মেহেরপুরে আমরা’৮৫ সংগঠনের প্রয়াত সদস্যের স্মরণে ইফতার ও দোয়া অনুষ্ঠান

মেহেরপুরে সামাজিক সংগঠন আমরা’৮৫, মেহেরপুর এর আয়োজনে সংগঠনের ০৭ জন প্রয়াত সদস্যের স্মরণে ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার সময় মেহেরপুর শহরের হোটেলবাজার সংগঠনের অফিসে আমরা’৮৫, মেহেরপুরের উপদেষ্টা লে. কর্নেল (অব.) আলী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু, উপদেষ্টা ডা জে পি আগরওয়ালা সপ্পু, সহ সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ রেজা।

কোষাধ্যক্ষ মাহবুবুল হক মন্টু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আশিকুজ্জাম সবুজ, অঞ্চল ভট্টাচার্য্য, জুলফিকার আলী, আবুল হাসান মিঠু, শামীমুল ইসলাম, ওয়াহেদ মুরাদ সেন্টু, মোমিনুল হক, রাজ্জাক প্রমূখ।

পরে সংগঠনের সদস্য রফিকুল আলম প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া পরিচালনা করেন।




মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের মাঝে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষ থেকে ঈদ- উল-ফিতরের ঈদ উপহার সামগ্রী দেওয়ার আয়োজন করা হয়।

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম উপস্থিত থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ছাত্র-ছাত্রীদের কিছু খাবার, তাদের মায়েদের জন্য শাড়ি এবং তাদের পছন্দমত জামা কাপড় কেনার জন্য নগদ অর্থ প্রদান করে।




সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল)। দিনভর নানা জল্পনা-কল্পনার পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। খবর আরব নিউজের।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হবে। ছুটি থাকবে চারদিন। আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিত সময়ে কাজ শুরু হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিমদের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল সৌদির চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৯ রোজায় শেষ হলো পবিত্র রমজান মাস। শুক্রবারই ঈদের খুশিতে মেতে উঠবেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা।

তবে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

শনিবার ঈদ উদযাপনের বিষয়ে মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

মালয়েশিয়ার মতো চাঁদ দেখা যায়নি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কমপাস।

এশিয়ার আরেক দেশ ব্রুনেইও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, এমন কথা জানিয়েছিলেন ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) এক বিবৃতিতে জানায়, এই বিবৃতি ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ এটি আইনগত ও বৈজ্ঞানিক বিবেচনাসহ বিভিন্ন কারণে দিয়ে প্রভাবিত। এ বিবৃতিটির উদ্দেশ্য হলো, চাঁদ দেখার বিষয়ে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা।
বিবৃতিতে বলা হয়, সূর্যাস্তের পর ক্ষণিকের জন্য আকাশে অর্ধচন্দ্রের উপস্থিতি এর দৃশ্যমানতার জন্য নির্ভরযোগ্য সূচক নয়। অর্থাৎ, সূর্যাস্তের পর সামান্য সময়ের জন্য আকাশে চাঁদ উঠলেও তা দেখা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

আইএসি বলেছিল, পুরোনো এবং নতুন সব মানদণ্ড বলছে, আরব বিশ্ব থেকে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এই প্রত্যাশা কোনো ব্যক্তি বা দলের মতামত নয়, বরং বিশেষজ্ঞদের ঐকমত্য। সব বৈজ্ঞানিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা বলতে করতে চাই, বৃহস্পতিবার আরব বা ইসলামিক বিশ্বে খালি চোখে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়, এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও সম্ভব নয়।

আমিরাতভিত্তিক সংস্থাটি জানায়, যেসব দেশে খালি চোখেই চাঁদ দেখা যায় বা এশিয়ার দেশগুলো, যারা টেলিস্কোপ দিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে; ধারণা করা হচ্ছে, সেসব জায়গায় রমজান মাস ৩০ দিন হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।

কিন্তু শেষপর্যন্ত আইএসি’র ধারণা ভুল প্রমাণ করে বৃহস্পতিবারই সৌদির আকাশে উদয় হলো ঈদের চাঁদ।




‌মেহেরপুরের রাইপুরে প্রবাস ফেরৎ এক ব‌্যক্তি‌কে কু‌পিয়ে হত‌্যা

পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপ‌জেলার রাইপুরে শ‌রিফুল ইসলাম (৪০) না‌মের এক প্রবাস ফেরত যুবক‌কে কু‌পিয়ে হত‌্যা করেছে প্রতিপক্ষরা।

আজ বৃহস্প‌তিবার সন্ধ‌্যা ৭টার দি‌কে মেহেরপুর জেনারেল হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। এর আ‌গে বিকাল ৩টার দি‌কে তা‌কে এ‌লোপাতা‌ড়ি কু‌পি‌য়ে জখম করে একরামুল হকসহ কয়েকজন দূর্বৃত্ত। নিহত শ‌রিফুল ইসলাম রাইপুর খা পাড়ার বাবর আলীর ছে‌লে।

স্থানীয় কাবুল মেম্বর জানান, তিন বছর আগে বিদেশে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আকছেদ আলীর ছে‌লে মোঃ এনামুল হক ওরফে খোকনের সা‌থে শ‌রিফু‌লের শত্রুতা তৈ‌রি হয়। এর পর শ‌রিফুল দুবাইয়ে চলে যায়। গত দুই মাস আগে শ‌রিফুল দে‌শে ফি‌রে আসে। আজ বিকা‌লে শ‌রিফুল মা‌ঠ থে‌কে বা‌ড়ি ফি‌রে আসার পথে এনামুল হক খোকন কৌশলে হাতিকাটার মোড়ে ডেকে নিয়ে সেসহ ক‌য়েকজন হাসুয়া দিয়ে এ‌লোপাতা‌ড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ‌জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করে। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ও‌সি সাইফুল ইসলাম ব‌লেন, ঘটনার পর থে‌কে আসামী আ‌মিনুল ইসলাম খোকন পলাতক রয়েছেন। তা‌কে আটকের চেষ্টা চলছে। এঘটনার আর কেউ জ‌ড়িত আছে কিনা তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন‌্য হাসপাতাল ম‌র্গে রাখা হয়েছে।




আমঝুপিতে এতিম তিন সন্তানদের ঈদ সহায়তা করলেন মউক

সারা দেশে তাপ প্রদাহ অব্যাহত রয়েছে, গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সাকো পাড়ার দিন মজুর আবুবক্কর মাঠে যাওয়ার পথে হিট স্টোকে আক্রান্ত হয়ে মারা যায়।

আবু বক্করের মৃত্যুর পরে পরিবারে থাকা ৩ কন্যা সন্তান এতিম হয়ে পড়ে। স্ত্রী পারভিনা খাতুন অসুস্থ হয়ে বছর তিন আগে মারা যায়।

পরিবারের ৩ কন্যা সন্তান পিতা-মাতা মারা যাওয়ায় এতিম অবস্থায় চরম অসহায় অবস্থায় মানবেতর ভাবে বাড়িতে অবস্থান করছে। বাড়ীর বড় মেয়ে আয়শার বিয়ে হলে ও মেজো মেয়ে আমেনা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে মরিয়ম আমঝুপি আলীম মাদ্রাসার ৪র্থ শ্রেণীতে পড়ে।

মানবধীকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম ও মানবতার চোখের পক্ষে থেকে আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অসহায় পরিবারের শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় ও ঈদের খাদ্যে সামগ্রী তুলে দেন। এ সময়ে ইউপি সদস্য মকবুল হোসেন উপস্থিত ছিলেন।




জিমেইল না খুলে মেইল পাঠানোর উপায়

বর্তমানে বিভিন্ন কাজের ক্ষেত্রে মেইল পাঠানোর জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফরম জিমেইল। ডেস্কটপ ছাড়া মোবাইলের মাধ্যমেও খুব সহজেই ব্যবহার করা যায় জিমেইল। যার রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। তবে অনেকেই হয়তো জানেন না যে, জিমেইল না খুলেও খুব সহজে সেন্ড করা সম্ভব মেইল।

২০১৯ সালের এপ্রিলে গুগলের এ সেবাটিতে প্রথম শিডিউলিংয়ের বিকল্পটি যোগ করা হয়েছিল। এ ফিচারের মাধ্যমে যদি নিজেদের ছুটির দিনে একটি মেইল পাঠাতে হয়, তার জন্য ল্যাপটপ বা জিমেইল ওপেন করার দরকার নেই। এ ফিচারটি ভবিষ্যতে নির্বাচিত তারিখ এবং সঠিক সময়ে পাঠানোর জন্য মেইল প্রস্তুত করে রাখে।

ডেস্কটপ ওয়েব ব্রাউজারে মেইল শিডিউল করার উপায়

প্রথমেই gmail.com-এ যেতে হবে এবং একটি নতুন ই-মেইল তৈরি করতে হবে। এবার SEND-এ ক্লিক না করে পাশের ছোট ড্রপ ডাউন অপশনে ক্লিক করতে হবে। এরপর নীল বোতামের পাশে থাকা ত্রিভুজটিতে ক্লিক করতে হবে। তারপর Schedule Send অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রস্তাবিত সময়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে অর্থাৎ যে যখন বার্তা পাঠাতে চায় সেই সময় এবং তারিখ নির্বাচন করতে হবে।

