহসভাপতি আ: ওয়াহেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম। দামুড়হুদা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকরামুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম।

দামুড়হুদা থানা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সোহেল রানা, দামুড়হুদা থানা ছাত্র দলের সভাপতি আফজালুল হক সবুজ, সাধারণ সম্পাদক সুলতান আহাম্মেদসহ থানা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




স্পটিফাইয়ে দেখা যাবে ভিডিও

স্পটিফাইয়ে এমনিতেই ১ লাখ ভিডিওসহ পডকাস্ট আছে। এবার স্পটিফাই অ্যাপে ফুল লেন্থ ভিডিও যুক্ত করার চিন্তা করছে। মূলত টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এমন একটি ফিচার যুক্ত করার চিন্তা করা হচ্ছে। যদিও স্পটিফাই থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিন্তু এই ধারণার সত্যতা এখনই পাওয়া যাচ্ছে। স্পটিফাইয়ে এখনই গানের সঙ্গে জিয়াইএফ আকারে লুপ ভিডিও যুক্ত করার অনুমতি দেওয়া হচ্ছে। ফলে ইউটিউব ও টিকটক থেকে অনেক ব্যবহারকারীই এখন স্পটিফাইয়ে চলে আসছে। এমনিতেও স্পটিফাই নতুন করে বিনিয়োগ বাড়িয়েছে। তবে চলতি বছর পডক্যাস্ট ইউনিট থেকে প্রায় ৩০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




৪৩ বছরের ছোট বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন মিক জ্যাগার

৭৯ বছর বয়সে বাগদান সারলেন ‘দ্য রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগার। যদিও এই রকস্টারের বান্ধবী মেলানি হ্যামরিকের বয়স মাত্র ৩৬।

গত নয় বছর ধরে প্রেম করছেন মিক ও মেলানি। অবশেষে নিজেদের সম্পর্কের পরবর্তী অধ্যায়ে সূচনা করলেন যুগল। মিক-মেলানির এমন সিদ্ধান্তে খুশি তাদের পরিবারও।

২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন মেলানি। ২০১৬ সালে মেলানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছিল। অষ্টমবার বাবা হয়েছিলেন মিক। আশ্চর্যের কথা হলো, মিকের প্রথম ও অষ্টম সন্তানের বয়সের ব্যবধান ৪৫ বছর।

মিক জ্যাগারের প্রথম সন্তানের নাম ক্যারিস হ্যান্ট। তার বয়স এখন ৫৩ বছর, জ্যাগারের বড় মেয়ে জেডের বয়স এখন ৫২ বছর! তবে সম্পর্কের মারপ্যাঁচে কোনোদিনই হারিয়ে যাননি মিক, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। প্রেমিকা মেলানি ও তাদের ছয় বছর বয়সি সন্তান ডেভেরাক্স নিয়েই সুখেই কাটছিল দিন, এবার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিলেন শিল্পী।

সম্প্রতি এক অনুষ্ঠানে মেলানির হাতে কোটি টাকার হিরার আংটি জ্বলজ্বল করতে দেখা গিয়েছে। ঘনিষ্ঠমহলে এনগেজমেন্টের ঘোষণাও সেরে ফেলেছেন মেলানি।

জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘তারা বাগদান সেরে ফেলেছেন। এখন তারা হবু বর-বউ। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’

সূত্র: যুগান্তর




ভিসেল কোবেকে বিদায় জানাতে গিয়ে কাঁদলেন ইনিয়েস্তা

স্পেন জাতীয় দল বা ক্লাব বার্সেলোনাকে বিদায় জানানোর সময়ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে এতটা নয়, যতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গত পরশু জাপানি ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানাতে গিয়ে! জাপানি ক্লাবটির হয়ে শেষ ম্যাচটি খেলার পর সমর্থকদের বিদায় জানাতে গিয়ে কেঁদেই ফেলেন স্পেনের ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী মিডফিল্ডার।

বিদায়ের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ইনিয়েস্তা। ফলে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে বিদায় জানাতে ভিসেল কোবের সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছিল স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই করতালি আর স্লোগানের মাধ্যমে বিদায় নায়ককে অভিনন্দন জানাতে থাকেন দর্শক-সমর্থকরা। ভিসেল কোবের কোচ তাকাইওকি ইওশিদা শুরুর একাদশেই নামান ইনিয়েস্তাকে। তবে ৩৯ বছর বয়সী ইনিয়েস্তাকে পুরো ম্যাচ তিনি খেলাননি। ৫৭ মিনিটের সময় তুলে নেন।

মাঠ ছাড়ার সময় ইনিয়েস্তা দুই হাত নেড়ে বিদায় জানান জাপানিদের। গ্যালারির দর্শকেরাও আসন ছেড়ে দাঁড়িয়ে বিদায়ী অভ্যর্থনা জানান তাকে। স্টেডিয়ামের পরিবেশ তখন এতটাই গম্ভীর হয়ে উঠেছিল যে, বার্সেলোনার সাবেক কিংবদন্তি নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নাভেজা কণ্ঠে শুধু একটুকুই বলেন, ‘শেষের দিকের কয়েকটা মাস আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিল। সবাইকে ধন্যবাদ।’

বয়স ৩৯ হয়ে গেছে। ধারণা করা হচ্ছিলো, ভিসেল কোবের হয়ে বিদায় ম্যাচ খেলেই হয়তো নিজের খেলোয়াড়ী ক্যারিয়ারের ইতি টানতেন তিনি। কিন্তু না, ইনিয়েস্তা ভিসেল কোবে থেকে বিদায় নিলেও ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজিয়ে দেননি। সেই সিদ্ধান্তের বিষয়টি ঝুলিয়ে রেখেছেন ভবিষ্যতের জন্য, ‘মাঠ থেকেই বিদায় নেওয়া এবং ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা ছিল। আশা করি, এই আবেগ নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেব আমি।’

সেই সিদ্ধান্তটা কী হবে? তিনি কি আরো কিছুদিন খেলে যেতে চান? খেলে যেতে চাইলে, সেটা কোন ক্লাবের হয়ে? ভিসেল কোবের ক্যারিয়ারের যতি টানলেও ইনিয়েস্তা নতুন কোনো ক্লাবের সঙ্গে এখনো চুক্তি করেননি। কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তির কথাবার্তা হচ্ছে বলেও শোনা যাচ্ছে না। ২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে ভিসেল কোবেতে যোগ দেন তিনি। সেই থেকে দীর্ঘ পাঁচটি মৌসুম জাপানে কাটিয়ে দিলেন তিনি। এই সময়ে ক্লাবটির হয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন, গোলও করেছেন ২৬টি। পাশাপাশি ভিসেল কোবেকে দুটি শিরোপাও জিতিয়েছেন।




ঝিনাইদহের শৈলকুপায় শোবার ঘরে মিলল গোখরা সাপের ২০ বাচ্চা

ঝিনাইদহের শৈলকুপায় চায়ের দোকানদার মুকুল হোসেনের শোবার ঘর থেকে গোখরা সাপের ২০টি জ্যান্ত বাচ্চা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুঁড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয়।

স্থানীয় ব্যক্তি চঞ্চল মাহমুদ জানান, খবর পেয়ে মুকুল হোসেনের বাড়িতে যাই। গিয়ে দেখি, মুকুলের টিন দিয়ে বানানো ও মেঝে মাটি দিয়ে তৈরি ঘর খনন চলছে। আর একে একে বের হচ্চে জ্যান্ত সব সাপের বাচ্চা।

চা দোকানি মুকুল হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে মাঝে-মধ্যে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পায়। এখানে সেখানে কিল-বিল করে বেড়ায় বাচ্চাগুলো। আবার খুব দ্রুতই কোথায় যেন হারিয়ে যায়। পর পর কয়েকবার এমন ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর আজ সকালে থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। তারপর শেষ পর্যন্ত ২০টি জ্যান্ত বাচ্চা পাওয়া যায়। তবে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এগুলোকে একটি প্লাস্টিকের বয়মে ভরে রাখা হয়েছে। পরে এলাকার ওঝা চিত্ত দাশকে খবর দেওয়া হয়। তিনি এসে জানান, এগুলো গোখরা সাপের বাচ্চা। যা খুবই বিষধর সাপ।

ওঝা চিত্ত দাশ জানান, এগুলো গোখরো সাপের বাচ্চা। বয়স কমপক্ষে ১০ দিনের মতো হবে। এগুলো আমরা এখন নিয়ে যাবো। তবে যেহেতু এদের মাকে পাওয়া যায়নি এবং বাচ্চাগুলোও খুব ছোট সেকারণে বেশিরভাগই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটা বাচ্চা বেশ বড় এরা বাঁচতে পারে। তবে মানুষের নিরাপত্তার স্বার্থে এগুলো যেখানে সেখানে ছাড়া যাবে না। আর আমাদের এখানে এদের ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গাও নেই।




ঝিনাইদহে পাটক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহে পাটক্ষেত থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকাল ১১টার সময় সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকার রবি মিয়ার পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় মেলেনি।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কালো রঙের গেঞ্জি ও জিন্সের ফুলপ্যান্ট পরিহিত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশটি আনুমানিক দুই তিন দিনের আগের হতে পারে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতেও কাজ শুরু হয়েছে।