গাংনীতে বেপরোয়া গতির মোটরসাইকেল চালানোর খেসারত

গাংনী উপজেলার জালশুকা গ্রামে বেপরোয়া গতির মোটরাসাইকেল চালানোর খেসারত দিলো যুবক রাসেল (১৮)। মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উপর উল্টে মারাত্বক আহত হয়েছে সে। আহত রাসেল জালশুকা গ্রামের সাদ আলীর ছেলে।

আজ বুধবার (২৪ মে) বেলা ১২ টার দিকে জালশুকা গ্রামের রাস্তায় দ্রুতযোগে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বর্তমানে সে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




মেহেরপুরে ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

মেহেরপুর শহরের পৌর কলেজপাড়া এলাকায় এবার ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন গাংনীর গাঁড়াডোব গ্রামের শাহাবুদ্দীন (৩৪)। পরে  স্থানীয় জনতা তাকে তুলে দেন মেহেরপুর সদর থানা পুলিশের কাছে।

মেহেরপুর সদর থানায় চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত শাহাবুদ্দীন গাংনী উপজেলার গাঁড়াডোব কাছারীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

আজ বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর শহরের পৌর কলজেপাড়া এলাকায় ব্যাটারি চালিত পাখি ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। তার নামে ৩৭৯ ধারায় দায়েরকৃত মামলার নং ৮, তারিখ ০৪/০৪/২০২৩ ইং গ্রেফতার দেখানো হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চুরির মামলার আসামি শাহাবুদ্দীন আজকে সকালের দিকে পৌর কলেজপাড়া এলাকায় ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। পরে তাকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়।




আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক। প্রতিষ্ঠানটি ট্রান্সজেকশন সার্ভিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রান্সজেকশন সার্ভিস অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। তবে তৃতীয় শ্রেণি থাকা যাবে না। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বয়স: প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৩৩০১০ টাকা। তবে প্রবেশন পিরিয়ড শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। তখন বেতন হবে ৪৫৫৩৭ টাকা।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন  এখানে।

আবেদনের শেষ তারিখ: ৫ জুন, ২০২৩

cats




পারিবারিক কলহ /মেহেরপুরে শহরে দুই গৃহবধু’র আত্মহত্যার চেষ্টা

পারিবারিক কলহের জের ধরে মেহেরপুর শহরে দুই গৃহবধু গলাই ফাঁস দিয়ে আত্মহত্যার চেস্টা চালিয়েছেন।

তারা হলেন, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার রিমন হোসেনের স্ত্রী কারিনা খাতুন ও শহরের বাগানপাড়া এলাকার কবির খানের স্ত্রী সূবর্ণা খাতুন।

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিবাদ হওয়ায় কারিনা খাতুন আজ বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ ঘরে গলাই ফাঁস দেন। এসময় বাড়ির লোকজন জানতে পেরে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। এছাড়া সকাল ৯ টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে বাগানপাড়া এলাকার সূবর্ণা খাতুন নিজ ঘরে গলাই রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দুজনেই এখন সুস্থ্য রয়েছেন।




ভারতের টিভি অভিনেতা নীতেশ পাণ্ডে মারা গেছেন

ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা নীতেশ পাণ্ডে মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সেই ভক্ত এবং পরিজনদের ছেড়ে চলে গেলেন হিন্দি টেলিভিশন সিরিয়ালের সফল এই অভিনেতা।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ মে) সকালে নীতেশের আত্মীয় ও প্রযোজক সিদ্ধার্থ নগর তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্যুটিংয়ের জন্য লাগাতপুরী ছিলেন নীতেশ পান্ডে। সেখানে রাত দুইটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। জীবনের শেষ দিনটি পরিবারকে কাছে পাননি নীতেশ।

হিন্দি টেলিভিশনে নীতেশ খুবই পরিচিত একটি নাম। পেয়ার কা ডরদ হে মিঠা মিঠা পেয়ারা পেয়ারা ধারাবাহিকে হরিশ কুমারের চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করেছিল। এছাড়াও হিন্দি টেলিভিশনের ডেইলি সোপ অনুপমাতেও তিনি অভিনয় করেছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই অভিনেতা।

ওম শান্তি ওমে শাহরুখের ম্যানেজারের ভূমিকায় দেখা গিয়েছিল এই প্রয়াত টেলি অভিনেতাকে। এছাড়াও সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং ২’, ‘খোসলা কা গোসলা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন নীতেশ পান্ডে।

সূত্র: হিন্দুস্থান টাইমস




মশার কামড় থেকে বাঁচতে ব্যবহার করুণ লবঙ্গ

রান্নার মশলা হিসেবেই বেশ পরিচিত লবঙ্গ। কিন্তু খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের রয়েছে আরও অনেক উপকারিতা। স্বাস্থ্যকর জীবনযাপনে লবঙ্গের জুরি নেই।

মাথা ব্যথা, ত্বকের পরিচর্যা, গলা ব্যথা, গলা খুশ খুশসহ আরও যেসব কাজে লাগে লবঙ্গ তা জেনে নিন-

মাথা ব্যথা কমায়

গরমে প্রায়ই মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা কমাতে আমরা ওষুধ ব্যবহার করে থাকি। কিন্তু লবঙ্গের তেল অন্য তেলের সঙ্গে মিশিয়ে ম্যাসেজ করে কিছু সময় রাখলে মাথা ব্যথা কমে যাবে।

হজম শক্তি বাড়ায়

প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। অনেকেই হাঁসফাঁস করছেন। বুক জ্বালা, অ্যাসিডিটি লেগেই থাকে। বদ হজমের কারণে ঠিক মতো ঘুমও হয় না। খালি পেটে এক টুকরা লবঙ্গ মুখে রাখুন আরাম পাবেন। হজমের সমস্যাও কেটে যাবে।

ত্বক পরিষ্কার করে

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে লবঙ্গের জুরি নেই। প্রখর রোদে ত্বকে কালো কালো ছোপ পড়ে। এক্ষেত্রে লবঙ্গ ত্বকের চিকিৎসায় অনেক কাজে আসে। এর মধ্যে থাকা অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য সূর্যরশ্মি থেকে ত্বককে বাঁচায়।

মশার হাত থেকে বাঁচায়

মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীর মানুষ। সহজ সরল উপায়ে মশার কামড় থেকে রেহাই পেতে পারেন। শরীরের উন্মুক্ত অংশে লবঙ্গ তেল লাগিয়ে নিন। লবঙ্গে থাকা ইউজেনল যৌগ মশাকে আপনার ধারে কাছে ঘেঁষতে দেবে না।

তবে লবঙ্গ রক্তের শর্করার মাত্রা অনেক কমিয়ে দেয়। ডায়াবিটিস রোগীদের লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তাছড়া বেশি লবঙ্গ খেলে শরীর গরম হয়ে যায়। কাজেই গরমে বেশি লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকুন।

সূত্র: যুগান্তর




আগামীকাল গাংনী মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের উপনির্বাচন

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের  উপ-নির্বাচন আগামিকাল বৃহস্পতিবার (২৫ মে)  অনুষ্ঠিত হবে।

মটমুড়া ইউনিয়ন পরিষদের শুন্য ওয়ার্ডের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের উপ নির্বাচনের রির্টানিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কমকর্তা আব্দুল আজিজ বলেন, মটমুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, ওই ওয়ার্ডের প্রয়াত সদস্য (মেম্বর) আব্দুস সোবহানের স্ত্রী মোছা: পলি আরা (মোরগ) ও মো: কামাল হোসেন (টিউবওয়েল)। হোগলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৬৩৯৭ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ৩১৮২ এবং পুরুষ ভোটার সংখ্যা ৩২১৫ জন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই ওয়ার্ডের মেম্বর আব্দুস সোবহান নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করতে গিয়ে গরম পানির কড়াইয়ের মধ্যে পড়ে ঝলসে যায়। ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। পরে এই ওয়ার্ডটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুরের দিকে নির্বাচনী সরঞ্জামসহ, প্রিজাইডিং অফিসারসহ নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ আনসারদের ভোট কেন্দ্রে পৌছানোর নির্দেশ দেওয়া হয়েছে।




কবে কোন মহাদেশের বিশ্বকাপ বাছাই শুরু

কাতারে লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের রেশ এখানো কাটেনি। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের ভেন্যু, দল সংখ্যা, মহাদেশ ভিত্তিক দল সংখ্যা নির্ধারণ, ম্যাচ সংখ্যা, টিকিট বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত। এমনকি ঘোষণা করা হয়েছে বিভিন্ন মহাদেশের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের সূচিও।

ঘোষিত সেই সূচি বলছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনের ২০২৬ বিশ্বকাপের বাছাই যুদ্ধ সবার আগে শুরু হবে এশিয়া মহাদেশে। এশিয়ার বাছাই যুদ্ধ শুরু হবে এই বছরই, অর্থাৎ ২০২৩ সালেরই অক্টোবরে। শেষ হবে ২০২৫ সালের অক্টোবরে। এশিয়ার ঠিক পরপরই শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাই যুদ্ধ। কনমেবল অঞ্চলের বাছাই যুদ্ধ শুরু হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে, শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে।

