মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৭ আসামি গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ৩ ও গাংনী থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার হয়েছে।
সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও অন্যান্য মামলায় ১ আসামি রয়েছে। গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৪ আসামি গ্রেফতার হয়েছে।
রবিবার দিবাগত রাতে পৃথক সময়ে গাংনী ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
আজ সোমবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




হঠাৎ বুকে ব্যথা হলে করণীয়

প্রত্যেকেই কখনো না কখনো বুকে সামান্য ব্যথা অনুভব করে থাকি। অধিকাংশ ক্ষেত্রেই বুকের ব্যথাকে অ্যাসিডিটির সমস্যা মনে করে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে নিশ্চিন্ত হই। কিন্তু অনুমানের ওপর ভিত্তি করে বুকের ব্যথার সহজ প্রতিকার নিশ্চিত করা সম্ভব নয়। হঠাৎ বুকে ব্যথা হলে করণীয় সম্পর্কে আমাদের ধারণা না থাকায় হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় অনেককে।

আপনার বুকে যদি কখনো ব্যথা অনুভূত হয় তাহলে এর কারণ প্রথমে শনাক্ত করতে হবে। হ্যাঁ, কারণ বুকে ব্যথা হওয়ার অসংখ্য কারণ রয়েছে। আর একেক ক্ষেত্রে একেক ধরনের চিকিৎসাপদ্ধতি অনুসরণ করতে হয়। যত দিন যাচ্ছে ততই আমাদের শারীরিক জটিলতা বাড়ছে। বিশেষত হৃদরোগের ঝুঁকি বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

তাই যদি কখনো বুকে ব্যথা হয় তাহলে অ্যাসিডিটির সমস্যা না ভেবে একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করুন। সেলফ মেডিকেশনের চর্চা আমাদের দেশে একটু বেশি। বিশেষত কিছু শারীরিক সমস্যা সম্পর্কে আমাদের গৎবাঁধা কিছু ধারণাও রয়েছে। বুকের ব্যথার ক্ষেত্রেও এমন একটি ধারণা রয়েছে। প্রথমেই বলেছি, অনেকে মনে করেন অ্যাসিডিটির সমস্যার কারণে বুকে ব্যথা হয়। মূলত অ্যাসিডিটির কারণে বুকে প্রদাহজনিত সমস্যা হতে পারে–এমন ধারণা অমূলক নয়। কিন্তু বুকে যদি চিনচিনে ব্যথা অনুভূত হয় তাহলে অবহেলা করা যাবে না।

বুকে ব্যথার অনেক কারণ থাকতে পারে। কিন্তু বুকে ব্যথার ফলাফল হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। কদিন আগে বিশ্ব হৃৎপিণ্ড দিবসে বলা হয়েছিল, জলবায়ু পরিবর্তনের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়েছে। আবহাওয়া পরিবর্তন আমাদের শরীরে ব্যাপক স্ট্রেস ফেলে বলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়া, শরীরে অক্সিজেন প্রবাহ কমে যাওয়া এবং ইত্যাদি জটিলতা দেখা দেয়। ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

বুকে ব্যথা থেকে হার্ট অ্যাটাকে নিকট অতীতেই গায়ক কেকে মারা গিয়েছিলেন। একথাও আমাদের জানা। বুকের ব্যথাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে মৃত্যুর ঝুঁকি থাকে। অথচ সঠিক সময়ে চিকিৎসা করালে এই ঝুঁকি হ্রাস করা সম্ভব। যখনই বুকের ব্যথা অস্বাভাবিক মনে হবে হাসপাতালে ভর্তি হতে হবে। হাসপাতালে ভর্তি হওয়ার ১২ ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যদি আপনি দেরি করেন তাহলে এর ফলাফল আপনাকেই ভুগতে হতে পারে।

