‘হা হা’ রিঅ্যাক্টের বানে ভাসছে অনন্ত-বাপ্পী

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সাতটি সিনেমা। এর মধ্যে অনন্ত জলিল ও বাপ্পী চৌধুরীর দুটি সিনেমা রয়েছে। যার একটি ‘কিল হিম’ অন্যটি ‘শত্রু’। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্টের বানে ভাসছে সিনেমা দুটির টিজার ও ট্রেইলার।

‘কিল হিম’ সিনেমার এক মিনিটের টিজারটি অনন্তর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ২২ লাখেরও বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া প্রায় ১ লাখ মানুষের মধ্যে ৫২ হাজারেরও অধিক মানুষ ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন।

অন্যদিকে, গত ১১ এপ্রিল প্রকাশ হওয়া বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমার ট্রেইলার তার ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ছয় লাখেরও বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া ৩৩ হাজার মানুষের মধ্যে ২১ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।

ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে একজন কিলারের চরিত্রে এবং ভিলেন চরিত্রে বর্ষা। আর সুমন ধর পরিচালিত ‘শত্রু’ সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে এবং জাহারা মিতু অভিভাবকহীন এক বখাটে তরুণী।

সূত্র: ইত্তেফাক




বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ

“একতায় শক্তি মানবিক বোধে মুক্তি” এই স্লোগান সামনে রেখে “বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপ পরিবারের সদস্য এবং পরিচালনা পরিষদের সমন্বয়ে অসহায়, দুঃস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল গেট সংলগ্ন বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের অস্থায়ী কার্যালয় রুশি ফার্মেসিতে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সহ নগদ অর্থ ১০০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের এডমিন আসাদুজ্জামান খান রাজ, সামস ই আলম, মিলি ইসলাম, মডারেটর মোঃ রিনু ও এম. সোহেল রানা প্রমুখ।

বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের প্রধান এডমিন আমেরিকা প্রবাসী এমএম নুরুজ্জামান বলেন আপনাদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সাফল্যমন্ডিত করে তুলছে। খাদ্য বিতরণ তহবিলে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ ও নিরাপদে থাকুন।




গাংনীতে মাদক মামলার আসামী গ্রেফতার

গাংনীর ভাটপাড়া আবাসন এলাকার ইমাদুল হক( ৩৫) নামের এক মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। ইমাদুল হক ভাটপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সন্ধায় নওপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,কিছুদিন আগে একটি মোটরসাইকেলে দুজন মাদক পাচারকারী মাদক নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম মোটরসাইকেল টিকে ধরার জন্য ধাওয়া করে। এসময় ভাটপাড়া ইকোপার্ক এর সন্নিকটে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুইজন মাদক পাচারকারী। পরে মোটরসাইকেল তল্লাশী করে একটি ব্যাগ ভর্তি তিন কেজি গাজা উদ্ধার করে পুলিশ।

পরে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করে মাদক পাচারকারী সনাত্ব করা হয়। এবং গাংনী থানায় একটি মাদক মামলা রুজু করা হলে পুলিশ ইমাদুল হককে গ্রেফতার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,ইমাদুল হক তিন কেজি গাজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে ইমাদুলকে সনাত্ব করা হয়। তার নামে এর আগেও মাদকের মামলা রয়েছে। তাকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হবে।




এইচএসসি পাসে নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ শেড সুপারভাইজার ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শেড সুপারভাইজার (ফ্যাক্টরি)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

মাসিক বেতন: ১৫,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনের (www.akijbiri.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৭ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস।




বায়ার্নকে বিদায় করে সেমিতে রিয়ালের সামনে ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘণ্টা বাজল বায়ার্ন মিউনিখের। দ্বিতীয় লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও প্রথম লেগ ৩-০ ব্যবধানে হারার কারণে সেমিফাইনালে যাওয়া হয়নি তাদের। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ম্যানসিটি।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে শুরু থেকেই ম্যানসিটিকে চাপে রাখে বায়ার্ন। একের পর এক আক্রমণ করে গোলের জন্য মরিয়া হয়ে উঠে তারা। ম্যাচের ১৭তম মিনিটে বল নিয়ে এগিয়ে যান সানে, তবে পরাস্ত করতে পারেননি সিটি গোলরক্ষককে। দুই মিনিট পর প্রতিআক্রমণ করে বসে সিটি। বল নিয়ে বায়ার্নের বক্সের সামনে যেতেই হালান্ডকে ফাউল করে বসেন উপামেকানো। তাকে লালকার্ড দেখালেও পরে ভিএআর চেক করে দেখা যায় হালান্ড অফসাইডে ছিলেন। পরে বাতিল করা হয় সেই লালকার্ডও।

ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। গুনদোয়ানকে বক্সে উপামেকানো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে গোলবারের ওপর দিয়ে বল উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন হালান্ড।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে আবার মোক্ষম সুযোগ পায় ম্যানসিটি। কিন্তু ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে আরও একবার হতাশ করেন হালান্ড। দুই মিনিট পর আর ব্যর্থ হননি তিনি। কেভিন ডে ব্রুইনের পাস ধরে হালান্ড উপামেকানোকে ফাঁকি দিয়ে এগিয়ে যান। এর পর জোরালো শটে গোলরক্ষক ইয়ান সমেরকে পরাস্ত করে ম্যানসিটিকে ১-০ গোলে এগিয়ে নেন।

ম্যাচের শেষ দিকে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় বায়ার্ন মিউনিখ। সিটির ডি-বক্সে তাদের ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান কিমিখ।