উত্তর আমেরিকা মহাদেশের বাছাই যুদ্ধ শুরু হবে ২০২৪ সালের মার্চে, শেষ হবে ২০২৫ সালের নভেম্বরে। মজার বিষয় হলো, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তর আমেরিকা অঞ্চলের বাছাই যুদ্ধ যখন শেষের পথে থাকবে, ইউরোপের বাছাই যুদ্ধ তখন শুরু হবে। ইউরোপের বাছাই যুদ্ধ যে শুরু হবে ২০২৫ সালের মার্চে। শেষ হবে ২০২৫ সালেরই নভেম্বরে। মানে মাত্র ৮ মাসেই শেষ হবে ইউরোপের বাছাইপর্বের লড়াই! অথচ এই ইউরোপ থেকেই বিশ্বকাপে সুযোগ পাবে সবচেয়ে বেশি ১৬টি দেশ।

আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাই যুদ্ধের শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে খুব শিগিগরই হয়তো সেই ঘোষণা এসে যাবে। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি দেশ সুযোগ পাবে আফ্রিকা মহাদেশ থেকে। এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে যাবে ৮টি দেশ। দক্ষিণ ও উত্তর আমেরিকা থেকে সমান ৬টি করে দেশ সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের মূল মঞ্চে। ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি জায়গা পাবে একটি দেশ। সঙ্গে তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা অংশ নেবে সরাসরি। তাদের বাছাই যুদ্ধে নামতে হবে না। এছাড়া বাকি দুটি দল উঠবে আসবে প্লে-অফ থেকে। সব মিলে ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের। টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি!

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপারকে আদালতে তলব

মামলার তদন্তে অবহেলা, তদন্ত প্রতিবেদনে অস্পস্ট ও অসঙ্গতিপূর্ণ হওয়ায় মেহেরপুর থেকে বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারকে সশরিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরের গাংনী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৮ এপ্রিল, গাংনী জেলা পরিষদ মার্কেট চত্তরে যুবলীগ অফিসের সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় বিবদমান দুইপক্ষ পরস্পরের বিরুদ্ধে আদালতে পৃথক মামলা দায়ের করেন। যে মামলা দুটি তদন্তের জন্য মেহেরপুর থেকে বদলিকৃত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারকে, নির্দেশ প্রদান করেন আদালত। মামলা দুটি ৫ মাসেরও অধিক সময় পরে প্রতিবেদন দাখিল করেন পুলিশের এই কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার উভয় মামলার প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদন অস্পস্ট, অসঙ্গতিপূর্ণ এবং অসম্পূর্ণ বলে আদালতের পর্যালোচনায় প্রতীয়মান হয়।

শুনানি শেষে গাংনী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ প্রতিবেদনে উল্লিখিত অস্পস্ট ও অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো স্পষ্টীকরণের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তাকে সশরিরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এমন গুরুত্বপুর্ন মামলায় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদন দৃষ্টে আদালত তার আন্তরিকতা ও উপযুক্ত সতর্কতার অভাব ছিল বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া প্রতিবেদন দাখিলে অযাচিত বিলম্ব ও পুলিশ কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলা ছিল বলেও আদালত তার আদেশে উল্লেখ করেন।

এ বিষয়ে আগামি ১৫ জুন ব্যখ্যা এবং প্রতিবেদনে উল্লিখিত অস্পস্ট ও অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো স্পষ্টীকরণের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তাকে সশরিরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৮ এপ্রিল, গাংনী জেলা পরিষদ মার্কেট চত্তরে যুবলীগ অফিসের সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে যুবলীগ অফিসে ঘিরে ধরে ইট পাটকেল চালালে ভিতর থেকে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন। এঘটনার পরপরই মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে কিছুক্ষণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন এবং যুবলীগ অফিস থেকে সভাপতি মোশাররফ হোসেনকে উদ্ধার করে থানায় নেন। পরে মাঝরাতে মোশাররফ হোসেনকে ছেড়ে দেন পুলিশ।

এঘটনায় উভয় গ্রুপের পক্ষ থেকে দুটি মামলা এফআইআরভূক্ত হয়। তবে, অপু সরোয়ার সাম্প্রতিক সময়ে মেহেরপুর জেলা থেকে বদলি হয়ে অন্যত্রে গেছেন।




মেহেরপুরে চেক জালিয়াতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৩

মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মুজিবনগর থানা পুলিশের অভিযানে চেক জালিয়াতি মামলার আসামি গোপালপুর গ্রামের হাসান রাজার ছেলে হাসান কবীর (৩৫) কে গ্রেফতার করেন। অপর দিকে সদর থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন ও আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ১ জন পলাতক আসামি গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের একাধিক টিম আজ বুধবার (২৪ মে) ভোররাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার (২৪ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।