প্রিয় কর্মস্থল থেকে শেষ বিদায় নিলেন ফারুক

এফডিসির কারণে তিনি আজ হয়ে উঠেছেন বাংলার ‘মিয়া ভাই’। এফডিসির প্রতিটি ইট-বলির সঙ্গে যেন পড়তে পড়তে জরিয়ে আছেন এই নায়কের নাম। এই প্রতিষ্ঠানটি ছিলো তার প্রিয় কর্মস্থল- একথা অনেকবার বলেছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সেই এফডিসি থেকে শেষ বিদায় নিলেন তিনি।

মঙ্গলবার দুপুর ১ টায় ফারুকের মরদেহ এফডিসিতে নেওয়ার পর প্রিয় সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান নবীন-প্রবীণ সহকর্মীরা। মিয়াভাইকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, সুজাতা, উজ্জল, রোজিনা, ফেরদৌস, মিশা সওদাগর, কাজী হায়ত, ওমর সানী, বাপ্পী চৌধুরী সহ অনেকেই।

এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালিক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। সবার শ্রদ্ধা জানানোর শেষে তার জানাজা শুরু হয় দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা অংশ নেন।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।

নায়ক ফারুক সিঙ্গাপুরের স্থানীয় সময় গতকাল সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের সবরী কলা যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে

সবরী কলার রাজধানী মেহেরপুর জেলা থেকে প্রতিদিন অর্ধশত ট্রাক কলা যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। ট্রাকভর্তি হওয়ার পূর্বে এভাবেই কলা সাজিয়ে রাখেন কৃষকরা। কলার এই ছবিটি তোলা হয়েছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাঠের মধ্যে থেকে।

ছবিটি তুলেছেন জুলফিকার আলী কানন




আমঝুপি-শ্যামপুর সড়কে ঠিকাদারের কাজ করে দিয়েছে সড়ক বিভাগ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-মদনা-শ্যামপুর সড়কে ৪২ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দে চার কিলোমিটার সড়কের সংস্কার কাজের জন্য দরপত্র দেয় সড়ক ও জনপথ বিভাগ। যে কাজটি পায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিনা এন্টারপ্রাইজ।

দরপত্র হওয়ার পরও ওই সড়কে রক্ষণাবেক্ষণ বরাদ্দ থেকে ভাঙাচোরা মেরামত করিয়েছেন সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। ফলে সরকারি অর্থ তছরুপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

গত বছরের নভেম্বর মাসে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও চলতি বছরের মে মাসেও কাজ শুরু হয়নি। তবে এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগের সচিবের পরিদর্শনের দোহায় দিয়ে ভাঙা চোরার কাজ করেছে সড়ক ও জনপথ বিভাগের খরচে। অথচ ভাঙা কাজের জন্য দরপত্রে বরাদ্দ দেওয়া রয়েছে ১লাখ ৭৪ হাজার টাকা।

সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের রক্ষণাবেক্ষণের ট্রাক গিয়ে বিভিন্ন স্থানের ভাঙাচোরা সংস্কার করে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের লোকজ ট্রাক নিয়ে এসে ভাঙাচোরা কাজ করে গেছে। শুনেছি, এই রাস্তার টেণ্ডার হয়েছে। কিন্তু কেন যে কাজ শুরু হচ্ছে না তা জানিনা।

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহীন উদ্দিন এ কাজের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, আগামীকাল (আজ) থেকে কাজ শুরু করার কথা। তবে সড়ক বিভাগ থেকে যে কাজ করা হয়েছে তা বরাদ্দ থেকে সমন্বয় করা হবে।

তবে, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান প্রথমে স্বীকার না করলেও পরে বলেন, সচিব স্যারের মেহেরপুরে কর্মসূচী ছিলেন। সে কারণে জেলার যে যে সড়কে ভাঙা চোরা ছিলো সেগুলো মেরামত করা হয়েছে। ওই হিসেবে ওই সড়কও মেরামত করা হয়েছে।




মেহেরপুরে পুলিশের অভিযানে ১২ জন গ্রেফতার

মেহেরপুর পুলিশের গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার হয়েছেন।

আসামিদের মধ্যে নিয়মিত মামলার ৪ আসামি, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ৫ ও সিআর মামলায় ৩ আসামি গ্রেফতার হয়েছেন।
গতকাল  সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার (১৬ মে) ভোররাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম একাধিক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

পুলিশ সুপার মো: রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই আসামি গ্রেফতার অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের আজ মঙ্গলবার (১৬ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




কোটচাঁদপুরে কিশোরদের সচেতনতা মূলক প্রশিক্ষন

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন ও প্রশিক্ষনের সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ সব দেয়া হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো) ২য় পর্যায় এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শামসুদ্দিন আহম্মদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (বিআরডিবি) আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কোস সংগঠন মোস্তাফিজুর রহমান,ইউডিও বিআরডিবির আবু মনসুর,সহকারী পল্লী উন্নয়ন অফিসার (অঃ দাঃ); দায়িত্ব প্রাপ্ত মাঠ সংগঠক আল আমিন,সহকারী শিক্ষিকা মোছাঃ রোকসানা খাতুন এরপর ছাত্রছাত্রীদের হাতে প্রশিক্ষন সামগ্রী তুলে দেয়া হয়।