বুকে ব্যথার কারণ
বুকে ব্যথার কিছু কিছু কারণ সরাসরি হৃদরোগের ঝুঁকিকে নির্দেশ করে। কি সেসব কারণ? আসুন জেনে নেওয়া যাক:
মায়োকার্ডিয়াল ইনফার্কশন: হার্টে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়।
মায়োকার্ডাইটিস: হৃদযন্ত্রের পেশিতে প্রদাহ হয়।
পেরিকার্ডাইটিস: হার্টের থলিতে প্রদাহজনিত ব্যথা তীব্র।
করোনারি আর্টারি ডিজিজ: একে এনজাইনাও বলা হয়। হৃদপিণ্ডে রক্তনালীর ব্লকেজের কারণে এমন হয়।
মাইট্রাল ভালভ প্রল্যাপস: হৃদপিণ্ডে অবস্থিত মাইট্রাল ভালভ সঠিকভাবে বন্ধ হয় না।
এওর্টিক বিচ্ছেদ: বিরল রোগ। মূলত হৃদপিন্ডের এওর্টা ছিড়ে গেলে হয়।
ব্রঙ্কোস্পাজম: হাঁপানি ও ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) রোগীদের মধ্যে দেখা যায়।
অ্যাসিড রিফ্লাক্স: বাংলায় অনেকে বলেন অম্বল। ঝাল ঢেকুর গলা পর্যন্ত উঠে আসে এবং বুকে প্রদাহজনিত ব্যথা শুরু হয়।
পালমোনারি এমবোলিজম: ফুসফুসে রক্ত জমাট বেধে এই সমস্যা তৈরি হয়।

এও সত্য, বুকে ব্যথা হওয়া মানেই হৃদরোগ নয়। প্রথমেই বলেছি, বুকে ব্যথার একাধিক কারণ রয়েছে। আর চিকিৎসকরা দেখেছেন, বুকে ব্যথা মানেই হৃদরোগ নয়। এজন্য যখনই বুকে ব্যথা হয় তখন আপনার শরীরে কিছু সমস্যা চিহ্নিত করে একটি অনুমান করতে হবে। তারপর চিকিৎসকের কাছে গিয়ে তা খোলাখুলি বলতে হবে। আসুন জেনে নেওয়া যাক হৃদরোগ বাদেও যেসব কারণে বুকে ব্যথা হতে পারে:

অ্যাসিডিটি হলে: প্রচুর তেল ও মশলাজাতীয় খাবার কিংবা ভাজাভুজি খাওয়ার পর সাধারণত অ্যাসিডিটি হয়ে থাকে। তখন বুকে প্রদাহজনিত ব্যথা বা বুকে জ্বলুনি হয়ে থাকে। এ ধরনের ব্যথা সচরাচর কয়েক ঘণ্টা স্থায়ী হয়। বুকে জ্বলুনি ও যদি ঢেঁকুর উঠে তাহলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করুন।
খাদ্যনালীর সমস্যা: অনেকের খাদ্যনালীর মধ্যে কিছু সমস্যা থাকে। বিশেষত খাবার খাওয়ার সময় গিলতে অসুবিধা হয় এবং বুকে ব্যথা করে। এ ধরনের সমস্যায় নাইট্রোগ্লিসারিন জাতীয় ওষুধ মুখে দিলে সুস্থ হওয়া যায়।
এফর্ট এনজাইনা (Effort angina): চিকিৎসাবিজ্ঞানে বুকে ব্যথার একটি কারণ রয়েছে। মূলত প্রচণ্ড স্ট্রেস নিয়ে কাজ করার সময় অনেকে বুকে ব্যথা অনুভব করেন। তখন অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। ভাবেন হার্ট অ্যাটাক হবে কি-না। সচরাচর এই সময় বিশ্রাম নিলেই সুস্থ হওয়া যায়।

বুকের অন্যান্য সমস্যা: বুকে নানা ধরনের সমস্যা হতে পারে। আপনার ফুসফুসে সংক্রমণ হলে বুকে ব্যথা হয়। বিশেষত বর্ষায় যখন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে শুরু করে তখন অনেকেরই বুকে ব্যথা হয়। এছাড়া বুকের মাংসপেশির বা পাঁজরের হাড়ের কোনো সমস্যা, বুকে আঘাত পাওয়া, কোনো ব্যথার ওষুধ খেলে বুকে ব্যথা হতে পারে।
ভয় পেলে বা দুশ্চিন্তা: যাদের প্যানিক ডিজর্ডার (Panic Disorder) রয়েছে তাদেরও বুক ধড়ফড় ও ব্যথা অনুভূত হতে পারে। এ বিষয়ে একাধিক গবেষণা হয়েছে। ব্যক্তিগত জীবনে যারা হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন তাদের এই সমস্যায় নিয়মিত ভুগতে হয়। এর বিরূপ প্রভাব মনেও পড়ে।

