দামুড়হুদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সম্পত্তি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গন্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছে। দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অপরদিকে বাল্যবিবাহ প্রতিরোধে দামুড়হুদা উপজেলায় বিবাহ পরানোর কাজে নিয়োজিত কাজী ও ইমামদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা সহ জবাব দিহিতায় রাখা হবে, প্রয়োজনে বাল্য বিবাহ পড়ানো কাজী ও ইমামদের বিরুদ্ধে সরাসরি মামলা হবে বলে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার।

সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি শফিউল আলম, দর্শনা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা হোসনে জাহান, দর্শনা সরকারি কলেজের প্রফেসর সজিব আহমেদ, উজিরপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামসুন নাহার, দর্শনা বিজিবি কমান্ডার জহির উদ্দিন, মুন্সিপুর বিজিবি বিওপি কমান্ডার শহিদুল ইসলাম, ঠাকুরপুর বিওপি কমান্ডার আবুল হোসেন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দামুড়হুদায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পার কৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন




সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সাব-ইন্সপেক্টর (এসআই) (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম

সাব-ইন্সপেক্টর (এসআই) (নিরস্ত্র)।

শিক্ষাগত যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক গঠন

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এ লিংকে http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদন শুরু

৬ মে থেকে

আবেদনের শেষ তারিখ

২৭ মে, ২০২৩।

সূত্র: বাংলাদেশ পুলিশ ওয়েসবাইট।




জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধ মাসিক সভা

জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

আজ সোমবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলার সহকারী কমিশনার (ভৃমি) তিথি মিত্, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃনাসির উদদীন মৃধা,বীর মুক্তিযুদ্ধা সাইদুর রহমান প্রমুখ।




মেহেরপুরে বিএটির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সকলের জন্য ন্যায়বিচার শিশুশ্রম বন্ধ করুন’ এই স্লোগানে সোমবার সকালে গাংনী উপজেলার নওয়াপাড়া থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ইকো পার্কে গিয়ে শেষ হয় পরে ওখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মেহেরপুর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এরিয়া ম্যানেজার এ এস এম কামালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও বাংলাদেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি আল আমিন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ , কৃষক ও বিভিন্ন স্তরের মানুষজন। এ সময় ৫ জন কৃষক তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত নিশ্চিত করাই তাদেরকে সম্মানী স্মারক তুলে দেওয়া হয়।




ইজিবাইক ছিনতাই করতেই চালককে হত্যা, তিনজন গ্রেফতার

ইজিবাইক ছিনতাই করতেই হত্যা করা হয় মেহেরপুরের শোলমারী গ্রামের আব্দুর রহমানকে। আর ঘটনাটা ভিন্নখাতে প্রবাহিত করা ও মিশন শেষে নিরাপদে চলে যেতে পারায় আবাসিক হোটেলটিকে বেছে নেই ছিনতাইকারীরা।

ইজিবাইক চালক আব্দুর রহমান লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যেই দুই ঘাতককে গ্রেফতার ও ইজিবাইক উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফ করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।
গ্রেফতারকৃতরা হলো, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাার দুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখ ও মেহেরপুর শহরের আবাসিক হোটেল এজাজ প্লাজার মালিক ঝন্টু মিয়া।

এসময় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজমল হোসেন আরও বলেন, গত শুক্রবার ইজিবাইকসহ আব্দুর রহমান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে পুলিশের স্বরণাপন্ন হয়েছিল। পুলিশের কয়েকটি টিম তখন থেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা করছিল। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশ এক সাথে এই বিষয়ে কাজ করছিল।

এএসপি আজমল হোসেন বলেন, ইজিবাইক, পাখি ভ্যান বা অন্যান্য যানবাহন ছিনতাইয়ের এটি একটি বিরাট চক্র। বিভাগীয় এই চক্রের সাথে এলাকার কিছু ছিনতাইকারি জড়িত। মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে নাহিদ হোসেন এই ছিনতাইকারী চক্রের সদস্য। তাকে দিয়েই মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়েছে আব্দুর রহমানকে। চুয়াডাঙ্গাতে ভাড়ায় যাওয়ার নাম করে তাকে বাড়ি থেকে ডেকে নেয় নাহিদ।

