জীবননগর বাকা ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত সদস্যদের দায়িত্ব ভার গ্রহন

জীবননগর ৩নং বাকা ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত সদস্যদের দায়িত্ব ভার গ্রহন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় বাকা ইউনিয়ন পরিষদের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ৩নং বাকা ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের দায়িত্ব ভার গ্রহন করেন।

বাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।




দর্শনা প্রেসক্লাবে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকি পালন

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় দর্শনা প্রেসক্লাবের হল রুমে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দৈনিক যায়যায়দিনের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, এসময় তিনি বলেন,

দৈনিক যায়যায়দিন ভালোবাসার একটি নাম। আর এ ভালোবাসার জায়গাটি আরও একটি নতুন বছরে পা দিল । অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল যায়যায়দিনের জন্য।

যখন চারদিকে সব ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হচ্ছিল, তখন একমাত্র যায়যায়দিন অনেকটা বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ প্রকাশ করেছে। এটি অনেক সাহসিকতা এবং চ্যালেঞ্জিং একটি কাজ। আমরা পাঠক সবসময়ই পত্রিকাগুলোর কাছে প্রত্যাশা করি সমালোচনামূলক, গঠনমূলক এবং বস্তুনিষ্ঠ সংবাদ। সেদিক দিয়ে যায়যায়দিন পাঠকদের প্রত্যাশা নিঃসন্দেহে পূরণ করে চলেছে। এখনো নীতি-আদর্শ সংগ্রাম সাফল্য পার করছে দৈনিক যায়যায়দিন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমানুল্লাহ, আমান, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবির, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বিল্লান হোসেন, আব্দুস সালাম ভুট্টো, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সাংবাদিক চন্চল মেহমুদ, আওয়াল হোসেন, সাব্বির আলিম, মাসুদ বিল্লা, ওয়াশিম রয়েল, আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, মেহেদী হাসান মিলন, বিল্লাল হোসেন প্রমুখ।




আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

আলমডাঙ্গায় রাস্তায় গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্স দু’টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বন্ডবিল পৌর সিমানার সন্নিকটে বৃহস্পতিবার ভোরে এঘটনাটি ঘটে। এছাড়াও আম বাহী ট্রাকও ডাকাতির কবলে পড়ে। দুটি বাসে থাকা যাত্রীসহ ট্রাকের ড্রাইভারের নিকট থেকে প্রায় ১৮/২০ লক্ষাধিক টাকা লুটপাট করেছে বলে পুলিশ সূত্রে জানাযায়।

জানাযায়, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা গামী পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্স যাত্রী নামিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা বাস টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে আসে। প্রথমে নদীয়া ডিলাক্সের গাড়ির সামনে আলমসাধু ও গাছ ফেলে গাড়িটি গতিরোধ করে। পরে গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে নেয়। পরবর্তীতে পূর্বাশা পরিবহন আসলে ওই বাসও ডাকাতদলের সদস্যরা আটকে তান্ডব তালায়। এসময় ঢাকার চারজন যাত্রীর নিকট গরু কেনার ৮ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি জরুরি তথ্য সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায় যাত্রীরা।

ওই বাসের যাত্রী ভুক্তভোগী বকুল হোসেন জানান, ঢাকা থেকে পূর্বাশা পরিবহনের একটি বাসে আলমডাঙ্গায় ফিরছিলো। ভোরে বন্ডবিলের নিকট রাস্তার পাশে গাছ কেটে বেরিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাসটি থামলে ডাকাতরা বাসে উঠে আমার কাছে থাকা ২৮ হাজার টাকা সহ যাত্রীদের কাছ থেকে নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, ভোর রাতে বাড়িতে ফেরার জন্য জেগে ছিলাম। আলমডাঙ্গা টার্মিনালের নিকট থেকে ৩ কিলোমিটার দুরে হঠাৎ বাস থেমে যায়। ৭/৮ ব্যাক্তি হাফপ্যান্ট পরিহিত ও মুখে গামছা বেঁধে বাইরে থেকে চিৎকার দিয়ে বাসের গেট খুলতে বলে। ভয়ে বাসের গেট খুললে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। কাছে থাকা সকলের নিকট থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এদিকে, গত বুধবার রাত ৯ টার দিকে আলমডাঙ্গা উপজেলার পুটিমারী-নাগদাহ সড়কে গাছ ফেলেও ডাকাতির ঘটনাটি জানাযায়। ১৫/২০ জন অটোবাইক, মোটরসাইকেল ও গরুর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে নগত অর্থ সহ স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। খবর পেয়ে রাতেই মুন্সিগঞ্জ ও ঘোলদাড়ি ফাঁড়িপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একজনের টাকা ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।




দর্শনার নাস্তিপুরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে জাহানারা বেগম (৭০) বাড়ির ছাত থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার এ ঘটনা ঘটে।

পরিবার সুত্রে জানাযায়, আজ ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার নাস্তিপুর পুর্বপাড়ার আব্দুল ওয়াহেদের স্ত্রী জাহানারা বেগম অতিরিক্ত গরমের জন্য প্রতিদিন নিজ বাড়ির ছাদের উপর ঘুমায়, প্রতিদিনের ন্যায় আজও ঘুমিয়ে ছিল নামাজ পড়ার জন্য ভোরে ছাদ হতে নিচে নামার সময় অসাবধানতা বসত পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এবিষয়ে দর্শনা থানার এসআই তাইফুর জামান বলেন, দর্শনা থানায় একটা অপমৃত্যু মামলা করেছে।




মেহেরপুরে মসজিদের মোয়াজ্জিনকে কুপিয়েছে প্রতিপক্ষ

পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মসজিদের মোয়াজ্জেম শাহাবুদ্দীন আহমেদ (৫৫) কে কুপিয়েছে প্রতিপক্ষরা।

আহত শাহাবুদ্দীন আহমেদ পিরোজপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকালে শাহাবুদ্দীন আহমেদ আযান দেওয়ার উদ্যোশ্যে মসজিদে যাচ্ছিলেন।

এসময় পেছন থেকে এসে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্ত তারিকুল ইসলাম। মূমূর্ষ অবস্থায় শাহাবুদ্দীনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, আহত শাহাবুদ্দীনের সাথে গত কয়েকদিন আগে একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম সামান্য বচসা হয়। এনিয়ে তারিকুল তাকে মারার হুমকী দিয়ে আসছিল। আজ বিকালে শাহাবুদ্দীন আযান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলেন।

এসময় সে পথিমধ্যে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে পেছন থেকে দু পায়ের হাটুর উপরের মাংস পেশিতে কয়েকটি কোপ মারে। এতে শাহাবদ্দীনের দুটি পায়ের মাংস পেশি কেটে যায়। বর্তমানে তাকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।




খাটি বাঙালিয়ানা খাবারের সাথে উঠেছিল আড্ডার ঝড়

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার প্রবীণদের মিলন মেলায় সবাই ছিল উচ্ছাসিত। দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা, কুশল বিনিময় অন্যরকম আমেজ। সেই সাথে ছিল রসনা বিলাশ বাঙালি খাবারের আয়োজন। রসালো আম, পাকা কাঁঠাল, দই, চিড়া, মুড়কির সাথে রসুগুল্লোহ এযেনো খাটি বাঙালিয়ানা।সব শেষে রুটি আর ডাল, কমতি ছিলনা কোনো কিছুর।

এই আড্ডা আর বাঙালি খাবারের আয়োজক গাংনীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। আড্ডায় প্রবীণদের পাশাপাশি উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,কথা সাহিত্যক রফিকুর রশীদ রিজভী, চুয়াডাঙ্গা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক আক্তার হোসেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, গাংনী সরকারি ডিগ্রি কলেজেরে অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ,লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী হাইস্কুলের অবসরপ্রাপ্ত বিএসসি হামিদুল ইসলাম, মেহেরপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, ছড়াকার ইয়াসিন রেজা, আযান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিজ উদ্দীন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক ও গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা পরিষদের গাংনী পৌর শাখার সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, খাইরুল ইসলাম, সাফায়েত হোসেন প্রমুখ।




কোলা ইলেভেন স্টারকে ৪-০ গোলে হারিয়ে এফসিবি দ্বিতীয় রাউন্ডে

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ৫ম দিনের খেলায় মেহেরপুর সদর উপজেলার কোলা ইলেভেন স্টার ক্লাবকে ৪-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়ে  ফাস্ট ক্যাপিট্যাল অব বাংলাদেশ (এফসিবিএস) দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

উত্তেজনাপূর্ণ খেলাটিতে প্রথম অর্ধের ১৪ মিনিটের সময় ফাস্ট ক্যাপিট্যাল অব বাংলাদেশ (এফসিবিএস) এর ৮ নং জার্সি পরিহিত ফরোয়াড মোবারক হোসেন দৃষ্টিনন্দন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৮ মিনিটের সময় আরও একটি গোল করেন এই ফরোয়ার্ড। এরপর ৩৫ মিনিটের সময় তৃতীয়ল গোলটি করে রাজশাহী থেকে আসা রাফায়েল। পরে আবারও দ্বিতীয় অর্ধের ২০ মিনিটের সময় আরও একটি গোল তাদের খাতায় যোগ করেন। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে উভয় দলই কয়েকটি করে গোল সুযোগ হারান।

খেলায় বিচারকদের দৃষ্টিতে সেরা খেলোয়াড়ের হিসেবে নির্বাচিত হন এফসিবিএসের ফরোয়ার্ড তানিন সরকার। তাকে টুর্নামেন্টের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।

তার হাতে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক ও সদস্য আব্দুস সালাম (সাবেক ব্যাংকার)।

খেলায় সর্বোচ্ছ দুটি করে গোল দেওয়ায় রাফায়াল ও মোবারক হোসেনকে মেহেরপুর লালন বালি ভান্ডারের পক্ষ থেকে দুটি গেঞ্জি উপহার দেন।

এসময় মেহেরপুর ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সাবেক কৃতি ফুটবলার এমদাদুল হক, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, খেলা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য, শামীম জাহাঙ্গীর সেন্টু, সেলিম রেজা, হাসানুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, শামসুজ্জামান শামীম, মাহাবুব হাসান ডালিম ।

রেফারি হিসেবে মাঠে খেলা পরিচালনা করেন গাংনীর আব্বাছ আলী। তাকে সহযোগীতা করেন গাংনীর মাহাবুব হোসেন ও মুজিবনগরের সোহেল রানা। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন টুটুল রহমান।

উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে এলাকার ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।

আগামীকাল শুক্রবার ৯ জুন ষষ্ঠ ম্যাচে একই মাঠে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন একাদশ ও গাংনী ফুটবল একাডেমি লড়াই করবে।




নিয়োগ দেবে হীড বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণ নিরীক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অভ্যন্তরীণ নিরীক্ষক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। প্রার্থীকে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে আভ্যন্তরীণ নিরীক্ষক পদে কাজ করার অভিজ্ঞতা সহ দাতা সংস্থার এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচীতে অডিট করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী ও প্রকল্পসমূহ নিয়মিত অডিট করা। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট এক্সেস বিষয়ে দক্ষ থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা ।

বেতন

৩০০০০ (মাসিক )।

শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০/- টাকা

কোম্পানির সুযোগ সুবিধাদি

• নিয়মিতকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী সকল পদের জন্য নির্ধারিত সুবিধাদি প্রদান করা হবে (যেমনঃ বাৎসরিক বোনাস, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ ভাতা, ইনফ্লেশন ইত্যাদি)।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৯ জুন, ২০২৩।

সূত্র : বিডিজবস




আইনজীবী ছাড়া বিনা খরচে জামিন পেলেন এক আসামি

আইনজীবী নিয়োগ করা ছাড়াই নিজের মৌখিক আবেদনের প্রেক্ষিতে আদালত থেকে জামিন পেলেন এক আসামি।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ এই আদেশ প্রদান করেন। আদালত আসামিকে নিজ জিম্মায় মামলার পরবর্তী তারিখ আদালতে উপস্থিত হওয়ার শর্তে অন্তর্র্বতীকালিন জামিন মঞ্জুর করে আসামিকে জামিনে মুক্তির নির্দেশ প্রদান করেন।

খোজ নিয়ে জানা যায়, আসামি মোঃ কাবেল আলীর বিরুদ্ধে তার স্ত্রী ২০২০ সালে একটি যৌতুকের মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি মোঃ কাবেল আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হলে পুলিশ চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেন। দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলে থাকার পর সম্প্রতি তাকে মেহেরপুর জেলখানায় স্থানান্তর করা হয়। আজ জেল খানা থেকে তাকে আদালতে হাজির করা হয়।

মামলাটি শুনানির জন্য ডাকা হলে কোন আইনজীবী না থাকায় আদালত আসামির বক্তব্য জানতে চান। আসামি তখন নিজেই শুনানি করেন এবং আইনজীবী নিয়োগ করার মতো তার পরিবারে কেউ নেই বলে জানিয়ে নিজেই মৌখিকভাবে জামিনের প্রার্থনা করেন। তার স্ত্রীর সাথে তালাক হয়নি এবং সংসারে এক সন্তান আছে জানিয়ে তিনি সংসার করার আগ্রহ প্রকাশ করেন। দীর্ঘ হাজতবাস এবং মামলার গুনাগুন বিবেচনায় আদালত তাকে নিজ জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে মুক্তির আদেশ প্রদান করেন।




গাংনীতে অতিরিক্ত দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগ

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তার অনৈতিক যোগসাজসে সার বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তুলে জেলা প্রশাসক বরাবর তদন্তের আবেদন করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাহারবাটি ইউনিয়ন শাখার সভাপতি মো: মনিরুল ইসলাম।

অভিযোগে সাহারবাটি, কাজিপুর, ধানখোলা, বামন্দীসহ বিভিন্ন এলাকায় এই অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, বর্তমানে মাঠের ফসল পাকা ও কর্তন অবস্থায় বিরাজমান। যার কারনে ডিলারদের গুদামে পূর্ব মূল্যের রাসায়নিক সার পর্যপ্ত পরিমাণ মজুদ রয়েছে। বিগত ১০ এপ্রিল থেকে সরকার সকল রাসায়নিক সারের মুল্য বৃদ্ধি করেছে। যার কারনে ১০ এপ্রিল মাসের মজুদকৃত পূর্ব মূল্যের সার আউশ ও পাট আবাদে এলাকার কৃষকদের পাওয়ার কথা। সূত্র মতে, ১০ এপ্রিল এর পূর্বের সার বামন্দী বাজারের মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজের প্রোপাইটার জেনিস ফারজানা তানিয়ার গুদামে ইউরিয়া ৫ হাজার বস্তা, টিএসপি সাড়ে ৪ হাজার বস্তা, ডিএপি সাড়ে ৫ হাজার বস্তা, এমওপি ৩ হাজার ৬০০ বস্তা মজুদ ছিল।

গাংনীর গাঁড়াডোব বাজারের মেসার্স এনআর এন্টারপ্রাইজ প্রোপাইটার এনামুল হোসেনের গুদামে ইউরিয়া ৪ হাজার ৮০০ বস্তা, টিএসপি ৪ হাজার ৬০০ বস্তা, ডিএপি ৩ হাজার ২ শ বস্তা, এমওপি ৪ হাজার ৯০০ বস্তা, মজুদ ছিল, বামন্দী বাজারের মেসার্স ইসলাম এন্টারপ্রাপ্রাইজ যার প্রোপাইটার নুরুল ইসলামের গুদামে ইউরিয়া ৬ হাজার ২০০ বস্তা, টিএসপি ৪ হাজার ৭০০ বস্তা, ডিএপি ৩ হাজার ২০০ বস্তা, এমওপি ৩ হাজার ৩০০ বস্তা, মজুদ ছিল। বামন্দী বাজারের মেসার্স জামান ট্রেডার্স যার প্রোপাইটার আল আমিন (দায়ীত্বপ্রাপ্ত )গুদামে ইউরিয়া ৮ হাজার বস্তা, টিএসপি ৭ হাজার ৪০০ বস্তা, ডিএপি ২ হাজার ৫০০ বস্তা, এমওপি ৫ হাজার বস্তা মজুদ ছিল।

অভিযোগে আরো বলা হয়েছে, সারের দাম বৃদ্ধির সাথে সাথে অসাধু কৃষি কর্মকর্তা মো: আব্দুর রউফ এসব সার ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের মাসোহারা নিয়ে সারের মজুদকম দেখিয়ে উল্লেখিত মজুদকৃত সার কৃষকদের মাঝে প্রতি কেজি ২৭ টাকা দরে বিক্রি করাচ্ছেন। কৃষকদের কাছ থেকে বর্ধিত মূল্যে প্রতি কেজিতে ৫ টাকা বেশি দরে ১১ এপ্রিল ২০২৩ থেকেই বিক্রি করে আসছে। এই সার বিক্রির সময় রেজিস্ট্রারে কৃষকদের নামের তালিকা নাম মোবাইল গ্রাম সব সংরক্ষন করার কথা। কিন্তু সার বিক্রিতে কোনো রকম রেজিস্ট্রার সংরক্ষণ করা হয়নি। কৃষকরা ব্যবসায়ীদের কাছ থেকে রশিদ চাইলেও রশিদ দিচ্ছেনা। বরং কৃষকদের সাথে অসাদাচারণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দায়িত্বপ্র্প্তা ডিলারদের নিজ নিজ ইউনিয়নের গুদাম ঘর থেকে কৃষকদের মাঝে সার বিক্রির বিধান থাকলেও উপজেলা শহর ও বামন্দী থেকে তারা সার বিতরন করে থাকেন। এতে কৃষকরা চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। কিছু অসাধু কর্মকর্তার সহযোগীতার কারনে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকেন।

এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর জেলা প্রশাসক উপপরিচালক (ডিডি) কৃষি বিভাগকে তদন্ত করার জন্য চিঠি দেন। পরে জেলা প্রশাসক বরাবর আবারো আবেদন করেন কৃষক লীগ নেতা মনিরুল ইসলাম। সঠিক তদন্ত না হওয়ার আশংকায় তিনি জেলা প্রশাসনের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্তের অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফ বলেন, আমি গাংনীতে প্রায় দুই বছর চাকুরী করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা ভিত্তিহীন। তিনি সার ডিলারদের সরাসরি পক্ষ নিয়ে বলেন, এপ্রিল মাসের যে সার ডিলারদের কাছে মজুদ ছিল সেগুলো তারা নিয়ম মেনে রেজিস্ট্রার খাতা মেইনটেন করেই বিক্রি করেছেন। সারের ডিলাররা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে না বিক্রি করে উপজেলা পর্যায়ে বা বামন্দীতে সার বিক্রি করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ২০০৯ সালের আগে ছিল। আমাদের রেজিস্ট্রেশনকৃত প্রতিটি ইউনিয়নে একজন করে সারের ডিলার রয়েছে। এখন তারা প্রতিটি ইউনিয়নে যেখানে সার বিক্রি করার কথা সেখানেই সার বিক্রি করেন। আবার উপজেলা পর্যায়ে বা বামন্দীর মত স্থানে তাদের একাধিক দোকান রয়েছে।