কুতুবপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে শালিকা টাইগার ক্লাব দ্বিতীয় রাউন্ডে

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর দ্বিতীয় দিনের খেলায় কুতুবপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে শালিকা টাইগার ক্লাব।

উত্তেজনাপূর্ণ খেলাটিতে প্রথম অর্ধে দুটি দলই চাপ সৃষ্টি করলেও জালে কেউ গোল দিতে পারেনি। দ্বিতীয় অর্ধের ৪ মিনিটের সময় শালিকা টাইগার ক্লাবের ৯ নং জার্সি পরিহীত জুয়েল দুর থেকে একটি দৃষ্টি নন্দন শট দিয়ে সোজা গোল পোষ্টের জালে প্রবেশ করান। দু দলই একাধিকবার গোলা করার সুযোগ পেলেও তারা ব্যার্থ হয়।

খেলায় বিচারকদের দৃষ্টিতে সেরা খেলোয়াড়ের হিসেবে নির্বাচিত হন শালিকা টাইগার ক্লাবের ফরোয়ার্ড জুয়েল। তার হাতে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এমএএস ইমন ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম।

এসময় মেহেরপুর ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সাবেক কৃতি ফুটবলার এমদাদুল হক, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমীন, ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, খেলা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মাসুদ করিম ঢলস, আমিরুল ইসলাম অল্ডাম। রেফারি হিসেবে মাঠে খেলা পরিচালনা করেন ঝিনাইদহ থেকে আসা রবিউল ইসলাম, গাংনীর মাহবুবুর রহমান ও মুজিবনগরের সোহেল আহম্মেদ। খেলায় চতুর্থ রেফারি হিসেবে ছিলেন, মেহেরপুরের কৃতি ফুটবলার ইয়ারুল ইসলাম।

উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে এলাকার ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।

আগামী ৫ জুন সোমবার ৩য় ম্যাচে একই মাঠে আমঝুপি ক্লাব ও লাইব্রেরী এবং শ্যামপুর ইউনিয়ন একাদশ লড়াই করবে।




দিনাজপুরে নিয়োগ দেবে গ্রাম বিকাশ কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার।

যোগ্যতা

প্রার্থীকে হিসাবরক্ষণ বিষয়ে স্নাতক। বয়স সর্বোচ্চ ৪০ বছর। হিসাবরক্ষণ, ক্রয় কার্য,লজিস্টিক, আর্থিক ও অফিস ব্যবস্থাপনায় চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেলসহ বৈধ ড্র্ইাভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

কর্মস্থল

দিনাজপুর (পার্বতীপুর)।

বেতন

বেতন মাসিক ৩০,০০০/- টাকা। প্রকল্পের বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা (মোবাইল ভাতা, যাতায়াত, উৎসব ভাতা) প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

নিয়ম ও শর্তাবলী: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল সনদ পত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্য তোলা ৩ কপি পিপি সাইজ ছবি, মোবাইল ফোন নম্বর সহ আবেদন পত্র ডেপুটি ডিরেক্টর-এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ বরাবরে সরাসরি/কুরিয়ার/ডাকযোগে আগামী ০৩/০৬/২০২৩ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনকারীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে নির্বাচনী পরীক্ষায় আহবান করা হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী এবং উপযুক্ত নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ যেকোনো সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন

আবেদনের শেষ তারিখ

৩ জুন,২০২৩

সূত্র : বিডিজবস




ঘরেই বানিয়ে নিন অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল ত্বকের নানা কাজে ব্যবহার করা যায়। সচরাচর বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নেওয়া হয়। কিন্তু এসব জেলে অনেক সময় রাসায়নিক উপাদান থাকে যা ত্বকের ক্ষতি করে। তাই ঘরেই যদি অ্যালোভেরা জেল বানিয়ে নেওয়া যায় তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। সুখের খবর হলো, ঘরে অ্যালোভেরা জেল বানানো অনেক সহজ একটি কাজ। সেজন্য আপনাকে যা করতে হবে:

.ভালো অ্যালোভেরা পাতা এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
.অ্যালোভেরা পাতার দুপাশে কাটা থাকে। ওই অংশ থেকে লম্বা করে কেটে নিন।
.পরিষ্কার চামচ দিয়ে ভেতরে থাকা অ্যালোভেরা বের করে নিন। খেয়াল রাখবেন। শুধু জেল বের করবেন। পাতার কোনো অংশ রাখবেন না।

.ব্লেন্ডারে অ্যালোভেরা নির্যাস ব্লেন্ড করে নিন।
.ব্লেন্ড শেষ হলে পরিষ্কার সূতি কাপড় দিয়ে জেল ছেঁকে নিন।
.জেলে একটু সুগন্ধী যোগ করার জন্য এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।
.যেহেতু ঘরোয়া জেলে প্রিজারভেটিস থাকে না তাই খুব বেশি পরিমাণে তৈরি না করাই ভালো। এক সপ্তাহ ব্যবহার করা যাবে এই কথাটি মাথায় রাখুন।

সূত্র: ইত্তেফাক




২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো টুইটার

নির্দিষ্ট নীতিমালা লঙ্ঘন করে ভুল জিনিস প্রচার বা পোস্ট করার জন্য চলতি বছরের ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।

প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে ওই সকল অ্যাকাউন্ট থেকে শিশু যৌন নির্যাতন সম্পর্কিত তথ্য এবং নগ্ন ছবি আপলোড হয়েছিল। যার কারণে টুইটার মোট ২৫,৫৩,৮৮১টি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ১৫৮টি অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপিলের পর ৩টি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

টুইটারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে প্রাপ্ত বেশিরভাগ অভিযোগই অপব্যবহার বা হয়রানি (৮৩টি), সংবেদনশীল প্রাপ্তবয়স্ক সামগ্রী (৪১টি), ঘৃণ্য আচরণ (১৯টি) এবং মানহানি (১২টি) আইন দ্বারা ব্যান করা হয়েছে।

টুইটারে থাকতে চাইলে তাদের নিয়ম মেনেই চলতে হবে। অ্যাকাউন্টগুলো ব্যান করার মাধ্যমে তাই বুঝিয়ে দিলো ইলন মাস্কের এই প্রতিষ্ঠান।

এদিকে শুক্রবার টুইটার ছাড়লেন শীর্ষস্থানীয় এক নারী কর্মকর্তা। তার নাম এলা আরউইন। তিনি সংস্থাটির হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটটি ছেড়ে যাওয়ার কথা তিনি নিজেই ঘোষণা করেছেন।

জনপ্রিয় এই অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আপলোড করা কনটেন্ট পর্যালোচনা এবং নিরীক্ষণের প্রক্রিয়া তত্ত্বাবধান করতেন এলা আরউইন।

রয়টার্স বলছে, আরউইন ২০২২ সালের জুন মাসে টুইটারে যোগ দিয়েছিলেন। একই বছরের নভেম্বরে সংস্থাটির ট্রাস্ট অ্যান্ড সেফটি দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। মূলত পূর্ববর্তী প্রধান ইয়োয়েল রথ পদত্যাগ করার পর আরউইন এই দায়িত্বে এসেছিলেন।

সূত্র: টুইটার




মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি : প্রসঙ্গ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন

 

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি : প্রসঙ্গ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন
মজিবর রহমান