সূত্র: যুগান্তর




দামুড়হুদায় আশ্রয়ন প্রকল্পের ঘর গ্রহীতাদের মাঝে ঈদ উপহার বিতরণ

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেইট আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহের বরাদ্দ গ্রহীতাদের মাঝে চুয়াডাঙ্গা ০২ আসনের সাংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর এর উদ্যোগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১৩৮ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল বেলা ১১টার সময় হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেইট আশ্রয়নে প্রতিটি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ পিচ লুঙ্গি ও ১ পিচ শাড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করেন চুয়াডাঙ্গা ০২ আসনের সাংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এসময় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সব শ্রেণির মানুষদের নিয়ে ভাবেন। যাদের কোন সহায় সম্বল নেই, জায়গা জমি নেই, ভিটে মাটি কিছু নেই তাদেরকে জমি দিয়েছেন ঘর দিয়েছেন। তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এখন এই দামুড়হুদা উপজেলায় কোন গৃহহীন নেই। এসব শুধু জননেত্রী শেখ হাসিনা’র সরকারের আমলেই সম্ভব।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দর্শনা পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান হাবু, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, ইউপি সদস্য রিকাত আলী প্রমূখ।




কুষ্টিয়ায় নকল কসমেটিকস তৈরির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় নকল কসমেটিকস তৈরির অপরাধে ইলিয়াস শাহ নামে এক ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়।

গতকাল বুধবার দুপুরে র‌্যাব-১২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় হতে যৌথভাবে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথভাবে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়ুয়াপাড়া আব্দুল জব্বার সড়কে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টসে গিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল ও অনুমোদনহীন উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পাকিস্তানের গৌরি স্কিন ক্রিমের নকল করা হচ্ছে। মেসার্স চাঁদের পরী প্রোডাক্টসের সত্ত্বাধিকারী জনাব ইলিয়াস শাহ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সার্বিক সহযোগিতা করেন কুষ্টিয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীন।




কুষ্টিয়ার মিরপুরে দশ হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে ঈদ-উল-ফিতর উপলক্ষে দশ হাজার নারী পুরুষকে ঈদের পোশাক তুলে দিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।

অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মত এবারো তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় নারী-পুরুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।

গতকাল বুধবার সকালে মিরপুর উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের আমবাগানে এ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও তাঁর মা আলহাজ্ব খোদেজা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের সহধর্মীনি শামসুন্নাহার সেফালি আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোযার্দার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি, লুঙ্গী এবং পাঞ্জাবী পাওয়ার পরে তাদের খুশিটা আমার কাছে সবচেয়ে দামী।

তিনি বলেন, যখন আমি সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সেসময় আমার মা জননী আমাকে বলেছিলেন মানুষের জন্য কিছু করতে, মানুষকে সেবা করতে। সেই থেকে শুরু করেছি মানবসেবা, মানুষের কল্যাণে আমি কাজ করি। ৯ বছর ধরে আমি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। শুরু থেকেই প্রতি রমজানে গোটা উপজেলার দশ হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি উপহার হিসেবে তুলে দেই। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলার মানুষও ছুটে আসে এখানে।

বিতরণকৃত বস্ত্র সামগ্রীর মধ্যে ছিল ৮হাজার ৪শ পিস শাড়ি, ১ হাজার পিস লুঙ্গি এবং ৬ শ ৫০ পিস পাঞ্জাবী।




দামুড়হুদায় চুয়াডঙ্গা ২ আসনের এমপির ভাই ডাঃ রফিকুল ইসলাম দাফন সম্পন্ন

দামুড়হুদায় হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় নিলেন চুয়াডঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু’র বড় ভাই ডাঃ রফিকুল ইসলাম। তিনি ঢাকার ল্যাবএইট হাসপাতালে নিবিড় পরিচর্চাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ দিন থাকার পর গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তিনি তার হাজার হাজার ভক্ত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ৫ম পুত্র। মৃত্যকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। গত মঙ্গলবার বিকালে মৃত্যুর সংবাদ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডাঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন ।

তার মৃত্যুতে চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ সদস্য এমপি বীরমুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন, চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ সদস্য এমপি হাজী মোঃ আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটিরি সদস্য সচিব গোলাম ফারুক আরিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ডাঃ রফিকুল ইসলাম এর জন্ম। পারিবারিক জীবনে ডাঃ রফিকুল ইসলাম বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য নেতাকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ডাঃ রফিকুল ইসলাম এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা থাকার কারণে এখানকার মানুষের কাছে স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। এছাড়া তিনি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আর্থিক সহায়তা দেওয়াসহ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার রঘুনাথপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয় ।




গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক পাচারকারী আটক

মেহেরপুরের গাংনীর ছাতিয়ান থেকে ইয়াবা ও হেরোইনসহ নুরুজ্জামান কনক (৩৫) নামের এক মাদক পাচারকারী কে আটক করেছে গাংনী থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। মাদক পাচারকারী রোকনুজ্জামান কনক বামুন্দীগ্রামের গোলাম কাওসারের ছেলে।

আজ বুধবার সকালে ছাতিয়ান এলাকা থেকে তাকে আটক করে।

বামুন্দি ক্যাম্পের (ইনচার্জ) এসআাই ইসরাফিল হোসেন জানান, একজন মাদক পাচারকারী মাদক নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোকনুজ্জামানকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ১৯৫ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্বার করা হয়। তাকে আটক করে গাংনী থানা হেফাজতে রাখা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রোকনুজ্জামান নামের একজনকে ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।