গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ, বাইসাইকেল বিতরণ

গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  সকালে বিদ্যালয়ের সভাপতি এমপি পত্নি লাইলা আরজুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে নবীন ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় বিদ্যালয়ের ১৬ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থী ও অভিভাবকববৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বিদ্যালয়ের বাউন্ডারি প্রাচির নির্মাণ কাজের অনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। এসময় ব্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগরে রয়েল এক্সপ্রেস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগর রয়েল এক্সপ্রেস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ এ খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম , বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের খেলোয়ার ইমরুল কায়েস,জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুন্সী নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম মোঃ শরিফুল ইসলাম ছোট বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।




ভয়ঙ্কর যুবলীগ নেতা মিঠু!

চাঁদাবাজি, বোমাবাজি, চুরি, নির্যাতন, হত্যা, নারী লোভী এমন কোন অপরাধ নেই যে নামের সাথে জড়াননি মিঠু। এত অপকর্মের হোতা আরিফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে এবার ফূঁসে উঠেছে গ্রামবাসী। অভিযুক্ত আরিফুল ইসলাম মিঠু মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বোমাবাজিসহ ৫টি মামলা চলমান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মহাজনপুরে এসকল অপকর্ম তুলে ধরে তার থেকে রক্ষা পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয় রাজনীতিবীদ ও গ্রামবাসীরা। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। তবে গ্রামবাসীদের বিক্ষোভের কথা জানতে পেরে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত আরিফুল ইসলাম মিঠু।

মানবন্ধনে মিঠুর বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন, মহাজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সোহরাভ হোসেন কালু, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফিদু, সাবেক সদস্য জহুরুল ইসলাম স্বপন, সাবেক সদস্য আব্দুল হান্নান, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শেখ মিসকিন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি, আব্দুল বারি, মজিবার রহমানম, বিএনপি নেতা আমির হোসেন, মসজিদের ইমাম মো. আজবাহার, যুব মহিলালীগ নেত্রী গুলশানারা রুনু, স্থানীয় অঅনারুল ইসলাম, সায়েম খন্দকার প্রমুখ।

মানববন্ধনে তারা লিখিত বক্তব্যে বলেন, সাংসারিক অভাব অনটনের কারণে মিঠু মামাদের পরিবারে থেবে বেড়ে ওঠে। তার মামা ইজারুল ইসলাম ও মো. এনামূল হকের ছত্রছায়ায় অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে এবং বিভিন্ন অপকর্মে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। যতবার অপকর্ম করেছে তারা মামারা তাকে প্রত্যক্ষভাবে সহযোগীতা করেছে।

বিভিন্ন সময়ে চাঁদা না দেওয়ার কারণে আব্দুল গণিকে মহাজনপুর হাটে প্রকাশ্য পিলারের সাথে বেধে শারীরিকভাবে লাঞ্চিত করে মিঠু। মহাজনপুর উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবেদ আলীর বাড়িতে বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করে। বাবপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য রতন চাঁদা দিতে না পারায় মিঠু নিজেই রতনের বাড়িতে বোমা নিক্ষেপ করে। যে মামলা আদালতে বিচারাধীন।

মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তিন অভিভাবক সদস্য প্রার্থীকে রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিয়েছিলো মিঠু। একই বছরে সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. গুলতা খাতুনের বাড়ি জবর দখলে নিয়ে নিজে ঘর তৈরি করে। মহাজনপুরের সার ও ডিজেল ব্যবসায়ী সুবোল চন্দ্র সাহা হত্যা মামলারও আসামি মিঠু।

মহাজনপুর ইউপি নির্বাচনের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ সোহরাব হোসেন কালুর মাথায় পিস্তল ঠেকিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য হুমকি প্রদর্শন করে। একই বছর তার শ^শুর বাড়িতে সন্ত্রাসীদের নিয়ে মিটিং চলা অবস্থায় তৎকালীন মুজিবনগর থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘেরাও করলে সে কয়েক রাউন্ড গুলি এবং আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়।

গত বছর নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস আলী ফিদুর ভাড়ায় চালিত মাটিকাটার যন্ত্র এক্সকাভেটর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং দুই বিঘা কলা ও পেঁপে গাছ রাতের অন্ধকারে কেঁটে দেওয়ার অভিযোগও রয়েছে মিঠুর বিরুদ্ধে। প্রতিবেশী দিনমজুর ফজলু তার অত্যাচার সহ্য করতে না পেরে নিজ গ্রাম ছেড়ে ভবানীপুর গ্রামে পালিয়ে যেতে বাধ্য হয়। চলতি বছরের গত ২৮ মার্চ হেলাল উদ্দীন তাপুর মহাজনপুর হাটের কাছে অবস্থিত বাড়ি মিঠু তার মামাদের সহযোগীতায় ভাংচুর করে এবং বাড়ি সংলগ্ন দোকানের মালামাল লুটপাট করে। তাপুর মামা আব্দুল মান্নান এর প্রতিবাদ করায় পরদিন ২৯ মার্চ বিকালে মিঠু আব্দুল মান্নানকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গ্রামে মিঠু এবং তার পরিবার ক্যাসিনো সম্রাট (অনলাইন জুয়া) নামে পরিচিত। বিভিন্ন মানুষের কাছ থেকে এজেন্ট ব্যাংক এবং চ্যানেল দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযুক্ত যুবলীগ নেতা আরিফুল ইসলাম মিঠুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে আত্মগোপনে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু বলেন, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পেয়েছি। আমরা সাংগঠনিকভাবে তদন্ত করে জেলা কমিটির নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, আরিফুল ইসলাম মিঠুর নামে সম্প্রতি একটিসহ একাধিক মামলা রয়েছে। সে আত্মগোপনে রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।




চুয়াডাঙ্গায় জোড়া খুন মামলার অন্যতম পলাতক আসামী হৃদয় গ্রেফতার

চুয়াডাঙ্গার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম পলাতক আসামী হৃদয়কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গত ২৫ এপ্রিল বিকেলে স্থানীয় মোছাঃ ছামেনা খাতুন কাপড় ক্রয় করার জন্য চুয়াডাঙ্গা জেলা সদর থানাধীন ভালাইপুর বাজারের মঙ্গল মার্কেটে যায়। সেখানে কাপড় ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে আশরাফুল বস্ত্রালয়ের কর্মচারী রিয়ন এর সাথে তার বাকবিতন্ডার সৃষ্টি হয়। মোছাঃ ছামেনা খাতুন বাড়িতে গিয়ে বিষয়টি তার ছেলে মোঃ টিপুকে জানায়। মোঃ টিপু তার বন্ধু ভিকটিম সজল ও মামুনদ্বয়কে নিয়ে একই তারিখ রাতে বাজারে গিয়ে কর্মচারী রিয়নকে জিজ্ঞাসাবাদ করে। তখন মোঃ টিপুদের সাথে রিয়নের পক্ষের লোকজনদের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে রিয়নের পক্ষের লোকজন ধারালো চাকু, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম সজল ও মামুনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাদেরকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সজল ও মামুনদ্বয়কে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভিকটিম মামুনের ভাই স্বপন আলী বাদী হয়ে গত ২৬ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম পলাতক আসামী হৃদয় চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন হুসুকপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী- হৃদয়(২৭) কে গ্রেফতার করে।




কোটচাঁদপুরের আর্দশপাড়ায় প্রবাসীর বাড়িতে চুরি

গতকাল বুধবার রাতে কোটচাঁদপুরের আর্দশপাড়ার মফিজুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মফিজুর রহমান বলেন, গতকাল বুধবার (২৬ এপ্রিল) তারিখ রাতে আমার কোটচাঁদপুরের আর্দশপাড়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তারা নগদ ৭০ হাজার টাকা, ৫ হাজার বিদেশি টাকা,বিভিন্ন প্রকার ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও ব্যবহারের অনেক কিছু নিয়ে গেছেন চোরেরা। সব মিলিয়ে ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি তাঁর।

তিনি বলেন, যশোরের মনিরামপুর পার খাজুরা গ্রামে আমার আরেকটি বাড়ি রয়েছে। ঈদে সবাই মিলে ওই বাড়িতে গিয়ে ছিলাম। আজ  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জানতে পারলাম, আমার কোটচাঁদপুরের বাড়িতে চুরি হয়েছে।

মফিজুর বলেন,চোরেরা প্রথমে আমার ছাদের ঘরের দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করেন। এরপর ঘরের দরজা ভেঙ্গে সবকিছু নিয়ে যায়। জানা যায়, মফিজুর রহমান ছিলেন বিদেশ প্রবাসি। গেল কয়েক মাস হল তিনি বাড়িটি নির্মান করেছেন।

এ ব্যাপারে তিনি কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই ) শাহ মোঃ আজিজ বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ওসি স্যার ও সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।




এইচএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে এ্যভিয়েশন সিকিউরিটি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

এ্যভিয়েশন সিকিউরিটি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স ২১ থেকে ৩০ বছর। শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে। ন্যূনতম উচ্চতা ৫.৬”। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী/ বিজিবি/ পুলিশ/আনসার সদস্যদের জন্য বয়স সর্বোচ্চ- ৪০ বছর। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে ।

কর্মস্থল

কক্সবাজার, ঢাকা (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর)।

বেতন

জয়েনিং- ১৭,৫০০/- থেকে ১৮,০০০/-।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১১ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস




মুজিবনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর দারিয়াপুর মাঠে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিদ্যাধরপুর বাউন দা মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন বিদ্যাধরপুরের মৃত আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শাহাবুদ্দিন ঘটনার সময় নিজ জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ কালবৈশাখি ঝড় ও ব্রজপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে শাহাবুদ্দিন ঘটনাস্থলে মারা যায়।



দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট এবং একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু।

এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: মতিন।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য এম নুরুন্নবী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, নূরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অত্র স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী রিভা, মানপত্র পাঠ করেন ১০ শ্রেণির ছাত্রী সামিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মিজানুর রহমান।




ড্রোনে তিন ক্যামেরা যুক্ত করল ডিজেআই

প্রথমবারের মতো তিন ক্যামেরাযুক্ত ড্রোন বাজারে এনেছে ডিজেআই। ‘ডিজেআই ম্যাভিক থ্রি প্রো’ মডেলের এই ড্রোন কাজে লাগিয়ে একই সময়ে তিনটি ক্যামেরার সমন্বয়ে ভিডিও ধারণ করা যাবে। ফলে সহজে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাণের পাশাপাশি শুটিং বা জরিপের কাজ করা যাবে।

৪৮, ২০ ও ১২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ড্রোনটি ফোরকে প্রযুক্তির ভিডিও ধারণের পাশাপাশি উন্নত মানের ছবি তুলতে পারে। একবার চার্জ টানা ৪৩ মিনিট উড়তে সক্ষম ড্রোনটিতে আটটি ভিশন সেন্সর যুক্ত থাকায় দুর্ঘটনার শঙ্কা নেই বললেই চলে। তিনটি সংস্করণের বাজারে আসা ড্রোনটির দাম ২ হাজার ১৯৯ ডলার, ২ হাজার ৯৯৯ ডলার এবং ৩ হাজার ৮৮৯ ডলার।

সূত্র: জেডডিনেট, টেক রাডার




দামুড়হুদায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন 

দামুড়হুদায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ,  উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের প্রফেসর সুজাউদ্দৌলা, পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, মোছা: জামেনা খাতুন, হুসাইন ইসলাম, ফারুক হোসেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।