দামুড়হুদায় অগ্নিকাণ্ডে ভস্নীভূত হওয়ায় পরিবারের পাশে ইউএনও রোকসানা মিতা

দামুড়হুদায় অগ্নিকাণ্ডে মেসার্স সাইম ট্রেডার্স পুড়ে ভস্নীভূত হওয়ায় পরিবারটির পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও পরিবারের খোঁজ খবর নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণনির্মাণ করার জন্য ঢেউটিনের আবেদন করতে বলেন।

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি ও পরিবারের খোঁজ খবর নিয়েছি। অগ্নিকাণ্ডে ব্যবসায়ী অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক। ব্যবসায়ী শওকত ওসমান আমার অফিসে এসেছিলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণনির্মাণ করার জন্য ঢেউটিনের আবেদন করতে বলেছি, আবেদন করলে ঢেউটিন প্রদান করা হবে। এবং পরিবারটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। এধরণের অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড এড়াতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকা দরকার বলে জানান।

উল্লেখ্য গত শুক্রবার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামে মেসার্স সাইম ট্রেডার্স অগ্নিকাণ্ডে পুড়ে ভস্নীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চারুলিয়া গ্রামের পুলপাড়া এলাকার মৃত নজরুল মাষ্টারের ছেলে শওকত আলী(৬০)।

শুক্রবার রাত ৩ টার দিকে নিজ বাড়ির সাথে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী শওকত আলীর।




‘সুস্থতা ও সাফল্যের পথ দেখায় মেডিটেশন’

আজ রবিবার বিশ্ব মেডিটেশন দিবস। এ বছর দেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণসহ সারা দেশে ভোর ৬টায় একযোগে বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চার আয়োজন করেছে। আর এর মধ্য দিয়ে ধ্যানীরা সুস্থতা ও প্রশান্তির বাণীকে ছড়িয়ে দেবেন সবার কাছে।

কোয়ান্টাম ফাউন্ডেশন জানিয়েছে, দেশে দিনদিন মেডিটেশনের জনপ্রিয়তা বাড়ছে। পরিপূর্ণ সুস্থতার জন্য বিদ্যমান চিকিৎসার পাশাপাশি মেডিটেশন যে প্রয়োজন, সেই পরামর্শ এখন চিকিৎসকরা দিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভুক্ত করেছে। জানা গেছে, বিশ্ব জুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক অর্থাৎ সুস্থ থাকতে মেডিটেশন বা ধ্যানের কার্যকারিতা এখন চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত। সুস্থতা ও সাফল্যের পথ দেখায় মেডিটেশন।

ছয় বছর আগে উইল উইলিয়ামস নামে এক ব্রিটিশ মেডিটেশন প্রশিক্ষক প্রথম এ দিবসটি পালনের উদ্যোগ নেন। উইল উইলিয়ামস ছিলেন অনিদ্রার রোগী। মেডিটেশনের মাধ্যমে নিরাময় লাভের পর তিনি এ সম্পর্কে আরো উত্সাহী হয়ে ওঠেন। তবে বাংলাদেশে মেডিটেশন চর্চার ইতিহাসে টানা ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই চর্চার সঙ্গে যুক্ত হয়েছেন লাখো মানুষ। নিয়মিত মেডিটেশন চর্চাকারীরা বিশ্বাস করেন, মেডিটেশন চর্চার ভেতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী ছড়িয়ে দেওয়া প্রয়োজন।




জুনিয়র এনটিআরকে দ্বিতীয় যুদ্ধের আহ্বান জানালেন হৃত্বিক

দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন ‘আরআরআর’ সিনেমার মাধ্যমে। এবার তার গ্র্যান্ড এন্ট্রি হতে চলেছে বলিউডে। আর দক্ষিণী এই হিরোর বিপরীতে থাকছেন বলিউডের অভিনেতা হৃত্বিক রোশন। টু্ইটারে যুদ্ধে আহ্বান জানিয়ে তারই ইঙ্গিত দিয়েছেন হৃতিক রোশন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জুনিয়ার এনটিআরের জন্মদিনে টুইটারে তাকে শুভেচ্ছাবার্তায় যুদ্ধক্ষেত্রে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন হৃতিক রোশন। হৃতিক লিখেছেন, ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার আগামী দিন, অ্যাকশনে হোক জমজমাট। যুদ্ধভূমিতে তোমার জন্য অপেক্ষায় আছি বন্ধু। তোমার আগামী দিনগুলো আনন্দ আর শান্তিতে ভরে উঠুক, যতক্ষণ না আমাদের দেখা হচ্ছে।’

‘যুদ্ধভূমি’ বলতে হৃতিক যে ‘ওয়ার ২’- এর দিকেই ইঙ্গিত করেছেন তা বুঝতে পেরেছেন অনুরাগীরাও। দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জেনে ভক্তরা একের পর এক উচ্ছ্বসিত মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে।

অন্যদিকে ফিল্ম সমালোচক তরুণ আদর্শ তারে টুইটারে হৃত্বিক রোশন আর জুনিয়র এনটিআর-এর ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ওয়ার-২ তে অফিসিয়ালি তারা কাজ করছেন।’

২০১৯ সালে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের ছবি ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল। মেজর কবীরের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন। টাইগার শ্রফ আবার ক্যাপ্টেন খালিদ ও ক্যাপ্টেন সৌরভ, দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দুই অ্যাকশন হিরোর যুগলবন্দিতে যশরাজ ফিল্মসের আয়ও ছিল বেশ ভাল। ১৭০ কোটির ‘ওয়ার’ ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৪৭৬ কোটি!