আলমডাঙ্গায় ৯ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৬

৯টি চোরাই মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা থেকে দিবাগত রাত ২ টার মধ্যে উপজেলার শ্রীরামপুর, হাউসপুর, উদয়পুর, কুমারী ও পার্শ্ববর্তী মিরপুর থানার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান করে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আসামীদের নিজ বাড়ি থেকে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে  আজ সোমবার বেলা ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- উপজেলার হাউসপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল (৩২), মারজুল রহমানের ছেলে সোহেল (২৬),নুরুল ইসামের ছেলে আব্বাস উদ্দীন (৩২),উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭),কুমারি গাংপাড়ার আঃ মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), পার্শ্ববর্তী মিরপুর থানার বাঁশবাড়িয়া কুরশা গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে জমির আলী (৩৫)।

উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান বলেন, গোপন সংবাদে ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে পৌর এলাকার পশুহাট সংলগ্ন থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে শ্রীরামপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে আব্বাস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তার ঘর থেকে উদ্ধার করা হয় চোরাই ৩টি মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত আসামী আব্বাসের তথ্যে মিরপুর থানাধীন বাঁশবাড়িয়া, উদয়পুর অভিযান চালিয়ে আরো ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক করা হয় চুরির সাথে জড়িত দু’জন আসামীকে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। এ সিন্ডিকেটে আলমডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা মিরপুর থানার অনেকে জড়িত। অভিযানে অনেকের নাম উঠে আসছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।




আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বেকারিতে মেয়াদ উত্তীর্ণ ময়দা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা এলাকায় তদারকি অভিযানে মেসার্স রনি ফুড’স বেকারির ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ময়দা সংরক্ষণ ও উৎপাদিত পণ্যে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌরসভার আনন্দধাম এলাকার ফাতেমা স্টোরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় একই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলার সংস্থাটির সহকারী পরিচালক সজল আহমেদ।




আলমডাঙ্গার পাইকপাড়ায় গাঁজাসহ আটক ১

আলমডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ায় ২’শ গ্রাম গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় ডালিম শাহ মোড় থেকে তাকে আটক করে। তার শরীর তল্লাশী করে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোরগাছা শান্তিপাড়ার মৃত মঙ্গল উদ্দিনের ছেলে খবির উদ্দিন (৩০)। সে দীর্ঘদিন ভ্রাম্যমাণ গাঁজা বিক্রয় করে আসছিলো। আজ সোমবার বিকেলে পাইকপাড়া গ্রামে গাঁজা বিক্রয় করতে আসে খবির উদ্দিন। ঘোলদাড়ি ফাঁড়িপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ডালিম শাহ মোড়ে তাকে আটক করে। পরবর্তীতে তার শরীর তল্লাশী করে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এঘটনায় পুলিশ বাদি হযে খবির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।




দামুড়হুদায় ১২০ বোতল ফেন্সডিলসহ ঝাঝাডাঙ্গার জুয়েল রানা আটক

দামুড়হুদায় ১২০ বোতল ফেন্সডিল সহ একজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুক্তারপুর মোল্লা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন দামুড়হুদা উপজেলার ঝাজাডাঙ্গা গ্রামের মোঃ মাহাবুবুর রহমান এর ছেলে মোঃ জুয়েল রানা (২৮)।

পুলিশ সুত্রে জানাগেছে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় আজ বেলা সাড়ে ১২ টার দিকে এসআই মোঃ তোবারক আলী এবং এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন মুক্তারপুর গ্রামস্থ মোল্লা বাজার সংলগ্ন জনৈক দাউদ মোল্লা, পিতা- মৃত আহাদ মোল্লার বাড়ীর সামনে কার্পাসডাঙ্গা টু দামুড়হুদা গামী পাকা রাস্তার উপর থেকে জুয়েল রানার নিকট হইতে সাক্ষীদের সম্মূখে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি পালসার হোন্ডা, একটা বাটন ফোন মোবাইল জব্দ করা হয়। আটককৃতের নামে মামলা রজু করা হয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ওসি সফিউল আলম বলেন ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




দামুড়হুদায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ওসি (অপেরশন) শফিউল আলম, দর্শনা থানার ওসি (অপেরশন) নিরব, দর্শনা বিজিবি কমান্ডার জহির উদ্দিন,মুন্সিপুর বিজিবি বিওপি কমান্ডার শহিদুল ইসলাম, ঠাকুরপুর বিওপি কমান্ডার আবুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাস, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন,আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা হোসনে জাহান,দর্শনা সরকারি কলেজের প্রফেসর সজিব আহমেদ, উজিরপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামসুন নাহার, জয়রামপুর বটতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সম্পাদক হাতেম আলী, শিমুল রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান।

সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ,মাদক-জুয়া,চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিং ও ফেইক আইডি‘র বিষয়সহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সভাপতি বলেন, বর্তমান সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।