গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মেহেরপুরের গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুপ্রভা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ প্লঅস ক্যাম্পেইনের সমস্ত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন এমওডিসি আদিলা আজহার আরশী। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ৬ থেকে ১১ মাস বয়সি ৩৯৫১জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩০৩১২জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮জুন থেকে শুরু হবে জাতীয ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম।




মোনাখালি ইউনিয়ন একাদশ সেমিফাইনালে

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় শালিকা টাইগার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে মোনাথালি ইউনিয়ন একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আজ বুধবার বিকালে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলাটিতে প্রথমার্ধের ১৫ মিনিটের সময় মোনাখালি ইউনিয়ন একাদশের রক্ষণভাগের খেলোয়াড় রুমন একটি গোল করে তার দলকে এগিয়ে নেন। এরপর উভয় দলই মরিয়া হয়ে ওঠেন গোল দিতে। কিন্তু আর কেউ কোনো গোল দিতে পারেনি। তবে, উভয় দলই বারবার গোল দেওয়ার সুযোগ তৈরী করতে পারলেও গোল পোষ্টে বল প্রবেশ করাতে পারেনি। খেলায় মোনাখালি ইউনিয়ন একাদশের ফরোয়ার্ড রুমনকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।

রুমনের হাতে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক সাবেক কৃতি ফুটবলার এমদাদুল হক, সদস্য শামীম জাহাঙ্গীর সেন্টু, আমিরুল ইসলাম অল্ডাম ও ধারাভাষ্যকার রুহুল আমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সদস্য সচিব মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমীন, আহবায়ক কমিটির সদস্য হাসানুজজামান বাবু, সেলিম রেজা, জাহাঙ্গীর আলম, মাহাবুব হাসান ডালিম প্রমুখ।

রেফরি হিসাবে মাঠে খেলা পরিচালনা করেন মাহাবুবুর রহমান, সহকারি রেফারি ছিলেন, আব্বাছ উদ্দীন ও সোহেল রানা। চতুর্থ রেফরি ছিলেন টুটুল আহমেদ।

ধারাভাষ্যে ছিলেন আমুঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।




স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মশালা

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মশালা মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

কর্মশালায় মূল প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন।
বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলার ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সাংবাদিক দিলরুবা খাতুন প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




গাংনী পৌর মেয়র আহম্মেদের মাছের ঘেরে বিষ প্রয়োগ

গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর মাছের ঘেরে বিষপ্রয়োগে ৮০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ উপজেলার এলাঙ্গী গ্রামের বিলে মেয়র আহম্মেদের মাছের ঘেরে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।

মৎস্য চাষী সাগর হোসেন বলেন, মেয়র আহম্মেদ আলীর মাছের ঘেরের পাশেই আমার মাছের প্রজেক্ট রয়েছে। সে সুবাদে আমি রাতে ওই খানেই ছিলাম।
আহম্মেদ আলীর ৪৫ বিঘা আয়তনের মাছের ঘেরের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা।
সকালের দিকে ঘেরের কর্মচারীরা দেখেন মাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। ঘের থেকে বিষের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

মেয়র আহম্মেদ আলী জানান, একটি চক্র শক্রতাবশত এমন কাজ করেছে। তবে তাদের আমি সনাক্তও করেছি। তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবো। তিনি বলেন, মাছ মারা যাওয়ায় আমার প্রায় ৮০ লাখ টাকার মাছ মারা গেছে।

গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষপ্রয়োগে দেশীয় প্রজাতিসহ বিভিন্ন প্রজাতির ব্যাপক মাছ মারা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করেছেন।




মেহেরপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৫ জন আসামি গ্রেফতার করেছে।

এদের মধ্যে মাদক মামলায় ১ নারীকে, চুরির মামলায় ১ জন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর ও সিআর মামলায় ৩ আসামি রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম আজ বুধবার (১৪ জুন) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

সংশ্লিষ্ট থানাগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই অভিযানে অংশ নেন।
আজ বুধবার (১৪ জুন) সকালের দিকে গ্রেফতারকৃত অসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ফাস্ট ক্যাপিট্যাল অব বাংলাদেশ (এফসিবি) সেমি ফাইনালে!

