মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

অন্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব সহ বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। র‍্যালিটি মেহেরপুর সরকারি কলেজ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।




মুজিবনগরে ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

২০ বোতল ফেনসিডিলসহ আলামিন হোসেন ওরফে আলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটক আলামিন মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ সোমবার (২২ মে) বেলা ২ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি টিম আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়িতে ফেনসিডিল জড়ো করে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আটক আসামি আলামিনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




কোটচাঁদপুরে ৭ দিন ব্যাপি ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্ভোধন

ভূমিসেবা সপ্তাহ -২০২৩ এর শুভ উদ্ভোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয় চত্বরে এ সভা করা হয়।

ভূমিসেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভুমি) নিরুপমা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জগন্নাথ সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়ার আবদুল জলিল বিশ্বাস, কুশনার শাহরুজামান সবুজ, এলাঙ্গীর মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক চম্পা অধিকারী, সমবায় কর্মকর্তা মোছাঃজান্নাতারা হিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।




মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগরে ভৃমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে, স্মার্ট ভূমি সেবাই ভূমি মন্ত্রণালয় এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, জমি জমা সংক্রান্ত কাগজপত্র সরকারি রেটের চেয়েও বেশি টাকা কেহ অফিসে দিবেন না। যদি ভূমি অফিসের কোন কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবেন।

ভূমির নামজারি করতে কোন দালালের শরণাপন্ন হবেন না স্মার্ট বাংলাদেশে ভূমি সংক্রান্ত সবকিছুই অন্য অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন।




আদালতে জাল দলিল দাখিল; বাদীর ৩ বছর কারাদন্ড

আদালতে জাল দলিল দাখিল করার অপরাধে বাদী বাবুল হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীক।

আজ সোমবার (২২ মে) দুপুরের দিকে এই দান্ডাদেশ দেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, আসামি বাবুল হোসেন মেহেরপুর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে দেওয়ানি ২৮৮/২০১০ নম্বর মামলা দায়ের করেন। এই মামলার বাদী বাবুল হোসেন আদালতে একটি দলিল দাখিল করেন যা আদালতের পর্যবেক্ষণে সন্দেহজনক মনে হয়। পরে মেহেরপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ ফারুক ইকবাল ওই দলিলের স্ট্যাম্প বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ট্রেজারি অফিসকে নির্দেশ প্রদান করেন। ট্রেজারি অফিস থেকে আদালতে দাখিলকৃত স্ট্যাম্পটি জালমর্মে প্রতিবেদন দেন। আদালতের পর্যালোচনায় বাদীর দাখিলকৃত স্ট্যাম্পটি জাল বলে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ ফারুক ইকবাল ২০১৩ সালে নিজে বাদী হয়ে সিআর ৩৫৮/১৪ নম্বর মামলা দায়ের করেন।

উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীক মামলাটির রায় ঘোষণা করেন। আসামি বাবুল হোসেনের বিরুদ্ধে দন্ডবিধির ৪৭১ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন, আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে প্রাণের নির্দেশ প্রদান করেন আদালত।




হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত মেসেজ লুকিয়ে রাখতে ‘চ্যাট লক’

ইদানিংকালে একটির বেশি চারটি ডিভাইসে চ্যাট খুলে রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু সেই সুবিধার মধ্যেও রয়েছে একটি বিপদ। কথাবার্তা যদি নিতান্ত ব্যক্তিগত হয়, তাহলে একের পর এক চারটি ডিভাইসে চ্যাট খোলা থাকলে তা সর্বসমক্ষে চলে আসতে পারে। হোয়াটসঅ্যাপ খুলে রাখতে পারলেও যদি বিশেষ কোনও চ্যাট লুকিয়ে রাখার সুবিধা উপলব্ধ থাকে, তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন ব্যবহারকারীরা। এই সুবিধার কথা মাথায় রেখেই একটি বিশেষ নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘মেটা’।

এই সংস্থার পক্ষ থেকে সম্প্রতি হোয়াটসঅ্যাপ-এ একটি নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের আলাদা আলাদা কথোপকথনগুলি লুকিয়ে রাখার জন্য বিশেষ ‘লক’ ফিচার দিচ্ছে। এই লক করার সুবিধা পাবেন কীভাবে? ‘মেটা’ কর্তৃপক্ষ জানিয়েছে যে, একটি পাসওয়ার্ড বা বায়োমেট্রিক প্রমাণীকরণ ব্যবহার করে যেকোনও নির্দিষ্ট চ্যাটকে লক করে রাখতে পারবনে ব্যবহারকারীরা। চ্যাটগুলি আলাদা আলাদা ফোল্ডারেও সংরক্ষণ করা হবে এবং কার সাথে চ্যাট করা হচ্ছে, তার নাম এবং প্রকৃত বার্তাও লুকিয়ে রাখা যাবে। শুধুমাত্র পাসওয়ার্ড বা বায়োমেট্রিক প্রমাণী দেওয়ার পরেই ওই বিশেষ চ্যাটটি দেখা যাবে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই আগে থেকে বায়োমেট্রিক বা একটি পিন কোড ব্যবহার করে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপটি লক করে রাখার সুবিধা চালু ছিল। কিন্তু নির্দিষ্ট কোনও চ্যাট লুকিয়ে রাখার সুবিধা ছিল না। এবার থেকে এই নতুন ‘লক ফিচার’ বৈশিষ্ট্যটি ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যক্তিগত বার্তাগুলোকে আরও সুরক্ষিত করে রাখতে পারবেন। এর দ্বারা, যদি কেউ আপনার ফোনে অ্যাক্সেস করতে পারেন, তিনি কোনওভাবেই হোয়াটসঅ্যাপ-এর চ্যাট-লক করা বার্তাগুলি দেখতে পাবেন না।

হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই বেশ কিছু নিরাপত্তা এবং গোপনীয়তা-কেন্দ্রিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন এন্ড-টু-এন্ড এনক্রিপশন, এনক্রিপ্ট করা চ্যাট ব্যাকআপ, অদৃশ্য হয়ে যাওয়া চ্যাট, স্ক্রিনশট ব্লক করা এবং কে সর্বশেষ দেখা স্ট্যাটাস অ্যাক্সেস করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করার সুবিধা। এবার যদি আপনি সর্বশেষ আপডেট করান, তাহলে মেটা আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটের গোপনীয়তা এবং সুরক্ষা বৈশিষ্ট্যগুলিকে আরও শক্তিশালী করবে।

‘চ্যাট লক’ বৈশিষ্ট্য কী:

মেটার তথ্য অনুসারে, যখন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ‘লক’ করা হয়, তখন সেই কথোপকথনের থ্রেডটি ব্যবহারকারীর ইনবক্স থেকে নেওয়া হয় এবং কথাগুলি তার নিজস্ব ফোল্ডারে রাখা হয়। এই ক্ষমতাটি স্বয়ংক্রিয়ভাবে সেই চ্যাটের বিষয়বস্তু লুকিয়ে রাখে।

হোয়াটসঅ্যাপে চ্যাট লক কীভাবে সক্রিয় করবেন:

অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই সর্বশেষ সংস্করণের দ্বারা হোয়াটসঅ্যাপে ডাউনলোড বা আপডেট করতে পারবেন।

এরপর আপনি লক করতে চান, এমন কোনও নির্দিষ্ট চ্যাটে যান।

ওই চ্যাটের প্রোফাইল পিকচারে ক্লিক করুন।

মেনু সেকশনে আপনি অদৃশ্য বার্তা মেনুর ঠিক নীচে ‘চ্যাট লক’ নামে একটি নতুন বিকল্প দেখতে পাবেন।

এখান থেকে ‘চ্যাট লক’ চালু করতে পারবেন।

ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে চ্যাটগুলি লক করে রাখা যাবে।

হোয়াটসঅ্যাপে লক করা চ্যাটগুলি কীভাবে অ্যাক্সেস করবেন।

সমস্ত লক করা চ্যাট অ্যাক্সেস করতে। হোয়াটসঅ্যাপ-এর হোম পেজের নিচে সোয়াইপ করুন।

সূত: ইত্তেফাক




গাংনীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্প অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মার্জিয়া খাতুন ওরফে ময়না (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

মাজিয়া খাতুন ওরফে ময়না কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মনাইকুন্ডি গ্রামের বাদল মোল্লার স্ত্রী।

আজ সোমবার (২২ মে) সকাল সাড়ে ৮ টার সময় বামন্দী-বেতবাড়িয়া সড়কের রামনগর বাজারের কাছ থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় ফোর্স।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নারী মাদক ব্যবসায়ী ময়না খাতুন পুটলার মধ্যে করে গাঁজা নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন রামনগর বাজারের উপর তাকে পুলিশ চেক করে গাঁজা পান। পরে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশে হস্তান্তর করেন।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে আটক ময়না খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




প্রত্যাশা আজ প্রত্যাহৃত – রফিকুল ইসলাম

অনেকটা সময় লবঙ্গের সুঘ্রাণে হারিয়ে গেছে,
পরম সহিষ্ণতায় দুঃখগুলো প্রথিত মনে
সাত সাতটি বসন্ত পুড়ে গেছে তপ্ত বৈশাখে,
প্রতিশ্রুতির নামতা মেলেনি প্রতিশ্রুত ধারাপাতে।

