মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-১৬

মেহেরপুর পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ১৬ আসামি গ্রেফতার হয়েছে।
আসামিদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ৭ ও জিআর মামলায় ৩ জন।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার (১০ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট একাধিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।
মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশ ৭ জন, মেহেরপুর সদর থানা পুলিশ ৫ জন ও মুজিবনগর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।




মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মাদককে না বলি ” মাদকমুক্ত মুজিবনগর গড়ি এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মুজিবনগরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজারে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদীর রাসেলের নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ।

এসময়  মাদক বিরোধী র‍্যালীতে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানার এস আই উত্তম , এস আই হেকমত, এস আই বিপ্লব কুমার হালদার, এস আই সজিবুর রহমান এবং বাগোয়ান ইউপি সদস্য বাবুল মল্লিক , মোনাখালী ইউপি সদস্য ডালিম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন , যুবনেতা হাসানুজ্জামান লালটু ,সহ মুজিবনগর থানা পুলিশ ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় হৃদরোগে মৃত্যুবরণকারীর পরিবার পেলো ৬ লক্ষ টাকার চেক

ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায় উন্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে জীবন বীমা করে হৃদরোগে মৃত্যুবরণকারী এনামুল হক(৪৭) এর পরিবার পেলো ছয় লক্ষ টাকার চেক।

চুয়াডাঙ্গা শাহিদ প্যালেসে সকাল সাড়ে দশটার সময় বীমা কারী প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায় উন্নয়ন মিটিংয়ের শুভ উদ্বোধন করা হয় এবং জীবন বীমা করে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এনামুল হকের পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে চেক হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং চুয়াডাঙ্গা সেলস অফিসের তত্বাবধানে ব্যবসায় উন্নয়ন মিটিংয়ে ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড সব সময় কাজ করে মানুষের জন্য এবং দেশের সকল নাগরিকদের জীবনমান উন্নয়ন করার জন্য। সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড সবসময় মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

জীবন বীমা করে হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুল হক(৪৭) মৃত্যুবরণ করেন। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মাদ্রাসা পাড়ার বাসিন্দা। গতমাসের ১৮ তারিখ তিনি গ্যাষ্টিক ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডে ১০ বছরের জীবন বীমা করে একটা কিস্তি ৬৯০৭ টাকা পরিশোধ করে তিনি মৃত্যবরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী বিক্রয় ব্যবস্থাপক অনূপম দাস।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ৬টি জেলার ব্রাঞ্চ ম্যানেজারগণ, ইউনিট ম্যানেজারগণ ও ফিন্যাসিয়াল এ্যাসোসিয়েটগণ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্ব ছিলেন মোহাম্মদ সাকিব এবং অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, হোসেন আলী,গোলাম জাকারিয়া, শফিকুল ইসলাম, রিপন আলী,আবুল কাশেম,মিজানুর রহমান, রাসেল হাসান নয়ন।




গাংনীর বেতবাড়ীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবার

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের বিশ্বাস পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আজ মঙ্গলবার (৯ই মে) বিকেল সাড়ে ৩টার দিকে রান্না ঘরের চুলায় থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের ২ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বেতবাড়ীয়া গ্রামের জলিল উদ্দিনের রান্না ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। ফলস্বরূপ পার্শ্ববর্তী ফজল বিশ্বাস ও নাজির উদ্দিন বিশ্বাসের বসতঘর আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইসাহাক আলী জানান, আমারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডে ২ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। ২টি ছাগল আগুন পুড়ে মারা গেছে এবং একটি গরুও মারাত্মক ভাবে পুড়ে গেছে। বসতঘর সহ প্রয়োজনিও আসবাবপত্র পুড়ে ছায় হয়েছে। রান্নাঘরের চুলায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছে; এধরণের ঘটনা এড়াতে আগুনের ব্যবহারে অসাবধানতা দূর করে সচেতন হওয়া জরুরি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা: আলম হুসাইনের নির্দেশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে তাৎক্ষণিক সহোযোগিতা করা হয়েছে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা: আলম হুসাইন বলেন, আমার ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় কয়েকজন ইউপি সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে নগদ অর্থ ও চাউল দিয়ে সহোযোগিতা ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি। ক্ষতির পরিমাণের কাছে আমাদের সহোযোগিতা নগণ্য তাই সমাজের বিত্তবানদের ঐ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান করছি।




মেহেরপুরে দায়িত্বে অবহেলায়, দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে অব্যহতি

পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও দায়ীত্বে অবহেলার অভিযোগে নাজমুল হক ও আরিফুল ইসলাম নামের দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে অব্যহতি দিয়েছেন কেন্দ্র সচিব।

আজ মঙ্গলবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০৬ নং কক্ষে এই দুই শিক্ষক গণিত পরীক্ষা দায়িত্ব পালন করছিলেন। তারা দুজনেই বাকী পরীক্ষাগুলোতে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

নাজমুল হক মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আরিফুল ইসলাম কালিগাংনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মিজানুর রহমান বলেন, অভিযুক্ত এই দুই শিক্ষক পরীক্ষার ১০৬ নং কক্ষে দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষার শুরুতেই তারা দায়িত্বে অবহেলা করে অবজেক্টিভ পরীক্ষার প্রশ্নপত্র দেরিতে সরবরাহ করেছে। কিন্তু পরে তাদের সেই অপচর সময়টুকু লিখার সুযোগ দেননি। ওই কক্ষের পরীক্ষার্থীরা অভিযোগ দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তবে, অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।




দামুড়হুদায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের অনুকূলে এবং উপজেলা পরিষদ, দামুড়হুদা’র রাজস্ব তহবিলের অর্থায়নে প্রতিবন্ধী ও অসহায় দু:স্থদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে শিক্ষার্থী প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে এসব বিতরণী অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন। এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন বলেন বর্তমানে দেশের গ্রামাঞ্চলের যে চিত্র আমরা দেখি তা কিন্তু আগের থেকে সম্পূর্ণ ভিন্ন, এখন অনেক উন্নয়ন হয়েছে। সংবিধানে যেমন সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে আবার পিছিয়ে পড়া জনগণের জন্য অগ্রধিকার ভিত্তিতে নারী শিশু ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় যারা আছে তাদের জন্য বিশেষ প্রকল্প আছে। আমাদের এই দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেকেই অনেক ধরনের ভাতা পাচ্ছে সুযোগ-সুবিধা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে ১৮টি হুইল চেয়ার, মহিলাদের মাঝে ১৭টি সেলাই মেশিন ও ৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৪শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং ৩১ জনকে জনপ্রতি ২ হাজার ৪শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তারত আনসার সদস্যদের জন্য ১৫ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে বাসভবন নির্মাণের শুভ উদ্বোধন করেন।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাও মো: মামুনুর রশীদ।




ফেসবুক রিলস ও স্টোরিজে এআর বিজ্ঞাপন দেখাবে মেটা

আকারে ছোট ভিডিও পোস্ট করার সুযোগ থাকায় ফেসবুকে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের রিলস ও স্টোরিজ–সুবিধা। আর তাই এবার রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ বিভাগে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা ভার্চ্যুয়ালি সেগুলো পরখ করার সুযোগ পাবেন।

সম্প্রতি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ দিতে ‘শপিং স্যুট’ লেন্স চালু করেছে স্ন্যাপচ্যাট। এ সুবিধা চালুর ফলে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারেন। আর তাই স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে মেটা।

মেটার তথ্যমতে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন–সুবিধা চালুর জন্য কাজ চলছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের কাছে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিজেদের পণ্যের প্রচারণা চালানো যাবে। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে কল টু অ্যাকশন নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে সহজেই বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।

আনুষ্ঠানিকভাবে চালুর আগেই ফেসবুক রিলসের জন্য অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন তৈরি করেছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সেফোরা। প্রতিষ্ঠানটির তৈরি অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন থেকে সহজেই ভার্চ্যুয়ালি পণ্য বাছাই করে পণ্য কেনাকাটা করা যাচ্ছে।
সূত্র: টেক ক্রাঞ্চ




মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয় করা ও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং রঙ মেশানো সাদা চালকে লাল চাল বলে বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠাণকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ আজ মঙ্গলবার দুপুৃরে সদর উপজেলার চাঁদবিল ও আমঝুপি বাজার এলাকার দুটি প্রেতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালান।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, সদর উপজেলার চাদবিলে মেসার্স আনারুল স্টোর নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয় করা ও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর প্রতিষ্ঠান আমঝুপি বাজার এলাকার মেসার্স আলমিজ ট্রেডার্সকে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও রঙ মেশানো সাদা চালকে লাল চাল বলে বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম ও এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম ভ্রাম্যমান অভিযানে সহযোগিতা করেন।

এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে এলাকার বেশ কিছু মুদিখানা, ফার্মেসি, হোটেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।




মুজিবনগরে গুডনেইবার্স এর আমার প্রতিজ্ঞা দিবস পালন

মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে আমার প্রতিজ্ঞা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় ক্লাসরুমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিজ্ঞা দিবস পালন করা হয়।

আমার প্রতিজ্ঞা দিবসে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার বিভোব দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লুকহরেন্দ্র বিশ্বাস,বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জমিরুল ইসলাম।

প্রতিজ্ঞা দিবসে প্রজেক্ট ম্যানেজার বিভোব দেওয়ান ছাত্র ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান, ৫ টি প্রতিজ্ঞা যা আমি কখনোই করব না। (১) আমি স্কুলে অনুপস্থিত থাকব না (২) আমি শিশু শ্রমে অংশ নেব না (৩) আমি বাল্য বিবাহ করব না (৪) আমি কখনো অসৎ কাজ করব না (৫) আমি নিজের ও অন্যের জীবন বিপন্ন করব না ।
এবং ৫ টি প্রতিজ্ঞা যা আমি করব (১) আমি মন দিয়ে লেখাপড়া করব (২) আমি আমার স্বপ্নকে সফল করব (৩) আমি আমার পরিবার নিয়ে সুখে থাকব (৪) আমি সুস্থ্য ও সুন্দর জীবন যাপন করব (৫) আমি একজন সু-প্রতিবেশী হব। স্কুলের ছাত্র ছাত্রীরা শপথ বাক্য মেনে চলার প্রতিজ্ঞা করে।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন,মেহেরপুর সিডিপির ইউথ লিডার শামিম খাঁন।




মেহেরপুরে অনলাইন কজ লিস্ট উদ্বোধনঃ আদালতের সকল তথ্য এখন হাতের মুঠোয়

স্মার্ট বিচার বিভাগ বাস্তবায়নের উদ্দেশ্যে “সকল মামলার তথ্য এক ঠিকানায়” এই স্লোগানকে সামনে রেখে সরকারের এটুআই প্রোগ্রামের আওতায় সারা দেশের জেলা পর্যায়ের আদালতসমূহের তথ্য অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্লে স্টোর থেকে মোবাইলে “আমার আদালত” অ্যাপ ডাউনলোড করে এবং মোবাইল বা কম্পিউটার থেকে https://causelist.judiciary.gov.bd/ এই ঠিকানায় ভিজিট করে পৃথিবির যেকোন প্রান্ত থেকে এখন আদালতের বিচারাধীন মামলার হালনাগাদ তথ্য, মামলার পরবর্তী তারিখ, রায় এবং আদেশ জানা যাবে। ইতিমধ্যে ৪২ টি জেলায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মেহেরপুর জেলায় অনলাইন কজলিস্ট পরিচালনার কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ।

উক্ত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন এটু আই জুডিসিয়ারি টিমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহবুব সোবহানী। এছাড়া সংযুক্ত ছিলেন বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল তোহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এবং মেহেরপুরের সকল বিচারক, ম্যাজিস্ট্রেট এবং আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ। এটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে ব্যবহারিক সেশন পরিচালনা করেন মোঃ মাহবুব সোবহানী। আটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে এই কার্যক্রমে স্বতস্ফুর্ত অংশ গ্রহনের জন্য অতিরিক্ত জেলা জজ ফারজানা খান মেহেরপুর বিচার বিভাগের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মার্ট বিচার বিভাগের পথে মেহেরপুরের এই যাত্রায় আটুআই এর পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মো শহিদুল্লাহ মেহেরপুর জেলায় অনলাইন কজলিস্ট পরিচালনার কার্যক্রম উদ্বোধন ঘোষনা করেন এবং সমাপনি বক্তব্য প্রদান করেন।

সমাপনি বক্তব্যে তিনি মেহেরপুরের সকল বিচারক, ম্যাজিস্ট্রেট এবং কর্মচারিদের প্রতিদিনের মামলার হালনাগাদ তথ্য অনলাইনে ইনপুট দেওয়ার নির্দেশ প্রদান করেন। এটুআই প্রোগ্রাম কর্তৃক এমন যুগান্তকারী একটি উদ্যোগ গ্রহন করায় তিনি সরকার এবং এ টুআই জুডিসিয়ারি টিমকে ধন্যবাদ জানান। স্মার্ট জুডিসিয়ারি বিনির্মানে মেহেরপুর বিচার বিভাগ তার সর্বোচ্চটি দিয়ে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। ভার্চুয়াল

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ।