ঈদের ছবি: টিজার-ট্রেলার আর লুকের প্রতিযোগিতা!

এবারের ঈদে রেকর্ড সংখ্যক ছবি মুক্তি পাচ্ছে। ছবি রিলিজের আগেই চলছে নানা রঙের পোস্টার, লুক, টিজার আর ট্রেলার প্রকাশের প্রতিযোগিতা।

হিমেল আশরাফের পরিচালনায় নির্মাতার প্রথম ছবিতে দেশের ফিল্ম সুপারস্টার শাকিব খানকে ছবি করলেন। এ নিয়ে বাড়তি কৌতুহল লক্ষ্য করা যাচ্ছে অনেক আগে থেকেই। ছবিটি নিয়ে সর্বশেষ একটি পোস্টারকে কেন্দ্র করে নেটিজেনদের ভেতরে ব্যাপক কৌতুহল ছড়িয়েছে।

পোস্টারে দেখা যায় ‘বৃদ্ধ’ অবয়বে শাকিব খান। এ পর্যন্ত এতো ছবি করার পরও এতটা ভিন্নভাবে কোনো পরিচালক শাকিব খানকে তুলে ধরেননি। এমনটাই সবাই মন্তব্য করছেন।

শাকিব খান তার ছবিতে একাধিক লুক ধারণ করেছেন ঠিকই, কিন্তু কারও ভাবনায় ছিল না। ঠিক এভাবে পোস্টারে ধরা দেবেন তিনি।

শাকিব খান বলেন, আমার কাছে কাজটাই তপস্যা। তাই সেভাবেই বিগত বছরগুলোর মতোই আমি দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছি। এটা আমার কাছে কোনো চমক নয়, এটা দায়িত্ব।

প্রিয়তমা ছবির নির্মাতা হিমেল আশরাফ বলেন, প্রথম ছবিতে শাকিব খানকে পাওয়াটা সত্যিই অনেক ভাগ্যের। সেক্ষেত্রে আমি শুরুতেই অনেকখানি এগিয়ে। এই ছবিতে তার যে ডেডিকেশন দেখেছি। তা মুগ্ধ করেছে আমাকে।

একই সঙ্গে শাকিব খানের সাবেক দুই স্ত্রীর ছবিও মুক্তি পাচ্ছে। অপু বিশ্বাস ও বুবলী। যাদের সঙ্গে জুটি বেঁধে বিগত প্রায় দেড়যুগ ধরে রেকর্ড সংখ্যক ছবি উপহার দিয়েছেন শাকিব খান। তবে তিনজনই এবারে আলাদা আলাদা ছবি নিয়ে আসছেন।

অপু বিশ্বাস নির্মাণ করেছেন তার প্রযোজনায় ‘লাল শাড়ি’। সরকারি অনুদানে ছবিটি প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। অপু বলেন, আমি চেষ্টা করেছি, বাজেটের সঙ্গে সঙ্গতি রেখেই একটি ভালো ছবি নির্মাণ করছে। আমি মনে করি দর্শকরা আমাকে যারা ভালোবাসেন তারা ছবিটা দেখে মুগ্ধ হবেন।

একই সঙ্গে অপু বিশ্বাস শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটিরও শুভেচ্ছা জানিয়েছে। অন্যদিকে বুবলী অভিনীত সর্বাধিক তিনটি ছবি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’।
তবে শোনা যাচ্ছে, ‘রিভেঞ্জ’ ছবিটা ঈদে মুক্তি থেকে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুবলী গত ঈদে শাকিব খানের ছবির নায়িকা হিসেবে ছবিটির প্রমোশনে সরব থাকলেও এবারের ঈদে প্রিয়তমা ছবিটি নিয়ে কোনো ধরনের শুভেচ্ছাও দেননি। বরং একাধিক ইন্টারভিউতে শাকিবের কাছ থেকে নিজের প্রতারিত হওয়ার কথা বলেছেন।

