মেহেরপুরে বিভিন্ন শ্রমিক সংগঠণের উদ্যোগে মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের মেহেরপুর শাখার সভাপতি আহসান হাবীব সোনা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ।

র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, শ্রমিক ইউনিয়ন বামন্দী শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাইতুল হক, লাইন সম্পাদক পলাশ আহমেদ, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক আজম, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলীসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়া মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেনের নেতৃত্বে র‌্যালীটি শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) ইউসুফ আলী খোকন, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী, লাইন সম্পাদক আলামিন হোসেন, কোষাধ্যক্ষ কামাল শেখ রিংকু প্রমুখ।

মেহেরপুর জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক মালিক ঐক্য গড়ি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি এই স্লোগানে মেহেরপুরে ইমারত নির্মাণ শ্রমিকের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের একটি র‌্যালী বের করে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে র‌্যালীটি শহরের মালোপাড়া থেকে বের হয়ে নতুন পাড়ার মোড়, বাসস্ট্যান্ড, হোটেল বাজার, বড় বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল হোসেন, শহিদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধাক্ষ খন্দকার নাফিজুর,প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ইসরাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মজনু সর্দার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা রেলিতে অংশগ্রহণ করেন।র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।




গাংনীতে খাস জমিতে ঘর বানানোকে কেন্দ্র করে সংঘর্ষে, আহত-৩

গাংনী উপজেলার পিরতলা গ্রামে সরকারি খাস জমিতে ঘর বানানোকে কেন্দ্র করে সৃষ্ঠ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১ মে) সকালের দিকে পিরতলা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, আইনাল হোসেনের স্ত্রী শিল্পী খাতুন (২৫), ছিদ্দিক আলীর ছেলে লিমন হোসেন (১৮) ও অপরপক্ষের আলতাব হোসেনের ছেলে মাহফুজ হোসেন (২৮)।

আহতদের মধ্যে লিমন হোসেন ও শিল্পী খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাহফুজ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিল্পী খাতুন জানান, ১ শতক সরকারি খাস জমিতে আমি ঘর তৈরী করছিলাম। এসময় প্রতিপক্ষ মাহফুজ হোসেন তাতে বাধা দিয়ে আমার উপর হামলা করে।

অপরদিকে মাহফুজ হোসেন বলেন, লিমন একজন মাদকাসক্ত। তাই মাদক সেবন করে এসে আমার উপর হামলা চালিয়েছে।

এঘটনায় উভয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।




মেহেরপুরে ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক মামলার ১ ও হত্যা মামলার ১ আসামি।
গাংনী থানা পুলিশের অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার ও মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
গাংনী থানা ও মেহেরপুর সদর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবারের এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা। আজ রোববারের পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলার কোথাও কোন ধরণের বিশৃঙ্খলা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় মোট ১৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে।

তথ্য মতে, প্রথম দিনের পরীক্ষায় জেলার মোট ১১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মাঝে ১১ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাকি ১৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে- এসএসসি (সাধারণ) পরীক্ষায় মোট ৯ হাজার ১৬৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির সংখ্যা ছিল ৯ হাজার ২৩ জন। অনুপস্থিত ১৪৪ জন। এসএসসি ও দাখিল (ভোকেশনাল) মোট ১ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিল ১ হাজার ৩৫৭ জন। অনুপস্থিত ১৯ জন। দাখিল পরীক্ষায় ৯৯৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৯৬৩ জন। অনুপস্থিত ৩৩ জন।

এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথমদিন থেকেই কেন্দ্রগুলতে ছিল কড়া নিরাপত্তা। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা, অনিয়ম এড়াতে এবং প্রশ্নফাঁস রোধে সার্বক্ষণিক চারটি ভিজিলেন্সটিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট ও পুলিশ সদস্যরা মাঠে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি কেন্দ্রের বেশ কয়েকটি কক্ষ পর্যবেক্ষণ করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। পরে সেখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক।

সাংবাদিকদের সঙ্গে প্রসঙ্গ কথায় জেলা প্রশাসক বলেন মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার প্রশ্নপত্রও অত্যন্ত মানসম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা সাবলীলভাবে তাদের প্রশ্নের উত্তর লিখতে পেরেছে। প্রশ্নপত্র ফাঁসসহ সকল প্রকার অনিয়ম রোধে সার্বক্ষণিক কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আরও বলেন, চুয়াডাঙ্গার চারটি উপজেলার ৩০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সুষ্ঠু সুন্দর নকমুক্ত পরিবেশে পরিক্ষা নেওয়ার বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। আমার এডিসি, ইউএনওরা দায়িত্ব পালন করছে। এছাড়া উপজেলার ট্যাগ অফিসাররা দায়িত্ব পালন করছে। আমরা আশা করছি, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে সুষ্ঠ এবং নকলমুক্ত পরিবেশে চুয়াডাঙ্গা জেলা এসএসসি ও সমমানের পরিক্ষা সম্পন্ন করবো।




