চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান গাঁজাসহ আটক-১

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান গাঁজাসহ আকাশ(২২) নামের একজনকে আটক করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে আকাশ হোসেন (২২) নামের এই মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটকের পর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেন৷ সাজাপ্রাপ্ত আকাশ হোসেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার বঙ্গজ পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আকাশ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে আকাশ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শ’ টাকা জরিমানা করেন।সাজাপ্রাপ্ত আকাশ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




চুয়াডাঙ্গায় আসন্ন ঈদ-উল আযহা সামনে থাকলেও জমে উঠেনি ঈদ বাজার

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-উদ আযহা সামনে থাকলেও এখনো পর্যন্ত জমে ওঠেনি ঈদ বাজার। ঈদের বাকি আর মাত্র ছয়দিন কিন্তু এখনো পর্যন্ত কোন বিপনী বিতান এবং মার্কেট গুলোতে ক্রেতাদের নেই তেমন চাপ।

আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার সবথেকে বড় বিপনী বিতান নিউ মার্কেটে ঘুরে দেখা যায় কোন প্রকার চাপ নাই ক্রেতাদের। এ সময় নিউ মার্কেটের বিভিন্ন দোকানের মালিকবৃন্দ বলেন পবিত্র ঈদ- উল আযহা সামনে থাকলেও এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কোন ক্রেতাদের ভিড় আমাদের এখানে হচ্ছে না।

চুয়াডাঙ্গায় অনান্য বিপনী বিতান আব্দুল্লাহ সিটি গালির মার্কেট বড় বাজার মার্কেট ও পিন্স প্লাজার অবস্থা একই। চুয়াডাঙ্গা আব্দুল্লাহ সিটির জে এস কালেকশন এর মালিক জানান এই বছরে ঈদ সামনে থাকেলেও ক্রেতাদের তেমন কোন আনাগোনা নাই। আসলে কোরবানি ঈদে তেমন বেচাকেনা হয় না কারণ অনেকে কোরবানির জন্য গরু ছাগল কিনতে ব্যস্ত থাকে।

চুয়াডাঙ্গা নিউ মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা আমান বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কিছু কেনাকাটা করতে এসেছি। তবে গতবার পবিত্র ঈদুল ফিতরের জামা কাপড় গুলো নতুন থাকায় তেমন কিছু এবার নেয়নি।এ সময় জামা কাপড়ের দামের প্রসঙ্গে তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরের থেকে এবারের ঈদ-উল আযহা উপলক্ষে জামা কাপড়ের দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাজারে আমাদের মনিটরিং সব সময় চালানো হচ্ছে। বাজারে বা মার্কেটে যদি কোন অসাধু ব্যবসায়ি অতিরিক্ত দামে তার মালামাল বিক্রি করে এবং কোন ভোক্তা যদি অভিযোগ করে সেটির বিষয় আমরা ব্যবস্থা নিব। এ সময় তিনি পবিত্র ঈদ-উল আযহা যথাযথ মর্যাদায় সাথে যেন সবাই পালন করতে পারে এর জন্য জেলার সকল নাগরিকের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলার মেইন মেইন স্থান সহ একাধিক স্পটে আমাদের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চেকপোস্টের মাধ্যমে চেকিং সহ বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। এবারের ঈদ যাত্রা মানুষ যাতে শান্তিতে পালন করতে পারে এর জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি সকলের নিকট পবিত্র ঈদ-উল আযহার যাত্রা যাতে মানুষ শান্তিতে পালন করতে পারে এর জন্য সকলের নিকট তিনি সহযোগিতার কামনা করেন।




নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে হিসাবরক্ষক কাম স্টোর অফিসার (ডিপো) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

হিসাবরক্ষক কাম স্টোর অফিসার (ডিপো)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে হিসাববিজ্ঞানে বিবিএ/বিকম/বিবিএস পাস। বয়স ৩০ থেকে ৩৫ বছর। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

২০-২৫ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনের (www.akijbiri.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১০ জুলাই , ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার রাফিউল

মেহেরপুর থানা বার্ষিক পরিদর্শন করেন মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা। গতকাল বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর থানায় সরাসরি উপস্থিত হয়ে থানার বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলে দিক-নির্দেশনা প্রদান করেন।

জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা/উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), আজমল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন বিপুল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও থানার অফিসার ও ফোর্স।




মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য ফ্রিজে ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রি, নিম্নমানের শিশুখাদ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি দোকানো ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান অভিযান।

মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড় ও ঝাউবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় তার সাথে ছিলেন, কৃষি বিপণন কর্মকর্তা মো: জিবরাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, মেয়াদ উত্তীর্ণ অনেক পণ্য ফ্রিজে ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রি অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় দীঘিরপাড় এলাকার মেসার্স সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রি এবং প্রস্তুতকৃত দইয়ে যথাযথভাবে মেয়াদ মুল্য না থাকা ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৭ ও ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এছাড়া ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




যোগব্যায়ামে যেসব ভুল

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে যোগব্যায়ামের তুলনা নেই। তবে যোগব্যায়াম অনেকে শুরু করেন অনলাইনের নির্দেশনা দেখে। কিন্তু অনলাইনে যেহেতু পূর্ণাঙ্গ নির্দেশনা থাকে না তাই যোগব্যায়াম ঠিকমতোও হয় না। ফলে যোগব্যায়ামের সময় কিছু ভুল হয়েই যায়। এসব ভুল এড়িয়ে যেতে পারলেই যোগব্যায়ামের পুরো সুবিধা ভোগ করতে পারবেন। কি সেই ভুল? চলুন জেনে আসি:

যোগাসনের সময় অকারণে নিঃশ্বাস বন্ধ নয়
অনেকে যোগাসনের সময়ে শ্বাস-প্রশ্বাসের খেলাটাই বুঝতে পারেন না। অকারণে অনেকে শ্বাস ধরে রেখে স্ট্রেসে ভোগেন। তাই অকারণে শ্বাস ধরে রাখবেন না।

অসুস্থতায় যোগাসন নয়
অসুস্থ থাকলে অথবা ক্লান্ত অবস্থায় যোগাসন করা ঠিক নয়। কারণ এই সময় মনোযোগে বিশাল বিঘ্ন ঘটে। উলটো আপনার স্ট্রেস বাড়ে। ফলে শেষ পর্যন্ত লাভের লাভ কিছু হয় না।

আঁটসাট জামা পরবেন না
যোগাসনের সময় আঁটসাট জামা গায়ে রাখলে শরীরে চাপ পড়তে পারে। বিশেষত জুতো, প্যান্ট আর গায়ের জামার দিকে মনোযোগ দিবেন। একটু ঢিলেঢালা জামা পরবেন। যোগাসনের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। প্রস্তুতি না থাকলেই অসুবিধা।

যোগাসনের পর গোসল নয়
যোগাসনের পরপরই গোসল করতে নেই। স্বাভাবিকভাবে শরীরের ঘাম শুকোতে দিন। যোগাসনের পরও আপনার শরীর উষ্ণ থাকে। তখন গোসল করলে বাড়তি তাপমাত্রার কারণে জ্বর বা সমস্যাও হতে পারে।

অতিরিক্ত পানি পান নয়
যোগাসনের সময় অতিরিক্ত পানি পান করা ঠিক নয়। বরং প্রয়োজন যতটুকু পান করুন। বেশি পানি পান করে যোগাসনের সময় পেটে চাপ পড়তে পারে। সেটি ভালো হবে না।

খাওয়ার পর যোগাসন নয়
খাওয়াদাওয়ার পর ভুলেও যোগাসন করবেন না। যোগাসন করলে শরীরের বিভিন্ন অংশ কার্যকর হয়। খাওয়ার পর তা অন্তত আপনাকে আরামদায়ক পরিস্থিতিতে ফেলবে না।




পান্তাভাত – কনক কুমার প্রামানিক

গরীব দূঃখী দিনমজুরে
পান্তা ভাত খায়,
পান্তাভাত শীতল বড়
উগ্র প্রাণ জুড়াই।

ধনীরা সব পান্ত খায়
বৈশাখ এলে পরে,
পান্তা ইলিশ খায় ওরা
লোক দেখানো তরে।

ধনীরা খায় শখের বশে
দীনেরা যে অভাবে,
পান্তা খেলে অসুখ তবু
গরম কোথা পাবে।

পেঁয়াজ ঝাল পান্তাভাতে
বড় তৃপ্তি পায়,
পান্তাভাতে বেজায় খুশি
ভালো কিছু না চায়।




ড্রপবক্স চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা

এবার ক্লাউড সার্ভিস ড্রপবক্সেও কৃত্রিম বুদ্ধিমত্তার দুটো সেবা চালু হচ্ছে। প্রথম সেবাতে ডকুমেন্টের সারমর্ম করা আর খোঁজার কাজটা করা যাবে সহজে। ক্যাটাগরি ভাগ করার ক্ষেত্রে এটি একটি সহজ ও কাজের টুল।