এর বাইরে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। যে ছবিতে সিয়াম, বিদ্যা সিনহা মীমসহ একাধিক তারকা অভিনয় করেছে। মুক্তি পাচ্ছে নিরব ও বুবলী জুটির ‘ক্যাসিনো’। এছাড়া এই ঈদে দারুণ এক কৌতুহল জুড়ে থাকছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। পোড়ামন টু, পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফির পরিচালনায় আফরান নিশোর এটি প্রথম চলচ্চিত্র।

টিভি নাটকে একচেটিয়া জনপ্রিয়তা পাওয়া তারকা আফরান নিশো বলেন, আমি কেবল শুরু করছি। তাই সবারই দোয়া চাই। তবে ইন্ডাস্ট্রিতে এখন বাংলা ফিল্ম নিয়ে দারুণ এক পজিটিভ আলোচনা তৈরি হয়েছে, এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। এভাবেই আমরা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো।




লিস্কের লড়াকু ইনিংসে আইরিশদের হারালো স্কটল্যান্ড

মাইকেল লিস্কের লড়াকু ইনিংসে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড ১ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। শেষ বলে ২ রানের প্রয়োজনে বাউন্ডারি মেরে স্কটিশদের দারুন এক জয় উপহার দেন ৯১ রান করা লিস্ক। বৃথা যায় আইরিশদের কার্টিস ক্যাম্ফারের ১২০ রানের ইনিংসটি।

বুধবার (২১ জুন) ‘বি’ গ্রুপে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে স্কটল্যান্ড। ব্যাট হাতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ৭০ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন ক্যাম্ফার ও জর্জ ডকরেল।

ডকরেল ৬৯ রানে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্যাম্ফার। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হবার আগে ১০৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১২০ রান করেন তিনি। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

এদিকে, স্কটল্যান্ডের পেসার ব্রান্ডন ম্যাকমুলেন ৩৪ রানে ৫ উইকেট নেন। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ম্যাকমুলেন।

২৮৭ রানের টার্গেটে ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের ৫৬ রান ছাড়া টপ ও মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় এক পর্যায় ৯২ রানে ৪ উইকেট এবং ১৫২ রানে সপ্তম উইকেট হারায় স্কটল্যান্ড। এতে লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে স্কটিশরা।

তবে অষ্টম উইকেটে মার্ক ওয়াটকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন লিস্ক। জুটিতে ৪৩ বলে ৪৭ রান করেন ওয়াট। নবম উইকেটে শাফইয়ান শরিফকে নিয়ে ২৭ বলে ঝড়ো ৫০ রান তুলে স্কটল্যান্ডকে জয়ের পথেই রাখেন লিস্ক। জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার পড়ে স্কটল্যান্ডের। প্রথম পাঁচ বলে শরিফকে হারিয়ে ৬ রান পায় স্কটল্যান্ড। শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন লিস্ক। ৯ চার ও ৪ ছক্কায় ৬১ বলে অপরাজিত ৯১ রান করে ম্যাচ সেরা হন লিস্ক।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ আটক

মেহেরপুর শহরে আবাসিক হোটেল ইজাজে অটোরিকশা চালক আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি নাহিদকে (২০) আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

নাহিদ সদর উপজেলার উজুলপুর গ্রামের আলমগীর বাদশার ছেলে ও এই হত্যা মামলার প্রধান আসামি। সেই সাথে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে সব তথ্য প্রদান করেছে। শুধুমাত্র তার অটো ছিনতাইয়ের জন্যই আব্দুর রহমানকে হত্যা করে সে। ছিনতাই করা অটোটি মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করেন নাহিদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাত ১১ টার সময় এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে এই হত্যা মামলার অপর দুই আসামি
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাার বুদরাজপুর গ্রামের দীনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখকে গ্রেফতার করেছিলো পুলিশ।

গত সোমবার (১২ জুন) ভোরের দিকে ঝিনাইদহ উপজেলার কালিগঞ্জ উপজেলার গোপালপুর থেকে রাজু শেখ ও কানারাইল গ্রাম থেকে বিপ্লব কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করে।