সেই সাফল্যের সূত্র ধরেই যশরাজ ফিল্মসের ব্যানারে শুরু হতে চলেছে ‘ওয়ার ২’-এর কাজ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।

সূত্র: ইত্তেফাক




সেই মীর কামরুজ্জামান লেলিনের বিরুদ্ধে আদালতের সমন জারি

গাংনী উপজেলার তেরাইল গ্রামের বহুল আলোচিত মীর কামরুজ্জামান লেলিনের বিরুদ্ধে সমন জারি করছেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

আজ রবিবার (২২ মে) বেলা ১২ টার দিকে প্যানেল কোডের ১৯৩/১৯৬/৪০৬/৪২০/৪১৭/৪১৯/৪৬৪/ ৪৬৭/৪৬৮ ও ৪৭১ ধারগুলোকে আমলে নিয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালত লেলিনের বিরুদ্ধে এই সমন জারি করেন। আগামি ১৩/০৭/২০২৩ তারিখে তাকে স্ব শরীরে কোর্টে উপস্থিত হতে বলেছেন।

এর আগে মামলার তদন্তকারি সংস্থা কুষ্টিয়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি প্রায় এক বছর তদন্ত শেষে সাম্প্রতিক সময়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।

তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিজ্ঞ আদালত এই সমন জারি করেন।

উল্লেখ্য, মীর কামরুজ্জামান লেলিন অ্যাডভোকেট না হয়েও তার নামের পূর্বে অ্যাডভোকেট ব্যবহার করে আসছেন। পিতার সম্পত্তি নয় তা জানার পরেও অপরের সম্পত্তি তার পিতার সম্পত্তি হিসেবে জালিয়াতিপূর্বক সৃজন করে জাল দলিল তৈরী ও তা নামজারি করাই তার বিরুদ্ধে প্যানেল কোডের ১৯৩/১৯৬/৪০৬/৪২০/৪১৭/৪১৯/৪৬৪/ ৪৬৭/৪৬৮ ও ৪৭১ ধারগুলোতে অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতিয়মান হয়েছে।

মীর কামরুজ্জামান লেলিনের বিরুদ্ধে দৈনিক মেহেরপুর প্রতিদিনে সচিত্র সংবাদ প্রকাশ পাওয়ার পর মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক এর এসএম শরিয়ত উল্লাহ স্ব প্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং মিস কেস ০৪/২০২২ দায়ের করেন।




মেটার নতুন অ্যাপ দেখতে টুইটারের মতো

মেটা সম্প্রতি নতুন আরেকটি অ্যাপ চালু করেছে। এটাকে তারা বলছে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ। নতুন এই অ্যাপটি দেখলে প্রথমে টুইটারের কথাই মাথায় আসবে।

হেবারম্যানের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এখনো অ্যাপটির কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম দেওয়া হয়েছে পিনাইনটু। নতুন অ্যাপ ব্যবহারের জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হবে না৷ ইন্সটাগ্রাম একাউন্ট দিয়েই লগিন করা যাবে এই অ্যাপে। নতুন অ্যাপটিতে সব ভেরিফিকেশন ডাটা ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই চলে যাবে। অর্থাৎ বাড়তি ঝামেলা নিতে হবে না।

ইউটিউবে বাড়ছে বিজ্ঞাপনের বিড়ম্বনাইউটিউবে বাড়ছে বিজ্ঞাপনের বিড়ম্বনা
অ্যাপের ভেতর আপনি ফিড পাবেন। সেখানে ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে৷ সঙ্গে ছবি বা গানও সংযুক্ত করা যাবে। ইনস্টাগ্রাম ও টুইটারের অভিজ্ঞতার সংমিশ্রণ অনেকটা বলা যায়। আপাতত একটি স্লাইডে মাত্র দুটো স্ক্রিনশট দেখা গেছে। এটি আপাতত মার্কেটিং স্লাইডেই দেখা গেছে। এই অ্যাপটি মেস্টোডোনের মতো অ্যাপের সঙ্গেও সংযুক্ত হতে পারবে। যদি সত্যিই অ্যাপটি ভালোভাবে করা যায় তাহলে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা আরো বাড়বে। এমনিতেই অনেকে টুইটারের বিকল্প খোঁজার ব্যাপারে সতর্ক হচ্ছে। সেখানে এই নতুন অ্যাপের খবর টুইটারের জন্য ভালো কিছু নয়। মেটা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: দ্য ভার্জ