গর্ভিণী মেঘেরা আজ সুখের বার্তা নিয়ে এসেছে
হলুদ পাতার বদলে জেগেছে সবুজ কিশোলয়,
অনুভব ছুঁয়ে সৌভাগ্যের বারান্দায় সুগন্ধ ছড়ায়
স্বপ্নলতিকা এখন জানালার কার্নিশ ছুঁয়ে যায়।

তবুও ঝড় উঠে স্বপ্নঘোরে ঘুমের আঁধার ভেঙে
বিস্ফোরিত আগ্নেয়গিরির জ্বালামুখ বেয়ে
প্রথিত কষ্টগুলো নিঃশব্দ কান্নায় জেগে উঠে
সুঘ্রাণ গোলাপে কাঁটাগুলো অলক্ষ্যে থাকে চেয়ে।

দূরে ঐ নীলিমায় পাখিরাও উড়ে যায় ফিরে
আঙ্গুলের ফাঁকে সূতাকাটা ঘুড়িটাও উড়ে যায় দূরে
দূরে— অনেক দূরে..! অনেক— দূরে..!




গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২শে মে) সকাল সাড়ে ১১টার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজা। এসময় গাংনী সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।




চোখ লিভার ও কিডনিকে ভালো রাখে ঝিঙা

শারীরিকভাবে সুস্থ থাকতে আমিষ স্নেহজাতীয় খাবারের পাশাপাশি প্রচুর শাকসবজি খাই আমরা। ডাক্তারও প্রতিটি রোগীকে শাকসবজির প্রতি জোর দিতে বলেন। তবে সবজির তালিকাতে প্রায় আমরা ঝিঙার নাম রাখি না। অথচ ঝিঙার প্রচুর পরিমাণে পুষ্টি আছে।

ঝিঙা অনেকেই পছন্দ করেন না। তবে স্বাদে খুব একটা আকর্ষণীয় না হলেও, ঝিঙা পুষ্টিগুণ ভরপুর। ওজন কমাতে, চোখ ভালো রাখতে এবং ইমিউনিটি বাড়াতে বেশ কার্যকরী এই সবজি। ঝিঙা খেলে স্বাস্থ্যের কী কী উপকার হয়, তা সবার জেনে রাখা উচিত।

ঝিঙা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে ক্যালোরি খুব কম। যে কারণে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী সবজি এটি। পাশাপাশি ঝিঙা হাইপোগ্লাইসেমিক। যে কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

ঝিঙাতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে, যা চোখ ভালো রাখতে সহায়তা করে। বিশেষ করে বেশি বয়সি মানুষের ক্ষেত্রে ঝিঙা অত্যন্ত উপযোগী। ম্যাকুলার ডিজেনারেশন, আংশিক অন্ধত্ব এবং চোখের অন্যান্য অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে ঝিঙা। এ ছাড়া অপটিক স্নায়ু ভালো রাখে এই সবজি। বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালিকেও রক্ষা করে।

ঝিঙাতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান আর সেলুলোজ থাকে। সেলুলোজ এক ধরনের প্রাকৃতিক ফাইবার। ফলে ঝিঙা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং পেট ভালো রাখে। পাশাপাশি স্বাভাবিক মলত্যাগ এবং হজমে সহায়তা করে।

ঝিঙা ফাইবার সমৃদ্ধ, যা হজম হতে সময় নেয়। ফলে দীর্ঘ সময় পেট ভরা রাখে। আর এতে ক্যালোরিও কম এবং জলের পরিমাণ বেশি, যা ওজন কমাতে অবদান রাখে।

ঝিঙা আমাদের শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ, অ্যালকোহল ও অপাচ্য খাদ্যকণা দূর করে। ফলে ভালো থাকে লিভার। পিত্তরসের ক্ষরণ ভারো রাখতেও ঝিঙার অবদান অনেক। ফলে জন্ডিস থেকে সেরে ওঠার সময় ঝিঙা খেতে বলা হয়।

চোখ, লিভার, পাকস্থলী ও কিডনি সংক্রমণের প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো শরীরের কম রোগ প্রতিরোধ ক্ষমতা। ঝিঙাতে রয়েছে ভিটামিন ‘সি’, আয়রন, ম্যাগনেসিয়াম, রাইবোফ্ল্যাভিন, থায়ামিন এবং জিঙ্ক। যে কারণে ইমিউনিটি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঝিঙা।

সূত্র: যুগান্তর