মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট  উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা

বাদ্যের তালে তালে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে মেহেরপুর শহরে জমকালো উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টার সময় উদ্বোধনী শোভাযাত্রাটি মেহেরপুর টাউন হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক মেহেরপুর প্রতিদিন অফিসে এসে শেষ হয়।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের আহবায়ক প্রবীণ খেলোয়াড় এমদাদুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মেহেরপুরের কৃতি ও প্রবীন খেলোয়ার মাসুদ করিম ধলস, আনোয়ারুল হক কালু, মাহবুবুল হক মন্টু, আমিরুল ইসলাম অল্ডাম, মনিরুল ইসলাম, শামীম জাহাঙ্গীর সেন্টু, জাহাঙ্গীর হোসেন, মিঠু ইসলাম, মাহবুব হোসেন ডালিম, আজমাইন হোসেন, সাইফুল আযম তাপস, মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সদস্য সচিব মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, স্টাফ রিপোর্টার এস এ সাদিক, আবু রায়হান নীরবসহ বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত ছিলেন।




জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্মদিনে গাংনী মহিলা কলেজে দোওয়া মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিশীল উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. মশিউর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে গাংনী মহিলা ডিগ্রী কলেজে মিলাদ মাহফিল ও দোওয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার সময় গাংনী মহিলা কলেজের হলরুমে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো: খোরশেদ আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এদিকে এই গুনি ব্যক্তির শুভ জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন গাংনী মহিলা ডিগ্রী কলেজ ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি, দৈনিক মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও আনিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস শুকুর ইমন।

মিলাদ মাহফিল ও দোওয়ার অনুষ্ঠানে উপাচার্য, প্রফেসর ড. মো. মশিউর রহমানের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া তার আগামীর পথ চলা যেনো সুন্দর ও মসৃন হয় সে দোওয়া করা হয়।




মেহেরপুরে কুরিয়ার সার্ভিসের অতিরিক্ত চার্জ; ভোক্তাদের অসন্তোষ

মেহেরপুর শহরের সেলিনা আক্তার বলেন, ঢাকাতে ছেলে ও মেয়ে থাকে। তাদের কাছে আম পাঠাতে হবে। তাই ২৫ কেজি আম পাঠালাম। এক হাজার টাকার আম কিনে পাঠানো খরচ লাগলো পৌনে চার’শ টাকা। ছেলে মেয়ে খাবে বলে কথা। ঝাউবাড়িয়া গ্রামের মনোয়ার হোসেন বলেন, ভাই থাকে চিটাগাং এ। নিজের জেলার আম। তার কাছে আম পাঠাতে খরচ হলো সাড়ে ৩শ টাকা।

তিনি বলেন, পাঠানো খরচ আর আম কেনা খরচ প্রায় সমান। কুরিয়ার সার্ভিসের এই খরচ নেওয়াটা গলাকাটা খরচ। সরকারের উচিৎ বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিসকে নিয়ন্ত্রণ করা। একটা নীতিমালা থাকা উচিৎ।

মেহেরপুর থেকে প্রতিদিন হাজার হাজার মন আম ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে তাদের স্বজনরা আম পাঠাচ্ছেন। জনগণের এই চাহিদাকে সুযোগ নিচ্ছেন
এসএ পরিবহন ও পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিমিেিটড, সদাগর, কুরিয়ার, ইউএসবি কুরিয়ারসহ নানা ধরনের বেসরকারি কুরিয়ার সেবাদানকারি প্রতিষ্ঠান।

গত মঙ্গলবার সরেজমিনে এসএ পরিবহন এবং কুরিয়ার সার্ভিস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে ভোক্তাদের সাথে কথা বললে তারা এসব সেবাদানকারী কুরিয়ার সার্ভিসের মুল্য নির্ধারন সরকারিভাবে হওয়া উচিৎ বলে মনে করেন। আজিমুদ্দীন ও নারগীছ আক্তার নামের দুই জন বলেন, কুরিয়ার সার্ভিসগুলো কত নিতে পারবে কত পারবেনা এই বিষয়গুলো সরকারিভাবে নির্ধারন হওয়া উচিৎ। যেভাবে তারা টাকা নিচ্ছেন মনে হচ্ছে সরকার বলে কিছু নেই। তারা আলদা রাষ্ট্রে নিজস্ব নিয়ম কানুনে চলে।

বামনপাড়া এলাকার সুরুজ আলী বলেন, আমার ছেলে সিলেটে থাকে। নিজ এলাকার এই সিজেনাল ফল তার খেতে মন চেয়েছে। তাই তার জন্য মাত্র ১০ কেজি আম পাঠাতে এসে খরচ হলো প্রায় ২শ টাকা। মুল্যটা বেশী লাগলো মনে হচ্ছে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেহেরপুর শাখার ম্যানেজার রাশেদ আহম্মেদ বলেন, প্রতিদিন আমাদের এখান থেকে ৪শ থেকে ৫শ কেজি আম ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। আমাদের কোম্পানী সব চেয়ে ভাল সার্ভিস দিয়ে থাকে। আবার অন্যান্য কুরিয়ারের চেয়ে খরচ কম নিয়ে থাকে। তিনি বলেন, আমরা ঢাকার মধ্যে এক কেজি আম পাঠাতে খরচ নিই ১৩ টাকা, আর ঢাকার বাইরের জেলাগুলোতে খরচ নিয়ে থাকি কেজিতে ১৬ টাকা। কোন মালে কত খরচ নিতে হবে এটা নির্ধারণ করে থাকে আমাদের কর্তৃপক্ষ। আমাদের এখানে কোনো হাত নেই।

এদিকে এসএ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কেজি প্রতি আম পাঠাতে নিচ্ছেন ঢাকার মধ্যে ১৫ টাকা ও ঢাকার বাইরের জেলাতে প্রতি কেজি আম পাঠাতে নিচ্ছেন ২০ টাকা।

এসএ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মেহেরপুর শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, সার্ভিসের দিক থেকে আমাদের উপরে কেউ নেই। তাই আমরা খরচ একটু বেশি নিয়ে থাকি। আমাদের সার্ভিস সবার চাইতে ভাল। এক কেজি আমে ১৫ টাকা ঢাকার ভিতর এবং ২০ টাকা ঢাকার বাইরে নেওয়া প্রসঙ্গে বলেন, এটা নির্ধারণ হয়ে থাকে হেড অফিস থেকে। আমাদের যেভাবে নির্দেশ দেই আমরা সেভাবেই নিয়ে থাকি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত চুয়াডাঙ্গা জেলার সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, এসব বড় কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের নীতিমালায় কি আছে কত টাকা নিতে পারবে এটা জানতে হবে। তবে, দাম নির্ধারণ করার ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কোনো কিছু করা যাবেনা। তাদের কাছ থেকে মাল ক্ষতিগ্রস্থ বা নষ্ট হলে সেক্ষেত্রে ওই গ্রাহক কোনো অভিযোগ দিলে সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া যাবে।




মেহেরপুরে বইছে মাঝারী তাপপ্রবাহ / জনজীবনে নাভিশ্বাস

গত কয়েক দিন মেহেরপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপদাহ। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকাল থেকেই সুর্য তাপ ছাড়াচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। রোদের এতটাই তেজ যে, ঘরের বাইরে পা ফেলা দায়। নাভিশ্বাস উঠেছে জনজীবনে।

তাপদাহের সঙ্গে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। পথে বের হলেই রোদের তেজ শরীর পুড়িয়ে দিচ্ছে। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৪৯ শতাংশ।
এদিকে, টানা কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে। বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন গরম চলবে অন্তত এক সপ্তাহ।  সাতদিন পরে তাপপ্রবাহ কমলেও বৃষ্টির দেখা পেতে অপেক্ষা করতে হবে কয়েক দিন।
এদিকে এই তাপদাহে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। তারপরেও প্রচন্ড রোদ্রের তাপ উপেক্ষা করে কাজ করছে এসব নিম্ন আয়ের মানুষ।

এদিকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের গিয়ে দেখা গেছে গত তিন দিনে ডায়রিয়া জনিত কারণে হাসপাতালে ভর্তি হয় শতাধিক মানুষ।

গাংনী হাসপাতালের  মেডিকেল অফিসার ডা. মারুফ বলেন বর্তমানে যে তাপমাত্রা পড়ছে তাতে হিটস্ট্রোক হতে পারে, সেহেতু প্রতিটি মানুষকে ঠান্ডা ও ছায়া যুক্ত জায়গায় থাকতে হবে। তবে শিশুদের কে পরিস্কার পরিছন্ন এবং ঠান্ডা ঘরে রাখতে হবে।




ঝিনাইদহে শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলা বিষয়েখালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা ১২ টা শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মা দের নিয়ে মা সমাবেশের আয়োজন করা হয়। মা সমাবেশে ছাত্র ছাত্রী দের শিক্ষার মান উন্নয়ন করার জন্য অভিভাবকদের সচেতন করা হয়। নিজের সন্তানদের যাতে বাজে মন মানসিকতা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়। এছাড়া নতুন শিক্ষাক্রম কিভাবে বাস্তবায়ন করতে হবে । এর উপকারিতা কি এটা আমাদের জাতীয় জীবনে কি প্রভাব ফেলবে সে সম্পর্কে মা অভিভাবকদের অবহিত করা হয় ।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ আফরোজা পারভীন, গবেষনা কর্মকর্তা ,জেলা শিক্ষা অফিস ঝিনাইদহ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিষয় খালি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নুরুল ইসলাম । এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিটিআই কমিটির সদস্যবৃন্দ ও ও বিশাখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ।




গাংনীতে মাদক বিক্রেতাকে ধাওয়া করে দুর্ঘটনার স্বীকার দুই পুলিশ

মেহেরপুরের গাংনী উপজেলার মোমিনপুর গ্রামে মাদক বিক্রেতার মোটরাসাইকেলের সাথে পুলিশের মোটরাসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের দুই সদস্য মারাত্বক আহত হয়েছেন।

এরা হলেন, গাংনী থানায় কর্মরত কনস্টেবল  তৈয়ব আলী ও কনস্টেবল তানভীর আহমেদ।
আজ বুধবার (৩১ মে) বিকালের দিকে এই ঘটনা ঘটে।

তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তানভীর আহমেদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৪৭ বোতল ফেনসিডিল একটি মোটরাসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, গাংনী উপজেলার মোমিনপুর এলাকা দিয়ে ফেনসিডিলের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই রাসেল আহম্মেদ ও তার অপর তিন সঙ্গী নিয়ে সেখানে যান। একটি মোটরাসাইকেলে দুজনকে আসতে দেখে কনেস্টাবল তানভীর ও তৈয়ব আলী থামানোর চেষ্টা করে। এসময় মাদক ব্যবসায়ীরা পালনোর চেষ্টা করে। এসময় পুলিশের গাড়িও তাদের তাড়া করে। এক পর্যায়ে পুলিশের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে দুটো মোটরাসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এসময় মাদক বিক্রেতারাও আহতাবস্থায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৪৭ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, মাদক বিক্রেতাদের ধরতে এলাকায় অভিযান শুরু করা হয়েছে।




এইচএসসি পাসে নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এসএমও পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

এসএমও (সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার) শোরুম বিভাগ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এইচএসসি/ স্নাতক পাস হতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্মার্ট, উদ্যমী এবং কঠোর পরিশ্রমী। ইলেকট্রনিক্স পণ্য এবং শোরুমে অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৭ জুন, ২০২৩।

সূত্র : বিডিজবস




হরিণাকুণ্ডু পৌর মেয়রের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাদহের হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনের নানা অনিয়ম, অর্থ লোপাট ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌরসভায় কাউন্সিলরগণ।

বুধবার (৩১ মে) বিকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্ধেসঢ়;্রর সামনে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবু আসাদ রনু। এসময় কাউন্সিলর হাসেম আলী, রেজাউল করিম, নাসির উদ্দীন, নিখিল কুমার, শারমীন আক্তারসহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কাউন্সিলর রনু জানান, হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন জন্ম নিবন্ধনে ৫০টাকার পরিবর্তে ৫০০টাকা নিয়ে থাকেন সে জন্য মানুষ জন্ম নিবন্ধন করাতে পৌরমুখী হতে চান না ফলে জেলায় সবচেয়ে পিছিয়ে আছে আমাদের পৌরসভা। এর আগে এই নিয়ে স্থানীয় সর্বস্থরের মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে যার নিউজ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

 জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফিস অদায় ও পৌরসভার বিভিন্ন কাজে অনিয়মের জন্য পৌরবাসী ক্ষুদ্ধ হয়ে ফুসে উঠেছে বলেও জানান। সংবাদ সম্মেলনে কাউন্সিলররা আরও জানান, পৌরসভার বিভিন্ন অর্থ বছরে টি আর, কাবিখা প্রকল্প বাস্তবায়নে যে অর্থ বরাদ্দ হয় তার কোন কাজ না করে এবং কোন কাউন্সিলর না জানিয়ে নিজের মত করে বিল উত্তোলন করে নেন। এছাড়াও পৌরসভার গাড়ি থাকা সত্ত্বেও নিজস্ব গাড়ির মেরামত খরচ, নিজের প্রচারণার জন্য বিলবোর্ড স্থাপনসহ অবৈধ বিল ভাউচার করে টাকা লুটপাট করে নিচ্ছে। কোন কাউন্সিল প্রতিবাদ করতে গেলে হুমকী ধামকী দিয়ে সভা থেকে বের করে দেন।

এছাড়া ভিজিএফ এর চাল বিতরণে তার বিরুদ্ধে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাউন্সিলরদের কাছ থেকে কোন তালিকা না নিয়ে তিনি নিজেই এই তালিকা তৈরী করেন এবং তালিকা ভূক্ত ব্যক্তিদের চাউল দেন। তাছাড়া পৌরসভার একটি গার্ভেজ ট্রাক অবৈধ ভাবে নিজের ইট ভাটায় ব্যবহার করে আসছেন।

হরিণাকুণ্ডু পৌর মার্কেটের একটি বাথরুম ভেঙ্গে ফেলে মার্কেট করে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে এই মেয়রের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে পাশ করলেও সার্বক্ষনিক বিএনপির নেতাদের সুযোগ সুবিধা বেশী দিয়ে থাকেন। এতে স্থানীয় ত্যাগি আওয়ামী লীগের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন বলেও কাউন্সিলররা জানান। এই অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে কাউন্সিলররা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সরকার এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।




গরমে ত্বক থাকুক ঘামাচিমুক্ত

প্রচণ্ড গরমের সময় ত্বকের একটি প্রধান সমস্যা হলো শরীর জুড়ে দেখা যায় ঘামাচি। এতে শরীরে একটা অস্বস্তিও হতে থাকে। আর ঘামাচি এক বার দেখা দিলে সহজে যায় না। কিছু পাওডার বা সাবান এই সমস্যা থেকে দূর করতে পারলেও পুরোপুরি যায় না।

শিশুদের ক্ষেত্রে তো অনেক সময় এই সব সাবান বা পাউডার বিরূপ প্রভাবও ফেলে। ঘামাচির সমস্যা দূরীকরণে চলুন জেনে নেই কয়েকটি ঘরোয়া উপায়:

একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগান। দিনে ৩-৪ বার এই ভাবে করলে ভাল ফল পাবেন।
চার টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির উপর লাগান। কিছুক্ষণ রেখে শুকিয়ে নিন। এর পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
১ কাপ ঠাণ্ডা পানিতে ১ টেবিল চামচ বেকিং সোডা গুলিয়ে একটি পরিষ্কার কাপড় বেকিং সোডার পানিতে ভিজিয়ে তা ভালো করে নিংড়ে ঘামাচির স্থানে লাগালে বেশ উপকার পাওয়া যায়।
ত্বকের যে কোনো সমস্যার সমাধান যেন নিমপাতা ছাড়া হয়ই না। ঘামাচির ক্ষেত্রেও তাই! কারণ, নিমপাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ঘামাচি নিরাময়ে সাহায্য করে। তাই, নিমপাতার পেস্ট শরীরে লাগিয়ে তা সম্পূর্ণ শুকাতে হবে। এভাবে ৪-৫ বার দিনে ব্যবহার করতে পারেন।

লেবুর রসে রয়েছে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ঘামাচি দূর করতে বেশ কার্যকরী। ঘামাচিতে উপকার পেতে দিনে ৩/৪ গ্লাস লেবুর রস মিশ্রিত পানি পান করুন।
অ্যালোভেরা জেল ঘামাচিতে অনেক আরাম দেয়। কয়েক দিন শরীরে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ঘামাচি ভালো হয়ে যায়। সেজন্য অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে তা শরীরে প্রলেপ মেখে নিতে হবে। জেল আপনা-আপনি শুকিয়ে গেলে পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
চন্দন বাটা বা চন্দন গুঁড়া গোলাপজলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে ঘামাচির স্থানে কয়েকবার লাগালে কিছুদিনের মধ্যেই ঘামাচি ভালো হয়ে যাবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর আমঝুপিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র মউকের নিজস্ব হলরুমে  আলোচনা সভা ও প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এইড ফাউন্ডেশন এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মসূচীর আয়োজন করে।

মউকের সিনিয়র ম্যানেজার মুরাদ হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, শিরিন আক্তার, আব্দুল করিম।

বক্তারা “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে সকলকে তামাক মুক্ত পরিবার গঠনে এগিয়ে আসার আহবান জানান। সভার আগে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পাশে এক মানববন্ধন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।