বুকে ব্যথার লক্ষণ
বুকে ব্যথার কারণগুলো তো বলা হলো। হৃদরোগ ছাড়া যেসব কারণে বুকে ব্যথা হয় সেগুলো যদি আপনার থাকে তাহলে কিছুটা নিশ্চিন্ত হতে পারেন। কিন্তু কিভাবে বুঝবেন বুকের ব্যথা থেকে হৃদরোগের ঝুঁকি রয়েছে। সেজন্য বুকে ব্যথার কিছু লক্ষণ ও বৈশিষ্ট্য ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে এবং দ্রুত হাসপাতালে যেতে হবে। এবার তাহলে বুকে ব্যথার লক্ষণগুলো একবার দেখে নেওয়া যাক:

বুকে আচমকা টান বা ভয়াবহ চাপ অনুভব করছেন। ব্যথা আপনাকে প্রায় কাবু করে ফেলে।
বুকে ব্যথার ধরনটা আপনাকে বুঝতে হবে। বুকে জ্বলুনি হচ্ছে, নাকি প্রচণ্ড ব্যথা করছে, চিনচিনে ব্যথা হচ্ছে নাকি হাঁসফাঁস করছেন নিঃশ্বাস নিতে। বুকে জ্বলুনি বাদে প্রচণ্ড ব্যথা, চিনচিনে ব্যথা এবং নিঃশ্বাস নিতে কষ্ট হলেই হাসপাতালের পথে রওয়ানা দিন।
ব্রেস্টবোন এলাকায় এক ধরনের চাপা অনুভূতি না চিনচিনে ব্যথা হয়। কিন্তু হাত বুলালে মনে হয় ব্যথাটা ঠিক ওখানে নয়।
বুকের ব্যথা প্রথমে হাত, তারপর চোয়াল এবং অবশেষে পিঠে ছড়িয়ে পড়ে।
বুকে ব্যথার পাশাপাশি মাথা ঘোরায়। ভীষণ দুর্বল লাগে তখন নিজেকে।
হার্টরেট বা রক্তচাপ কমতে শুরু করে। অনেক সময় আপনি হয়তো বুঝতে পারবেন না। আশপাশের কাউকে ডেকে পরীক্ষা করিয়ে নিতে পারেন।
এসময় কাশি বা জোরে শ্বাস নেয়ার সময় ব্যথাটা পিঠে চাপ দেয়।
মুখে টক স্বাদ চলে আসে।
প্রচণ্ড ক্লান্তি কাজ করে। মনে হয়না আর হাঁটার ক্ষমতা আছে আপনার।
এই কয়েকটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। যদি এসব লক্ষণের কোনো একটি দেখতে পান দ্রুত হাসপাতালে চলে যান। অবহেলা করবেন না।

হঠাৎ বুকে ব্যথা হলে কি করবেন?
হঠাৎ বুকে ব্যথা হলে তার লক্ষণ ও কারণ শনাক্ত করে সঠিক মেডিকেশন খুঁজে নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বুকে ব্যথা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে একজন ব্যক্তি কি কি সতর্কতা অবলম্বন করবেন? কারণ বুকের ব্যথা হলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

আপনি যেন একদম প্রথম থেকেই এ ব্যাপারে সতর্ক অবস্থানে যেতে পারেন তাই আমরা বুকে ব্যথার কারণের খুঁটিনাটি প্রথমে উপস্থাপন করেছি। এবার চলুন দেখা যাক হঠাৎ বুকে ব্যথা হলে হাসপাতালে পৌছার আগে প্রাথমিক কি কি করনীয় রয়েছে:

ব্যথা
ডিসপিরিন জাতীয় ওষুধ: যদি হৃদপিন্ডের চিনচিনে ব্যথা আপনাকে খুব একটা কাবু না করে তাহলে আপনি কিছুটা স্বস্তিতে থাকতে পারেন। যদি ব্যথাটা হার্ট থেকেই হচ্ছে নিশ্চিত হোন তাহলে ৩০০ মিলিগ্রাম এসপিরিন বা ডিসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।
নাইট্রোগ্লিসারিন স্প্রে: আপনার যদি হার্টের কারণে বুকে ব্যথা ঘন ঘন হয় তাহলে নাইট্রোগ্লিসারিন স্প্রে রাখুন। যদিও হৃদরোগীদেরই ঘন ঘন বুকে ব্যথা হয় এমন নয়। কাজ করার সময় স্ট্রেস হরমোন নির্গত হওয়ার ফলে অনেক সময় বুকে ব্যথা হয়। এটা হার্টের ওপরও প্রভাব ফেলে। তাই নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি ঐ সময় বসা অবস্থায় মুখের ভেতর স্প্রে করা হয় তাহলে আরাম পাওয়া যাবে।
কোল্ড প্যাক: অনেক সময় বুকে টান পড়লে মারাত্মক ব্যথা হয়। এ সময় আইস প্যাক ব্যবহার করতে পারেন। বুকের যেখানে ব্যথা করছে সেখানে প্যাক দিয়ে সেঁক দিলে ব্যথা কমে আসে।
শুয়ে থাকুন: বুকে ব্যথা থেকে প্রচণ্ড ক্লান্তি কাজ করছে। এ সময় বেশি নড়াচড়া না করে কিছুক্ষণ শুয়ে থাকা নিরাপদ। অস্বস্তিবোধটা দূর হওয়ার আগ পর্যন্ত মাথা সামান্য উঁচু করে শুয়ে থাকুন। এক্ষেত্রে দুটো বালিশ মাথার নিচে দিন তবে খেয়াল রাখবেন ঘাড়ে যেন চাপ না পড়ে। এভাবে বুকের ব্যথা আস্তে আস্তে কমে আসবে।
পরীক্ষা করান: চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনি চাইলে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), বুকের এক্স – রে, রক্ত পরীক্ষা, এমআরআই, ইকোকার্ডিওগ্রাম, পীড়ন পরীক্ষা, এঞ্জিওগ্রাম করিয়ে নিতে পারেন। যদিও প্রথমে চিকিৎসকের কাছে গেলে তারা আপনার কথা শুনে একটি পরীক্ষা পদ্ধতি বাতলে দেন। আর সাময়িক সময়ের জন্য কিছু ওষুধ দেন। এই সময় অনেকে ব্যথা থেকে মুক্তি পেয়ে আর পরীক্ষা করান না। এমনটি করা যাবে না।
ধূমপান নয়: বুকে চিনচিনে ব্যথা শুরু হলে যত কষ্টই হোক ধূমপান করা যাবে না। কারণ ধূমপানে বুকের ব্যথা আরো বেড়ে যেতে পারে।
কাউকে নিজের অবস্থা জানান: বুকে ব্যথা হলে নিজে নিজে অনেক সময় সিদ্ধান্ত নেয়া কঠিন হয়। তাই এ সময় কারো সঙ্গে পরামর্শ করুন। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি সিদ্ধান্তে আসা সহজ হবে।

পরিশেষে
বুকে ব্যথা হলে যদি তা হার্ট থেকে হয়ে থাকে তাহলে হাসপাতালে সঠিক চিকিৎসার জন্য যেতে হবে। হার্ট অ্যাটাক হলে মৃত্যুর ঝুঁকি যেমন আছে তেমনি সারাজীবন পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
যদি হাসপাতালে গিয়ে নিজের হৃদরোগের ব্যাপারে নিশ্চিত হয়ে যান তাহলে লাইফস্টাইলে বদল আনতেই হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন, ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ এবং অবশ্যই ধূমপান থেকে নিজেকে বিরত রাখা।
এমন এক সময় আমরা রয়েছি যখন হৃদরোগের সংক্রমণই সবচেয়ে বড় আতঙ্ক। তাই বুকে ব্যথা হলে অবহেলা করবেন না।

সূত্র: হেলথইন




পাকিস্তান-ভারত আগুনঝরা ম্যাচ দিয়ে শুরু হবে সাফ

ভারতের বেঙ্গালুরুতে আর এক দিন পর সাফ চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে সাফের শহর বেঙ্গালুরুতে তাঁবু গেড়েছে বাংলাদেশ। এসেছে মালদ্বীপ। বাংলাদেশ ফুটবল দল শুক্রবার রাতে এক হোটেলে ওঠে, গতকাল আরেক হোটেলে উঠেছে। এখানে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, কুয়েত এবং ভুটান ফুটবল দল থাকবে।