একটি বিষয় বাংলাদেশে বেশ জোরেশোরেই আলোচনা হচ্ছে। সেটা হলো বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি। আমি ভেবেছিলাম এটা কেবল শহুরে শিক্ষিত মানুষের আলোচনার বিষয়। বিশেষ করে রাজনীতি সচেতন মানুষজন এসব নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমার ধারণা ভূল প্রমাণ করলেন গ্রামের একজন সাধারণ মানুষ। কয়েকদিন আগে গ্রামের একটা চা স্টলে বসেছিলাম চা পানের জন্য। আমার সমবয়সী একজন আমাকে প্রশ্ন করে বসলেন- আমেরিকার ভিসাানীতি কী পারবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে? আমি নিজে যে জবাবটা জানি অথবা যে জবাবটা দিতাম সেটা না দিয়ে উল্টো তাকেই জিজ্ঞেস করলাম তোমার কী মনে হয়? তিনি কোন ভাবনা চিন্তা ছাড়াই দৃঢ়তার সাথে জবাব দিলেন- পারবে। আমি বিস্ময়ভরা দৃষ্টে তার দিকে তালকালাম। আমি কিছু বলার আগেই তিনি বলতে লাগলেন সরকারি এবং বিরোধীদলগুলোর বড় বড় নেতাদের কথা শুনে মনে হচ্ছে একটা ভালো নির্বাচন না করে তাদের কোন উপায় নেই। আবার তাকে প্রশ্ন করলাম উপায় নেই মানে কী? জবাবে তিনি যা বললেন তাতে আমার চোখ ছানাবড়া হয়ে উঠলো। সে বললো- স্বার্থ। নিজেদের স্বার্থে সরকারি এবং বিরোধীদলগুলো একটা ভালো নির্বাচনের দিকে এগুবে। না হলো তো তাদের স্বপ্নের দেশের দরজা বন্ধ হযে যেতে পারে। ঘুষ-দূর্নীতি করে কামানো টাকার নিরাপত্তা ও সে টাকা দিয়ে ভোগ-বিলাস করবে কোথায়? তাছাড়া প্রয়োজনে পালানোর পথটাও তো পরিস্কার থাকা চাই। গ্রামের একজন সাধারণ খেটে খাওয়া মানুষের এরকম বুদ্ধিদীপ্ত আলোচনা আমাকে মুগ্ধ করেছে। হতে পারে হাজারো মানুষের চিন্তার প্রতিফলন এটা। নিজেকেই নিজে প্রশ্ন করি আমরা কী এরকম রাজনীতি কিংবা রাজনীতিবিদ চেয়েছিলাম? যাদের ওপর জনগণ আস্থা রাখতে কিংবা বিশ^াস করতে পারছে না। অথচ এই সাধারণ মানুষই তো একদিন রাজনীতিবিদদের কথায়, তাঁদের ওপর আস্থা ও বিশ^াস রেখে ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এবং ৯০’র গণআন্দোলনে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে।
যাক, ফিরে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির ব্যাপারে। গত ২৪ মে ২০২৩ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎসাহিত করতে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছেন। বাংলাদেশের গণতন্ত্রের বেহাল দশা, নির্বাচন প্রক্রিয়া, মানবাধিকার পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ইত্যাদির বাপারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আপত্তির কথা আমাদের সবারই মোটামুটি জানা। এখন যে কেউ প্রশ্ন করতেই পারেন এই ভিসানীতি তো নিষেধাজ্ঞা নয়। তবে এটা নিয়ে কেন এতো মাতামাতি, এতো চুলচেরা বিশ্লেষণ কেনই বা এতো ভীতি? আমরা র‌্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার কথা কথা জানি। এটা র‌্যাব ছাড়া অন্যকোন সংস্থার ওপর প্রভাব পড়েনি। কিন্তু এই ভিসানীতি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এরকম নির্বাচন সংশ্লিষ্ট সকলেই পড়তে পারেন। রাজনৈতিক, প্রশাসনিক, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ, বিচারিক এমনকি সামাজিক নেতৃত্বের যে কেউই এর আওতায় চলে আসতে পারে। তার মানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউই এই প্রক্রিয়ার বাইরে না। এমনকি তাদের পরিবারের সদস্যরাও এর আওতায় পড়তে পারেন। কাজেই এর প্রভাব নিষোধাজ্ঞার চেয়ে বেশি বৈ কম নয়। স্বভাবতই এ প্রশ্ন আসতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা কী এমন গুরুত্বপূর্ণ জিনিস যে সেটা পেতেই হবে? হয়তো সাধারণ মানুষের জন্য এটা তেমন গুরুত্ব বহন করে না। কারণ সেখানে তাদের ব্যবসা বাণিজ্য নেই, সম্পদ নেই, তাদের ছেলেমেয়েরা সেখানে পড়াশুনা করে না। তারা এদেশে নিজেদেরকে অনিরাপদ ভাবেন না। দেশের প্রতি তাদের ভালোবাসারও কোন কমতি নেই। কাজেই তাদের কাছে এর তেমন একটা গুরুত্বও নেই। কিন্তু রাজনীতিবিদ, আমলা এদের কাছে এটা মহামূল্যবান। এটা ছাড়া তাদের চলবে না। কারণ এদেশে তাদের ছেলেমেয়েদের পড়াশুনা হয় না, তাদের অনৈতিকভাবে উপার্জিত সম্পদ নিরাপদ নয়। কাজেই যে কোন মূল্যে তাদের এর আওতার বাইরে থাকতেই হবে।
সরকারি ও বিরোধীদলের বাঘা বাঘা নেতারা সব তাদের মতামত দিয়ে যাচ্ছেন। যদিও কোন দল তাদের দলীয় অবস্থানটা এখনো পরিস্কার করেননি। তবে সরকারিদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন এই বিরোধী শিবিরকে চাপে ফেলবে। কারণ তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, কিংবা নির্বাচন প্রতিহত করতে গিয়ে জ¦ালাও পোড়াওয়ের রাজনীতি করতে পারবেন না। আর করলেই সুষ্ঠ অবাধ নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে মর্মে ভিসানীতির খড়গ তাদের ওপর পড়তে পারে। সরকারিদলের নেতারা মনে করছেন এতে তারা সুবিধা পেতে পারেন। আবার বিরোধী শিবির বলছেন এটা সরকার ও সরকারিদলকে চাপে ফেলবে। একটা গ্রহণযোগ্য নির্বাচন দেয়া ছাড়া তাদের কোন পথ খোলা নেই। বিরোধীদের প্রতি কঠোর অবস্থান নেয়া মানে একটা অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হওয়া। যা সবার গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। আর তা হলেই নতুন ভিসানীতির মারপ্যাঁচে পড়ে যেতে পারেন।
তাদের এ ধরনের বক্তব্য জনগণকে আশাবাদী করে তুলছে নিশ্চয়ই? নতুন ভিসানীতির খড়গ যেন নিজেদের ওপর না পড়ে সেদিকে খেয়াল রাখতে গিয়ে উভয় পক্ষই নমনীয় আচরণ করবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে উভয় শিবির নিজেদের জন্য, নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রের দরজা খোলা রাখার স্বার্থে ভিন্নভাবে হলেও একটা ঐক্যমত্যে পৌঁছে অবাধ, সুষ্ঠ ও সবার গ্রহণযোগ্য একটা নির্বাচনের দিকে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দরজা খোলা রাখার জন্য হলেও জনগণের চাওয়া অনুযায়ী যদি একটা ভালো নির্বাচন হয়, যদি জনগণ তাদের নিজেদের ভোটাধিকার ফিরে পায় তাহলে সেটাই বা মন্দ কী?




মুজিবনগরে রসনা বিলাশ বাঙালির আম ও চিড়া উৎসব

মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মধু মাসে বাঙালির ঐতিহ্য রসনা তৃপ্তির প্রধান উপকরণ আম ও চিড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ জুন) সকাল ১০ টার দিকে কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে এই আম ও চিড়া উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন খাতুন এর সভাপতিত্বে আম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী বিপাশা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান লালটুসহ স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
আম উৎসবে শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আম উৎসব।
আম উৎসবে মেহেরপুর ও মুজিবনগরের সেই বিখ্যাত গাছ পাকা হিমসাগর আম, চিড়া, দই এবং মিষ্টি দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আপ্যায়ন করা হয় অতিথিবৃন্দ ও স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের।




উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় বিজয়ী রামদেবপুর ফ্রেন্ডস ফুটবল দল

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল শেরেবাংলা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৭-৬ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে গাংনী উপজেলার রামনগর ফ্রেন্ড ফুটবল একাদশ।

গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামোন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের সময় রামদেবপুর ফ্রেন্ডস একাদশের পক্ষে মানিক একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। তারপর দীর্ঘ সময় অপেক্ষার পর দ্বিতীয় অর্ধের ৮ মিনিটের সময় চাঁদবীল শেরেবাংলা ফুটবল একাদশের পক্ষে রাসেল একটি দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এর পর শুরু হয় আক্রমন পাল্টা আক্রমন। এসময়ের মধ্যে উভয় দলই গোল করার একাধিক সুযোগ পেলেও দু দলই গোল পোষ্ট বল প্রবেশ করাতে ব্যার্থ হয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি শেষ অবধি ট্রাইবেকারে গড়াই।

রেফারী রবিউল ইসলামের সিদ্ধান্ত মোতাবেক দুই দলকে ৫ টি করে বল করার সুযোগ দেন। দু দলই ৪ টি করে গোল দিয়ে আবারো খেলায় সমাতা ফিরিয়ে আনেন। এর পরে রেফারি দ্বিতীয় ট্রাইবেকারে ৩ টি করে বল করার সুযোগ দেন। এতে রামদেবপুর ফ্রেন্ডস ফুটবল একাদশ পর পর দুটি গোল করলে ও চাঁদবীল শেরেবাংলা ফুটবল একাদশ পর পর দুটি গোল মিস করলে শেষ পর্যন্ত রেফারির বাঁশি রামনগর ফ্রেন্ডস ফুটবল একাদশকে বিজয়ী ঘোষণা করেন।

রামদেবপুর ফ্রেন্ডস একাদশের পক্ষে গোল করেন মোবিন, রওনক,সাহাব, আরিফুল, শামীম, হামজা ও মারুফ। এদিকে চাঁদবীল শেরেবাংলা ফুটবল একাদশের পক্ষে গোল করেন, সাকিব, হানিফ,সুজন, মহব্বত ও রাসেল।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ঝিনাইদহ থেকে আসা রেফারি রবিউল ইসলাম, সহকারি রেফারির দায়ীত্ব পালন করেন মাহাবুবুর রহমান ও আব্বাছ আলী এবং চতুর্থ রেফারির দায়ীত্ব পালন করেন মেহেরপুরের ইয়ারুল ইসলাম।

আজ শনিবার (৩ জুন) একই মাঠে অনুষ্ঠিত হবে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন একাদশ বনাম শালিকা টাইগার ক্লাবের মধ্যেকার খেলা।




পর্দা উঠলো মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের

মেহেরপুর সরকারি কলেজ মাঠে গতকাল শুক্রবার বিকালে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উম্মোচিত হলো মেহেরপুরের ইতিহাসের সব চেয়ে বড় ফুটবলের আসর মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

উদ্বোধনী দিনে একদিকে খেলেছে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর ফ্রেন্ডস ফুটবল একাদশ বনাম আমঝুপি ইউনিয়নের চাঁদবীল শেরে বাংলা ফুটবল একাদশ।

মনোমুগ্ধকর উপস্থাপনা এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাবেক কৃতি ফুটবলারদের সরব উপস্থিতিতে মেহেরপুরের ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় সৃষ্টি হলো।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় মেহেরপুর সরকারি কলেজ ফুটবল মাঠে জাতীয় পতাকা ও ফুটবল টুর্নামেন্টের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

এসময় পৌর মেয়র বলেন, অনেক জল্পনা কল্পনা ও বাঁধা বিপত্তি পেরিয়ে এ টুর্নামেন্ট শুরু হলো। এ ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে মেহেরপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ফুটবল খেলা ফিরে আসবে বলে বিশ্বাস করি।

আমন্ত্রিত অতিথি ছিলেন, মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, প্রবীন ক্রীড়াবিদ রমজান আলী, প্রবীন শিক্ষক আব্দুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, সাবেক কৃতি ফুটবলার আব্দুস সামাদ, প্রিমিয়ার সুইটস এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মাহবুবুর রহমান বকুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোর্স চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার সারোয়ার হোসেন মধু, চুয়াডাঙ্গার আরেক সাবেক কৃতি ফুটবলার হ্যাজি, মেহেরপুরের সাবেক কৃতি সাতারু হাফিজুর রহমান হাফি, সাবেক কৃতি ফুটবলার হিরক, আমিরুল ইসলাম অল্ডাম, আজমাইন হোসেন, কিসলুসহ অনেকে।

“মাঠে এসো খেলা হবে, কাপানো সেই হুংকারে” থিম সং আর মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের এই আসর।




মেহেরপুর মল্লিক পাড়ায় ড্রেন সহ রাস্তা উদ্বোধন

গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়া ড্রেন সহ রাস্তা উদ্বোধনের আয়োজন করা হয়।

উদ্বোধন কালে মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন মেহেরপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়া এলাকায় বৃষ্টি হলে এক হাঁটু পরিমাণ পানি জমে যেত রাস্তার উপর যার ফলে এই মহল্লাতে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। মানুষের দীর্ঘদিনের দাবি এবং আমরা এই টেন্ডারটা করতে সক্ষম হয়েছি।




মুজিবনগরে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

মুজিবনগর থানা পুলিশের ১২ ঘন্টার অভিযানে নিয়মিত মামলার ৩ ও আদালতের পরোয়ানাভূক্ত ৪ জনসহ ৭ আসামি গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ শুক্রবার (২ জুন) ভোররাত পর্যন্ত উপজেলার পৃথক গ্রামে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
আজ শুক্রবার (২ জুন) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।