আইসিসির মাসসেরা সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১২ এপ্রিল) আইসিসি তাদের ওয়েবসাইটে মার্চ মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান।

এই দুই ক্রিকেটারকে পেছনে ফেলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। সম্প্রতি ব্যাটে-বলে ছন্দে রয়েছেন সাকিব। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

এরপর সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সেখানেও ব্যাট ও বল হাতে অবদান রাখেন এই অলরাউন্ডার। ইংল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখেন আয়ারল্যান্ড সিরিজেও। সব মিলিয়ে মার্চ মাসে ১২ আন্তর্জাতিক ম‌্যাচে সাকিব ৩৫৩ রান এবং ১৫ উইকেট নেন সাকিব।

সূত্র: ইত্তেফাক




শুটিং সেটে বোমা ফেটে আহত সঞ্জয় দত্ত!

শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণ সেটে। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমা ফেটে গুরুতর আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। শুটিং চলাকালীন আচমকাই ফেটে যায় বোমা। বিস্ফোরণে আহত হন সঞ্জু বাবা। খবর, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।

‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর। অভিনেতা আহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং।

প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই খবর।

এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জয়কে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

‘লিও’-র মাধ্যমে তামিল ছবির দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে তার। কাশ্মীরে ইতিমধ্যেই ছবির অনেকটা অংশের শুটিং করে ফেলেছেন অভিনেতা। শুধু তা-ই নয়, অ্যাটলির ‘জওয়ান’ ছবিতেও শাহরুখের পাশাপাশি অ্যাকশন দৃশ্যে দেখা যেতে চলেছে তাকে। সপ্তাহ খানেক আগেই সেই দৃশ্যের শুটিং শেষ করেছেন সঞ্জু।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ৩ ডাকাত সদস্য গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব- সাহারবাটি সড়কে হার্ডওয়্যার ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে কুপিয়ে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে ৮ থেকে ৯টি মামলা রয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম তার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা, গাংনী উপজেলার সাহেবনগর ও সাহারবাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮), মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে মোহাম্মদ নাজির হোসেন (৫৩) ও একই উপজেলার সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল আলী (৩৫)।

তিনি বলেন, গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাতি মামলার এই আসামীদের গ্রেফতার করে। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ৮ থেকে ৯টি করে মামলা রয়েছে।

তাদের কাছে থেকে ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত ২ দেশীয় অস্ত্র হাসুয়া, বাঁশের লাঠি, ও দঁড়ি উদ্ধার করা হয়েছে। এই ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মো: রাফিউল আলম। গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে দিতে স্বীকারোক্তি জানিয়েছেন। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ রাত সাড়ে ৯ টার দিকে ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার বন্ধু লাভলু সাহারবাটি থেকে গাড়াডোব বাজারে যাওয়ার পথে হোগলডাঙ্গা মাঠ নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের পথ গতিরোধ করে তাদের হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোটরসাইকেল নগদ টাকা মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।




অনলাইন নিবন্ধন পেল ‘মেহেরপুর প্রতিদিন’

খুলনা বিভাগের জেলা গুলোর মধ্যে প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন পেল মেহেরপুর প্রতিদিন (www.meherpurpratidin.com) ।

আজ বুধবার ১২ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ১ শাখার উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। যার স্মারক নম্বর-১৫.০০.০০০০.০১৯.২২.০১৯.২২-১০৩।

একই বিজ্ঞপ্তিতে ঢাকা থেকে প্রকাশিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ ও ‘দৈনিক যায় যায় কাল’ নামের দুটি অনলাইনও নিবন্ধন পেয়েছে।

নিবন্ধন পেয়ে মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন বলেন, মেহেরপুর প্রতিদিনের প্রিন্ট ভার্সন মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঠকপ্রিয়তা অর্জন করেছে তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। একই ভাবে আজ আমরা অনলাইনের নিবন্ধন পেলাম। এখন থেকে মেহেরপুর প্রতিদিন অনলাইন ভার্সনও নতুন মাত্রা যোগ হবে।

মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় দৈনিক মেহেরপুর প্রতিদিন খুলনা বিভাগের জেলা গুলোর মধ্যে প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন পেলো। পত্রিকাটির অনলাইন মাধ্যমও পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করি।




স্নাতক পাসে নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফার্নিচার কোম্পানি নাদিয়া ফার্নিচার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ জুনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

জুনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ – রিটেইল অ্যান্ড করপোরেট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকানো বিষয়ে স্নাতক পাস হতে হবে। মার্কেটিং ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২৫ থেকে ৩৫ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীরা (বিক্রয়, করপোরেট বিক্রয়, গ্রাহক সহায়তা/ক্লায়েন্ট পরিষেবা, করপোরেট মার্কেটিং, খুচরা দোকান/দোকান) অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের স্মার্ট, আত্মবিশ্বাসী এবং স্বপ্রণোদিত হতে হবে। প্রার্থীদের অবশ্যই ক্লায়েন্টের চাহিদা বুঝতে হবে এবং বিক্রয়ের সুযোগের সুযোগ চিহ্নিত করতে হবে।

সম্ভাব্য গ্রাহকদের সনাক্ত করার এবং তাদের সাথে টেকসই সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা। শক্তিশালী মূল্য আলোচনার ক্ষমতা। গতিশীল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহ মনের অসামান্য উপস্থিতি। কঠিন বিশ্লেষণী ক্ষমতা, ভাল উপস্থাপনা এবং বিশ্বাসযোগ্য দক্ষতা। গ্রাহকদের বোঝানোর জন্য চমৎকার মুখোমুখি এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগ অত্যন্ত কাম্য। কম্পিউটারে দক্ষতা, ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেইল ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে। যেসব প্রার্থীদের ঘন ঘন চাকরি পরিবর্তনের প্রবণতা রয়েছে তাদের আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস




গান শোনাবে এই স্মার্ট চশমা

গান শোনার পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ দেবে এ স্মার্ট চশমা। স্বচ্ছন্দে কথা বলার সুযোগ দিতে চশমাটির ফ্রেমের দুই পাশে স্পিকার ও মাইক্রোফোন রয়েছে। মিজিয়া স্মার্ট অডিও গ্লাস নামের চশমাটির ওজন মাত্র ৩৮ দশমিক ১ গ্রাম। চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির তৈরি স্মার্ট চশমাটি ২৬ এপ্রিলের মধ্যে বাজারে আসবে।

স্মার্ট চশমাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার নয়েজ ক্যান্সেলিং সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে ফোনে কথা বলা যায়। শুধু তা–ই নয়, দুটি মাইক্রোফোন থাকায় ফোনকলের অপর প্রান্তে থাকা ব্যক্তিরাও স্পষ্টভাবে কথা শুনতে পারেন। শক্তিশালী ব্যাটারির সুবিধার স্মার্ট চশমাটি একবার চার্জ করলে টানা ২২ ঘণ্টা ব্যবহার করা যায়। স্মার্ট চশমাটির দাম ৭০০ ইউয়ান বা প্রায় সাড়ে ১২ হাজার টাকা।

সূত্র: গিজমোচায়না




জীবননগরে ১০টাকার ঈদ বাজারের উদ্বোধন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ১০টাকার ঈদ বাজারের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাসেম্বলীর উদ্যোগে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় জীবননগর উপজেলা পরিষদের সামনে এ ঈদ বাজারের উদ্বোধন করা হয়।

ইয়ুথ এ্যাসেম্বলীর জীবননগর উপজেলা শাখার সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভ’মি তিথি মিত্র, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু,ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ইয়ুথ এ্যাসেম্বলীর সদস্য আশরাফুজ্জামান লিটন, রইচ উদ্দিন তুহিনুজ্জামান, লাবনী, মিম, সোহাগ প্রমুখ।

উল্লেখ্য ১০ টাকার ঈদ বাজার থেকে একজন ব্যাক্তি ১ কেজি চাউল, ১ কেজি আলু, ৫০০গ্রাম সেমাই ও ৫০০গ্রাম চিনি ক্রয় করতে পারবে। প্রথম দিনে উপজেলার শতাধীক মানুষের কাছে বিক্রয় করা হয় ।




চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিনব্যাপী সেমিনার 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার সময় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত দফাদার ও চৌকিদারদের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, দেশে উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনসহ দেশের সচেতন মানুষ প্রশাসনের সকল ইউনিটকে ব্যাপক সহযোগিতা করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত তরুন মেধাবী যুবক যুবতীরা ভুলকরে উগ্রবাদের সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। তবে সারা বিশ্বের সকল সোভ্যদেশে আজ সন্ত্রাসী হামলা হচ্ছে। এই উগ্রপন্থীর মূলহুতারা ধর্মের নামে ক্ষমতা বাস্তবায়নের জন্য তরুন শিক্ষিত যুবসমাজকে ব্যাবহার করছে। তাই সচেতন সকল নাগরিক ও অভিবাকদের তার সন্তানের দিকে বিশেষ নজর রাখতে হবে। আমরা যদি সকলে মিলে কাজ করি তবে উগ্রপন্থী জঙ্গি বাদ প্রতিহত করতে পারবো বলে জানান। আর এই জঙ্গিদের কার্যক্রমের গোপন তথ্য বা সংবাদ সাধারন মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীরা প্রচার করে জনসচেতনতা সৃষ্টি করতে সহায়তা করতে পারে বা তারা করছে। তাই সকলের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার লক্ষে সরকার যেমন কাজ করছে তার সাথে আমাদের সকলের সহযোগিতা প্রতাশা করেন। তাই আসুন সকলে মিলে উগ্রজঙ্গিবাদ প্রতিরোধ করে দেশকে এগিয়ে নিয়ে যায়