গত রোববার (১১ জানুয়ারি) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ইজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫২) গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর চারদিন আগে নাহিদ চুয়াডাঙ্গায় যাওয়ার কথা বলে অটো চালক আব্দুর রহমানকে ডেকে নেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৩

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে।
গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ আসামি ও সদর থানা পুলিশের অভিযানে মারামারি মামলায় ১ আসামি গ্রেফতার হয়েছে।
বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় পুলিশের পৃথক অভিযানে এই আসামি গ্রেফতার হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




দেশ কাঁপাতে ঢাকা গেছে মুজিবনগরের রাজাবাবু

দেশ কাঁপাতে ঢাকা গেছে মুজিবনগরের সেই রাজা বাবু। প্রায় আড়াই টন ওজনের রাজা বাবুকে শেষবারের মত দেখতে ইনছান আলীর বাড়িতে জমেছে এলাকাবাসির ভীড় । ঢাকা তেঁজগাও খেলার মাঠর হাটে পাওয়া যাবে দেশ সেরা রাজাবাবুকে।

গতকাল বুধবার বিকালের দিকে ট্রাকে করে রাজাবাবুকে ঢাকার উদ্যেশ্যে রওনা হয়েছে।

গরুর মালিক ইনছান আলী বলেন, তেঁজগাও খেলার মাঠের ওই হাটে রাজা বাবুর জন্য মঞ্চ তৈরী হয়েছে। ওখানেই আজকে ট্রাকে করে নিয়ে যাচ্ছি।

এদিকে রাজাবাবুকে শেষবারের মত গোসল ও খাইয়ে দিয়েছেন ইনছান আলীর স্ত্রী শাহিনা খাতুন ও মেয়ে সেজুতি। শেষবারের মত আদর ও ভালবাসা দিয়ে চোখের পানি ফেলেছেন তারা। কারন, সাড়ে চার মাস বয়সি রাজা বাবুকে নিয়ে এসে অতি আদর যত্নে শাহিনা ও সেজুতিসহ বাড়ির মালিক ইনছান লালন পালন করেন।

ইনসান আলী গরুটির দাম হাকিয়েছেন ৩৫ লক্ষ টাকা। গত বছর কোরবানিতে রাজা বাবুর দাম হাঁকানো হয়েছিল ১৫ লাখ টাকা। তবে, ক্রেতারা ১২ লাখ টাকা পর্যন্ত উঠেছিল। সে দামে না বিক্রি করে রাজা বাবুকে আরো একটি বছর পালন করেন ইনছান আলী।

ইনসান আলী গাছান গরুটির ওজন ৬০ মণ দাবী করলেও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন গরুটির মাংসের ওজন ৪০ মণ হতে পারে। তবে, ৪০ হোক আর ৬০ মন হোক এই রাজা বাবুই এবছরের কোরবানি ঈদে দেশের সবচেয়ে বড় গরু। এমনটাই দাবী করছেন গরুটির মালিক ও মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগ।

জানা গেছে, গরুর মালিক মোনাখালি গ্রামের ইনছান আলী ও তার পরিবারের লোকজন আদর-যত্নের পাশাপাশি রাজাবাবুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সার্বক্ষণিক প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ রাখেন।

ইনছান আলী বলেন, ‘চার মাস বয়সী হলস্টেইন ফ্রিজিয়ান জাতের রাজাবাবুকে ৮০ হাজার টাকায় কিনেছিলাম ৩ বছর আগে। পরিবারের একজন সদস্যের মতো করেই পরম আদর যত্নে লালন-পালন করে বড় করেছি তাকে। আদর করেই গরুটির নাম রেখেছিলাম মুজিবনগরের রাজাবাবু।

বিশাল আকৃতির এই ষাঁড়ের খাদ্য তলিকায় আছে কাঁচা ঘাস, সয়াবিন খৈল, ভুট্টা, ছোলা, গমের ভূষি, কলা ও বিচালি।’ রাজাবাবুকে দিনে ২০ কেজি দানাদার খাবার খেতে দিতে হয়। দানাদার খাবার সকালে ১০ কেজি এবং রাতে ১০ কেজি দিয়ে থাকেন বলে জানালেন ইনছান আলী।