দীর্ঘদিন ২ বছর পর মুজিবনগর বাসি পেল নতুন এসিল্যান্ড

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো মুজিবনগর বাসীর। মুজিবনগর উপজেলার নতুন এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন মো: নাজমুস সাদাত। তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপার সন্তান।

নতুন এসিল্যান্ড নাজমুস সাদাত মুজিবনগরে পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি খাতুন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মুজিবনগর উপজেলার সর্বশেষ এসিল্যান্ড নাজমুল আলম বদলি হয়েছিলেন ২০২১ সালের ১ জুলাই ।

ঐতিহাসিক মুজিবনগর উপজেলায় ভূমি অফিসে এসিল্যান্ডের পদটি ফাঁকা ছিল প্রায় ২ বছর যাবত। গতি কমে গিয়েছিল ভূমি মিউটেশন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে। নতুন এসিল্যান্ড যোগদানের মধ্য দিয়ে গতি বাড়বে উপজেলার ভূমি মিউটেশনে সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা সমাধানে।




দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩ টার সময় হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিন।

২০২৩-২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেটে সম্ভাব্য আই ও ব্যয় এর খসড়া অনুযায়ী ২৩-২৪ইং অর্থ বছরে ১কোটি ৮৪ লক্ষ ৬৩ হাজার ৫শত ৮৫ টাকার চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়। হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, আ: হান্নান পটু, শাহজামাল, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল্লাহ সেলিম, সাবিনা ইয়াসমিন, রওশনারা খাতুনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন।




দর্শনায় শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরিক্ষা সম্পন্ন 

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার দর্শনায় শান্তিপূর্ণ ভাবে এস,এস,সি ও সমমানের পরিক্ষা সম্পন্ন হয়েছে। এ পরিক্ষায় দর্শনা পৌরসভা সহ পার্শ্ববর্তী ইউনিয়নের মোট ৮টি বিদ্যালয় অংশ গ্রহণ করেন ৬৪৪ জন শিক্ষার্থী। এ পরিক্ষায় কোন বহিস্কার না হলেও পরিক্ষার প্রথম দিনে পরিক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছিল ১২ পরিশিক্ষার্থী।

আজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনার দুটি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র। এ কেন্দ্র দুটি মেমনগর বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয় ও দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রে মেমনগর বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭৬ জন। এ পরিক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭২ জন। অনুপস্থিত ছিল ৪ জন। অন্যদিকে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র দু’টিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬৮ জন। পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর ছিল ২৬০ জন। এ দুটি পরিক্ষা কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ জন। দর্শনার উভয় পরিক্ষার কেন্দ্রে বহিষ্কারের কোন ঘটনা ঘটেনি। তবে পরিক্ষার প্রথম পত্রে দুটি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১২ জন শিক্ষার্থী।

দর্শনার দুটি পরিক্ষা কেন্দ্রে পরিক্ষায় অংশ গ্রহণ করেন দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, কেরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয়, আলহেরা ইসলামী বিদ্যালয়, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দামুড়হুদার পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের কামাড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, মদনা মাধ্যমিক বিদ্যালয়, বড় বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠিত পরিক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেছেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।

দর্শনা বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন জানায়, দর্শনায় এসএসসি পরিক্ষার দুটি কেন্দ্রের সুপার হিসাবে মেমনগর (বিডি) মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন শিক্ষক ইকরামুল হক ও মাধ্যমিক বালিকা (গার্লস) বিদ্যালয়ে হাসমত আলী। এ দুটি পরিক্ষা কেন্দ্রে মোট ৬৪৪ জন পরিক্ষার্থীর মধ্য পরিক্ষায় ১২ জন কম অংশগ্রহণ করছে।




গাংনীতে তীব্র তাপদহের পর স্বস্তির বৃষ্টি

গেল কয়েকদিন ধরে মেহেরপুরের গাংনীতে সারাদিন তীব্র তাপদাহ থাকলেও বিকেল হতে না হতেই শুরু হয় বৈরী আবহাওয়া। মুহুর্তের মধ্যে শুরু হয় ঝড়। ঝড়ের ফলে ধুলোবালি উড়ে অন্ধকার হয়ে যায় চারপাশের পরিবেশ।

গত (২৮ ও ২৯শে এপ্রিল) আকাশে কালো মেঘের ঘনঘটা আর ঝড় হলেও কয়েক ফোটা বৃষ্টির পানি পড়ে থমথমে হয়ে যায় পরিবেশ। তবে আজ রবিবার সারাদিন তীব্র তাপদাহ থাকলেও বিকেলের আকাশে কালো মেঘের ঘনঘটা থেকে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। সারাদিনের তীব্র গরমের মধ্যে ঘন্টাব্যাপী এ বৃষ্টি স্বস্তি এনে দেয়। সটানা কয়েকদিনের অপেক্ষা আর বৈরী আবহাওয়ার পর আজকের ঘন্টাব্যাপী বৃষ্টিতে স্থবির হয়ে যায় চারপাশ। রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ থাকে বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত। বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎয়ের ঝলকানি আর গুড়ুম গুড়ুম শব্দে ভারী হয়ে ওঠা প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মাদ্রাসা বাজারে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রি করতে বসেছিলেন মহব্বত আলী। কিন্তু তীব্র বৃষ্টির ফলে তলপিতলপা গুটিয়ে নিতে হয় তাকে। তিনি জানান, গত দুদিন খারাপ আবহাওয়া হলেও ঝড়বৃষ্টি হয়নি তেমন। কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টির সাথে বাতাস হওয়ায় আমার ঝালমুড়ির অস্থায়ী দোকান নিয়ে টিকে থাকতে পারিনি।

বামন্দী কাজিপুর সড়কে প্রতিদিন দুবেলা চলাচল করেন জিল্লুর রহমান। তিনি বলেন, আজ সারাদিন তীব্র গরম পড়েছে। ঘেমে একাকার অবস্থা। বৃষ্টি হয়ে শান্তি লাগছে।




গাংনীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার

মেহেরপুরসহ সারাদেশে একযোগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার থেকে। জেলায় এবার ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ হাজার ৯০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, জেলার ৩টি উপজেলায় জেনারেলের শাখার জন্য ১৩টি কারিগরি (ভোকাশোনাল) শাখার জন্য ৪টি এবং মাদ্রাসা শাখার জন্য ২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নির্ধারীত সময়ে পরীক্ষা শুরু হওয়ার পর মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখছি। এর আগে গত দুইদিনও আমি পরিদর্শন করে দেখেছি ছোট ছোট যে সমস্যাগুলো ছিলো সেগুলো সমাধানে কিছু নির্দেশ দেওয়া ছিলো; আজকে আমি দেখলাম সেগুলো মোটামুটি ভালো রয়েছে। যতগুলো এখন পর্যন্ত দেখেছি সবগুলো কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর মনে হয়েছে। আশাকরি সামনের দিনগুলোতেও এই ধরনের শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে।

নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সমাপ্ত করার লক্ষ্য জেলার তিন উপজেলায় তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। মেহেরপুর জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আজিজুল ইসলাম পরীক্ষা কেন্দ্র গুলোর আশেপাশে ১৪৪ ধারা জারি করেছেন এবং এক মাস সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছেন।




জীবননগরে কালবৈশাখী ঝড়ে ঘর বিধ্বস্ত

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বেশ কিছু ঘর বিধ্বস্তসহ ফসলাধি নষ্ঠ। ঝড়ে ঘরের দেয়াল চাপায় গুরুত্বর আহত মুক্তিযোদ্ধা পরিবার । এছাড়া গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েক দিন ধরে রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এসব ক্ষয়ক্ষতি হয়। এদিকে ক্ষতিগ্রস্ত তালিকা করতে মাঠে নেমেছে প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন কালবৈশাখী ঝড়ে ঘরের দেওয়াল ও টিন উড়ে গঙ্গাদাশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মেয়ে মোছাঃ বেলি খাতুন গুরুত্বর আহত হয়েছে। ঘর তৈরি করবে এমন সামথ্য না থাকায় ওই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অন্যর বাড়িতে রাত যাপন করছে। একই অবস্থা দিনমজুর শহিদুল ইসলাম,জিয়াউর রহমানের পরিবারের।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাবুল ইসলাম মিল্টন বলেন,কালবৈশাখী ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে আমরা তালিকা তৈরি করছি তালিকা তৈরি শেষে উপজেলাতে জমা দিব ।

জীবননগর উপজেলা কৃষি অফিসার মোছাঃ শারমিন আক্তার বলেন, জীবননগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে মোট ক্ষতির পরিমান হিসাব করা হয়েছে সাড়ে ১২হেক্টর জমি এবং আক্রান্ত হয়েছে ২৫ হেক্টর জমি। তবে কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।