কুষ্টিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলার উদ্বোধন

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১০দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলা-২০২৩’ এর উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের ক্যাম্পাসে জাতীয় সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাজাহান আলী।

সমকালীন প্রাসঙ্গিকতার গুরুত্ব বিবেচনায় রবীন্দ্র চর্চার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পরে ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় রবীন্দ্র চর্চা’ শির্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ছাড়াও বক্তব্য রাখেন- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. আ ন ম রেজাউল করীম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারত থেকে আগত লেখক ও গবেষক ইন্দ্রনাী চট্টোপাধ্যায়, কবি ও আবৃত্তি শিল্পী আলম আরা জূঁই, ভারতের নদীয়া থেকে আগত মিনা সাহা ও স্বপন মৈত্র, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক ও গবেষক ইমাম মেহেদী, কবি ও সাংবাদিক মামুন রশিদ, কবি গবেষক আলীনূর ইসলাম (বঙ্গ রাখাল), পরিবেশবিদ ও লেখক গবেষক গৌতম কুমার রায়।




বিয়ে করলেন সালমান মুক্তাদির

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির অবশেষে বিয়ে করেছেন। রোববার (৩০ এপ্রিল) বিয়ে করেছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২ মে) তিনি নিজেই জানিয়েছেন এ ইউটিউবার-অভিনেতা।

ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা।

এদিন স্ত্রীর সঙ্গে নিজের কয়েকটি রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন সালমানের ভক্তরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

ইউটিউবার সালমান শুরুতে মানুষদের বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ করেন। এ কারণে তার এই বিয়ের ছবিগুলো মানুষকে বোকা বানানোর জন্য কিনা, সেটা নিয়ে সন্দিহান অনেকে।

সূত্র: ইত্তেফাক




ইতিহাস লিখে এশিয়া কাপে নেপাল

ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিলো নেপাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপে জায়গা করে নিয়েছে হিমালয়ের দেশটি। এশিয়া কাপে এশিয়া দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে নেপাল।

গত সোমবার (১মে) ফাইনাল ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রিজার্ভ ডে’তে গড়ায়। আজ মঙ্গলবার (২ মে) কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ললিত রাজবংশীর ঘূর্ণির সামনে পড়ে অসহায় হয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত। ৩৩.১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। মাত্র ১৪ রানের বিনিময়ে একাই ৪ উইকেট রাজবংশী।

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আমিরাতের বোলারেদের পাত্তাই দেয়নি স্বাগতিক ব্যাটাররা। প্রথমেই ২২ রানের মাথাতে ৩ উইকেট হারিয়ে বিপদের শঙ্কা দেখা দিলেও গুলশান ঝা ও ভিম শারকির জুটিতে আর কোনো বিপদ হতে দেয়নি নেপাল। গুলশানের ৬৭ আর ভিমের ৩৬ রানে ভর করে ৩০.৩ ওভারেই জয় তুলে নেয় নেপাল।

এই জয়ে প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন হওয়ার সাথেই এশিয়ার বিশ্বকাপখ্যাত এশিয়া কাপেও পৌঁছে গেলো নেপাল। আসন্ন এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপের। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপের আসর মাঠে গরানো নিয়েই রয়েছে শঙ্কা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হত্যা মামলায় একজনের ৮ বছর কারাদন্ড

গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাংস বিক্রেতা সুমন হত্যা মামলায় ঘাতক আব্দুল আওয়ালকে ৮ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস।

দন্ডিত আব্দুল আওয়াল গাংনী উপজেলার কাজীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকার আবুল কাসেম ওরফে খুশি মন্ডলের ছেলে।

আজ মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জুন বেলা আড়াইটার দিকে নিহত সুমন ব্যবসায়ীক কাজ সেরে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় আব্দুল আওয়াল তাকে দাঁড়াতে বলেন। দাঁড়ানোর সাথে সাথে তাকে হাতুড়ি দিয়ে মাথায় ও ঘাড়ের উপর দুটি আঘাত করে আওয়াল। এতে গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা আহত সুমনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নেন। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় নিহতের পিতা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩৪১/৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন। যার গাংনী থানার মামলা নং ১২, ১৫/০৬/২০১৫ইং, ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/১১৪ দ:বি:। সেসন মামলা (দায়রা) নং ২০০/১৭, জি আর কেস নং ১৮৪ /১৫, মামলার তদন্তকারি অফিসার গাংনী থানার উপপদির্শক (এসআই) মুক্তার আলী দীর্ঘ তদন্ত করার পর আদালতে চার্জশীট প্রদান করেন। মামলাটি ৩৪১/৩০৪ ধারায় অন্তর্ভুক্তি করা হয়। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

মামলায় ৩৪১ ধারায় আব্দুল আওয়াল কে এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী ছিলেন।

তবে, মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী আবুল কাশেম বলেন, এই রায় আমি মানিনা। রায়ের বিরুদ্ধে আমি উচ্ছ আদালতে অ্যাপিল করবো। দিনে দুপুরে আমার ছেলে সবার সামনে হাতুড়ি পেটা করে হত্যা করলো। সবাই স্বাক্ষী দিলো। অথচ, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মাত্র ৮ বছরের কারাদন্ড দিলো। এই রায় আমি মানতে পারছিনা।

আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট একেএম শফিকুল আলম বলেন, এই রায়ের মধ্য দিয়ে আদালত ন্যায় বিচার করেছে। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।




চুয়াডাঙ্গায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ১লা মহান মে দিবস পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার সকাল সাড়ে নয়টার সময় জেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়।

পরবর্তীতে ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ সময় তিনি বলেন, আমেরিকার শিকাগো শহর থেকে যে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল তা আজও চলমান রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও আবাসন সমস্যার অনেকাংশই সমাধান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষ তথা শ্রমিক শ্রেণির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত সরকার দেশের অনেক কল-কারখানা বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছিল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক লীগের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আফজালুল হক বিশ্বাস,চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বাংলাদেশে আসছে শাহরুখের ‘পাঠান’, জানা গেলো মুক্তির তারিখ

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।

ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে সংশ্লিষ্টরা। সাফটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’।

বাংলাদেশে পাঠান আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, সোমবার সেন্সরে বোর্ডে ‘পাঠান’ জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।’

এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। দেশের সিনেমা হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবে কি না দর্শক, এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। শাহরুখ ছাড়া এখানে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম প্রমুখ।

সূত্র:ইত্তেফাক




অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গাংনীর ইউএনও

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে আগুন লেগে অসহায় দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনার এক দিন না পেরুতেই গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাড়িয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুর রহিমের দুই ছেলের বসত ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে খেটে খাওয়া অসহায় পরিবার দুটি দুশ্চিন্তায় ভুগছেন; এমন ঘটনা শুনে (১লা মে) সোমবার বেলা ১২ টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই দুটি পরিবারের লোক জনের সাথে সাক্ষাৎ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এ সময় তিনি দুটি পরিবারের লোক জনের প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ প্রদান করেন। এবং সরকারি আরো সহোযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

এবিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ঘটনার দিন সকালেই মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে অগ্নিকাণ্ডের বিষয়টি আমি শুনি কিন্তু এসএসসি পরীক্ষার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার কারণে তৎক্ষনাৎ আমি আসতে পারিনি। পরবর্তীতে আজকে এসেছি নিজ চোখে দেখার জন্য; এখানে এসে যেটি দেখলাম দুই পরিবারের বসতঘর, রান্নাঘর, গুরুত্বপূর্ণ আসবাবপত্র সহ বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তাৎক্ষণিক কিছু সহয়তা করেছি এবং তারা যদি আবেদন করে তাহলে সরকারি সহোযোগিতা দেওয়া হবে এমন আশ্বাস দিয়েছি।

এদিকে ইউএনও’র সহোযোগিতা ও আশ্বাসে নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখছেন অসহায় ওই দুটি পরিবার।




কুষ্টিয়ায় ছোট ভাইয়ের শীলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় রাশিদুল ইসলাম (২৬) নামে এক ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকালের দিকে ইবি থানার শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে।

নিহতের পরিবার স্বজনেরা জানায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটর বসান। পরবর্তীতে গত রাতে টিউবওলেয়ের সাথে পানির মটরটি চুরি হওয়ায় বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের কথাকাটাটির সৃষ্টি হলে ঘরে পাশে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি আননুর যাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তুচ্ছ ঘটনার জেরে তাকে হত্যা করেছে। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।




হাগিং ফেসের নিজস্ব চ্যাটজিপিটি

হাগিং ফেস, ভেনচার ক্যাপিটাল এই কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তারা ওপেনএআই-এর মতোই একটি ওপেন সোর্স প্রতিপূরক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে। অর্থাৎ এটিও অনেকটাই চ্যাটজিপিটি কিন্তু এর নাম হাগিংচ্যাট। আপাতত এর ওয়েব ইন্টারফেস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই ওয়েব ইন্টারফেসে জরুরি অ্যাপ এবং হাগিং ফেস এপিআই যুক্ত করে নানা সেবা চালু করা হবে।

হাগিংচ্যাট চ্যাটজিপিটির মতোই অনেক কাজ করতে পারে। আপনার জন্য কোড লিখে দেওয়া, ইমেইল ড্রাফট করা এবং র‍্যাপ গানও আপনাকে কম্পোজ করে দেবে। লাইওন নামে একটি সংগঠন ওপেন অ্যাসিস্ট্যান্ট নামে একটি দল করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি তৈরি করেছেন। তারা অলাভজনক প্রতিষ্ঠান। মূলত টেক্সট টু ইমেজ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের দিকেই তারা এগিয়ে যেতে চাচ্ছেন। চ্যাটজিপিটির মতো হলেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে চাচ্ছে।

গিটহাবে ওপেন অ্যাসিস্ট্যান্ট লিখেছে, ‘আমরা একটি সহকারী তৈরি করছি। এমন একজন প্রযুক্তি সহকারী আমরা তৈরি করব যা ভবিষ্যতে আপনাকে অর্থবোধক কাজ, এপিয়াই, অনেক জটিল গবেষণার কাজেও সাহায্য করতে পারবে। আপনার ব্যক্তিত্বের সঙ্গে সমন্বয় করেই আরও বড় পরিসরে ছড়িয়ে যেতে পারবে এটি।’ অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই আপনার সব কাজ সহজ করার জন্য হাত বাড়িয়ে দেবে প্রতিষ্ঠানটি। হাগিংচ্যাটের অবশ্য অনেকদূর হাটতে হবে এখনো। ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ে সমালোচকরা বেশ সরব। কিন্তু অনেকেই মনে করছেন চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে বোধহয় এই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এগিয়েই আছে।

সূত্র: টেকক্রাঞ্চ




এইচএসসি পাসে নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/পাওয়ার বিষয়ে এইচএসসি পাস হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

সর্বসাকুল্যে ১০ হাজার টাকা।

কোম্পানির সুযোগ সুবিধাদি

উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা সেবা সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র / জন্মসনদ ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ০৬ মে ২০২৩, শনিবার সকাল ৯ টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

আবেদনের শেষ তারিখ

৬ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস।