উইন্ডোজ ১১ এর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট মাইক্রোসফট কোপাইলট

উইন্ডোজ ১১-তে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট যুক্ত হচ্ছে। মাইক্রোসফট তাদের কোপাইলট এবার চালু করে দিচ্ছে। কোপাইলটে আমরা এজ, অফিস অ্যাপ এবং গিটহাবে ব্যবহার হতে দেখেছি। এবার উইন্ডোজ ১১ তেই সরাসরি এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত থাকবে।

একবার চালু করলে কোপাইলট সবসময় সক্রিয় থাকবে। উইন্ডোজের হেড পানোস পানয় জানান এ কথা। ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবেই কোপাইলট কাজ করবে। যেকোনো কাজ দ্রুত করা কিংবা কোনো অ্যাপ ব্যবহারে সুবিধা বাড়ানোর জন্যই কোপাইলট থাকবে। এখন কোনো অ্যাপের ভেতর লেখা সংক্ষিপ্ত করা কিংবা সেটাকে আবার লেখা অথবা ব্যাখ্যার কাজও কোপাইলট করবে। বিং চ্যাটের মতো একটা ডায়লগ বক্স কোপাইলটে থাকবে। এখানেই আপনি প্রশ্ন করতে পারবেন বা সার্চ ইঞ্জিনের মতো কমান্ড দিতে পারবেন।

তবে সার্চ বার এখনই সরে যাচ্ছে না। কোপাইলট অনেকটা উইন্ডোজ ১০ এর করটানার মতো কাজ করবে। জুন থেকেই কোপাইলটের আপডেট উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা পেতে শুরু করবেন বলে জানা গেছে।

সূত্র: ইত্তেফাক




অলিম্পিক গেমস আয়োজনের আগেই অশাান্তি ফরাসি অলিম্পিক কমিটিতে

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের আসর বসতে বাকি আর মাত্র ১৪ মাস। এরই মধ্যে পদত্যাগ করেছেন ফ্রেঞ্চ ন্যাশনাল অলিম্পিক কমিটির (সিএনওএসএফ) সভাপতি ব্রিজিত হেনরিখস। এমতাবস্থায় কমিটির সবাইকে একাত্ম থাকার আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা।

দেড় বছর যাবত অভ্যন্তরীন কোন্দল ও পূর্বসুরি ডেনিস ম্যাসেগ্লিয়ারের সঙ্গে মতবিরোধের জেরে কমিটির সাধারণ সভায় নাটকীয়ভাবে পদত্যাগ করেন হেনরিখস। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিন মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক অ্যাস্ট্রিড গায়ার্ট।

বার্তা সংস্থা এএফপিকে ওউদিয়া বলেন,‘ আজ সেখানে কেউ জয়ী হয়নি।’ যোগ করেন, সম্ভবত ‘একটি বিজয় হয়েছে। সেটি হচ্ছে নৈতিকতা ও গণতন্ত্রের।’ টালমাটাল ফরাসি ক্রীড়াঙ্গনে এক বছরের মধ্যে হেনরিখের পদত্যাগের ঘটনাটি সর্বশেষ ঘটনা।

ফুটবল, রাগবি, জিমন্যাস্টিকস এবং টেনিসসহ দেশটির বেশ কয়েকটি ফেডারেশন বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত। যে কারণে পদ ছেড়েছেন দেশটির দুই হাই প্রোফাইল কর্মকর্তা। মানসিক ও যৌন হয়রানির অভিযোগ উঠায় গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা নোয়েল লো গ্রায়েত। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পুরুষদের রাগবি বিশ্বকাপ আয়োজনের মাত্র কয়েক মাস আগে জানুয়ারিতে পদত্যাগ করেন সাবেক ক্রীড়া মন্ত্রী ও সাবেক রাগবি কোচ বার্নার্ড লাপোর্তা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক/৬টি ককটেল উদ্ধার

মেহেরপুর শহরের শেখপাড়ায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদল নেতা নাহিদ মাহবুব সানি (৩০) ও স্বেচ্ছাসেবক দল নেতা তারেক হোসেন ওরফে কালুকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ টি ককটেল উদ্ধার করেছে বলে দাবী পুলিশের।

বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের শেখপাড়ার একটি পরিত্যক্ত চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ।

আটকরা হলেন, মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো: তারেক হোসেন ওরফে কালু ও শহরের বড়বাজার এলাকার মৃত সাইদ মাহবুব জামানের ছেলে মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি।

পুলিশ জানায়, ঘটনার সময় শেখপাড়া পরিত্যাক্ত একটি চায়ের দোকানের সামনে বিএনপির ১০থেকে ১২ জন লোক নাশকতার উদ্দে্শ্যে সরকার বিরোধী মিটিং করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কেএম রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে রেখে সবাই পালিয়ে গেলেও দুই জন আটক হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে সন্ত্রাস দমণ আইনে ৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু বলেন, মিথ্যা ও সাজানো মামলায় বিরোধীদের দমন পিড়নে ব্যস্ত পুলিশ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েঅনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবী করেন তিনি।




আলমডাঙ্গায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন

আলমডাঙ্গায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ /২০২৩’র শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল ক্যাপ, বিশিষ্ট মিল-চাতাল ব্যবসায়ী পিন্টু মিয়া প্রমুখ।

প্রধান অতিথি রনি আলম নূর বলেন, আমরা সবাই জানি, এখানে যে চালগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলো সরকার তৃণমুল বা গরীব মানুষের মধ্যে পৌছে দেয়। এই চাল বা ধান গুলো যারা দেবেন তারা অবশ্যই দেখে দিবেন এবং যারা কর্মকর্তা আছেন আপনারাও দেখে নিবেন যাতে মান সম্মত চাল বা ধান হয়। আর যারা ব্যবসায়ী বা মিল মালিক আছেন তারাও নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করবেন।

উল্লেখ্য এ মৌসুমে ১ হাজার ৪শ’ মেট্র্রিক টন চাল ক্রয় করা হবে। চালের সরকারী মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা, মোট ২১ জন মিল-চাতাল মালিক এ চাল সরবরাহ করবেন। এ ছাড়াও ৯শ’ ৪৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।




দর্শনা প্রেসক্লাবে চেয়ারম্যান বাবু ও পৌর মেয়র হাবুকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান

চুয়াডাঙ্গার দর্শনায় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু ও দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুকে ফুলেল শুভেচ্ছা, স্মারক প্রদান এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দর্শনা প্রেসক্লাব ভবনে এই ফুলেল শুভেচ্ছা, স্মারক প্রদান এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। এসময় তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, জাতির বিবেক। সমাজের সকল অন্ধকারের রহস্য উন্মোচন করে আলো বিস্তার করে সাংবাদিকদের সাহসিক লেখনির মাধ্যমে। আবার সেই সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে আমাদের প্রতিটি ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু। এসময় তিনি বলেন, সমাজের আলো বিস্তারে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান করেন তিনি। তাই সমাজের সকল ভালো ও কালো তথ্য তুলে ধরতে বিভিন্ন সময়ে সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয়। আর সে জন্য সাংবাদিকদের এই সংগঠন মজবুত হওয়াটাও খুবই জরুরী।

স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ।

আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, চঞ্চল মেহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, কার্যনির্বাহী সদস্য- ফরহাদ হোসেন।




চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক-৩

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাজহারুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ ও উপরিদর্শক আকবর হোসেন এবং উপপরিদর্শক সাহারা ইয়াসমিন এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় হতে চুয়াডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো:রাকিব (৩০), পিতা মো:বজলুর রহমান সাং বেলগাছী মুসলিমপাড়া থেকে সদর থানাধীন শান্তিপাড়া ফুল চাদের আম বাগানে মধ্যে হইতে আসামির দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয় উক্ত গ্রেফতারকৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

অপরদিকে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে চুয়াডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মোছা: সেলিনা বেগম (২৭) স্বামী মিন্টু শান্তিপাড়া হতে এবং অপর পলাতক আসামি মোছা: শিপ্রা বেগম(৬০) স্বামী: মো: বাবুল সাং: বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়া চুয়াডাঙ্গা কে সদর থানাধীন শান্তিপাড়া গ্রামস্থ নিজ দখলীয় বসতঘর হইতে ৫০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও হিরোইন ০২ গ্রাম এবং ট্যাপেন্ডা ট্যাবলেট ২০ পিচ উদ্ধার করা হয় , উক্ত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলছে।




৩ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত

বাংলাদেশে এক মেয়ের প্রেমের টানে অবৈধ অনুপ্রবেশের দায়ে কুষ্টিয়া কারাগারে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকে শেষে ভারতে ফিরলেন আফফান শেখ (২৮) সে ভারতের মুর্শিবাদ জেলার জলংগী থানার সরকার পাড়ার ইসমাইল শেখের ছোট ছেলে।

গতকাল  বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তজার্তিক জয়নগর সীমান্তের ৭৬ নং মেইন পিলালের কাছে চেকপোষ্ট দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ ও বিজিবি সুত্রে জানাগেছে ২০১৯ সালের কুষ্টিয়া দৌলৎপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কুষ্টিয়ার এক মেয়ের প্রেমের টানে অনুপ্রবেশ করে আফফান শেখ। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বর্ডার গার্ড বিজিবি সদস্যারা তাকে আটক করে। বিজিবি সদস্যারা তাকে মামলা দিয়ে কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তর করে। পরে আফাফান শেখকে ৩ মাসের কারাদণ্ড দেয় আদালত।আফফান শেখের কাগজপত্র জটিলতার কারনে তাকে ৩ বছর কারাগারে থাকতে হয়। কারাগারে সাজা ভোগ শেষে দুদেশে হাইকমিশনে কাগজ আদান প্রদানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

