ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি, সন্দেহের তীর গৃহকর্মীর দিকে

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) গৃহকর্মীকে সন্দেহের কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

চুরির বিষয়ে ন্যানসি বলেন, ‘অল্প দিনের জন্য আমার বাসায় কাজ করতে আসে তাহমিনা। ওকে বলেছিলাম, ঈদ পর্যন্ত কাজ করতে। ৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায়, আর কাজ করবে না, তার শরীর খারাপ। পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করাব বললে সে জানায়, ওকে নাকি ভূতে ধরেছে। এ জন্য আর কাজ করবে না। তখনো চুরির বিষয়টি বুঝতে পারিনি। পরে তার ছোট বোনকে কাজের জন্য রাখি।’

তাহমিনা চলে যাওয়ার পর গত ১৭ এপ্রিল ঘর গোছাতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন ন্যানসি। তার কথায়, ‘দেখি, জাতীয় চলচ্চিত্র স্বর্ণপদক, সোনার চেইন ও কানের দুল নেই। পরে থানায় জানাই। একজন এসআই এসে তাহমিনার ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বোনই নিয়েছে। তবে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘ন্যানসির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই চুরির জন্য তার বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে।’

সূত্র: ইত্তেফাক




নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধের মিশনে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়ে আজ থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে পাকিস্তান। এ বছরের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো পাকিস্তান। ঐ সিরিজের পর আবারও ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় পাকিস্তান। অন্যদিকে সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ডের।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। নিরাপত্তা শঙ্কার কারণে ২০২১ সালে সিরিজের প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। ঐ সফর বাতিলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে ১৯ বছর পর পাকিস্তান সফর করে নিউজিল্যান্ড। সফরে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছিলো কিউইরা।

গত জানুয়ারিতে ঘরের মাঠে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো পাকিস্তান। এবার বদলা নিতে চায় পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজম বলেন, ‘সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের কাছে আমরা হেরেছি। ঐ সিরিজে হারের স্মৃতি দ্রুতই ভুলতে চাই। এবার সিরিজ জিততে পারলে সেই ক্ষত ভুলতে পারবো আমরা। তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের লক্ষ্য আমাদের।’

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু পরের তিন ম্যাচের মধ্যে ২টিতে জিতে আর ১টি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায়সিরিজ সমতায় শেষ করে নিউজিল্যান্ড।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লোকি ফার্গুসন। আইপিএলের উদ্বোধনী ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

খর্ব শক্তির দল নিয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে সিরিজ হার এড়ায় নিউজিল্যান্ড। শেষ ম্যাচে মার্ক চাপম্যানের বিধ্বংসী সেঞ্চুরি পাকিস্তানকে সিরিজ জিততে দেয়নি নিউজিল্যান্ড। ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করেন চাপম্যান। সিরিজে ২৯০ রান করে শেষ মুর্হূতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পান চাপম্যান।

টি-টোয়েন্টির পারফরম্যান্স ওয়ানডে সিরিজে বাড়তি অনুপ্রেরণা দিবে বলে জানান নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। কিউই অধিনায়ক বলেন, ‘পিছিয়ে পড়ে টি-টোয়েন্টি সিরিজ হার এড়ানো সত্যিই প্রশংসনীয়। ওয়ানডে সিরিজ জয়ের জন্য টি-টোয়েন্টির পারফরম্যান্সই আমাদের বাড়তি অনুপ্রেরণা দিবে।’

এখন পর্যন্ত ১১০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর মধ্যে পাকিস্তানের জয় ৫৬টিতে, ৫০টিতে নিউজিল্যান্ডের। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।

সূত্র: ইত্তেফাক




অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট ময়না মেম্বর কারাগারে

অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট মহাজনপুর ইউনিয়নের মেম্বর ময়নদ্দিন ওরফে ময়নার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল বুধবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুজিবনগর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ময়নদ্দিন ওরফে ময়না মেম্বর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনা করে ময়না মেম্বর কোটি কোটি টাকার মালিক হয়েছেন। মেহেরপুর শহরের নীলমনি সিনেমা হলপাড়ায় ৬তলা ভবন তৈরি, নিজ গ্রাম কোমরপুরে কয়েক কোটি টাকা খরচ করে রাজপ্রাসাদ বানিয়েছেন ময়না মেম্বর। এছাড়া ভাইয়ের নামে ভাটা ব্যবসা করেন ময়না মেম্বর।

মেহেরপুর প্রতিদিনে সংবাদ প্রকাশ ও পুলিশের অভিযানে গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকেন ময়না। বেশ কিছুদিন ভারতে পালিয়েও ছিলেন তিনি। পরে উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর রাতে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও মেহেরপুর সাইবার ক্রাইম অপরাধ বিভাগের এস আই এস এম মনিরুজ্জামান মিলনের নেতৃত্বে পুলিশের একটি টিম কোমরপুর থেকে জিহাদ আলীকে আটক করে। জিহাদ আলী ময়না মেম্বারের সাব এজেন্ট হিসেবে কাজ করতো।

এর আগে ২৫ আগষ্ট বদরুদ্দোজা ওরফে রয়েল নামে প্রথম এক অনলাইন এজেন্ট আটক করে ডিবি পুলিশ। রয়েলের দেওয়া স্বীকারোক্তীতে ১১ নম্বর মামলার আসামি দেখা হয়েছিলো জাহিদ ওরফে শিমুলকে। শিমুল একাধারে ময়না মেম্বরের মাসুদ, রুবেল, নাসির শাহ পাশাপাশি মেহেরপুরিয়ান সপের মালিক ও মহাজনপুরের হেলালের সাব এজেন্ট হিসেবেও কাজ করতো।

ওই সময় জাহিদকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এস এম শরিয়ত উল্লাহ ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। জিহাদ আলী প্রথমে ময়না মেম্বার, মাসুদ ও রুবেলের সাব এজেন্ট গোপালপুরের এবং পরিচালনা করতো এবং পরে নাসির শাহ মহাজনপুরের হেলালের সাব এজেন্ট হিসেবে মাসিক বেতনে কাজ করতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

জানা গেছে, জিহাদ ওরফে শিমুলের কাছে থেকে পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে। যে মোবাইলে ০১৮৩২-৫৩০৯১৫ ও ০১৯৮৮-২৩২৯৯৫ নম্বরের দুটি সিম ছিলো। মোবাইলে অনলাইন জুয়া পরিচালনাকারী রেড্ডি অ্যাপসে সাব এজেন্ট ৮৪৪২ এ ৮লাখ ৬৮৮৫৯ টাকা ব্যালেন্স ছিলো। অনলাইন জুয়ার চ্যানেল ফাজনাত নগদ এ ৬ লাখ ৬৮ হাজার৬৩৬ টাকা, ফাজনাত উপায় এ ৮লাখ ৭হাজার ৯০৩ টাকা ব্যালেন্স পাওয়া যায়।

এসময় আসামী শিমুলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার চ্যানেল মালিক কোমরপুর গ্রামের আনছার মেম্বারের ছেলে বর্তমান মেম্বর ময়নদ্দিন ওরফে ময়না মেম্বার, বলিয়ারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে মো: মাসুদ, কোমরপুর গ্রামের আনারুলের চৎরাধপ রুবেলের চ্যানেলের সাব এজেন্ট হিসেবে কোমরপুর গ্রামের আনারুলের ছেলে রুবেলের চ্যানেলের সাব এজেন্ট হিসেবে কাজ করতো। পরবর্তিতে পুলিশের অভিযান শুরু হলে তাদের কাজ বন্ধ করে দেয়। পরবর্তিতে গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাসির শাহ ও মহাজনপুর গ্রামের আব্দুস সাত্তার বাটুলের ছেলে হেলালের ওয়ান এক্স বেটের সাব এজেন্ট হিসেবে বেতনভুক্ত হয়ে কাজ করতো এবং মাসিক ১৫ হাজার টাকা বেতন পেতো। বর্তমানে ওয়ান এক্স বেটের ফাজনাত বিকাশ, ফাজনাত উপায় ও ফাজনাত নগদ নামে তিনটি অনলাইন জুয়ার সাব এজেন্ট পরিচালনা করছিলো।

আরো জানা যায়, জিহাদ আলী ব্যবহৃত সাব এজেন্টের সিমগুলো জাতীয় পরিচয় পত্র তৈরি রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুরসহ কয়েকটি জেলার নাম দিয়ে করে অনলাইন জুয়ার পরিচালনা করে আসছিলো।

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই ট্রানজেকশনের মাধ্যমে রাশিয়ান অনলাইন জুয়া সাইট ওয়ান এক্স বেট ও মেলবেটের মাধ্যমে বাংলাদেশ কোটি কোটি টাকা পাচার করছেন অনলাইন জুয়ার সাথে জড়িতরা। আর এ কাজে সহযোগীতা করছেন মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, উপায় এর সাথে সেলস প্রতিনিধিরা। তারা মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র তৈরি করে অনলাইন জুয়ার এজেন্টের এজেন্ট সরবরাহ করছেন।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর, মহাজনপুর, গোপালপুর, সদরের টুঙ্গী, মেহেরপুর শহর, গাংনীর গাড়াডোবসহ বেশ কয়েকটি গ্রামে অনলাইন জুয়ার দূর্গ গড়ে উঠেছে। এসব দূর্গে পুলিশ হানা দিয়ে এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশের অভিযানের পাশাপাশি মেহেরপুর প্রতিদিনও ধারাবাহিকভাবে অনলাইন জুয়ার আদ্যপান্ত নিয়ে সংবাদ প্রকাশ করে । ফলে অনলাইন জুয়ার সাথে জড়িতরা একরকম কোনঠাসা হয়ে পড়ে। গ্রেফতার এড়াতে অনেকেই আত্মগোপনে রয়েছেন, অনেকেই রাজনৈতিক নেতাদের আশ্রয়ে রয়েছেন। মেহেরপুর জেলা থেকে দুই শতাধিক এজেন্ট অনলাইন জুয়া সাইটের মাধ্যমে রাশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছেন শত শত কোটি টাকা




সেই মীর কামরুজ্জামান লেলিনের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট জমা

অ্যাডভোকেট না হয়েও নামের পূর্বে অ্যাডভোকেট লিখা, জমি অন্যের জেনেও জাল দলিল তৈরী করে তা নামজারি করাসহ নানা তথ্য প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তদন্ত রিপোর্ট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার পরিদর্শক মো: রবিউল আলম এসব তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করেছেন।

তদন্ত প্রতিবেদনে ৫ জনকে অভিযুক্ত করা হলেও মামলার আসামী সাহারবানু মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে মুক্তি দেওয়ার জন্যও সুপারিস করা হয়েছে।

এ মামলায় আসামি করা হয়েছে মীর কামরুজ্জামান ওরফে লেলিন, তার ভাই আব্দুর রহিম (৬০), আব্দুল করিম (৬২) ও বোন নিলুফা ইয়াসমীন (৫১)।
এ মামলার প্রধান আসামি মীর কামরুজ্জামান লেলিন এর বিরুদ্ধে পেনাল কোডের ১৯৩/১৯৬/৪০৬/৪২০/৪০১৭/৪১৯/৪৬৪/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে।

এছাড়া ভাই আব্দুল করিম, আব্দুর রহিম ও নিলুফা ইয়াসমীনের বিরুদ্ধে পিতা এবং স্বামীর সম্পত্তি নয়, জেনেও অপরের সম্পত্তি তার পিতার সম্পত্তি হিসেবে জালিয়াতি পূর্বক সৃজন করে তা সঠিক হিসেবে ব্যাবহার করে জাল দলিল তৈরী করা ও তা নামজারি করায় তাদের বিরুদ্ধে পেনাল কোর্ডের ১৯৩/১৯৬/৪০৬/৪২০/৪১৭/৪১৯/৪৬৪/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারায় প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলে তদন্ত রিপোর্টে বলা হয়েছে।

উল্লেখ্য, গাংনী উপজেলার তেরাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে কামরুজ্জামান লেলিন, তার ভাই আব্দুল করিম, আব্দুর রহিম ও বোন নিলুফা ইয়াসমীন একই গ্রামের মেম্বর আজগর আলী, আব্দুল মান্নান ও লুৎফর রহমান শাহ’র ১৫ শতক জমি জাল দলিল করে রেজিস্ট্রি করে নেন মীর কামরুজ্জামান। এই জমি শুধু জাল করে রেজিস্ট্রি করেই ক্ষান্ত হননি খারিজ করে নেন। জমির দাগ নং ৪৪৪৪ ও ৪৪৫০, যার দলিল নং ৯০৯৩/১৪।

এঘটনায় মেহেরপুর প্রতিদিন পত্রিকায় সরকার,“ প্রতিবেশী, আপন ভাই বাদ যায়নি কেউ মীর কারুজ্জামানের হাত থেকে, প্রতারনায় ছুঁয়েছেন আসামন” শিরোনামে বিগত ১২/০৪/২০২২ ইং তারিখে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ বিচারক এস এম শরিয়ত উল্লাহ স্বপ্রণোদিত মামলা করেন। মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। প্রতিবেদনে মীর কামরুজ্জামান ও তার দুই ভাই আব্দুর রহিম, আব্দুল করিম ও বোন নিলুফা ইয়াসমীনকে আসামি করা হয়। তার মাকেও এই মামলায় আসামি করা হয়েছিল। তার মা মারা যাওয়ায় মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মীর কামরুজ্জামান লেলিন নিজেকে কখনো হাইকোর্টের আইনজীবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ নানা ভূয়াঁ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। মেহেরপুর প্রতিদিন পত্রিকায় তাকে নিয়ে দীর্ঘ অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করে। এ রির্পোট লেখা পর্যন্ত কামরুজ্জামান লেলিন গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।