আট দেশের লড়াই। উপমহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চে নতুন দল কুয়েত এবং লেবানন। লেবানন আরো সপ্তাহখানেক আগেই ভারতে এসেছে। তারা ভারতের ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল টুর্নামেন্টে খেলছে। গতকাল রাতে ফাইনালে ভারত-লেবানন মুখোমুখি হয়। সেখান থেকেই এই দুই দল বেঙ্গালুরু যাবে।

সাফের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগুনঝরা ম্যাচ দিয়ে এবারের সাফের উদ্বোধন হয়। ২০১৮ সালে শেষবার বাংলাদেশে সাফ খেলে গেছে পাকিস্তান। কিন্তু ফিফার নিষেধাজ্ঞা থাকায় মালদ্বীপের সাফে খেলতে পারেনি। সেই পাকিস্তান এবার শক্তপোক্ত হয়েই সাফ খেলতে প্রস্তুতি নিয়েছে। তারা চ্যাম্পিয়ন হওয়ার আশায় প্রবাসী ৯ ফুটবলারকে দলে ডেকে এনেছে। মরিশাসে চারজাতির টুর্নামেন্ট খেলে গতকাল রবিবার সকালে বেঙ্গালুরুতে পৌছানোর কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভিসা জটিলতায় আটকে আছে পাকিস্তান। আরো আগেই ভারত সরকার থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান। সাফে খেলতে আসার জন্য সবুজ সংকতে দেওয়া হয়েছে।

এক দিন পর টুর্নামেন্ট। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল দুশ্চিন্তায় রয়েছেন। গতকাল তিনি জানিয়েছেন, এখনো পাকিস্তানের ভিসা হয়নি। হেলাল বলেন, ‘পাকিস্তান এখনো ভিসা পায়নি। কী করব বুঝতে পারছি না। ভারত-পাকিস্তান উদ্বোধনী দিনে ম্যাচ খেলবে। হাতে সময় কম। আশা করছি ভিসা হয়ে যাবে। এ বিষয়ে আমরা যোগাযোগ রাখছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে।’

ফিফা প্রীতি ম্যাচে নিজ দেশে কম্বোডিয়াকে হারিয়ে সেখান থেকেই বাংলাদেশ দল ভারতে গেছে। গতকাল বিকালে বেঙ্গালুরুতে অনুশীলন করেছেন জামাল ভুঁইয়ারা। কর্ণাটক ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়ামের টার্ফের মাঠে অনুশীলন করেছেন। বাংলাদেশের প্রথম ম্যাচ সাফের দ্বিতীয় দিন। লেবাননের বিপক্ষে খেলবে। প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিলেও বাংলাদেশের রক্ষণ নিয়ে দুশ্চিন্তা আরো বেড়েছে। কম্বোডিয়ার বিপক্ষে খেলার শেষ মুহূর্তে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ডে লালকার্ড পেয়েছিলেন তারিক কাজী। তার এই লালকার্ডের হিসাবটা কি পরের ম্যাচেই ধরা হবে, নাকি অন্য আরেকটি প্রীতি ম্যাচ গণ্য হবে, সেটি নিয়ে দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, তারা এখনো নিশ্চিত হতে পারেননি।

আমেরের প্রশ্ন হচ্ছে প্রীতি ম্যাচের কার্ড নিয়ে কেনই বা ফিফার কাছে জানতে চাইতে হবে। আইনের পাতায় কী লেখা রয়েছে সেটি দেখলেই তো পরিষ্কার হয়ে যায়।’

সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ফিফার সঙ্গে কথা হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না। তারিক কাজী সাফের প্রথম ম্যাচই খেলতে পারবেন। এটা আমি মনে করছি। ফ্রেন্ডলি ম্যাচের কার্ড পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে ধরা হবে। তারপরও আমি ম্যাচ কমিশনারের সঙ্গে আরো একবার কথা বলব।’

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরের ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী রেজাউল দামুড়হুদা থানায় আটক

২৪ বছরের সাজপ্রাপ্ত আসামী কোটচাঁদপুরের রেজাউল ইসলাম (পাঠান) দামুড়হুদা থানায় আটক। রবিবার সকালে কোটচাঁদপুর থানা পুলিশে হস্তান্তর করেন তারা।

