দামুড়হুদায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দামুড়হুদায় কলকাতা থেকে আগত ডাক্তারদের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দামুড়হুদা গুলশান পাড়ায় আল বুখারী হাসপাতালে সকাল ৮ টায় শুরু হয় ফ্রী মেডিকেল ক্যাম্প চলে রাত ৮টা পর্যন্ত।

টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন “ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি” আন্তর্জাতিক সংস্থার আন্তর্জাতিক সভাপতি ডা: প্রকাশ মল্লিক এম.ডি (হোমিও) ডি.আই. হোম (লন্ডন), এফ. এফ হোম (নাইজেরিয়া)।

এসময় তিনি বলেন ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি একটা আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রচারণা ঘটিয়ে থাকি। সেই সূত্র ধরে বাংলাদেশের আল বুখারী হাসপাতাল আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তিন সদস্যের একটি টিম বাংলাদেশে আল বুখারী হাসপাতাল লিমিটেড এর শাখা অফিস ঢাকা শনির আখড়াই আসি, এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুইশত রোগী দেখি। চুয়াডাঙ্গাতে ডাক্তারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার করেছি।

আল বুখারী হাসপাতালের চুয়াডাঙ্গার দামুড়হুদা শাখাতেও আমরা দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এখানেও প্রায় দুই শত রোগী দেখেছি। আমাদের উদ্দেশ্য হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষকে সচেতন করা এবং এবং সেই সঙ্গে সঙ্গে কনসারভেস তৈরি করা ও রোগের প্রতিরোধ কিভাবে করা যায় তা বোঝানো। আমরা এর আগেও বাংলাদেশে এসেছি কাজ করেছি।

বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ড আমাদেরকে অলিখিতভাবে অর্থাৎ মৌখিকভাবে পারমিশন দিয়েছেন যে প্রত্যেকটা কলেজে গিয়ে মোটিভেশনাল স্ক্রিপ্ট এবং শিক্ষকদের কর্মশালা ও ছাত্রদের কর্মশালা করার অধিকার দিয়েছে। আমরা বাংলাদেশে মোট ছয় দিন অবস্থান করবো ইতিমধ্যে তিন দিন কেটে গেছে।

আল বুখারী হাসপাতালের এখন বর্তমানে বাংলাদেশে চারটি শাখা আছে, তাদের পরিকল্পনা অনুযায়ী ৬৪টি জেলায় শাখা হবে। আমরাও আল বুখারী হাসপাতালের বাংলাদেশের সব কয়টি শাখাতেই প্রোগ্রাম করবো। মে মাসে বগুড়াতে একটা প্রোগ্রাম করবো এবং জুন মাসেও চট্টগ্রামে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থায় একটু অসচেতনতা রয়েছে। আমি যে সব রোগী পাচ্ছি তারা সব বেশিরভাগই অসচেতন। মানুষ অনেকে হোমিওপ্যাথিক ঔষধ সর্দি কাশির ঔষধ মনে করে, কিন্তুু না, ক্যান্সার থেকে শুরু করে অনেক জটিল ও দুরারোগ্য রোগ পর্যন্ত ভালো করা সম্ভব। এখানে সব ধরনের রুগীই মোটামুটি পেয়েছি। এরমধ্যে পেটের পিড়ায় ভুগছে, যৌন, বাথ ব্যথা ব্যথা জনিত, চর্ম ইত্যাদি।

হোমিওপ্যাথিক ঔষধ এবং চিকিৎসার ব্যাপারে মানুষকে সচেতন করতে পারলে খরচ কমবে এবং রোগও সারবে। দুটোর পক্ষেই ভালো। যে সকল রোগী পেয়েছি তারা দীর্ঘদিন চিকিৎসা নিয়েও কোন সূরহা হচ্ছে না। তাদেরকে চিকিৎসা দিয়েছি। আশা করছি এ সমস্ত রোগী আমাদের চিকিৎসায় এবং হসপিটালের যে চিকিৎসকগণেরা আছে তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অনুপ্রাণিত করে হোমিওপ্যাথির সঠিক চিকিৎসা দিতে পারলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি হবে।

এসময় “ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি” আন্তর্জাতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা কে “সেবারত্ন পুরস্কার ২০২২-২৩” প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্প টিমের দুই জন সহযোগী “ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি” আন্তর্জাতিক সংস্থার পদধারী ডা: নীলকমল বর্মন ও ডা: নীলাচল বেরা। এসময় আরও উপস্থিত ছিলেন আল বুখারী হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, এম ডি ডা: মো: আব্দুল আহাদ, অতিরিক্ত পরিচালক ডা: মো: হেলাল উদ্দিন প্রমূখ।




দামুড়হুদা হাউলী ইউনিয়নে ভিডব্লিউবি পুষ্টি চাউল বিতরণ

দামুড়হুদা হাউলী ইউনিয়নে গরীব অসহায় দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি পুষ্টি চাউল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ৩৭৪ জন উপকারভূগীর মাঋে এই পুষ্টি চাউল বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডব্লিউবি ২০২৩-২৪ চক্র ( পঞ্জিকাবর্ষ অনুযায়ী) মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি খাদ্য শস্য প্রদান করা হয়। উপকার ভূগিরা ২৪ মাস পর্যন্ত প্রতি কার্ডে ৩০ কেজি করে খাদ্য শস্য পাবেন এবং একই সাথে তাদেরকে সঞ্চয়ী করে তোলার জন্য প্রতি মাসে খাদ্য শস্য নেবার সময় ২০০ টাকা করে সঞ্চয় রাখতে হয়। ২৪ মাস পরে তার ৪৮শত করে টাকা সঞ্চয় ফেরত পাবে।

দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি একটা মহতি উদ্যোগ হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাঈম হোসেন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল, আ: হান্নান পটু, রিকাত আলী, আব্দুল্লাহ সেলিমসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও

দামুড়হুদায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রোকসানা মিতা।  আজ বুধবার বেলা ২টার সময় তিনি সরজমিনে পরিদর্শন করেন।

২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা /কাবিটা -২য় পর্যায়) কর্মসূচির আওতায় দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুরে রাস্তায় মাটি ভরাটকরণ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভাংগনরোধে মাটি ভরাট, দেউলি এবং পাটাচোরা গ্রামে রাস্তা ফ্ল্যাট সলিংকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য হাসান আলী সহ স্থানীয় এলাকবাসী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তারই ধারাবাহিকতাই দামুড়হুদা উপজেলায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ সঠিক সময়ে যাতে শেষ হয় সে ব্যাপারে তিনি দিকনির্দেশনা দেন। কাজে কোন রকম ত্রুটি বিচ্যুতি মেনে নেওয়া হবে না বলে তিনি দিকনির্দেশনা দেন।




ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে পিক আপ ভ্যান উপহার

জাহেদী ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক বিশিষ্ট শিল্পপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর নিদের্শনায় ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুলিশের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ও ঝিনাইদহ জেলা পুলিশ বাহিনীর কাজের সহযোগীতার জন্য দুইটি পিক আপ ভ্যান উপহার দেওয়া হয়।

বুধবার (৩ মে) বিকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যারয়ের সামনে পিক আপ ভ্যান দুইটির চাবি গ্রহন করেন পুলিশ বাহিনীর পক্ষে পুলিশ সুপার আশিকুর রহমান এবং জাহেদী ফাউন্ডেশনের পক্ষে চাবি হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, জাহেদী ফাউন্ডেশনের কো অডিনেটর তবিবুর রহমান লাবু, সদস্য ইউনুস আলী, শাহীন আলমসহ অন্যান্যরা।

পিক আপ ভ্যান প্রদান সম্পর্কে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পুলিশ জনগনের বন্ধু, পুলিশের সেবার মান বৃদ্ধি লক্ষ্যে এবং দ্রুত অভিযান পরিচালনা ও মানুষের সহযোগীতার জন্য যানবাহন অতিব প্রয়োজন। আর সবকিছুই সরকারের উপর নির্ভর করে বসে থাকলে হয় না, আমাদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের অবদান সবচেয়ে বেশি এজন্য তাদের সদা তৎপর থাকার জন্য আমাদের এই প্রয়াস। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।




গরমে পেট ঠাণ্ডা রাখতে

গরমে পেটের সমস্যা যেন পিছু ছাড়তে চায় না। ডায়েটের সামান্য পরিবর্তনেই পেট খারাপ হয়ে যায়। তাই গরমে পেটের যত্ন নেওয়া জরুরি। চলুন জেনে নেই কোন পানীয় পানে গরমে আরাম মেলে

মৌরি পানি
পেট ঠাণ্ডা রাখতে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা কমানোয় — মৌরির জুড়ি মেলা ভার। পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সকালে খেতে পারেন মৌরি ভেজানো পানি। মৌরিতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে দেয় না।

পুদিনা পানি
পেটের খেয়াল রাখতে পুদিনার বিকল্প হয় না। ওজন কমাতেও এটি কার্যকর। গরমে শরীর ঠাণ্ডা করতে পুদিনাপাতা ভেজানো পানি খেতে পারেন।