অজানাকে জানতে বই পড়ার কোন বিকল্প নেই— রোকসানা মিতা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় ৩ জন গুনী ব্যক্তিত্ব কে সম্মাননা স্বারক প্রদান করেছে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি।

এবারের অমর একুশে বই মেলায় লেখক ও চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাসের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটির মধ্যে “কোকেন কান্ডে কিংস কাইন্ড”সারা বাংলাদেশের মধ্যে ৪র্থ স্থান অধিকার পাওয়ায় তাকে সম্মানা স্বারক ও সংবর্ধনা দেওয়া হয়েছে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে।

আজ বুধবার বিকালে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

তিনি বলেন, বই জ্ঞানের প্রতীক,বই আলোর প্রতীক, জানতে হলে বই পড়তে হবে। যে যত বেশী বই পড়বে, সে তত বেশী জ্ঞান অর্জন করবে। অজানাকে জানতে বই পড়ার কোন বিকল্প নেই। সুশিল সমাজ গঠনে বেশী বেশী সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্যকে ছড়িয়ে দিতে হবে সকলের হৃদয়ে। একটি কথা মনে রাখতে হবে কলূষমুক্ত সমাজ গঠনে সাহিত্যের ভূমিকা অপরিসীহিম।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক ইমতিয়াজ রয়েল। পরে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শুভেচ্ছা শেষে অমর ২১ শে বই মেলায় প্রকাশিত অনুসন্ধানি মূলক “কোকেন কান্ডে কিংস কাইন্ড” ও শিশুতোষ কাব্যগ্রন্থ “ভোরের পাখি” সহ

প্রকাশিত ৮টি বই একশে বই মেলায় প্রকাশিত হওয়ায় লেখক ও চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য দেন সংবর্ধিত লেখক জাহাঙ্গীর আলম বিশ্বাস। দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক হানিফ মন্ডলের উপস্থাপনায় আরো আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, নাট্য ব্যাক্তিত্ব আনোয়ার হোসেন, দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহাজামান, দর্শনা সিডিএলের পরিচালক কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান।

এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করেন,দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চঞ্চল মেহমুদ।

এছাড়া এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশ ও বিদেশে নাট্য থিয়েটারের বিশেষ অবদান রাখায় অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দর্শনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ,মিঠু বিশ্বাস,রানা বিশ্বাস, সাংবাদিক ওয়াসিম রয়েল, রিফাত রহমান, আব্দুল হান্নান, শ্রী সুকমল চন্দ্র বাঁধন, প্রমুখ।




দর্শনায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫ কেজি গাঁজা সহ আরমান মিয়া ও রেজোয়ান নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

আজ বুধবার সকাল ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই আহাম্মেদ আলী বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই বশির আহম্মেদ, এএসআই হাসানুল বান্না সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায়।

এসময় উক্তপাড়ার মৃত সেকেন্দারের ছেলে সোহাগের মালিকানাধীন বাড়ি অভিযান পরিচালনা করা হয়। এ মাদক বিরোধীে অভিযান পরিচালনা কালে বাড়ির ভাড়াটিয়া লিটনের ছেলে আরমান মিয়া (২৫) এর ভাড়াবাড়ীর সিড়ি ঘরের খড়ির গাদার নিচে থেকে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার করা হয় লিটনের ছেলে আরমান মিয়া (২৫) ও মোবারকপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজোয়ানকে (২৪)।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাদের দুজনকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করছে।




মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফুটবল বাঙ্গালীর প্রাণের খেলা। মাটি ও মানুষের সাথে এ খেলার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও অবিচ্ছেদ্য। ফুটবলে আমাদের রয়েছে সোনালী ইতিহাস। মেহেরপুরে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। মেহেরপুরের প্রবীণ ফুটবলাররা এমন আশা ব্যাক্ত করেছেন।