জানা যায়, কোটচাদপুর পৌর এলাকার আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে রেজাউল ইসলাম পাঠান। সে ২৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত মামলার আসামি। পালিয়ে জীবন যাপন করছিল।

রবিবার রাতে সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার টহল পুলিশের হাতে আটক হন। খবরটি নিশ্চিত করেছেন ওই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

তিনি বলেন, গত রাতে থানার উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র ও সালাহউদ্দিন সড়কে টহল দিচ্ছিল। এ সময় মটর সাইকেলে দেখতে পান তাদেরকে। তারা তাদেরকে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করায় তার পরিচয় জানতে পারেন। খোঁজ পান তাঁর নামে থাকা মামলার। এ সময় হাতে হাতকড়া পরিয়ে রেজাউলকে থানায় আনা হয়। খবর পেয়ে রবিবার সকালে কোটচাঁদপুর থানা পুলিশ তাকে হেফাজতে নেন। পরে তাকে কোটচাঁদপুর থানার একটি ওয়ারেন্টের মামলায় আদালতে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ হরি। তিনি বলেন,আমাদের থানার ওয়ারেন্ট ভূক্ত আসামি রেজাউল ইসলাম (পাঠান)। সে ওই এলাকায় থাকছিল। আমরা খোজ দেয়ার পর দামুড়হুদা থানা পুলিশ তাকে আটক করেন। পরে আমরা হেফাজতে নিয়ে আদালত পাঠিয়ে দিয়েছি।




মুজিবনগরে প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ নির্মাণ বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

মুজিবনগরে প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ নির্মাণ বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকনগর গ্রামবাসী।

রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ চাই এর কোন বিকল্প নেই। প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ করতে হবে এটাই আমাদের দাবি।

স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মুজিবনগরকে বাংলাদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এতে আমরা অর্জন করি সেই মহান স্বাধীনতা। সেই স্থানকে স্মরণীয় করে রাখার জন্য এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়। যার ফলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স- উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস ভবন, পশু সম্পদ ভবন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ অসংখ্য অফিস আদালতের জন্য জমি অধিগ্রহণ হয়। যার অধিকাংশ জমি মানিকনগর মৌজার মধ্যে এবং মানিকনগর গ্রামের অধিকাংশ জনগণ সরকারের উন্নয়ন এর কথা বিবেচনা করে সরকারি সকল স্থাপনার কথা চিন্তা করে তাদের জমি সরকারকে দিয়ে দিয়েছে।

মুজিবনগরের উন্নয়নের স্বার্থে এলাকাবাসী তাদের জমি-জমা সরকারকে দিয়ে দেয়। আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। তারই অংশ হিসেবে মুজিবনগরে একটি মডেল মসজিদ নির্মাণ হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় কিছু কুচক্র মহল রাতারাতি বাড়ি নির্মাণ করে মসজিদটি নির্মাণ বন্ধ করার ষড়যন্ত্র করছে যা মুসলিম সমাজের মনে প্রচুর আঘাত করছে। মসজিদটি নির্মাণ বন্ধ হলে আমরা খুবই ব্যথিত হব। এখানে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতভিটা আছে। তাছাড়া পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আধুনিকায়নের জন্য যে ৫১ একর জমি অধিগ্রহণ করা হবে, সেই স্থানে যদি মসজিদ নির্মাণ না হয় তবে সেটি প্রশ্নবিদ্ধ হবে।

মানববন্ধন শেষে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মেহেরপুর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।




বর্ণবাদ বিরোধী ম্যাচেই বর্ণবাদের শিকার ব্রাজিল

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটি ব্রাজিল খেলতে নেমেছিলো কিছুদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে। এই ম্যাচে প্রথমবারের মতো কালো জার্সি গায়ে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে কালো রঙের জার্সি পরে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা।

তবে বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এক বন্ধু মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ভিনিসিয়ুসের বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন।

এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে এক টুইট বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’




কোটচাঁদপুরে সাংবাদিক নাদিমের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকসি্গঞ্জের বাংলা নিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কোটচাঁদপুরের সাংবাদিক সমাজ। রবিবার সকাল ১০ টায় স্থানীয় বাজার চত্বরে এ মানববন্ধন করা হয়।

জানা যায়,সম্প্রতি জামালপুরের বকসি্গঞ্জের বাংলা নিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে দূবৃত্তরা হত্যা করেছেন।

ওই ঘটনার পর সারাদেশের সাংবাদিক সমাজ প্রতিবাদের ঝড় তুলেছেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন, অনলাইন ও পত্রিকায়।

এর ধারাবাহিকতায় কোটচাঁদপুরের সাংবাদিক সমাজ রবিবার সকাল ১০ টায় স্থানীয় বাজার পায়রা চত্বরে মানববন্ধন করেন। ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। এ সময় সাংবাদিকরা তুলে ধরেন,সারাদেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের ইতিহাস। বলেন,এ পর্যন্ত যতগুলো সাংবাদিক এ ধরনের ঘটনার শিকার হয়েছে, তাদের পরিববার কেই বিচার পাননি।

সাংবাদিকরা বলেন,এর আগে যারা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন,তাদের প্রত্যেকের বিচারের দাবী জানানো হয়েছে মানববন্ধন থেকে। তারা আরো বলেন,আগের সব সাংবাদিকদের ন্যায় নাদিম হত্যার বিচারও যেন বিলম্বিত না হয়,সেদিকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও ভোরের কাগজের সাংবাদিক কামাল হাওলাদার, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সভাপতি ও সংবাদের প্রতিনিধি অশোক দে,দৈনিক স্পন্দের আলমগীর কবির, দিগন্ত বানী সম্পাদক শাহ জামান,মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মইন উদ্দিন খান, আজকের পত্রিকা প্রতিনিধি সুব্রত কুমার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এস এম রায়হান উদ্দিন,বীর জনতা ও গড়ব বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ বাশার, অগ্রযাত্রা প্রতিনিধি রমজান আলী, সোহেল চৌধরী, আবুল হাসান, আকিমুল ইসলাম সাজু,রোকনুজ্জামান,শামিম হোসেন, সোহাগ, শান্তি প্রমুখ।




নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে প্যারামেডিক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

প্যারামেডিক (নারী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ২৪ মাস মেয়াদী প্যারামেডিক কোর্স পাস হতে হবে। নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসেবা প্রকল্পে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে এমআর এবং পিএসি (MR Training & PAC Training) প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে। প্রজনন স্বাস্থ্যসেবা, সংক্রমন প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ব্রাহ্মণবাড়িয়া।

বেতন

১৮,০০০ টাকা + অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৪ জুন, ২০২৩।

সূত্র : বিডিজবস




আলিয়ার অ্যাকশন ঝলক যেন মিশন ইম্পসিবল

বলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে এবার হলিউডে আসন গাড়তে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে আলিয়ার। আর শনিবার রাতে সিনেমার প্রথম ট্রেলার মুক্তির পর মিষ্টি মেয়ে আলিয়াকে এক ঝলক দেখেই ভক্তরা তার প্রশংসায় ভাসছেন । ৪৩ সেকেন্ডের টানটান অ্যাকশনধর্মী এই ট্রেলার দেখে অনেকটা ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে পড়ছে অনেকের।

টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার মুক্তি পেয়েছে আলিয়া ভাটের প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’ এর ট্রেলার।

জানা যায় ভারতীয় সিনে দুনিয়ায় এই সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে আলিয়ার জন্যই। এর আগে একটি সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা ও যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’

ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। তিনি বলেছেন, ‘হার্ট অফ স্টোন দুর্দান্ত হতে চলেছে। একেবারে অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। এমনভাবে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান।’

অন্যদিকে এই সিনেমায় কেয়া ধাওয়ানের চরিত্র অর্থাৎ আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোনও ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন।




গাংনীতে ধানের জমিতে বিষ দিতে গিয়ে বৃদ্ধ অসুস্থ

জমিতে বিষ দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বার্থক আলী (৭০) নামের এক বৃদ্ধ।স্বার্থক আলী মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা পাঙ্গাসীপাড়া এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে।

আজ রবিবার (১৮ জুন) স্থানীয় খাগড়াজল মাঠে নিজের ধানের জমিতে বিষ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সাথে সাথে বাড়িতে চলে আসেন তিনি। বাড়িতে এসে আরো অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।