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের খেলায় ট্রাইবেকারে রামদেবপুর ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন ফাস্ট ক্যাপিটাল অব বাংলাদেশ (এফসিবি)।

আজ মঙ্গলবার বিকালে উত্তেজনাপূর্ণ খেলাটিতে উভয় দলের কেউ কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকারে গড়াই। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে উভয় দলই কয়েকটি করে গোল করার সূবর্ণ সুযোগ হারায়।

খেলায় বিচারকদের দৃষ্টিতে সেরা খেলোয়াড়ের হিসেবে নির্বাচিত হন এফসিবি’র ফরোয়ার্ড শামীম আহমেদ। তাকে টুর্নামেন্টের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। এদিকে ট্রাইবেকারে দুটি গোল সেভ করার জন্য এফসিবি’র গোল কিপার ফয়সালকে লালন শাহ বালি ভান্ডারের পক্ষ থেকে একটি টি শার্ট উপহার দেওয়া হয়।

শামীমের হাতে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির উপদেষ্টা প্রবীন খেলোয়াড় ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম আব্দুস সামাদ ও মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক রমজান আলী, এসময় সদস্য সচিব মাহাবুব চান্দু ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর ফুটবল টুর্নামেন্টের টুর্নামেন্টের আহবায়ক, সাবেক কৃতি ফুটবলার এমদাদুল হক, খেলা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য, সেলিম রেজা, হাসানুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুব হাসান ডালিম।

রেফারি হিসেবে মাঠে খেলা পরিচালনা করেন গাংনীর আব্বাছ উদ্দীন। তাকে সহযোগীতা করেন গাংনীর মাহাবুব রহমান ও মুজিবনগরের সোহেল রানা। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন টুটুল আহমেদ। খেলার ধারাভাষ্যে ছিলেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।

উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে এলাকার হাজারো ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।

আগামীকাল  ১৪ জুন, দ্বিতীয় রাউন্ডের ২য় খেলা মোনাখালি ইউনিয়ন একাদশ বনাম শালিকা ট্রাইগার ক্লাব। সময় : বিকাল ৪ টা।

খেলাটি একযোগে রাজধানী টিভি, রেডিও পায়রা, মেহেরপুর প্রতিদিনের ফেসবুক থেকে সরাসরি লাইভ দেখানো হবে।




গাংনীতে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে মৎস্য চাষিদের সমৃদ্ধি, সৎস্য চাষ সম্প্রসারণ ও বাজার উন্নয়নে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাত এর আওতায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি এ কর্মশালার আয়োজন করেন।

আজ মঙ্গলবার সকাল  ১১ টার সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজার সংযোগ কর্মশালায় উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মোঃ আলাউদ্দিন আহমেদ।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক মোহাঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম ছারোয়ার,গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান। কর্মশালায় বিভিন্ন প্রদর্শনী ও সংস্থার কার্যক্রম সংক্রান্ত প্রামান্য চিত্র তুলে ধরেন পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির মৎস্য কর্মকর্তা মোঃ স্ঈাদ উর রহমান। গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি,মৎস্য ব্যবসায়ী জেলে ও ফিড ব্যবসায়ীগন ও পিএসকেএসএর বিভিন্ন ইউনিট প্রধান ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় গাংনীতে হ্যচারি স্থাপন,মৎস্য বিক্রয়কেন্দ্র স্থাপন ও মাছ মোটাতাজা করনে বিভিন্ন আলোচনা গৃহিত হয়।




গাংনীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

গাংনী উপজেলার কাজীপুর গ্রামে আপন চাচা শশুর কাজিম উদ্দীন হত্যার অভিযোগ শরিফুল ইসলাম নামের (জামাতা)
এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ্ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম কাজীপুর মাঠপাড়া গ্রামের রোমজিতের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ২৬ মে সন্ধ্যার দিকে কাজীপুর মাঠ পাড়ার কাজিম উদ্দীন একই এলাকার নাজিমুদ্দিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। চা পান করার পর বিল দেয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুল কাজিমুদ্দিনের পুরুষাঙ্গ চেপে ধরে। এ সময় তার সহযোগীরা তাকে কিল ঘুষি মারতে থাকে। ঘটনাস্থলে কাজিমুদ্দীনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কাজিমুদ্দিনের পুত্র আবু সাঈদ বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় রোমজিতে ছেলে শরিফুল, মওলা বকসের ছেলে রোমজিতে, খোকা দফাদারের ছেলে নাজিম, এলাহি বক্সের ছেলে মজনু, মজনুর ছেলে মনির, নাজিরের ছেলে জিয়া, মাওলা বক্সের ছেলে পচু, নাজিমুদ্দিনের মেয়ে মঞ্জু, মিনা, এবং তার স্ত্রী মহিমাকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৮। জি আর কেস নং৩১২/২০১৩। সেসন মামলা নং ১৫০/২০১৫।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন মামলার প্রাথমিক তদন্ত শেষে শরিফুল, মন্জু বেগম, মিনা, মহিমা, রমোজিত, নাজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জ দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে মামলার এক নম্বর আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ ৩০৪ ধারার প্রথম অংশে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত শরিফুল ইসলামেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা।
আনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।

মামলার অপর আসামি মঞ্জু বেগম, মিনা, মহিমা, রমোজিত এবং নাজিমের বিরুদ্ধে অনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের বেকসুর খালাস দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য। এবং আসামির পক্ষে একেএম শফিকুল আলম কৌশলী ছিলেন।




ময়ূরাক্ষীর গল্পটা দারুণ: ববি

সেন্সর সনদ পেল চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে তার পরিচালনায় নির্মিত এ সিনেমাটি। কবে নাগাদ মুক্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী কুরবানি ঈদের পরপরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ সিনেমার গল্প লিখেছেন গোলাম রাব্বানী।

নির্মাতা বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের সিনেমা মুক্তি দিকে চাই না। তাই ঈদের পর মুক্তির পরিকল্পনা করেছি। শিগগিরই তারিখ ঘোষণা করব আমরা।’

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি। তিনি বলেন, ‘ময়ূরাক্ষীর গল্প দারুণ। কাজও বেশ আরামে করেছি। সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে শুনে বেশ ভালো লাগছে। মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে-এটা বলতে পারি।’

এ সিনেমা ছাড়াও ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে আরও একটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। পাশাপাশি অভিনয়ও করেছেন নির্মাতা। এ ছাড়াও ঢাকা ও কলকাতায় আরও কিছু সিনেমার কাজ করছেন ববি। নতুন কাজের কথাও শিগ্গির প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: যুগান্তর




টিকটকে সিরিজ’ নামে নতুন একটি সুবিধা; আয় করা যাবে

টিকটকে কন্টেন্ট নির্মাতারা নানাভাবে আয় করতে পারেন। টিকটকও নতুন আয়ের সুযোগ তৈরিতে তৎপরতা দেখাচ্ছে। ‘সিরিজ’ নামে নতুন একটি সুবিধার মাধ্যমে আয় করা যাবে।

নতুন এই পদ্ধতিতে আয় করতে হলে কনটেন্ট নির্মাতাদের কমপক্ষে ২০ মিনিট দৈর্ঘ্যের একাধিক ভিডিও তৈরি করতে হবে। ভিডিওগুলো ‘সিরিজ’ সংগ্রহে জমা রাখতে হবে। এখানে সর্বোচ্চ ৮০টি ভিডিও জমা রাখতে পারবেন নির্মাতারা। সিরিজ সংগ্রহে থাকা ভিডিওগুলো ব্যবহারকারীরা টাকার বিনিময়ে দেখতে পারবেন। দর্শকদের কাছ থেকে পাওয়া এই অর্থ সরাসরি নির্মাতাদের অ্যাকাউন্টে চলে যাবে।

নির্মাতারা নিজেরাই টাকার পরিমাণ নির্ধারণ করতে পারবেন। তবে ৯৯ সেন্ট থেকে ১৮৯ ডলার ৯৯ সেন্টের মধ্যে নির্মাতারা দাম নির্ধারণ করে ফেলতে পারবেন। কিন্তু সব অঞ্চলের নির্মাতারা এই সুবিধা পাচ্ছেন না। আপাতত নির্দিষ্ট কিছু অঞ্চলের নির্মাতারা নতুন এই সুবিধা পাচ্ছেন। তবে নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

এছাড়া, কমপক্ষে ৩০ দিন পুরানো অ্যাকাউন্ট হওয়ার পাশাপাশি ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। অ্যাকাউন্টটিতে শেষ ৩০ দিনের মধ্যে ৩ বা এর অধিক পাবলিক পোস্ট থাকতে হবে। শেষ ৩০ দিনে অন্তত ১ হাজার ভিউ থাকতে হবে।

সূত্র: ম্যাশেবল