মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে।

আসামিদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৩ জন, সদর থানা পুলিশের অভিযানে ২ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১ জন গ্রেফতার হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যারাত থেকে আজ মঙ্গলবার (৩০ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে গ্রেফতার অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার দুপুরের দিকে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।




মুজিবনগরে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সভা ও পুরস্কার বিতরণী

মুজিবনগরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে সভা এবং প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য পুরস্কার প্রদান করেছে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি।

গতকাল সোমবার বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে, মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এই সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় এবং গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাস্মদ আলাউদ্দীন,
সভায় উপজেলা ১০ টি স্কুলের প্রধান শিক্ষক, ১ জন সহকারি শিক্ষক এবং ১ জন এসএমসি সদস্য অংশ গ্রহন করেন। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পুরস্কৃত করা হয়।

সেই সাথে উপজেলার ভালো শিক্ষক হিসেবে অসামান্য অবদানের রাখার জন্য ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিরুল শেখ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খদেজা খাতুনকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের পুরস্কার প্রদান করা হয়।

সেই সাথে অংশগ্রহণকারী সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।




দামুড়হুদায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

দামুড়হুদায় বৃহত্তর কুষ্টিয়া প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ০২ আসনের সাংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

আজ সোমবার সকাল ১০ টার সময় প্রথমে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর আর এন্ড এইচ হতে দর্শনা ডিঙ্গেদহ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে উপজেলার বড় দুধপাতিলা, কোমরপুর এবং লক্ষিপুর গ্রামের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন বর্তমান সরকারের আমলে দেশে রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেসকল উন্নয়ন হয়েছে তা এখন দৃশ্যমান। দেশের মানুষ এখন তার সুবিধা ভোগ করছে। এর আগে কোন সরকারের আমলে এতো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তার পরেও বিরোধী দল চোখে কোন উন্নয়ন দেখতে পায়না।
এসময় তিনি আরও বলেন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হতে দর্শনা ডিঙ্গেদহ সড়কে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে ২৬৯২ মিটার, বড়দুধপাতিলা বটতলা মোড় থেকে জয়রামপুর মাঠ ভায়া বরিং মাঠ পর্যন্ত প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যায়ে ১০০০ মিটার, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের রবি ডাক্তারের বাড়ির সামনে থেকে ইউসুফ ফকিরের বাড়ি পর্যন্ত প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যায়ে ৭৫০ মিটার, জুড়ানপুর ইউনিয়নের লক্ষিপুর লিয়াকত ডাক্তার এর বাড়ির সামনে থেকে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যায়ে ১৫০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। অতি দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আ: রসিদ, উপজেলা সহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম, আহসান হাবিব, নায়মুর রহমান, কার্যসহকারী রমজান আলী, অপুর্ব। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহাম্মেদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম রায়হানসহ আওয়ামীলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করছে উপজেলা সড়ক ও জনপদ বিভাগ।




মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন সহ বর্ধিত সভার আয়োজন করা হয়।

আজ সোমবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলার আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সোবানের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলার সদস্য সচিব মোঃ বারিকুল ইসলাম লিজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ সোহেল মাহমুদ মৃধা,সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জীবন আকবর, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ওয়াসিম আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




গাংনীর কাথুলী ইউপি তে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা

গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়। কাথুলী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মতিন বাজেট ঘোষনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুল হোসেন, জিনারুল ইসলাম, আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম আনার,ফারুক আহমেদ, হুছাইন মাহমুদ, টুটুল হোসেন, কাবের আলী, আনারুল ইসলাম, ও মহিলা সদস্যা বৃন্দ।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান, জয়নাল আবেদীন, প্রবীণ আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন, হাফিজুর রহমান সহ আরো অনেকেই।

২০২৩-২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেটে ১,৫৭,১৯,৫০০ টাকা ধার্যকৃত বাজেট ঘোষনা করেন।




গাংনীর বামন্দী দাখিল মাদ্রাসার ৩ ছাত্রী নিরুদ্দেস

গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার তিন ছাত্রী নিরুদ্দেশ হয়েছে। গতকাল ২৮ মে রবিবার সকালে মাদ্রাসার উদ্যেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

নিরুদ্দেশ ওই তিন ছাত্রীরা হলেন, দেবীপুর গ্রামের স্বপ্না, সূর্বণা ও সুমাইয়া।

২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত ওই তিন ছাত্রীর কোনো খোঁজ মেলেনি। অবশেষে ওই তিন ছাত্রীর মধ্যে একজনের পিতা গাংনী থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাধারণ ডাইরির বিষয় নিশ্চিত করেছেন।

স্থানীয় বামন্দী ইউনিয়নের দেবিপুর গ্রামের ইউপি সদস্য হিরক আহমেদ জানান, উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে ও বামন্দী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী স্বপ্না খাতুন (১৪), একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও একই মাদরাসার নবম শ্রেনীর ছাত্রী সূবর্ণা খাতুন(১৫), এবং জামরুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৫)। উধাও ওই ৩ ছাত্রী একই সঙ্গে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া-আসা করতেন বলে জানিয়েছে তার অভিভাবকরা।

নিখোঁজ ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৮ মে) সকালে স্বপ্না, সূর্বণা ও সুমাইয়া নিজ বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে স্কুল ব্যাগ কাধে নিয়ে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাদের পরিবার।

স্থানীয় ইউপি সদস্য হিরক আহমেদ বলেন, নিখোঁজ ৩ জনের বাড়ি দেবীপুর গ্রামে পাশাপাশি। তারা একসাথে লেখাপড়া-খেলাধুলা করে। হঠাৎ গতকাল তারা মাদ্রাসা থেকে বাড়িতে ফেরেনি। আমরা গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেছি তবুও তাদের সন্ধান মেলাতে পারিনি।

বামন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম বলেন, আমি শারীরিক অসুস্থতার কারনে গতকাল মাদ্রাসায় যেতে পারিনি। তবে খোঁজ নিয়ে জেনেছি আমাদের প্রতিষ্ঠানের তিন ছাত্রী সুমাইয়া, সূবর্ণা ও স্বপ্না তাদের কেও গতকাল মাদ্রাসায় উপস্থিত হয়নি এবং তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, তিন ছাত্রীর পরিবারের লোকজন এসে একটা জিডি করেছে। তারা নিজেরাই নিরুদ্দেস হয়েছে কিনা সেটাও ভাবা হচ্ছে। তবে, তাদের উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।




দামুড়হুদায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাসির নামে একজন নিহত

দামুড়হুদায় জাম গাছ থেকে পড়ে নাসির নামে এক যুবক নিহত হয়েছে। নিহত নাসির (৪৫) উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, আজ সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আকবর আলির ছেলে নাসির নিজ জামবাগানে জাম পাড়তে গাছে উঠে। পরে অসাবধানতার কারণে পা পিছলে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার করেন। পরবর্তীতে রাজশাহীতে নেবার পথিমধ্যে নাসিরের মৃত্যু হয়।

নিহতের ভাই আহম্মদ আলী জানান, অসতর্কতাবস্থায় হঠাৎ পা পিছলে জাম গাছ থেকে মাটিতে পড়ে যায় নাসির। মাটিতে পড়ে তার মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী নেয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।




মেহেরপুরের টেঙরামারিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

মেহেরপুর সদর উপজেলার টেঙরামারি গ্রামে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে ৪৩৪ মিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ।

ইট সহ বিভিন্ন উপকরণ নিম্নমানের দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। গতকাল রবিবার সকালে সরে জমিন গিয়ে দেখা যায় খোয়া দিয়ে রোলারিংয়ের যে কাজটি করা হয়েছে তাতে ২ ও ৩ নম্বর ইট রয়েছে।

আমদহ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোকাদ্দেস আলী জানান, স্থানীয় জনগণ বিষয়টি আমাকে জানালে আমি সরেজমিন সেখানে যায় এবং দেখি যে বেশিরভাগ ইটগুলোই ৩ নম্বর।
স্থানীয় আনসার আলী বলেন বেশিরভাগই কামা ইট দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় জনগণ জানান তিন নম্বর ইট দিয়ে রাস্তা তৈরি করাই গ্রামের একজন  প্রতিবাদ করতে গেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী ও তার ছেলে হীরা তার উপর চড়াও হয়।

স্থানীয় আরো একজন বলেন, এই কাজের দেখভাল করে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি রুস্তম আলী। তিনি না চাইলে কখনোই এই নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি সম্ভব ছিল না।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী বলেন এই কাজে দুই থেকে তিন ট্রলি তিন নম্বর ইট দেয়া হয়েছে বাকিগুলো সব ঠিক আছে। তিনি আরো বলেন অন্যান্য রাস্তা গুলো যেরকম হয় এ রাস্তা সেভাবে তৈরি হচ্ছে।

স্থানীয় সাব ঠিকাদারের ম্যানেজার ফারুক হোসেন অনিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন অফিস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসার পরেই তারা রাস্তায় খোয়া দিয়ে রোলারিং এর কাজ শুরু করেছেন।

বাস্তবায়নকারী সাব ঠিকাদার জুয়েল বিশ্বাস বলেন নির্মাণ উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ায় রাস্তা নির্মাণের ক্ষেত্রে একটু কম বেশি করা হচ্ছে।

সদর উপজেলা প্রকৌশলী শাহীন আক্তার বলেন আমি অফিসের বাইরে আছি তথ্য জানতে হলে অফিসে আসেন।




মুজিবনগর সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

মুজিবনগরের ভারতীয় সীমান্ত থেকে শরিফুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি’র মুজিবনগর বিওপি ক্যাম্প।

আটক শরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার মাঝপাড়া এলাকার সাহাবুদ্দীনের ছেলে।

মাঝপাড়া ও ভারতের হৃদয়পুর সীমান্ত পিলার ১০৫/৩ এ এর নিকট থেকে তাকে আজ সোমবার দুপুরের দিকে আটক করা হয়।

৬ বিজিবির মুজিবনগর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন।

মুজিবনগর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছে শরিফুল ইসলামকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। পরে বিজিবির টহল দলের সামনে পড়লে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

এঘটনায় মুজিবনগর থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন

আড়ম্বর পরিবেশে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ট্রপির মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ সোমবার (২৯ মে) বেলা দেড়টার সময় মেহেরপুর পৌর কমিউনিটি হলে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১৬ টি ফুটবল একাদশকে একটি করে ফুটবল প্রদান করা হয়।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের আহবায়ক প্রাক্তন মো. ফুটবলার এমদাদুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রফি মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক (অব), বীরমুক্তিযোদ্ধা ও প্রাক্তন কৃতি ফুটবলার ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মেহেরপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস ছামাদ।

ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মাহাবুব চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।

মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রফিক উল আলম, তোজাম্মেল আযম, বিভিন্ন ফুটবল টিমের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।