এএসপি আজমল হোসেন বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করেই এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত বাকী আসামিদেরও অল্পদিনের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫২) গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার (৯ জুন) সে বাড়ি থেকে ইজিবাইকসহ বের হন। তার পর আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। তাকে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি অব্যাহত রেখেছিল।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

মেহেরপুর পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ২ জন, গাংনী থানা পুলিশের অভিযানে ২ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন আসামি রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ২, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ২, সিআর মামলায় ১ ও ১৫১ ধারায় ১ আসামি রয়েছে।

রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময় জেলার পৃথক স্থানে পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন।
আজ সোমবার (১২ জুন) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ফাঁস হয়ে গেলো ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি

আসন্ন অক্টোবরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর মাত্র চার মাস বাকি থাকলেও এখনও বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিশ্বকাপের খসড়া একটি সূচি।

ওয়ানডে বিশ্বকাপের একটি খসড়া সূচি আইসিসির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে বিসিসিআই। সেই সূচিরই কিছু অংশ ফাঁস করে দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিনইনফো। ফাঁস হওয়া এই সূচি থেকেই জানা গেছে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাব্য দিন-তারিখ। বাংলাদেশের ম্যাচের সময়সূচিও জানা গেছে ফাঁস হওয়া সেই সূচিতে।

ক্রিকইনফোর ফাঁস করা সেই সূচিতে দেখা যায়, ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের।

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৫ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

এদিকে, গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান দুই দলের বিপক্ষেই বাংলাদেশের ম্যাচের স্থান আর সময়ও জানা গেছে ফাঁস হওয়া সেই সূচিতে। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর পুনেতে মাঠে নামবে বাংলাদেশ। আর কলকাতার ইডেন গার্ডেন্সে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগার বাহিনী।

ফাঁস হওয়া সূচি অনুযায়ী এবারের আসরের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ও ১৬ নভেম্বর। আর বিশ্বকাপের সোনালি ট্রফি কে উঁচিয়ে তুলবে তা ঠিক করতে শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ১৯ নভেম্বর। সেমিফাইনাল দুটির ভেন্যু জানা না গেলেও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।




মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ ইং (১৫-১৮ জুন) পালন উপলক্ষে সাংবাদিকবৃন্দের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২জুন) বেলা ১২ টার সময় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়।

মেডিক্যাল অফিসার ডা: কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম ছিদ্দিকী।

এবছরে মেহেরপুর সদর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ১২১ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ২৪২ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ২০৩১৩ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

গাংনী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ২১৭ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৪৩৪ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৩৪২৬৩ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মুজিবনগর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৯৭ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ১৯৪ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৯৬৪৯ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মেহেরপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৩৯ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৭৮ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৪৪৩২ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সবমিলিয়ে মেহেরপুর জেলায় এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৪৭৪ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৯৪৮ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৬৮৬৫৭ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।




ইউটিউবকে টেক্কা দিতে আসছে স্পটিফাই

পছন্দের গান ইউটিউবে অফলাইনে ডাউনলোডের সুবিধা আছে। হয়তো ডাউনলোড নাই বা বলা হলো, সুবিধা তো আছে। এবার স্পটিফাই আনছে অফলাইন মিক্স। স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক সম্প্রতি এমন ঘোষণাই দিলেন।

২০২২ সাল থেকেই এমন কিছুর ঘোষণা পাওয়া যাচ্ছিল। তবে কবে আসবে এই ফিচার তা জানা যায়নি৷ তাছাড়া এমনটির অসুবিধাও আছে কিছু। তারপরও এবার আসছে এই আকাঙ্ক্ষিত ফিচার। কেউ অনলাইনে না থাকলেও নিজের অফলাইন প্লেলিস্ট থেকে গান শুনতে পারবেন।

সূত্র: ইত্তেফাক