কুষ্টিয়া মহাশ্মশানের কার্যনির্বাহী পরিষদ’র কমিটি গঠন

কুষ্টিয়া মহাশ্মশানের (শ্রীঁমৎ বাবা বাচ্চাগিরী সিদ্ধাশ্রম) কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৬)’র কমিটি গঠন করা হয়েছে। গতকাল  বুধবার এ কমিটি ঘোষনা করা হয়।

এতে দুই টি প্যানেল অংশগ্রহণ করলেও একটি প্যানেলে ত্রুটি বিচু্যতি থাকায় অন্য একটি প্যানেলকে নির্বাচিত করে নির্বাচন কমিশন।

কমিটির একটি প্যানেলের সভাপতি শ্রী নরেন্দ্রনাথ সাহা এবং আরেকটি প্যানেলের সভাপতি বিশ্বনাথ সাহা বিশু।
তবে বিশ্বনাথ সাহা বিশুর প্যানেলের ২৫জন সদস্যের নামে ভুল থাকা এবং প্রবীর কুমার সাহা নামে এক কার্যনির্বাহী পরিষদের সদস্য ভারতে অববস্থান করায় তার স্বাক্ষর জাল করায় বিভিন্ন ত্রুটির কারনে শ্রী নরেন্দ্র নাথ সাহা প্যানেলকে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মানিক কুমার ঘোষ।

কমিটিতে শ্রী নরেন্দ্র নাথ সাহাকে সভাপতি এবং স্বপন কুমার দে কে সাধারন সম্পাদক করে ৫১ জন কার্যনির্বাহীর নাম ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলো, সহ-সভাপতি স্বপন কুমার নাগ চৌধুরী, বিপ্রজিৎ কুমার বিশ্বাস, বিমল কুমার সন্যাসী,তারা দাস ভৌমিক, ধীরাজ কুমার সাহা, মৃণাল কান্তি সাহা, আনন্দ শর্মা, যুগ্ম সাধারন সম্পাদক নিলয় কুমার সরকার ও ডা: রমা প্রসাদ দে, সহ-সম্পাদক ডা: উৎপল কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব কুন্ডু, কোষাধ্যক্ষ বাবুল কুমার কুন্ডু, সহ কোষাধ্যক্ষ সুরেশ খেতান, সাংগঠনিক সম্পাদক প্রবোধ কুমার পাল, সহ-সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সরাফ ও শংকর কুমার পাল, দপ্তর সম্পাদক দেবেন্দ্র নাথ বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক বিথী রাণী কর্মকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ঝুনা রানী, প্রচার সম্পাদক সুহাস কুমার রায়, , সহ-প্রচার সম্পাদক বিকাশ কুমার শিকদার, স্বাস্থ্য ও সমাজক কল্যাণ বিষয়ক সম্পাদক মহেন্দ্র কুমার আগরওয়ালা, সৎকার বিষয়ক সম্পাদক চন্দন সরকার, সহ-সৎকার বিষয়ক সম্পাদক শ্রী রতন লাল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ননী গোপাল বিশ্বাস ও আইন বিষয়ক সম্পাদক শঙ্কর কুমার দত্ত। এছাড়াও কার্যকরী সদস্য হলো বিজয় কুমার কেজরীওয়াল, স্বপন কুমার ঘোষ, শ্রী নিমাই চন্দ্র দত্ত, অজিত কুমার দাস, দুলাল কুমার কুরী,বিষ্ণুপদ দাস, প্রভাস চন্দ্র দাস, গণেষ চন্দ্র কর্মকার, নন্দ গোপাল বিশ্বাস, শংকর বিশ্বাস, কিশোর কুমার সিকরীয়া, অশোক নন্দী, রতন পাড়ই, শ্রী স্বজন কুমার খেতান, শিশির কুমার পাল, অঞ্জন বিশ্বাস, অজিত কুমার বিশ্বাস, শ্রী প্রদীপ কুমার সারাওগী, প্রহলাদ কুন্ডু, শ্যামল কুমার কর, ব্যোমকেম মজুমদার (বঙ্কু) ও বিষ্ণ কুমার শিকরিয়া।

আগামী ১৯ মে সন্ধ্যঅ ৭টায় মহাশ্মশান চত্বরে এই কমিটির প্রথম কার্যনিবাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সভাপতি শ্রী নরেন্দ্র নাথ সাহা।




ফেসবুক ব্লু-ব্যাজ পেতেও দিতে হবে টাকা, যুক্তরাজ্যে কার্যক্রম শুরু

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যে পেইড ভেরিফিকেশন সেবা চালু শুরু করেছে। এটি ইলন মাস্কের টুইটার ব্লু-এর মতো পরিষেবা। ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতি মাসে ৯.৯ পাউন্ডে ব্লু টিক দেওয়া হবে।

সাবস্ক্রাইবারদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং যোগ্যতা অর্জনের জন্য একটি সরকারি আইডি জমা দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ফিচারটি ইতিমধ্যে যুক্ত।

যারা মেটা ভেরিফায়েডে নিবন্ধন করেছেন তারা একটি বিজ্ঞপ্তি পাবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি যুক্তরাজ্যে সার্বিকভাবে চালু করা হবে। মেটা অনুমোদিত ব্যক্তিরা একটি ভেরিফাইড ব্যাজ পাবেন।

প্রসঙ্গত, ইলন মাস্ক ২০২২ সালের নভেম্বরে প্রিমিয়াম টুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু করার পরে এই পদক্ষেপ নিলো ফেসবুক।

যদিও টুইটার পরে বেশ কয়েকজন সেলিব্রিটি, সরকার ও সংস্থাকে বিনামূল্যে ব্লু টিক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: বিবিসি




উন্মোচিত হলো ২০২৬ বিশ্বকাপের লোগো

ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২৬ সালে। এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বিশ্বকাপের অনেক সময় বাকি থাকলেও আসরটির লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বুধবার (১৭ মে) ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান গ্রেট নাম্বার নাইন রোনালদো নাজারিও। ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আসরে অংশ নিয়েছিল ৩২ দল। তবে ২০২৬ বিশ্বকাপে অংশ নিবে ৪৮ দল। সেই বিশ্বকাপে ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি। এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’

সূত্র: ইত্তেফাক




গাংনী উপজেলা চোরাচালান ও আইনশৃংখলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

গাংনী উপজেলা চোরাচালান ও আইনশৃংখলা বিষয়ক মাসিক মিটিং উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার সময় এই মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক মিটিং এ প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এ সময় উপস্থিত ছিলেন চোরাচালান ও মাসিক আইনশৃংখলা বিষয়ক কমিটির সদস্য গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির আহম্নীমেদ শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল্লাহ আল মারুফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, আওয়ামীলীগের স্থানীয় নেতা ও গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, গাংনী বাজার কমিটির সভাপতি শাওন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দোলা রেজা, সিনিয়র সাংবাদিক সাহাজুল সাজু, ফারুক আহম্মেদ, আবু সাইদ প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সীমান্তরক্ষি বাহিনীর সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।




মেহেরপুরে হজ্বযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুষ্ঠ ও সঠিকভাবে পবিত্র হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষাঙ্গিক বিষয়ে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপি প্রশিক্ষণের দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির সভাপতি আলহাজ মোঃ গোলাম রাসুলের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান, সদর উপজেলা হাজী সমিতি সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মিজানুর রহমান, মশিউর রহমান প্রমুখ।




গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন

প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।

গাংনী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ টার সময় মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলক উন্মোচন করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী।

মেহেরপুর জেলা রেজিস্ট্রার (ডিআরও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা, ও ঠিকাদার প্রতিষ্ঠা বাবর এসোসিয়েটের পক্ষে মো: মাহবুব হোসেন।

উল্লেখ্য, ৪ কোটি ৮৫ লাখ টাকা প্রাথমিক ব্যায় ধরা হয়েছে। চার তলা ভবনের ভিত্তিপ্রস্তুর করা হলেও এখন দোতালা পর্যন্ত নির্মিত হবে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার ভবণ।




মেহেরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

মেহেরপুর সদর থানা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে একজন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১, সিআর মামলায় ১ ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত ১ আসামি রয়েছে।

সিআর ৩৫০/১৩ নং মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন, মেহেরপুর শহরের থানাপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে তোহিদুল ইসলাম (৫০)। সদর থানার এএসআই আবুল বাশার সঙ্গীয়ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তোহিদুলকে গ্রেফতার করেন।

গতকাল বুধবার (১৭ মে) দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত মেহেরপুর সদর থানার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১২ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে দ্রুতগতির বাইক দুর্ঘটনা, কিশোর নিহত

মেহেরপুর শোলমারী সড়কের তেরঘরিয়া বিলের কাছে দ্রুতগামী মোটরাসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শাওন আলী (১৪) নিহত ও তার অপর বন্ধু মোঃ সৌরভ (১৭) আহত হয়েছেন।

আজ বুধবার (১৭ মে) বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে, মারা যায় বিকাল ৩ টার দিকে।

নিহত মোঃ শাওন আলী সদর উপজেলা শোলমারী গ্রামের পাঠানপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে ও ষোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। মোঃ সৌরভ একই গ্রামের জিব্রাইল ওরফে জিতু’র ছেলে ও একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

আহত শৌরভ মেহেরপুর-২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, হতাহতরা মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল। তারা মেহেরপুর শোলমারী রাস্তার মাঝামাঝি তেরঘরিয়া বিলের রাস্তার পাশে পৌঁছালে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার টিলারকে ধাক্কা মারে। এতে ওই দুই কিশোর মারাত্বক আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত শাওন আলীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে পাবনার কাছে গিয়ে শাওন মারা যায়।




‘ডন ৩’ তে থাকছেন না শাহরুখ!

অনেকদিন থেকেই আলোচনা চলছে বলিউডের পরিচালক ফারহান আখতারের আগামী সিনেমা ডন ৩’ নিয়ে। সম্প্রতি ‘ডন ৩’ বানানোর আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন প্রযোজক রীতেশ সিদওয়ানি। আর সেই খবরে আনন্দে নেচে ওঠেন শাহরুখ ভক্তরা। কারণ, ডনের প্রথম দুটি পর্বে বক্স অফিস মাত করেছিলেন শাহরুখ খান।

কিন্তু সম্প্রতি সমস্ত আশায় পানি ঢেলে দিলেন কিং খান! শোনা যাচ্ছে, তৃতীয় পর্বে থাকছেন না বলিউড বাদশা শাহরুখ খান!

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ডন ৩’- থেকে সরে যাচ্ছেন তিনি। খবরে বলা হয়েছে, এই মুহূর্তে ডনের মতো সিনেমায় কাজ করতে আগ্রনী নন শাহরুখ। তাই ফারহানের ‘ডন ৩’র জন্য নতুন মুখের খোঁজ চলছে। ইতিমধ্যেই শাহরুখের পরিবর্তে নতুন ডনের খোঁজ শুরু করেছে এক্সেল এন্টারটেনমেন্ট।

শোনা যাচ্ছে, বলিউডের প্রথম শ্রেণির তারকাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ফারহান-রীতেশরা। শাহরুখের বদলে ডনের চরিত্রে কাকে দেখা যেতে পারে সেটাই এখন অপেক্ষা।

সূত্র: হিন্দুস্থান টাইমস




হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট লক সুবিধা

চ্যাট লক নামে নিরাপত্তাসুবিধা চালু করল অনলাইনে ফোনকল করার ও বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের চ্যাটে থাকা সংবেদনশীল তথ্য সুরক্ষার জন্য এ লক–সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে চ্যাট লক করার সুবিধা পাবেন। ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ সেই চ্যাটবক্সে প্রবেশ করতে পারবেন না। এমনকি লক করা চ্যাট আলাদা ফোল্ডারেও সুরক্ষিত করে রাখা যাবে। যে চ্যাট লক করা থাকবে, সেই চ্যাটের প্রেরকের নাম ও বার্তা দেখা যাবে। পাসওয়ার্ড ছাড়াও আঙুলের ছাপ ও চেহারা শণাক্ত করে চ্যাট লক করা যাবে। চ্যাট লক করা থাকলে সেসব চ্যাটের নোটিফিকেশনও দেখা যাবে না।

এন্ড টু এন্ড এনক্রিপশন, দুই স্তরের নিরাপত্তাসুবিধা, আঙুলের ছাপ ব্যবহার করায় সুরক্ষার জন্য সুপরিচিত হোয়াটসঅ্যাপ। নতুন চ্যাট লক সুবিধাটি ব্যবহারকারীদের বাড়তি নিরাপত্তাসুবিধা যোগ করবে। এক ব্লগে নতুন এই নিরাপত্তাসুবিধা আনার ঘোষণা দিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ব্লগে বলা হয়, ব্যবহারকারীর বার্তা সুরক্ষিত ও ব্যক্তিগত রাখতে আমরা বিভিন্ন উপায় অনুসন্ধানে ঐকান্তিকভাবে কাজ করি। আমরা চ্যাট লক নামে নতুন একটি সুবিধা আনলাম। এ সুবিধাটি আপনার কথোপকথনকে বাড়তি নিরাপত্তাসুবিধা দেবে।

বিবৃতিতে বলা হয়, যাঁদের ফোন বিভিন্ন কারণে পরিবারের সদস্য বা অন্যরা প্রায়ই ব্যবহার করেন, তাঁদের জন্য এটি দারুণ একটি সুবিধা হবে। এ ছাড়া অন্য কারও হাতে ফোন থাকা অবস্থায় ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা এলে সেটিও সুরক্ষিত থাকবে।
সূত্র: গ্যাজেটস নাউ