গতকাল বৃহস্পতিবার দপুরে দর্শনা সীমান্ত দিয়ে নিজ দেশে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। ৩ বছর পর বাবাকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আফফান শেখ।

এ সময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দর্শনা আন্তজার্তিক জয়নগর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ এস আই আবু নাঈম, দর্শনা থানার এস আই স্বপন কুমার সরকার, দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে সহকারি ক্যাম্প কমান্ডার বিএসএফ, ইনচার্জ শ্রী মহেশ, ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাষ্টমস কর্মকর্তা সুব্রত মন্ডল, কৃষ্ণনগর থানার এস আই সুমন কুমার ঘোষ, কৃষ্ণগন্জ থানার এস আই রতন কুমার, মানবাধিকারকর্মী চিত্তরঞ্জ পাল।




এইচএসসি পাসে নিয়োগ দেবে বিডিজবস ডটকম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডটকম। প্রতিষ্ঠানটিতে সেলস্ এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই অনলাইনের মাধ্যামে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস্ এক্সিকিউটিভ / বিক্রয় প্রতিনিধি ( ইনসেন্টিভ / কমিশন ভিত্তিক ), ফেনী , নোয়াখালী।

যোগ্যতা

প্রার্থীকে এইচএসসি /স্নাতক পাস হতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। বয়স ২১ থেকে ৩০ বছর পুরুষরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সু-সাস্থের অধিকারী হতে হবে। বিক্রয় লক্ষমাত্রা অর্জনের মানসিকতা থাকতে হবে। যেকোনো পরিবেশে কাজের মানসিকতা থাকতে হবে।

মাঠপর্যায়ে বিক্রয় কাজের সাথে সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

নোয়াখালী, ফেনী।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে ২০ জুন, ২০২৩ পর্যন্ত।

সূত্র : বিডিজবস




দেশের দ্বিতীয় নারী সিটি মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়েছেন। এতে দ্বিতীয় নারী হিসেবে সিটি করপোরেশনের মেয়র হয়েছেন জায়েদা। দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

মেয়র সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে। ওই নির্বাচনে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তৈমুর আলম খন্দকার।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, জায়েদা খাতুনের জন্ম ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি। বাবা সামছুল ইসলাম, মাতা আফাতুন। স্থায়ী ঠিকানা কানাইয়া, গাজীপুর সদর, গাজীপুর। তার শিক্ষাগত যোগ্যতা ‘স্বশিক্ষিত’। তার স্বামী মো. মিজানুর রহমান পাঁচ বছর আগে মার গেছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নেই।

হলফনামায় তার আয় দেখানো হয়েছে তিন লাখ ৪৫ হাজার টাকা। অস্থাবর সম্পদ হিসাবে নগদ অর্থ দেখিয়েছেন ৩৫ লাখ টাকা। ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৫০ হাজার টাকা। অনারেবল টেক্সটাইল কম্পোজিট লিমিটেডে শেয়ারমূল্য দেখিয়েছেন দুই লাখ ৫০ হাজার টাকা।

ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত জায়েদা খাতুনের সবচেয়ে বড় পরিচয় তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। মনোনয়নপত্র দাখিল করার আগে জায়েদা খাতুনকে রাজনীতির মাঠে দেখা যায়নি। মূলত ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি রাজনীতিতে আসেন। জাহাঙ্গীর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকও।

সূত্র: ইত্তেফাক




অনলাইন নিবন্ধনের সনদ পেলো মেহেরপুর প্রতিদিন

এবার অনলাইন নিউজপোর্টালের সনদ পেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পত্রিকা “দৈনিক মেহেরপুর প্রতিদিন”। এই সনদ পাওয়ার মধ্য দিয়ে এই জনপ্রিয় পত্রিকাটি গুনে ও মানে আরো একধাপ এগিয়ে যাবে।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনলাইন মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য এই প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রদান করেন জাতীয় তথ্য অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

উল্লেখ্য, মেহেরপুর জেলা থেকে প্রকাশিত এই জনপ্রিয় পত্রিকাটি দায়িত্বশীল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে ইতোমধ্যে সকলের কাছে সমাদৃত হয়েছে, পেয়েছে পাঠক প্রিয়তা। মেহেরপুর প্রতিদিনের প্রিন্ট পত্রিকার সাথে সাথে অনলাইন পোর্টালও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে থেকেও নতুন নতুন পাঠক সংযুক্ত হচ্ছে অনলাইন ফোরামে।

পত্রিকাটি প্রতিনিয়ত এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে আর পাঠকপ্রিয়তা অর্জন করবে।