৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

ঈদুল আজহায় ১০৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিনেই সুখবর বয়ে আনলো ‘প্রিয়তমা’। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে এটি। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমেল আশরাফ বলেন, এই সিনেমা যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী ৭ জুলাই থেকে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। খুব শিগগিরই হল লিস্ট দেওয়া হবে। আমি নিজে যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করবো সিনেমাটি দেখতে।

যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতেও ‘প্রিয়তমা’ মুক্তি পাবে বলে জানান তিনি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে মাস ব্যাপি শিশু বিনোদন ও আনন্দ মেলার উদ্বোধন

ঝিনাইদহে মাস ব্যাপি শিশু বিনোদন ও আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহ সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।

ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।




মুজিবনগরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩ জন

মুজিবনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল এবং প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে এর সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে মেহেরপুরের দিক থেকে ইন্ডিয়ান একটি ইয়ামাহা আর এক্স মোটরসাইকেল করে তিনজন দ্রুত গতিতে মুজিবনগরের দিকে যাচ্ছিল এ সময় মুজিবনগরের দিক থেকে একটি প্রাইভেট কারের সাথে

মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটি ভেঙ্গে প্রাইভেট কারের নিচে চলে যায়।

এসময় সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাত্ব আহত হয় মোটর সাইকেলের তিন আরোহী কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি নসিমদ্দির ছেলে তুষার (২৫) আনোয়ার হোসেনের ছেলে শাহজাহান (৩০) এবং সুরত আলীর ছেলের জীবন (১৮)। স্থানীয়রা এবং মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো গ ২৫-২৫১৩। এর মালিক মেহেরপুর এসএসসি ৯৯ ব্যাচের একটি অনুষ্ঠান যোগদিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবু সাইদ জানান, আহতদের মধ্যে সাজাহান ও জীবনের অবস্থা আশংকাজনক। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।




বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

৩৬ বছরের অপেক্ষার প্রহর পেরিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতে তৃষ্ণা মিটিয়েছে আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপ দিয়েই বাংলাদেশের সঙ্গেই যেন অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইনদের। এবার পবিত্র ঈদুল আজহার দিন বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট বাংলাদেশিদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয়।

সেই পোস্টে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পলের ছবিসহ একটি ঈদ কার্ড শেয়ার করে শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

বাংলাদেশকে শুভেচ্ছা জানানো ঐ পোস্টে আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর হিসেবে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের নাম ও লোগোও ব্যবহার করা হয়েছে।




আলমডাঙ্গায় নাতির সামনে, ট্রাক চাপায় প্রাণ গেলো দাদার

বিয়াই বাড়ি ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল আকুব্বর (৭০) নামের এক বৃদ্ধর। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকুব্বর হোসেন বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদআলী মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুরে ছেলে ও দুই নাতিকে নিয়ে বৃদ্ধ আঠারোখাদা গ্রামে বিয়াই বাড়ি কোরবানি দাওয়াতে যায়। বিকেলে ফেরার পথে ছেলে মোটরসাইকেল চালাচ্ছিলো। দুই নাতিকে নিয়ে পিছনে বসেছিল বৃদ্ধ আকুব্বর । মোটরসাইকেল উদয়পুর গ্রামের মাঠের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসে ট্রাক । বৃষ্টি হওয়াই, মোটরসাইকেল ব্রেক দিতেই স্লিপ করে। গাড়ির পিছন থেকে ছিটকে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন বৃদ্ধ আকুব্বর। সেখানেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




মেহেরপুরের চাঁদবিলে শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখনে পর্যন্ত চেইনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঘটনার সময় চাঁদবিল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সামুরা বাড়ির পাশে ফুফুর বাড়ি  যাচ্ছিল। এসময় তারা সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এ সময় মোটরসাইকেল যোগে এক যুবক তাদের  কাছে গিয়ে সামুরাকে বলে মা তোমার বয়সের আমার এক মেয়ে আছে। তার জন্য চেন বানাবো, তোমার চেনটা একটু দেখি। এই বলে গলা থেকে চেনটি নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

পরে সামুরার চিৎকারে স্থানীয়রা তাকে ধাওয়া করলেও মুহুর্তের মধ্যে সে পালিয়ে যায়। স্থানীয় কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছিনতাইকারী দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে মেহেরপুর সদর থানায় জিডি করা হয়েছে।




বর্ষায় ঘি খাওয়ার অভ্যাস গড়ুন

বর্ষায় রোগের সংক্রমণ খুবই ভয়াবহভাবে বেড়ে যায়৷ এ সময় খাদ্যতালিকায় ঘি যুক্ত করতে পারলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। ঘিয়ের দাম বেশি। তারপরও ঘি খাওয়ার অভ্যাস গড়লে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু ঘি কেন খাবেন? একবার ভেবে দেখুন।

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর
ভালো মানের ঘিতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে৷ সেই সাথে বর্ষাকালে সর্দি-কাশি ও ফ্লু প্রতিরোধ করে। ঘিয়ে ভিটামিন এ, ডি, ই, কে এর পাশাপাশি ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। তাই রোগপ্রতিরোধ-ক্ষমতা বাড়ার কারণগুলো না বোঝার কারণ নেই।

বিপাকক্রিয়া বাড়ে
বিপাকক্রিয়া বাড়লে স্বাস্থ্য ভালো থাকে। দৈনন্দিন জীবনে আমাদের অনিয়মের কারণে বিপাকক্রিয়ায় সমস্যা হয়৷ ঘি শরীরে শক্তি বাড়ায়৷ ফলে বিপাকও হয় ভালো।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়
মস্তিষ্ক সবসময় ফ্যাট বার্ন করে। আর মস্তিষ্কের জন্য ঘি সবচেয়ে আদর্শ স্নেহজাতীয় খাদ্য। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বাদাম যেমন কার্যকর ঘিও তেমনি কার্যকর।

ভিটামিনে সমৃদ্ধ
ভিটামিন এ, ডি, ই, কে বাদেও কিছু ভালো উপাদান রয়েছে ঘিতে। তবে ভালো মানের ঘি কিনতে হবে। দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ যেমন জরুরি তেমনি হাড়ের গড়নের ক্ষেত্রেও ভিটামিন ডি জরুরি।

অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া উৎপাদন করে
ঘি অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া উৎপাদন করে। ফলে হজমও ভালো হয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে কোরবানির পশুর চামড়া নিয়ে হতাশা

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আবু হানিফ দেড় লাখ টাকায় গরু কিনে কোরবানি দিয়েছেন। তার ইচ্ছে ছিল ধর্মীয় নিয়মনীতি অনুসারে কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেই টাকা আশপাশের দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিবেন। কিন্তু দেড় লাখ টাকা দামের গরুর চামড়ার দাম ব্যবসায়ীরা বলছেন মাত্র ১০০ টাকা।

আবু হানিফ বলেন, ঈদুল আজহার নামাজের জামাত শেষ হওয়ায় কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। একদিকে বৃষ্টিতে যেমন কোরবানির পশু জবাই ও মাংস কাটতে ভোগান্তি হয়; অন্যদিকে কোরবানির পশুর চামড়া বিক্রি করার জন্য কোন চামড়ার ব্যবসায়ী না পেয়ে ভোগান্তি আরও বাড়ে। চামড়ার একদিকে চাহিদা কম অন্যদিকে দু’একজন ব্যবসায়ী এসে নিজ ইচ্ছেমতো দাম বলছে। কিছুই করার নেই দেড় লাখ টাকার গরুর চামড়া অল্প দামেই বিক্রি করতে হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর, হাড়াভাঙ্গা, কাজিপুর, নওদাপাড়া সহ বেশকিছু এলাকায় ঘুরে সর্বত্র এমনই চিত্রের দেখা মেলে। এমন অবস্থায় পশুর চামড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোরবানিকারীরা।

কোরবানির পর চামড়া কিনতে আসছেন না কোনো ব্যবসায়ী। কোনো কোনো এলাকায় দু’একজন ব্যবসায়ীকে পাওয়া গেলেও দাম বলছেন খুবই কম। গরুর চামড়া আকার ভেদে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বলছেন। ছাগলের চামড়ার ক্ষেত্রে বিষয়টা আরও করুণ। এ চামড়ার কোনো ক্রেতাই নেই। তারপরও দুয়েকটা বড় বড় ছাগলের চামড়া ১৫ থেকে ৫০ টাকার মধ্যে কিনেছে চামড়া ব্যবসায়ীরা।

একই উপজেলার সাহেবনগর গ্রামের মোখলেছুর রহমান বলেন, একটি ছাগল কোরবানি দিয়েছিলাম; চামড়া বিক্রি করতে গিয়ে ১৫ টাকা দাম পেয়েছি।

হাড়াভাঙ্গা গ্রামের জিল্লুর রহমান বলেন, কোরবানি পশু ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে অবশেষে ফেলে দিতে হয়েছে। একজন চামড়া ব্যবসায়ী এসে ছাগলের চামড়াটি দেখে কোন দামই বলেনি। নেওয়াই নাকি সম্ভব না বললেন তিনি।

কথা হয় এক চামড়া ব্যবসায়ীর সঙ্গেও। গরুর চামড়ার দাম একেবারেই কম কিন্তু ছাগলের চামড়া বিক্রি না হওয়ার কারণ জানতে চাইলে চামড়া ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, যেটার কোন চাহিদা নেই সেটা কিনছি না৷ চামড়ার দাম তো আমি কমাচ্ছি না। আমি যেখানে বিক্রি করবো সেখান থেকে কম দামেই কিনতে বলা হয়েছে।




চা খেয়ে ফেরার পথে বিপত্তি/ দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা থেকে চা খেয়ে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিসান  আহমেদ (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৩ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, তিনটা মোটরসাইকেলে ৬জন বন্ধু মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় যায় চা খেতে। সেখানে চা খেয়ে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয় জিসানসহ তার তিন বন্ধু।

স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জিসান ও সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষনা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই ছাত্রের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই স্কুলছাত্র নিহত

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে জিসান (১৩) সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৩ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, তিনটা মোটরসাইকেলে ৬জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয় জিসানসহ তার তিন বন্ধু।

স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জিসান ও সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষনা করেন।

জিসান ও সামিউল ইসলাম বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই ছাত্রের অবস্থা আশংকা জনক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুল ইসলাম বলেন,মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।