আজ বুধবার (২৬ এপ্রিল) বিকালে মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন উপলক্ষে আয়োজিত প্রস্তুুতিমুলক সভায় এসব আশা ব্যক্ত করেন তারা। মেহেরপুরের জৈষ্ঠ ফুটবলাররা বলেছেন মেহেরপুর প্রতিদিনের এই আয়োজনটি হবে জেলার গত ২০ বছরের সব চেয়ে বড় আসর। জমকালো আয়োজন হবে এই ফুটবল টুর্ণামেন্টটিতে।

মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, মেহেরপুরের প্রবীন ফুটবল খেলোয়াড় মাসুদ করিম ধলস, এমদাদুল হক, মনিরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, হাসানুজ্জামান বাবু, শামস্জ্জুামান শামীম প্রমুখ।

আলোচনা সভায় টুর্ণামেন্টের নামকরন করা হয় “মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্ণামেন্ট-২০২৩” এবং ১৩ সদস্য বিশিষ্ট টুর্ণামেন্ট পরিচালনা কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠণ করা হয়।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এমদাদুল হক, সদস্য সচিব মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু। এছাড়া সদস্যরা হলেন, প্রবীণ ফুটবলার মাসুদ করিম ধলস, মানিরুল ইসলাম, শামসুজ্জামান শামীম, হাসানুজ্জামান বাবু, শাহীনুর রহমান রিটন, ইয়ারুল ইসলাম, আমিরুল ইসলাম অল্ডাম, জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল ইসলাম মঞ্জা, আজমাইন হোসেন ও মেহেদী হাসান।

উপদেষ্টা কমিটিতে রয়েছেস প্রবীণ ফুটবলার আব্দুর রহিম (সাবেক শিক্ষক), আব্দুর রহমান (সাবেক মেহেরপুর পৌর মেয়র), মোস্তাফিজুর রহমান বাবু, আব্দুস সামাদ (সাবেক ব্যাংকার), আব্দুস সালাম, শামীম বসির, খন্দকার আবু শ্যামাইন, আব্দুস সালাম।




আলমডাঙ্গায় পাখিভ্যান চোরচক্রের তিন সদস্য আটক, ১১টি ব্যাটারি জব্দ

আলমডাঙ্গায় পাখিভ্যানের ব্যাটারি চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ১১টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল ) ভোর সাড়ে ৫ টায় পৌর এলাকার পশুহাট রোডস্থ বাবুল সাইকেল স্টোর ও পাখিভ্যান হাউজ নামক দোকান থেকে তাদের আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন- আসাননগর দক্ষিণপাড়া গ্রামের মিন্টু আলীর ছেলে শাওন আলী (২০),বকসিপুর খালপাড়া গ্রামের আসাদুল খন্দকারের ছেলে রাসেল আহমেদ (২১), কুমারি কারিগরপাড়ার মৃত সামসুদ্দীনের ছেলে বাবুল হোসেন (৪৪)।

বুধবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

তিনি জানান, বুধবার রাতে উপজেলার আসাননগর গ্রামের শাওনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পৌর এলাকার পশুহাট সংলগ্ন রোডে বাবুল সাইকেল স্টোর ও পাখিভ্যান হাউজে ব্যাটারি বিক্রয়ের সময় চোরচক্রের সদস্য রাসেল আহমেদকে পুলিশ আটক করে। চুরিকৃত মালামাল কেনার অপরাধে দোকান মালিক বাবলুকেও আটক করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় পাখিভ্যানের ১১ টি চোরাই ব্যাটারি।

তিনি আরও জানান, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় এই চোর চক্রের সদস্যরা মোবাইল, ব্যাটারি চালিত পাখিভ্যান, ইজিবাইক, সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে আসছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরির কথা স্বীকার করেছেন। এই চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বাকিদেরও আটকের চেষ্টা চালানো হচ্ছে।




ঢাকায় নিয়োগ দেবে আনোয়ার ল্যান্ডমার্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কপিরাইটার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কপিরাইটার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ইংরেজি মাধ্যম থেকে বা কমপক্ষে ইংরেজি সাহিত্যে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে।

বয়স

সর্বনিম্ন ২৬ বছর।

কর্মস্থল

ঢাকা (মতিঝিল)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৪ মে, ২০২২।

সূত্র : বিডিজবস।




দামুড়হুদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আইনগত সহায়তা বিষয়ে উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ৩টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: সাইফুদ্দীন হোসাইন।

উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রোকসানা মিতা’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: করিম বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, দর্শনা থানার অফিসার এসআই সোহেল রানা, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হাতেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।