ড্রপবক্সের দ্বিতীয় সেবাটি আকর্ষণীয়। ড্রপবক্স একটি ইউনিভার্সাল সার্চ ইঞ্জিন চালু করতে চলেছে। এই সার্চ ইঞ্জিন দিয়ে শুধু ড্রপবক্সের ফাইল এক্সেস করা যাবে তা নয়। বরং এই সার্চ ইঞ্জিন দিয়ে আপনি সহজেই ওয়েবের ফাইলও এক্সেস করতে পারবেন।

ড্রপবক্সের সিইও ড্রিউ হাউসটন জানান, আগে ডেস্কটপে অসংখ্য ফোল্ডার আর ফাইল দেখা যেত। আর এখন আপনি ব্রাউজারে দেখবেন অনেকগুলো ট্যাব। তাহলে ড্রপবক্সে বড় পরিবর্তন আনাটা জরুরি।

মূলত একটি ড্যাশ অ্যাপ আসতে চলেছে। এই অ্যাপ দুটো ভাগে বিভক্ত হয়ে আসছে। প্রথমটি ডেস্কটপ অ্যাপ। এটি একটি কিবোর্ড শর্টকাট হিসেবে কাজ করবে। আরেকটি আসছে ব্রাউজার এক্সটেনশন হিসেবে। ড্রপবক্সের তাহলে সুবিধা কোথায়? প্রথমত, আপনার হয়ত দুই মিনিট পর জুম মিটিং আসছে। তাহলে এখন আপনার জরুরি ডকুমেন্ট কিভাবে খুঁজে বের করবেন? এটাই সবচেয়ে সহজ উপায়। ভেবে দেখুন।




গাংনীতে পিএসকেএস এর উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

মেহেরপুরের গাংনীতে সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাত এর আওতায় কৃষি,মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সফল উদোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকাল  ১১ টার সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মাননা প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিতে এবং সংস্থার পরিচালক মোহাঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা ভেটেরিনারি সার্জ মোঃ আরিফুল ইসলাম।

সম্মাননা প্রাপ্ত কৃষি উদ্যোক্তারা হলেন,গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মনিরুল ইসলাম,,জুগিরগোফা গ্রামের মাহাবুব আলম,গাড়াডোব গ্রামের শাহানাজ খাতুন ও রাহিলা খাতুন, বিদ্যাধরপুর গ্রামের ইদুৃল হোসেন এবং ধানখোলা গ্রামের মাছুরা খাতুন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ছয়জন সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট,সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন এলাকার শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।




মেহেরপুর সদর থানার সান্ধ্যকালিন অভিযান, পাল্টে যাচ্ছে দৃশ্যপট

এক সময় মাদক স্পটে বা বাড়িতে বিক্রি হতো। এখন তা যেন অনেকটা পাল্টে যাচ্ছে। পুলিশের হাত থেকে বাঁচতে কৌশল পাল্টাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। দিন দিন মাদক বিক্রিতে নতুন নতুন ধরন তারা অবলম্বন করছে। স্পটে বিক্রির পাশাপাশি কৌশলে চলছে চায়ের দোকানে মাদক বিক্রি। কেউ কেউ মুঠোফোনে কল দিলে ইজিবাইক ও মোটরসাইকেল যোগেও পৌঁছে দিচ্ছে ক্রেতাদের কাছে। এমন দৃশ্য মেহেরপুর শহর, গাংনী ও মুজিবনগরের সীমান্তের মাদক স্পটগুলোতে।

এদিকে পৌর শহরের বিভিন্ন এলাকার দোকানে দোকানে মাদক বিক্রি চলছে। মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে এসবের সন্ধান পাওয়া যায়। বুধবার সন্ধ্যায় হঠাৎ মেহেরপুর সদর থানা পুলিশ হানা দেয় বিভিন্ন মাদক স্পট ও চায়ের দোকানগুলিতে।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিভিন্ন চায়ের দোকান ও মাদক স্পটে অভিযান চালানো হয়। অভিযানে ইতোমধ্যে ২৫/৩০ জন মাদক সেবি ও মাদক কারবারী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছু মাদক কারবারী ও সেবিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত এই অভিযান চলবে। চায়ের দোকানগুলোতে কোনো ছাত্র ও যুবকদের পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সতর্ক করা হয় সংশ্লিষ্ট চা দোকানীদের।

সাইফুল ইসলাম আরও জানান, মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানকালে মাদকসেবীদের সনাক্ত করতে তাৎক্ষণিক ডোপ টেষ্টের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃংখলাবাহিনীর জোরদার অভিযানও অব্যাহত থাকবে।