মেহেরপুর ও গাংনীতে পুলিশের অভিয়ানে গ্রেফতার-২

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ও ১৫১ ধারায় ২ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ১ ও সদর থানা পুলিশের অভিযানে ১৫১ ধারায় ১ আসামি গ্রেফতার হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

আজ রবিবার (২৮ মে) সকালের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তিতে আলোচনা সভা 

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (২৮ মে) সকাল ১০ টার দিকে বার্নাঢ্য র‌্যালীটি বাদ্যের তালে তালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজল ইসলাম।

র‌্যালিতে অনান্যদের  মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডাঃ মোঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকার নিজ বাসভবন থেকে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মহা: আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।




গাংনীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গাংনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রতিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্তরে একটি জলপাই গাছের চারা রোপন করা হয়।

মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতৃ গাছের চারাটি রোপন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, আওয়ামীলীগের স্থানীয় নেতা মনিরুজ্জামান আতু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, বামন্দী ইউনিয়ন পরিষদ ওবায়দুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান।

আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু’। সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিতি ছিলেন।

আলোচনাসভা শেষে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, চ্যানেল আই খুদে গানরাজ শিল্পী, উদয়, ফোক শিল্পী রোজিবুল ইসলাম, আনিকা ইমরোজ মেঘ, উলমাতুননেছা পূর্ণিমা, সামান্থা।যন্ত্র সংগীতে ছিলেন, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ওস্তাদ সেলিম রেজা, সোলাইমান হোসেন ও সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু।

এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।




১০০ ও ২০০ মিটার অ্যাথলেটিক্স বিভাগী পর্যায়ে প্রথম গাংনীর রিমন

বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় “অনূর্ধ্ব ১৫” বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় গাংনীর ঐতিহ্যবাহি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিমন হোসাইন ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শনিবার সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী এই তথ্য নিশ্চিত করেছেন।

রিমন হোসাইন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও এই উপজেলার চরগোয়াল গ্রামের কামরুল ইসলামের ছেলে।

রিমন হোসাইন ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী তাকে অভিনন্দন জানিয়েছেন।




জীবননগরে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

জীবননগরে পুকুরের পানিতে ডুবে এক শিশু মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার সময় জীবননগর পৌর সভার ৩নং ওর্য়াডের রাজনগর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাদ হোসেন(০৯) রাজনগর পাড়ার দিনমজুর মোঃ হাফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় বেসরকারী ইকরা মাদরাসার ছাত্র।

ভুক্তোভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,শনিবার সাদ হোসেন বাচ্ছাদের সাথে খেলা করছিল এ সময় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কাটা পুকুরে গোসল করতে যায়।এ সময় অসাবধনতা বসত বাচ্ছাটি পুকুরের পানিতে ডুবে যায়।স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে নিহত সাদের লাশ উদ্ধার করে।

জীবননগর পৌর সভার ৩নং ওর্য়াড কাউন্সিলার মোঃ খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাচ্ছাটি খেলা করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।যদি পুকুরটা ঘিরা থাকতো তা হলে হয়ত এ ধরনের ঘটনা ঘটতো না ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন,রাজনগর পাড়ায় একটি বাচ্ছা পানিতে ডুবে মারা গিয়েছে এটা আমি শুনেছি তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।এদিকে সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মাসহ গোটা পরিবার।




এবার টিকটকেও যুক্ত হচ্ছে এআই চ্যাটবট

মাইক্রোসফট, গুগলের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট নিয়ে কাজ শুরু করেছে টিকটক। এরই মধ্যে ‘ট্যাকো’ নামের একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের জন্য কাজও শুরু করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক মাধ্যমটি। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী ওপর চ্যাটবটটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

খুদে ব্লগ লেখার সাইট টুইটারে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট টিকটকে যুক্ত করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই চ্যাটবট কাজে লাগিয়ে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ট্যাকো চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর প্রোফাইল এবং লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও খুঁজে নিতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখার সুপারিশও করবে এই চ্যাটবট।

জানা গেছে, ফিলিপাইনের যে ব্যবহারকারীরা চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পেয়েছেন, তাঁদের একটি বার্তা পাঠিয়েছে টিকটক। বার্তায় বলা হয়েছে, ট্যাকো প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ট্যাকো ব্যবহারের অভিজ্ঞতা ভালো না–ও হতে পারে।
সূত্র: গ্যাজেটস নাউ




এয়ার অ্যাস্ট্রায় চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এয়ার অ্যাস্ট্রা। প্রতিষ্ঠানটি তাদের গ্রাউন্ড অপারেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ পয়েন্ট থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডাভিট গ্রহণযোগ্য হবে না।

জেন্ডার: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুন, ২০২৩




জনদুর্ভোগ; এ দায় কার ?

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বড় বাজার এলাকা। একেবারেই গাংনী উপজেলা শহরের প্রানকেন্দ্র। ব্যস্ততম শহরের এই যায়গা দিয়ে সারাদিন হাজার হাজার মানুষের যাতায়াত। সাম্প্রতিক সময়ে শহরের এই প্রধান যায়গাটিতে ড্রেন করতে গিয়ে ব্যাপক খোড়াখুড়ি করে গাংনী পৌরসভা। ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রেন নির্মাণ করে লেবেল না করেই রেখে দেই  স্থানটি।

সামান্য পানি হলে স্থানটিতে পানি জমে থাকে। প্রতিদিন ছোট খাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ছোট খাটো যানবাহন পাখি ভ্যান, অটো, মোটরসাইকেল, কার, মাইক্রোসহ অন্যান্য যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। মাঝে মধ্যে এসব গাড়ির স্প্রিংসহ অন্যান্য পার্টেসের ক্ষতি হচ্ছে। আবার ধুলার সময় বড় কোনো যানবাহন চললে ধুলায় অন্ধকার হয়ে যায়।

পথচারি শরীফুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে এখান দিয়ে যাওয়ার সময় চরম ঝাঁকুনি খেতে হয়।

আকরাম আলী বলেন, প্রধান শহরের প্রধান যায়গায় এভাবে কাজ করে লেবেল না করেই চলে গেলো। তাহলে মেয়রের থাকার দরকার কি ? মেয়র কি নিজে এই রাস্তায় চলাচল করেনা ?

স্থানীয় কয়েকজন ব্যববসায়ী না প্রকাশ না করার শর্তে বলেন, গাংনীর প্রধান সড়কের উপর এই বিষয়টি মেয়রের দৃষ্টি দেওয়া উচিৎ।

এব্যাপারে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বলেন, ওই স্থানে আগের স্টেমেটের কাজ। ওই স্টেমেটে লেবেল করার বিষয়টা ছিলনা। তবে, গাংনী পৌর সভার বেশ কিছু কাজ শুরু হচ্ছে। ঠিকাদারদের বলে ওই টুকু লেবেল করে দেওয়া হবে।




বিয়ের সময় নেই সাল্লু বাবার

বলিউডের চিরযুবক অভিনেতা সালমান খানের জীবনে বিভিন্ন সময় নারীদের আগমন ঘটলেও তা বিয়ের জল পর্যন্ত এখনও গড়াতে পারেনি। আর ৫৫ বছর বয়সেও রোমান্টিক এই তারকাকে বলা হয় ইন্ডাস্ট্রির মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর।

এদিকে, ভাইজান যেখানেই যাক না তাকে বিয়ে না করা নিয়ে শুনতে হয় নানা প্রশ্নও। আর সালমানও বিভিন্ন ভাবে মজা করে তার জবাব দেন। সম্প্রতি বিয়ে সম্পর্কে প্রশ্নের জবাব পাওয়া গেলো বিয়ের সময় নেই সাল্লু বাবার।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সালমান খান অভিনীত ‘অন্তিম’ সিনেমার প্রিমিয়ারে প্রতিবারের মতো সালমানকে বিয়ে করা নিয়ে প্রশ্ন করা হলে তার বোনের স্বামী অভিনেতা আয়ুশ শর্মা জানান সালমানের হাতে বিয়ে করার সময় নেই

তিনি আরো বলেন, আমার মতে তিনি এখন যেমন আছেন সেভাবেই সুখে আছেন। তাছাড়া তিনি নিজেই তার জীবনের সকল সিদ্ধান্ত নেন।

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুণরায় অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফ রয়েছেন তার সঙ্গে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া




থাইরয়েডের সুস্থতায়

প্রতি বছর ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় সারা বিশ্বে। থাইরয়েড সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। থাইরয়েড একটি ছোট্ট গ্রন্থি যা গলার কাছে থাকে। এর মাধ্যমে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন হার্ট বিট ঠিক রাখতে সাহায্য করে।

পাশাপাশি, মেটাবলিজম, শরীরের বৃদ্ধির হার ও বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ঠিক রাখে। এর গ্রন্থিটি ঠিকমতো কাজ না করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। আবার স্বাভাবিক মাত্রার থেকে বেশি মাত্রায় কাজ করলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। বেশি পরিমাণে থাইরয়েড হরমোন উৎপাদন হলে এই সমস্যা হয়।

ডাক্তার রেজানুর আহমেদ থাইরয়েডের সমস্যা প্রতিরোধে কিছু পানীয় নিয়ম করে খাওয়ার পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেই:

.থাইরয়েডের সমস্যা দূর করতে হলুদ মেশানো দুধ খেতে পারেন। এই দুধ নিয়মিত খেলে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
.আপেল সাইডার ভিনিগার একটি ক্ষারীয় প্রকৃতির পানীয় হয়। এই পানীয়টি রক্তে শর্করার হার নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি অনেকটা সময় পেট ভর্তি রাখতে সাহায্য করে। এক টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার পানিতে গুলে খেলে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
.বাটারমিল্কে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। এটি পেটের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুগুলির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। এগুলিই খাবার হজম করতে সাহায্য করে।

.বিটের রস ও গাজরের রস মিলিয়ে তৈরি হয় লাল রঙের শরবত। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিউয়েন্টস থাকে। পাশাপাশি থাকে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট।
.সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। পালং শাক, আমলকি, পুদিনা ও ধনেপাতা মিশিয়ে এই শরবত বানিয়ে খান। এতে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

সূত্র: ইত্তেফাক