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আবু তারেক, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ।




বিশিষ্ট ব্যাবসায়ী আবু হাসান লিটনের উদ্যোগে ইফতার বিতরণ

রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ও কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আবু হাসান লিটনের ব্যাক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল কুষ্টিয়া শহরতলীর বিভিন্ন এলাকায় শতাধিক ইফতার সামগ্রীর প্যাকেটের বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সভাপতি রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আবু হাসান লিটনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংগঠনের বেশ কয়েকজন সদস্য প্রতিদিন ইফতারের আগ-মুহুর্তে পৌঁছে দিচ্ছেন ইফতারে প্যাকেট। প্রতি প্যাকেটে পানির বোতলসহ মুড়ি, ছোলা, পেঁয়াজু, বুন্দিয়া, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর ও অন্যান্য ফল রাখা হয়।

রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ও জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান লিটন বলেন, এবছর ইফতারের শুরু থেকেই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের আশেপাশের মসজিদ ও অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এই রমজানের শুরুতেই এইভাবে প্যাকেট করা ইফতার সামগ্রী ইফতারের আগ মুহূর্তে রাখার উদ্যোগ নিয়েছি। এতে করে সুবিধাবঞ্চিত মানুষের কিছুটা হলেও উপকারে আসবে। এটি পুরো রমজান জুড়েই চলমান থাকবে বলেও জানান তিনি।




১৬ এপ্রিল কুষ্টিয়ায় চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

আগামী ১৬ এপ্রিল কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার এডিশনাল গভর্নর অজয় সুরেকা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের খেয়া রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব কুষ্টিয়া’র রেগুলার মিটিং ও ইফতার মাহফিলের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

কুষ্টিয়া শহরের ব্যস্ততম সড়ক এনএস রোডের জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের নিচে (বার্মিজ গলিতে) এই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হবে।

অজয় সুরেকা বলেন, কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে। আর এর ফলে আশেপাশের জেলার মানুষের অনেক উপকার হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার গণ মানুষের নেতা মাহবুব আলম হানিফ এমপি মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হলে কুষ্টিয়াসহ আশপাশে জেলার মানুষের অনেক উপকারে আসবে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দু’দেশের চমৎকার সম্পর্ক বিরাজমান এবং ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে যথেষ্ট মিল রয়েছে দেশ দুটির। পাশাপাশি ভারতীয় হাইকমিশনার থেকে প্রাপ্ত অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ায় যে সেবা দিয়ে যাচ্ছে তা কুষ্টিয়াবাসীর অনেক উপকারে আসছে।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ডিস্ট্রিক্ট সেক্রেটারি সৈয়দা হাবিবা, লেফটেন্যান্ট গভর্নর মো. ওবাইদুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন, প্রাক্তন সভাপতি মো. আকাম উদ্দিন ও হাজি মো. রফিকুল আলম টুকু, প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২৫) কেএম রুয়াইম রাব্বি, সেক্রেটারি তুষার বাবু রতন, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম রনি, আবদুল খালেক, জাহিদ চৌধুরী, অধ্যাপক অজয় মৈত্র, মহব্বত হোসেন, সাব্বির আনসারী প্রমুখ।
গত ২৩ ডিসেম্বর রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং শীঘ্রই এটি চালু করণের জন্য ঘোষণা দেন।

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান কুষ্টিয়াবাসির জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উন্নয়নের পুরোধা পুরুষ, আধুনিক কুষ্টিয়ার জনক মাননীয় সাংসদ কুষ্টিয়া-৩ জননেতা মাহবুব উল আলম হানিফ ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় কুষ্টিয়াবাসীর ভোগান্তি ও কষ্ট লাঘবের লক্ষ্যে, কুষ্টিয়ার প্রাণকেন্দ্র এন এস রোড,জেলা পরিষদ ভবনের নিচ তলায়, আগামী ১৬ই এপ্রিল,রোজ রবিবার উদ্বোধন হতে যাচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। তিনি বলেন, কুষ্টিয়াবাসির দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হবে। আর রাজশাহী বা যশোর যেয়ে কষ্টকরে ভিসা আনতে যাওয়া লাগবে না।