ইনছান আলীর মেয়ে সেজুতি বলেন, ‘দেখতে বিশাল হলেও রাজাবাবু খুবই শান্ত স্বভাবের, দিনে তিনবার গরুটিকে গোসল করানো হয়। রাজাবাবু আমাদের পরিবারের একজন সদস্যের মতোই। ‘

ইনসান আলীর স্ত্রী শাহিনা খাতুন জানান, এ রাজাবাবুকে আমরা দীর্ঘ চার বছর ধরে লালনপালন করছি নিজের সন্তানের মতো, যত্ন করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত।

মোনাখালি গ্রামের সুরুজ আলী বলেন, এই রাজাবাবুকে নিয়ে আমরা অনেকেই অহংকার করি। কারন এই গরুটির কারনেই বলতে গেলে মিডিয়ায় আমাদের গ্রামের নামটি তুলে ধরা হয়।

দারিয়াপুর গ্রামের স্বপন আলী বলেন, বাড়ির পাশে অনেকেই গরু পালন করছেন। তাদের মুখ থেকে রাজাবাবুর কথা শুনে দেখতে এসেছি। এটির অনেক সুন্দর ভালো লাগছে। দানব আকৃতির এই গরুটিই দেশ সেরা হতে পারে বলে আমরা মনে করছি।

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘রাজাবাবুকে দেখতে গিয়েছি। প্রানিসম্পদের সুত্র অনুযায়ী লম্বায় সাড়ে ১০ ফুট, উচ্চতায় ৮ ফুট। গরুটির দৈর্ঘ ও বেড় অনুযায়ী গরুটির ওজন প্রায় ১৯০০ কেজি বা ৩৭.৫০ কেজিতে মণ হিসাবে ৪৮ থেকে ৫০ মণ। জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে আমরা গরুটির চিকিৎসা, খাদ্য তালিকা ও অন্যান্য পরামর্শ দিয়ে থাকি। আমার জানা মতে এই গরুটিই বর্তমানে দেশের সবচেয়ে বড় গরু।’




মুজিবনগরে দু’টি দোকানে জরিমানা আদায়

মেয়াদ বিহীন দই ও মিষ্টি দীর্ঘদিন যাবৎ ফ্রীজে রেখে বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান অভিযান।

আজ বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা শাখার কর্মকর্তা সজল আহমেদ।

মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারের মেসার্স ইমরান ফুডস নামের প্রতিষ্ঠানে অনেক দিন আগের দই মিষ্টি ফ্রীজে রেখে বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ও ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স আল মদিনা স্টোরকে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সহযোগীতায় ছিলেন, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও স্যানেটারী ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।




গাংনীতে স্বামীকে আত্মহত্যায় প্ররোচনায় মামলায় স্ত্রী গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দায়ের করা মামলায় স্ত্রী জেসমিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ।

আজ বুধবার (২১ জুন) দুপুরের দিকে গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির রায়হান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার জেসমিন গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃতু আলতাব হোসেনের স্ত্রী।

জানা গেছে, গত ১৯ জুন সন্ধ্যায় তার স্বামী আলতাব হোসেনকে ফেলে রেখে চুয়াডাঙ্গায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সন্ধ্যায় আলতাব হোসেন তার নিজ ঘরে আড়ার সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এঘটনায় আলতাব হোসেনের পরিবারের লোকজন অভিযোগ করেন, তার স্ত্রীর পরোকীয়ার কারনে আলতাব হোসেন আত্মহত্যা করেছেন। পরে আলতাব হোসেনের ভাই হাসানুজ্জামান বাদী হয়ে ভাবী জেসমিন ও তার পরোকীয়া প্রেমিক খড়মপুর গ্রামের মহির উদ্দীনের ছেলে আব্দুল মালেককে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে প্যানাল কোড ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৩, তারিখ ১৯/০৬/২০২৩ ইং। মামলার প্রধান আসামি আলতাব হোসেনের স্ত্রী জেসমিন খাতুনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন। তার কথিত প্রেমিক আব্দুল মালেককেও গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

মামলার আইও জহির রায়হান জানান, আলতাব হোসেনের দুই ছেলে মেয়ের মধ্যে মেয়ে বিয়ে হয়ে শশুর বাড়ি ও ছেলেটি প্রবাসী। আলতাব হোসেনের বাড়ি আলমডাঙ্গা উপজেলার শালিকা উত্তরপাড়াতে হলেও প্রায় ২০ বছর আগে সে গাংনী উপজেলার জালশুকা গ্রামে তার শশুরবাড়ির পাশে জমি কিনে বাড়ি ঘর তৈরী করেছেন। তবে, জমিটি তার স্ত্রী জেসমিন খাতুনের নামে। স্বামী বিদেশ থাকার কারনে, জেসমিন আব্দুল মালেকের সাথে পরোকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামী বাড়ি আসার কারনে ক্ষিপ্ত হয়ে সব সময় দূর্ব্যবহার করে আসছে। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেচে নেন আলতাব হোসেন।




দর্শনায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সম্মাননা ও পুরস্কার বিতরণ

দর্শনায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল ৪ টার দিকে দর্শনা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্টিত হয়। এ অনুষ্টানে দর্শনা কলেজের সাবেক উপধাক্ষ ও প্রবীণ কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ।

এ বার্ষিক পুরস্কার বিতরনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা দর্শনা প্রবীণ কমিটির প্রধান উপদেষ্টা ও ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির সাবেক ডিজিএম খালেকুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান,ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

এ সময় অতিথীরা শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ নারী নির্বাচনে প্রথমে প্রবীণ কমিটির প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ ৩ জন করে ৫৪ জনকে মনোনীত করে। পরে মনোনীত ব্যক্তিদের বাড়ির আশেপাশে সরজমিন খোঁজখবর নিয়ে তদন্ত করেন তারা।পরে প্রবীণ কমিটির ২০ জন সদস্যের মতামতে ভিত্তিতে ৫ জন শ্রেষ্ঠ সন্তান, ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ ও ১জন শ্রেষ্ঠ নারী নির্বাচিত করা হয়।

নির্বাচিত হলেন শ্রেষ্ঠ সন্তান দৈনিক যুগান্তর দামুড়হুদা প্রতিনিধি ও মাই টিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি ইকরামুল হক পিপুল,সাংস্কৃতি কর্মী শাহজাহান সাজু, কামাল হোসেন, আফরোজা খাতুন মোস্তাফিজুর রহমান। শ্রেষ্ঠ প্রবীণ সাবেক কেরুজ কর্মকর্তা আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, মোছাঃ নুরজাহান, হাবিবুল্লা বিশ্বাস, মোহাম্মদ সরোয়ার হোসেন, আব্দুল হান্নান। শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচিত করা হয় সাবেক দর্শনা পৌর মেয়র মরহুম মতিয়ার রহমানের স্ত্রী রোজি রহমান।

অনুষ্টানটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় পৌর প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশন আয়োজনে অনুষ্টিত হয়। অনুষ্টানটি পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডল।




জীবননগরে ইমাম খতিব ও আলেমদের সাথে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ আলোচনা

জীবননগর সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম খতিব ও আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দ্বীন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন খান প্রমুখ।




জীবননগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জীবননগরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার সময় জীবননগর উপজেলার সন্তোসপুর বাসস্ট্যান্ডের নিকট এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হোসেন (২১)দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে ও উথলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১২ টার দিকে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে খালার বাড়ি জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন রিয়াজ। সে আন্দুলবাড়ীয়া সড়কের সন্তোসপুর বাসস্ট্যান্ডের অদূরে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন। যশোর নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচাজ(ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সড়ক দুঘটনায় নিহতর বিষয় ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন ।