দামুড়হুদার ডুগডুগী বাজারে বালুভর্তি ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা ; আহত ১ 

দামুড়হুদা ডুগডুগী বাজারে বালুভর্তি ট্রাকের পেছনে গভীররাতে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন ১ জন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাস্তার উপর দাড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে এসে সরাসরি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত ইমরান খান এর ছেলে মোঃ রানা খান (৩৯)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি বাজার পশুরহাটের সামনে পাকা রাস্তার উপর একটি বালুভর্তি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সিগনাল জ্বালিয়ে আগে থেকেই দাড়িয়ে ছিলো। শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে দামুড়হুদা থেকে প্রাইভেট কারটি দর্শনার দিকে যাচ্ছিল। এমতাবস্থায় ডুগডুগি বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি ট্রাকের পিছনে প্রাইভেট কার টি সজরে ধাক্কা মারে। সাথে সাথে প্রাইভেট কার টি দুমড়ে মুছরে যায়।

সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও ডুগডুগি বাজারের নাইটগার্ড সহ স্থানীয় লোকজন আহত প্রাইভেট কারের ড্রাইভার রানা’কে উদ্ধার পূর্বক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বালু ভর্তির ট্রাক এবং প্রাইভেটকারটি দামুড়হুদা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, প্রাইভেট কারটি পিছন থেকে এসে বালু ভর্তি মেন রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন। এখনো পর্যন্ত কেউ কারো নামে কোন অভিযোগ করেনি।




গাংনীতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

গাংনী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার  (৬ মে) সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বীর মুক্তি যোদ্ধা আশরাফ মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা জামাত আলী, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হযরত আলীসহ গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিটের বীর মুক্তিযোদ্ধা গণ।

মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।




‘মেয়েবেলা’ থেকে সরে গেলেন রূপা গাঙ্গুলী

স্টার জলসার নতুন সিরিয়াল ‘মেয়েবেলায়’ একটি যৌথ পরিবারের অসুখী এবং অসুস্থ গৃহবধূর চরিত্রের মাধ্যমে অনেক বছর পর আবার অভিনয়ে ফিরে এসেছেন রূপা গাঙ্গুলী।

সিরিয়ালটির গল্প অনুসারে ছেলের নতুন বিয়ের পর থেকেই শুরু হয়েছে এক টানাপোড়েন। ছেলের বৌকে পছন্দ করছেন না শাশুড়ি। এমন চরিত্রে রূপাকে মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তাই গুঞ্জন ছিলো মুখবদল হতে পারে বীথির। শেষ পর্যন্ত হলোও তাই।

বেশ কয়েকদিন দেখা না পাওয়ার পর অবশেষে বীথি যখন ফিরলো, তখন রূপার জায়গায় নতুন বীথি হলেন অভিনেত্রী অনুশ্রী দাস।

শোনা যাচ্ছে রূপা নিজেই এই চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার রাজনৈতিক কর্মব্যস্ততা যেমন একটা কারণ, তেমনই শোনা যাচ্ছিলো, ধারাবাহিকে বীথি চরিত্রটিকে যেভাবে দেখানো হচ্ছিলো, তা মোটেই পছন্দ ছিলো না রূপার।

অন্যদিকে অনুশ্রী দাস ছোট পর্দার পরিচিত মুখ। ‘এক্কা দোক্কা’ থেকে ‘মোহর’, ‘বালিঝড়’, ‘খড়কুটো’ ধারাবাহিকে অবিনয় করেছেন তিনি। এ বার বীথির চরিত্রে দেখা যাবে অনুশ্রীকে।

সূত্র: ইত্তেফাক




দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। এই সিরিজকে সামনে রেখে দুই বহরে ইংল্যান্ডে যায় ক্রিকেটাররা। আইপিএলের জন্য দেরিতে দলের যোগ দেন লিটন দাস ও মুস্তাফিজ রহমান। এবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা চেমসফোর্ডে পৌঁছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব। আর তাই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেন সাকিব। এরপর বাব-মায়ের সঙ্গে মাগুরায় ঈদ উদযাপন শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব।

সেখানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রায় ১২ দিন কাটিয়ে অবশেষে চেমসফোর্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ৯, ১২ এবং ১৪ মে। ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে হবে সিরিজের সবগুলো ম্যাচ।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

সূত্র:  ইত্তেফাক




ছুটির দিনে পরীক্ষা নিলেন গাংনীর কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়

সরকারি আদেশ বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ছুটির দিনে পরীক্ষা নিলেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়।

সরকারি ছুটির দিনে অষ্টম, নবম ও দশম শ্রেনীর পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীও শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানালেন, প্রধান শিক্ষক আফজাল হোসেন ছুটির দিনে পরীক্ষা নিচ্ছেন। এটা আমাদের ইচ্ছার বাইরে। শিক্ষকরাও বিষয়টি নিয়ে বেশ ক্ষিপ্ত। তারা জানান, ছুটির দিন নিজের পরিবারকে একটু সময় দেবো। অথচ, প্রধান শিক্ষক একই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা নিচ্ছেন।

এব্যাপারে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, রমজান মাসে দীর্ঘ একটি ছুটি ছিল। এছাড়া আমার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়াতে ছুটির সংখ্যা আরো বেড়েছে। তাই পরীক্ষা নিয়ে সময়টা বাচানো হচ্ছে।
এব্যারে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার বলেন, শিক্ষার্থীদের ভালোর জন্য এটা হয়তো বা নিচ্ছেন। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছুটির দিনে পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম নেই।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার করেছেন।
এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে পুরাতন মামলায় ৩ ও আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ জন, মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার হয়েছে।

শুক্রবার সকাল থেকে আজ শনিবার (৫ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন পুলিশ।
সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামিদের আজ শনিবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




কোটচাঁদপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারে চার জনসহ মৃত্যুর সংখ্যা সাত

কোটচাঁদপুরের সড়ক দুর্ঘটনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। গতকাল শুক্রবার রিমা খাতুনের মৃত্যুর পর যা দাড়িয়েছে ৭ জনে। যার মধ্যে রয়েছে উপজেলার এলাঙ্গী গ্রামের একই পরিবারের ৪ সদস্য। শোকের মাতম চলছে ওই পরিবারে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলী স্ত্রী শিউলি খাতুন(৫০), মেয়ের মেয়ে খুকুমনি(৭), ছেলে রুবেলের শিশু পুত্র রাফান দেড় মাস ও বউ মা রিমা খাতুন (২৫)কে নিয়ে কোটচাঁদপুর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে, সামনে থেকে আসা ক্যাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেন। এতে করে ঘটনাস্থলে মারা যান,শিশু রাফান, খুকুমনি ও ভ্যান চালক সলেমান। গুরুতর আহত হন এলাঙ্গী গ্রামের তোরাব আলীর স্ত্রী শিউলি খাতুন (৫০)ও বউমা রিমা খাতুন(২৫),কালীগঞ্জ উপজেলার তিলেচাঁদপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ (৪০),ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈশামারি গ্রামের নুরআলির ছেলে পেয়ারা ব্যাবসায়ী আলামিন (৬৫),

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

এরমধ্যে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিউলি খাতুন, টিটু শেখ। ঢাকায় নেওয়ার পথে মারা আলামিন (৬৫),এদিকে রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওখানেও অবস্থার উন্নতি না হওয়া ওই রাতেই রিমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করান। অবশেষে গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে মৃত্যুর কাছে হার মেনে,চলে যান না ফেরার দেশে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় সড়ক ও পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। মামলা নাম্বার -০১-০৪-০৫-২৩। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।




দর্শনায় ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দর্শনা থানা পুলিশের অবিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ ঝাঝাডাঙ্গার হাদী গ্রেফতার। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হাদী দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও আব্দুল মান্নানের ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই তাইফ্জ্জুামান, এসআই সুজন আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তার মোড়ে।

এসময় কায়দার আলীর আব্দুর রাজ্জাকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১২০ বোতল ফেন্সিডিলসহ হাদী (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল হতে একব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




দর্শনা-মুজিবনগর সংযুক্ত সড়কের ৮শ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ১শ ৪৯ কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মাণের সাথে সংযুক্ত ৮০০ মিটার ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১১ টার দিকে দর্শনা কেরু চিনিকালের মেইন গেটের সামনে এই ড্রেন নির্মানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য আরেকবার নৌকায় ভোট দিন। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। এসরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এ সরকারের কোন বিকল্প নেই। তাই আসুন দলমত ভুলে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। এ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জাতী উন্নত হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কর্মকর্তা চুয়াডাঙ্গা রোড এন্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’লীগের সাধারন সম্পাদক আলী মনসুর বাবু, দর্শনা পৌরসভার নব নির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, ঠিকাদার মোঃ জহুরুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ শাহাব উদ্দীন, ইদ্রিস আলী, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান খাঁন সহ রাজনৈতিক, সুধিমহল উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গার খাট থেকে পড়ে ৪ মাস বয়সের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ঘুমের মধ্যে খাট থেকে পড়ে ৪ মাস বয়সের সোলাইমান মন্ডল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টার সময় জীবনগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটে এ ঘটনা ঘটেছে। নিহত সোলাইমান মন্ডল উথলী গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে সোলাইমান মন্ডল তার দাদা ফজলুর হকের সাথে খাটের উপর ঘুমাচ্ছিলো। ঘুমের মধ্যে শিশু সোলাইমান মন্ডল খাটের উপর থেকে ঘরের মেঝেতে পড়ে যায়। এতে শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪ টার সময় চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দৃর্ঘটনায় মৃত্যর কারনে পরিবারসহ গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।