কিশমিশ ভেজানো পানি
কিশমিশের যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। গরমে সুস্থ থাকতে কিশমিশ ভেজানো জল বেশ উপকারী। খালি পেটে খেলে বেশি উপকার পাবেন।

 




সালাউদ্দিনদের ডোপ টেস্ট করাতে বললেন ব্যারিস্টার সুমন

একের পর এক বিতর্কের জন্ম দেওয়া বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে এবার দুদকে আবেদন করলেন ব্যারিস্টার সুমন। বুধবার (৩ মে) সকালে দুদক কার্যালয়ে আবেদন করতে যান ব্যারিস্টার সুমন ও তার সহযোগীরা।

সে সময় গণমাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।’

এর আগেও নানা সময় ফুটবলের বিভিন্ন দুর্নীতি নিয়ে গণমাধ্যমের পাশাপাশি নিজের সোশ্যাল প্লাটফর্মগুলোতে বাফুফেকে রীতিমত ধুয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে নকল পানি কারখানায় অভিযান, জরিমানা আদায় ও সিলগালা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন অবৈধভাবে গড়ে তোলা ভলভো ব্যাটারী নামের নকল পানি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানা সিলগালা করে দিয়েছে।

আজ বুধবার (৩ মে) দুপুরের দিকে মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার মের্সাস ভাই ভাই ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারি পরিচালক মো: সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

শুধুমাত্র মেহেরপুর পৌর সভার একটি ট্রেড লাইসেন্স নিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার তৈরীর নামে ভলভো ব্যাটারির নকল পানি তৈরীর অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ভূঁয়া কোম্পানির মালিক মো: আহসানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। কারখানাটি যশোরের একটি কোম্পানীর নাম ব্যবহার করে শুধুমাত্র পৌর সভার ট্রেড লাইসেন্স নিয়ে কারখানা গড়ে তুলেছে। প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

এসময় মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম তাকে সহযোগীতা করেন।




মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

৩ গ্রাম হেরোইনসহ আরিফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে মেহেরপুর সদর থানার এসআই শিবলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সদর থানার এসআই শিবলী বলেন, সংবাদ আসে আরিফুল ইসলামের বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলামের নামে এর আগেও সদর থানায় মাদকের অভিযোগে দুটি মাদকের মামলা রয়েছে। মামলা দুটি আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃত আরিফুল ইসলামকে আজ বুধবার (৩ মে) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




চার দিনে ২০০ কোটির ব্যবসা করলো ঐশ্বরিয়ার ‘পোনিয়িন সেলভান ২’

দীর্ঘ বিরতির পর তামিল সিনেমা পোনিয়িন সেলভান দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। নির্মাতা মণি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাজুভুরের রাজকন্যা রাণী নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করে অভিনয় দক্ষতার পরিচয় দিলেন সাবেক বিশ্বসুন্দরী।

২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহেই দুর্দান্ত ব্যবসা করলো সিনেমাটি। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে এই সিনেমা। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও চলছে ‘পোনিয়িন সেলভান ২’ ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়ার পর থেকে ‘পোনিয়িন সেলভান ২’ সিনেমাটি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছিলো।

প্রসঙ্গত, তৃতীয় দিনে, অর্থাৎ রোববার এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম তিন দিন শেষে দেশের মাটিতে মোট ৮০ কোটি টাকার ব্যবসা করে ‘পোনিয়িন সেলভান ২’। কোনো ভারতীয় ছবি হিসেবে বিশ্বজুড়ে প্রথম চার দিনেই ২০০ কোটির ব্যবসা করলো।

উল্লেখ্য ‘পোনিয়িন সেলভান ১’ বিশ্বজুড়ে প্রায় ৪৯০ কোটি টাকার ব্যবসা করেছিলো। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিলো এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, ‘পোনিয়িন সেলভান ২’ তার প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের।

চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাদের মধ্যে রয়েছেন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

‘পোনিয়ন সেলভান ২’-এর গান ‘পি এস অ্যান্থেম’ও পছন্দ করেছে দর্শক। এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার। সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ গানের কথা ঘোষণা করেছিলেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস




মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিহানকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রিহান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ডাক্তারপাড়া এলাকার করিম মন্ডলের ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শাকিল খান সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে রিহানকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মামলা নং জিআর ২৮০/১৫।

গ্রেফতারকৃত রিহানকে আজ বুধবার (৩ মে) সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।