মোবাইলে মেইল শিডিউল করার উপায়

প্রথমেই মোবাইলে gmail.com ওপেন করতে হবে। এরপর কম্পোজ অপশনে ক্লিক করতে হবে এবং একটি নতুন ইমেইল লিখতে হবে। তারপর উপরের ডানদিকে তিনটি ডট দেখাবে, সেখানে গিয়ে Menu অপশনে ক্লিক করতে হবে। এরপর Shedule Send অপশনে ক্লিক করতে হবে।

তারপর Pick date & Time বিকল্পের সঙ্গে কিছু প্রিসেট বিকল্প দেখতে পাওয়া যাবে। এরপর ম্যানুয়ালি তারিখ এবং সময় লিখতে, নিজেদের পছন্দ অনুযায়ী তারিখ এবং সময় নির্বাচন করতে হবে। তারিখ এবং সময় নির্বাচন করার পরে Shedule Send অপশনে ক্লিক করতে হবে।

সূত্র: যুগান্তর




মেহেরপুর আর্থিক অনুদানের চেক বিতরণ

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়

বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে ১০ জন কে ৪০ হাজার টাকার চেক এবং ২৯ জনকে ৫০ হাজার টাকার চেক মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।




‘হা হা’ রিঅ্যাক্টের বানে ভাসছে অনন্ত-বাপ্পী

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সাতটি সিনেমা। এর মধ্যে অনন্ত জলিল ও বাপ্পী চৌধুরীর দুটি সিনেমা রয়েছে। যার একটি ‘কিল হিম’ অন্যটি ‘শত্রু’। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্টের বানে ভাসছে সিনেমা দুটির টিজার ও ট্রেইলার।

‘কিল হিম’ সিনেমার এক মিনিটের টিজারটি অনন্তর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ২২ লাখেরও বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া প্রায় ১ লাখ মানুষের মধ্যে ৫২ হাজারেরও অধিক মানুষ ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন।

অন্যদিকে, গত ১১ এপ্রিল প্রকাশ হওয়া বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমার ট্রেইলার তার ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ছয় লাখেরও বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া ৩৩ হাজার মানুষের মধ্যে ২১ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।

ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে একজন কিলারের চরিত্রে এবং ভিলেন চরিত্রে বর্ষা। আর সুমন ধর পরিচালিত ‘শত্রু’ সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে এবং জাহারা মিতু অভিভাবকহীন এক বখাটে তরুণী।

সূত্র: ইত্তেফাক




বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ

“একতায় শক্তি মানবিক বোধে মুক্তি” এই স্লোগান সামনে রেখে “বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপ পরিবারের সদস্য এবং পরিচালনা পরিষদের সমন্বয়ে অসহায়, দুঃস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল গেট সংলগ্ন বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের অস্থায়ী কার্যালয় রুশি ফার্মেসিতে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সহ নগদ অর্থ ১০০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের এডমিন আসাদুজ্জামান খান রাজ, সামস ই আলম, মিলি ইসলাম, মডারেটর মোঃ রিনু ও এম. সোহেল রানা প্রমুখ।

বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের প্রধান এডমিন আমেরিকা প্রবাসী এমএম নুরুজ্জামান বলেন আপনাদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সাফল্যমন্ডিত করে তুলছে। খাদ্য বিতরণ তহবিলে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ ও নিরাপদে থাকুন।




গাংনীতে মাদক মামলার আসামী গ্রেফতার

গাংনীর ভাটপাড়া আবাসন এলাকার ইমাদুল হক( ৩৫) নামের এক মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। ইমাদুল হক ভাটপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সন্ধায় নওপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,কিছুদিন আগে একটি মোটরসাইকেলে দুজন মাদক পাচারকারী মাদক নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম মোটরসাইকেল টিকে ধরার জন্য ধাওয়া করে। এসময় ভাটপাড়া ইকোপার্ক এর সন্নিকটে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুইজন মাদক পাচারকারী। পরে মোটরসাইকেল তল্লাশী করে একটি ব্যাগ ভর্তি তিন কেজি গাজা উদ্ধার করে পুলিশ।

পরে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করে মাদক পাচারকারী সনাত্ব করা হয়। এবং গাংনী থানায় একটি মাদক মামলা রুজু করা হলে পুলিশ ইমাদুল হককে গ্রেফতার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,ইমাদুল হক তিন কেজি গাজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে ইমাদুলকে সনাত্ব করা হয়। তার নামে এর আগেও মাদকের মামলা রয়েছে। তাকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হবে।