মুজিবনগরে ৪ গ্রাম হেরোইনসহ দুই যুবক আটক

মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক করেছে।

আটকরা হলেন, মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের হাসেম আলীর ছেলে মো: মোমিন (২০) ও বাবুপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে মো: মিঠুন (২০)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে কোমপুর পুলিশ ক্যাম্পের একটি টিম শনিবার দিবাগত রাতে পরানপুর গ্রামের জনৈক মনিরুল ইসলামের কলাবাগান থেকে তাদের দুজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রবিবার সকালের দিকে দুই মাদক কারবারীকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




দর্শনায় ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

দর্শনা থানা পুলিশ ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ী সেলিনা খাতুন (৪৫) কে গ্রেফতার করেছে । সে দর্শনা পৌরসভার আজমপুর মাঠ পাড়ার স্বামী মুজিবর রহমান ও খলিলুর রহমানের মেয়ে।

জানাগেছে রবিবার (২১ মে )  ‍দুপুর ১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে, অভিযান চালায় দর্শনা হল্ট ষ্টেশন টাওয়ার পাড়ায়।

এ সময় দর্শনা থানার এস আই সোহেল রানা, দর্শনা থানার এসআই স্বপন কুমার সরকার, এএসআই বশির আহম্মেদ, এএসআই মাসুম বিল্যাহ্, নারী এএসআই মোছাঃ রওশন আরা,অভিযান চালায় টাওয়ারপাড়ার মুনাজাতের ছেলে আব্দুস ছাত্তারের দোকানের পিছনে। এ সময় পুলিশ মহিলা মাদক ব্যাবসায়ী সেলিনা কে গ্রেফতার করে।পরে তার কাছে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় দর্শনা থানার এস আই সোহেল রানা বাদি হয়ে মাদক আইনে মামলাসহ কোট হাজতে প্রেরন করে।




গায়ের রং দেখে পাকিস্তানের কোচ নির্বাচন করা হয় : রাজা

সর্বশেষ কোচ নির্বাচনের সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন গায়ের রং দেখে দলের প্রধান কোচ নির্বাচন করা হয়েছে।

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, স্থানীয় কোচদের প্রাপ্য সম্মান না দিয়ে গায়ের রং দেখে দলের কোচিংয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে বিদেশিদের।

সম্প্রতি দুই বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পরিচালক হিসেবে পাকিস্তানের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থার। একইসঙ্গে ডার্বিশায়ার ও পাকিস্তানের সাথে কাজ করবেন আর্থার। এছাড়াও ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু পুটিক ও বোলিং বিভাগে প্রোটিয়া পেসার মরনে মরকেলকে কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি।

কোচিং প্যানেলে বিদেশিদের নিয়োগ নিয়ে গত বছরের ডিসেম্বরে পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, ‘স্থানীয় কোচরা পেশাদার নন। পাকিস্তানের তারকারা খেলোয়াড়দের কোচিং করাতে পারেন না। একজন বিদেশি কোচ স্বজনপ্রীতি ও পছন্দের খেলোয়াড় দলে নেবে না। কিন্তু আমাদের স্থানীয় কোচরা সেটি করবে, কারণ এটি আমাদের সংস্কৃতিতে আছে।’

শেঠির ঐ কথার প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন রাজা। পাকিস্তানের নিউজ পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে তিনি বলেন, ‘পাকিস্তানি কোচদের ব্যবহার না করাটা অন্যায়। আপনি যদি তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে না পারেন, অন্তত তাদের সম্মান দেন। আপনি এটা বলতে পারেন না, তারা কাজ পারে না এবং রাজনীতি করে।’

বর্তমান প্রধান কোচ ব্র্যাডবার্নের সমালোচনা করে রাজা বলেন, ‘পিসিবি একজন প্রধান কোচ নির্বাচন করেছে, যার কিনা ক্রিকেট সার্কিটে কোন অভিজ্ঞতা নেই।’

রাজা আরও বলেন, ‘আমাদের পুরো দল তাকে দিয়েছে পিসিবি। কারন তার গায়ের রং আমাদের থেকে আলাদা। তারা বিশ্বাস করে, সে কোন রাজনীতি করবে না। একজন নিম্নস্তরের মানসিকতার মানুষ এমনটি ভাবতে পারে। সিস্টেম এবং কোচদের সম্মান করুন। কোচের গায়ের রং যদি আপনার মত হয় তাহলে ধরে নিবে রাজনীতি করবে।’

সূত্র: ইত্তেফাক




গাংনী ও মুজিবনগরে ৫ জন গ্রেফতার

গাংনী ও মুজিবনগর থানা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৩ আসামি ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ আসামি রয়েছে।
শনিবার দিনগত রাতের আজ রবিবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের আজ রবিবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি সরাসরি কমিশন্ড অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৬ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কমিশন্ড অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

বিভাগ: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ, শিক্ষা শাখা- পুরুষ ও নারী, শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ২৮-৩০ বছর।

আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা, আইসেএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তর্ণীদের নিয়োগ দেওয়া হবে।

আবেদনের উপায়: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন  এখানে।

আবেদনের শেষ তারিখ: ৬ জুলাই, ২০২৩