আজ পর্দা উঠছে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের

আজ শুক্রবার বিকালে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠবে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর।
উদ্বোধনী দিনে একদিকে খেলবে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর ফ্রেণ্ডস একাদশ বনাম আমঝুপি ইউনিয়নের চাঁদবীল শেরেবাংলা ক্লাব।মেহেরপুর সরকারি কলেজ মাঠে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উম্মোচিত হবে মেহেরপুরের ইতিহাসের সব চেয়ে বড় ফুটবলের আসর। মনোমুগ্ধকর উপস্থাপনা এবং মেহেরপুরের কৃতি ফুটবলারদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে মাঠে গড়াবে  মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩। শুক্রবার বিকাল ৩টায় শুরু হবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

টুর্নামেন্টের আহবায়ক এমদাদুল হক বলেন, “মাঠে এসো খেলা হবে, কাপানো সেই হুংকারে” থিম সং আর মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শুরু হবে মেহেরপুর কলেজ মাঠের ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের এই আসর।
তিনি বলেন, ফুটবল খেলা হলো মানুষের কাছে এক দারুণ বিনোদন। আমি আশা করছি চমৎকার একটি মৌসুম কাটবে এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে।’
মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মাহাবুব চান্দু বলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শুধু উদ্বোধনের পালা। তিনি বলেন, বর্তমান প্রজন্ম একটি মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশনের মধ্যে আটকিয়ে আছে। আমাদের দেশের সকল জনপ্রিয় খেলাধুলা গুলোও এখন বিলুপ্তির পথে। এই যুগের ছেলে মেয়েরা বিনোদন থেকে বঞ্চিত হয়ে তারা বিপথে পা বাড়াচ্ছেন। আমরা আমাদের সমাজ ও দেশ হারাচ্ছেন আমাদের সোনার ছেলেদের।
তিনি আরো বলেন, মেহেরপুর প্রতিদিন শুধু সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে বসে না থেকে আয়োজন করেছে মেহেরপুরের ইতিহাসের সব চেয়ে বড় ফুটবলের আসর। আমরা আশা করি এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়েরা ফিরে আসবে সেই হারানো ঐতিহ্যবাহি খেলাধুলার দিকে। আমরা এই সমাজের কল্যাণকর সব ধরনের আয়োজন করে আমাদের সেই দায় দায়ীত্ব পালন করবো। খেলাটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য সব ধরনের সহযোগীতা করার জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণকে আহবান জানান তিনি।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ দল পাবে নগদ ৩০ হাজার টাকাসহ ট্রফি। এছাড়া রয়েছে একগুচ্ছ পুরস্কার। টুর্নামেন্টের সবগুলো খেলা একযোগে সম্প্রচার হবে রাজধানী টিভি, মেহেরপুর প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ও রেডিও পায়রাতে।




কোটচাঁদপুরে ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে চুরি

কোটচাঁদপুরে আড়ৎতের ভেন্টিলেটর ভেঙ্গে এক ব্যবসায়ীর চাল ও নগদ টাকা চুরি হয়েছে। গতকাল বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পারলাটের বিদুৎ অফিসের সামনে।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন,প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়।  আজ বৃহস্পতিবার সকালে এসে দেখতে পায় দোকানে থাকা চাল নাই আর ড্রয়ারে রাখা টাকা ও নাই।

তিনি বলেন, টাকা আর চাল মিলে আমার ৮২ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় অভিযোগ করা হয়েছে। জহুরুল ইসলাম উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত রবিউল আওয়ালের ছেলে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, চুরির ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।




ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রান্সজেকশন ব্যাংকিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিলেশনশিপ অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস করতে হবে। ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড সেলস, ট্রেড ফাইন্যান্স/ করপোরেট ব্যাংকিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলাদেশ মার্কেট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩ জুন, ২০২৩




বাজেট প্রতিক্রিয়া / সিগারেটে এমআরপি বাধ্যতামূলক ইতিবাচক, প্রয়োগ নিশ্চিত জরুরি

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ খুচরা মূল্যে সিগারেট বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, ‘সিগারেটের প্যাকেটে লেখা MRP বা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কোন পর্যায়ে বেশি দামে বিক্রি করা যাবে না’। যা রাজস্ব আদায় ও তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। কারণ সিগারেটের প্যাকেটে লেখা মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির মাধ্যমে তামাক কোম্পানিগুলো প্রতিবছর প্রায় ৫০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়। এ সিদ্ধান্ত সিগারেট কোম্পানির কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ হবে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ এবং রাজস্ব বিভাগের জোরালো মনিটরিং জরুরি।  যেকোনো ধরণের মূল্য কারসাজির ক্ষেত্রে তামাক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১ জুন ২০২৩) তামাক কর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ও নলেজ হাব বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছে।

পাশাপাশি তামাক বিরোধী সংগঠনগুলোর প্রস্তাব অনুযায়ী জর্দার প্রতি ১০ গ্রামের দাম ৪৫ টাকা নির্ধারণ এবং পূর্বের ন্যায়  ৫৫ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান রয়েছে। প্রতি ১০ গ্রাম গুলের দাম ২৩ টাকা নির্ধারণ করে ৫৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তবে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যে রাজস্ব ফাঁকি বন্ধে স্ট্যান্ডার্ড প্যাকেজিং ও বাজার মনিটরিংয়ে এনবিআরকে নজর দিতে হবে বলেও জানিয়েছে বিএনটিটিপি।

বিএনটিটিপির পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এবারের বাজেটে নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ৫ টাকা বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি শলাকায় বৃদ্ধি মাত্র ৫০ পয়সা। এই বৃদ্ধি তামাকের ব্যবহার কমাতে কার্যকর অবদান রাখবে না। প্রতি শলাকা ৫০ পয়সা বৃদ্ধির সুযোগে তামাক কোম্পানি বাজারে প্রতি শলাকার মূল্য এক টাকা বাড়িয়ে দেবে যা তামাক কোম্পনির অযাচিত মুনাফা বৃদ্ধির জন্য সহায়ক হবে। নিম্ন স্তরে সম্পূরক শুল্কের হার ৫৭ শতাংশ থেকে ৫৮ শতাংশ করা হয়েছে। এখানে বিশেষজ্ঞদের ৬৫ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ উপেক্ষিত হয়েছে। দেশের প্রায় ৭৭ শতাংশ ধুমপায়ী নিম্ন স্তরের সিগারেট সেবন করে। বিশেষজ্ঞদের প্রস্তাব মেনে এই স্তরের সিগারেটের মূল্য ৫০ টাকা এবং কর হার ৬৫ শতাংশ করা হলে তা ধূমপান কমিয়ে আনা এবং রাজস্ব বৃদ্ধি উভয় ক্ষেত্রে সুম্পষ্ট অবদান রাখতো।

এছাড়া মধ্যম ও উচ্চ স্তরে ১০ শলাকা সিগারেটের মূল্য মাত্র ২ টাকা বাড়িয়ে ৬৭ টাকা ও ১১৩ টাকা এবং অতিউচ্চ স্তরে ১০ শলাকার মূল্য ৮ টাকা বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই ন্যূনতম বৃদ্ধি ধূমপান কমাতে কাঙ্ক্ষিত অবদান রাখবে না। বরং বর্ধিত মূল্য থেকে তামাক কোম্পানির অংশ বৃদ্ধি এবং খুচরা শলাকায় মূল্য বৃদ্ধির ফাঁদে ফেলে তামাক কোম্পানি তার মুনাফা বাড়িয়ে নেবে যা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা তার বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে বলেও মনে করে বিএনটিটিপি।

বাজেট প্রতিক্রিয়ায় বিএনটিটিপির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, এই বাজেটেও তামাকজাত দ্রব্যের ওপর করারোপে ত্রুটিপূর্ণ অ্যাডভেলোরেম পদ্ধতি বহাল রাখা হয়েছে। তামাক কর বিশেষজ্ঞদের সুপারিশ মেনে অ্যাডভেলোরেম পদ্ধতির পরিবর্তে তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করা হলে তা সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি তামাকের ব্যবহার কমাতে কার্যকর অবদান রাখতো। পাশাপশি তামাক কোম্পানির কর ফাঁকি দেওয়ার সুযোগ কমতো। একইসঙ্গে রাজস্ব আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতো। এবারের প্রস্তাবিত বাজেটে সিগারেটের যে মূল্য প্রস্তাব করা হয়েছে তাতে তামাক কোম্পানির মুনাফা বাড়বে। একইসঙ্গে তা ধূমপান কমিয়ে আনতে কাঙ্ক্ষিত অবদান রাখবে না। যা দেশের জনস্বাস্থ্য পরিস্তিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।




প্লেস্টোরে জনপ্রিয় অ্যাপের বিরুদ্ধে গোপনে তথ্য চুরির অভিযোগ

আইরেকর্ডার অ্যাপটি বেশিদিন হয়নি প্লেস্টোরে উন্মুক্ত করা হয়। এক বছর আগে উন্মুক্ত হওয়া অ্যাপটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। সুন্দর ইন্টারফেস এবং ব্যবহার করতে সহজ হওয়ায় অ্যাপটি অনেক গ্রাহকের ফোনে জায়গা করে নেয়। কিন্তু নতুন আপডেটের পর অ্যাপটিতে একটি ম্যালওয়ার কোড যুক্ত করে দেওয়া হয়েছে। এসেট নামে একটি সাইবারসিকিউরিটি ফার্ম প্রথম এই ম্যালওয়ার শনাক্ত করে এবং একটি ব্লগপোস্টে বিস্তারিত জানায়।

স্ক্রিন রেকর্ডিং অ্যাপের মধ্যে এই অ্যাপ ব্যাপক জনপ্রিয়৷ গুগল সম্প্রতি ডাটা প্রাইভেসির বিষয়ে কড়াকড়ি আরোপ করছে। কিন্তু তাদের নজরের বাইরে রয়ে গেছে ম্যালওয়ারটি। এই ম্যালওয়ারটি ব্যবহারকারীর ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা পারমিশন ছাড়াই ব্যবহার করছে।

যদিও গুগলে এখন অ্যাপ ব্যবহারের সময়েই প্রাইভেসি অপশন চালু থাকার কথা। কিন্তু তা সম্ভব হয়নি। প্রত্যেক ১৫ মিনিট পর ডিভাইস থেকে অ্যাম্বিয়েন্ট অডিও আপলোড করে দিচ্ছে ম্যালওয়ারটি৷ বিষয়টি গ্রাহক বুঝতেও পারছেন না। কিন্তু এই ম্যালওয়ার আবিষ্কারের পর আবার স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ




আলমডাঙ্গায় পশুহাটের সেড নির্মাণ কাজের উদ্বোধন

পরিচ্ছন্ন পৌর-নগরীতে জনদুর্ভোগ কমাতে মৎস্য প্রাণীসম্পদ অধিদফতরের উদ্যোগে মাছ মাংস ও ছাগল বিক্রয়ের নতুন সেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পৌর শহরের পশুহাট প্রাঙ্গণে পাইকারি মাছ মাংস ও ছাগল বিক্রয়ের সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র হাসান কাদির গনু।

স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর শহরে বাড়তে শুরু করেছে যানবাহন ও জনবসতি। বহুতল ভবন নির্মাণের পাশাপাশি সংকুচিত হয়ে পড়েছে সড়ক পথ। ইতোমধ্যে আলমডাঙ্গা পৌর শহরে মাছের পাইকারি ও সাপ্তাহিক দু’টি হাট বসানো হত পৌরসভা সন্নিকটে। ওই স্থানের নির্মিত আড়ৎ ঘর গুলো ভেঙে তৈরি করা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এরই কারণে উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ অধিদফতরের উদ্যোগে ৬টি সেড নির্মাণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে পশুহাট প্রাঙ্গণে দু’টি সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে কুষ্টিয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর কনকট্রাকশন। এছাড়াও পর্যায়ক্রমে ৪ টি সেড নির্মাণ করা হবে খুচরা বিক্রেতাদের জন্য। দু’টি মাছ ও দু’টি মাংস ব্যবসায়ীদের জন্য আধুনিক ভাবে নির্মাণ করা হবে সেড গুলো। এসব নির্মাণ কাজে ৬টি সেডের অর্থায়ন করছে মৎস্য ও প্রাণীসম্পদ অধিদফতর। দীর্ঘদিন মাছ ও মাংস বিক্রেতা ক্রেতাদের ভোগান্তির কারণ হচ্ছে ময়লা ও জলাবদ্ধতা। এদুটি দিক খেয়াল রেখেই নির্মাণ কাজ শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন নিয়ে মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, বিশিষ্ট উদ্যোক্তা হিমেল, মেসার্স নুর কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী জিহাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র কমিশনার মুজিবুল হক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, বণিক সমিতির ক্যাশিয়ার আলাউদ্দিন, নুর কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার ওয়াহেদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা জুয়েল চৌধুরী প্রমুখ।




ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার সবচেয়ে ভালো বন্ধু: ফেরদৌস

প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমা। ছটকু আহমেদ পরিচালিত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এরইমধ্যে ফেরদৌস ও পূর্ণিমা এ সিনেমার কাজ শেষ করেছেন। তারও আগে প্রায় শেষ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ।

এ জুটির তিনটি সিনেমাই এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘গাঙচিল’ নির্মিত হয়েছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। অন্যদিকে ‘জ্যাম’ প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী। এদিকে গত ঈদে পূর্ণিমা অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ও এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। এতে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন পূর্ণিমা। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

তিনটি সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক অটুট সবসময়। পূর্ণিমার সঙ্গে এর আগেও বেশ কিছু সিনেমাতে কাজ করেছি। সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির অপেক্ষায় যে তিনটি সিনেমা রয়েছে প্রত্যেকটি সিনেমারই কিন্তু গল্প এককথায় অসাধারণ। আমাদের দুজনেরই চরিত্রে যেমন রয়েছে বিচিত্রতা, লুকেও ভিন্নতা আছে। চেষ্টাও করেছি নিজেদের চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করা যায় সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক মুগ্ধ হবেন।’

পূর্ণিমা বলেন, ‘সত্যি বলতে কি ফেরদৌসের সঙ্গে সিনেমাতে অভিনয় করলে শতভাগ কম্পোর্ট জোনে কাজ করা যায়। যেহেতু আমার বন্ধু ফেরদৌস, তাই নিজেদের মতো করেই সবকিছু গুছিয়ে সিডিউল দিয়ে কাজটা ভালোভাবে করা যায়। ‘আহারে জীবন’, ‘গাঙচিল’, ‘জ্যাম’—তিনটি সিনেমা আমরা বেশ আন্তরিকতা নিয়ে সম্পন্ন করেছি। আমিও ভীষণ আশাবাদী সিনেমাগুলো নিয়ে।’

সম্প্রতি পূর্ণিমা তার বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। গত ১৫ মে ছিল চলচ্চিত্রে পূর্ণিমার ২৫ বছর পূর্তির দিন। আর ফেরদৌস আপাতত টানা কয়েকদিন পরিবারকেই একটু বেশি সময় দিবেন। কারণ তার বড় মেয়ে নুজহাতের পরীক্ষা চলছে। এর পরপরই তিনি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।

সূত্র: ইত্তেফাক




‘বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সবাই বড় স্বপ্ন দেখছে’

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকারী কোচ নিক পোথাস। টাইগারদের সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার বাংলাদেশের এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছেন তিনি। কোচ হওয়ার পর বৃহস্পতিবার (১ জুন) প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন পোথাস।

বাংলাদেশ দলের কোচ হওয়ার কারণ জানিয়ে পোথাস বলেন, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।’

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ সম্পর্কে তিনি আরও বলেন, ‘সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমার মনে হয় না আমরা ব্যতিক্রম। এই দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, খেলোয়াড়রা সবাই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?’

বিশ্বকাপকে ঘিরে নিজেদের পরিকল্পনা সম্পর্কে টাইগারদের সহকারী কোচ বলেন, ‘যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আমরা ভাবছি না। যতখানি সম্ভব আমরা প্রস্তুতি নিতে চাই। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করব। নিজেদের সেরাটা দিব। যেকোনো খেলার বিশ্বকাপে আপনি এসবই করতে পারেন। আমরা যদি নিজেদের নিয়ে ভাবি তাহলে সব ঠিকঠাক হবে।’

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামী হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যার দায়ে স্ত্রী সর্জিনা খাতুনুকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। একই সাথে ২০ হাজার টাকার জরিমানাও করা হয়।

মামলায় রাষ্টপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্ত্রী সর্জিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিকা লিটন হোসেন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে শৈলকুপা থানায় সর্জিনা খাতুন লিটনকে আসামী করে মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা খাতুন ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। মামলার অপর আসামী লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।




কার্পাসডাঙ্গায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ ২ জন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হইতে মুজিবনগর সড়কে কানাইডাঙ্গা মসজিদের মোড় থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা জেনন পিকআপসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার লক্ষিকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে সাইদুল সরদার (৩৬) এবং বিনোদপুর গ্রামের বাসুদেব মণ্ডলের ছেলে গোপিনাথ মণ্ডল (৩৫)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।