বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান!

২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট ও ওয়ানডে বিশ্বকাপ। তবে ভারতের সঙ্গে বিরোধের জেরে এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নামাজ শেঠি। তবে ওয়ানডে বিশ্বকাপে ভারত সফরে রাজি পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৫ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। ১৫ অক্টোবর আহমেদাবাদেই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

সূচি এবং ভেন্যু চূড়ান্ত হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষনা করা হবে। এর মধ্যে তারিখ এবং ভেন্যুতে পরিবর্তন করতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয় হলো, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে কোন সমাধান না হলেও আইসিসি প্রতিযোগিতার জন্য ভারত সফরে সম্মত হয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এতে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় সরে যেতে পারে।

চূড়ান্ত না হলে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ম্যাচগুলো আহমেদাবাদ- হায়দারাবাদ-চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে খেলবে পাকিস্তান। এর আগে আইসিসির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলো, বিশ্বকাপে নিজেদের বেশিরভাগ ম্যাচ চেন্নাই এবং কলকাতায় খেলতে চায় পাকিস্তান।

সূত্র: ওয়েবসাইট ক্রিকবাজ




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

মেহেরপুর সদর ও মুজিবনগর থানার গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে নিয়মিত ও আদালতের পরোয়ানাভূক্ত ৮ আসামি গ্রেফতার হয়েছে।
বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার (১১ মে) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মুজিবনগর থানা পুলিশ নিয়মিত মামলায় ২ ও আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ১জন, সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ জন, আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ ও জিআর মামলায় ২ জন গ্রেফতার হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছ্




মেহেরপুরে বাস চাপায় পশু চিকিৎসক নিহত, বাস উদ্ধার

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে রয়েল পরিবহনের চাপায় শামিম আহমেদ (৩০) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯ টায় মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে এই ঘটনা ঘটে। নিহত শামিম আহমেদ সদর উপজেলার সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান, শামিম আহমেদ পশু চিকিৎসার জন্য নিজ গ্রাম থেকে বের হয়ে চাঁদপুর এলাকায় পৌছালে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস পিছন থেকে চাপা দেয়। এসময় শামিম ও তার পালসার মোটরসাইকেল বাসের নীচে পড়লে ঘাতক বাস চালক বেশ কয়েক গজ টেনে ছিচড়ে নিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মেহেরপুর ফায়ার সর্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল চালক রয়েল পরিবহনের চাপায় নিহত হয়েছে। হাসপাতাল থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে। রয়েল পরিবহন আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




গাংনীর বেতবাড়ীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহোযোগিতা করলেন ইউএনও

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বিশ্বাস পাড়ায় গত মঙ্গলবার (৯ই মে) বিকেলে আগুন লেগে ৩টি পরিবারের বসতঘর, আসবাবপত্র সহ ২টি ছাগল ও ১টি গরু পুড়ে যায়। এতে ওই ৩টি পরিবারের ২লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়। যা নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা।

এ ঘটনার একদিন না পেরুতেই বুধবার (১০ই মে) গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ক্ষতিগ্রস্ত ওই ৩টি পরিবারের সাথে দেখা করে সান্ত্বনা দেওয়া সহ সহোযোগিতার হাত বাড়িয়ে দেন।

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, ফারুক হোসেন সহ অনেকেই।

উল্লেখ্য: মঙ্গলবার (৯ই মে) বিকেল সাড়ে ৩টার দিকে বেতবাড়ীয়া গ্রামের জলিল উদ্দিনের রান্না ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। ফলস্বরূপ পার্শ্ববর্তী ফজল বিশ্বাস ও নাজির উদ্দিন বিশ্বাসের বসতঘর আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।




জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

আজ মেহেরপুর জেলা পুলিশ লাইনস ড্রীল শেডে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে জেলার শ্রেষ্ঠ চৌকস ওসি নির্বাচন করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম, বিপিএম-পিপিএম সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

পরে ওসি আব্দুর রাজ্জাকের হাতে ক্রেষ্ট ও পুরুস্কারের নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মো: রাফিউল আলম।

মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইফুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল

মেহেরপুর, ডিআইও-২ জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই মেহেরপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভার শুরুতে গত মার্চ ও এপ্রিল মাসের বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ৫ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো: রাফিউল আলম।

মার্চ ও এপ্রিল মাসে শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারি উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন গাংনী থানার এসআই মাসুদুর রহমান, মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ, বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইস্রাফিল হোসেন।




সদ্য ভূমিষ্ঠ হওয়া চার কন্যার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় আলোড়ন সৃষ্টিকারী একসঙ্গে ভূমিষ্ঠ হওয়া চার কন্যার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

বুধবার বেলা সাড়ে এগারোটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সদ্য একসঙ্গে ভূমিষ্ঠ হওয়া চার কন্যার জন্য মিষ্টি ও আর্থিক সহায়তা দেন। এসময় তিনি সদ্য ভূমিষ্ঠ হওয়া চার কন্যার নামকরণ করেন দোয়েল-কোয়েল-ময়না-টিয়া।

চুয়াডাঙ্গা শহরের আঁখিতারা জেনারেল হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কল্পনা-মাহাবুব দম্পতি। আজ নবজাতকদের দেখতে হাসপাতালে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় তিনি ঐ দম্পতির হাতে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থ সহায়তা প্রদান করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বিনামূল্যে প্রদান করার জন্য অনুরোধ জানান।

ঐ দম্পতির অনুরোধে জেলা প্রশাসক মহোদয় তাদের যথাক্রমে দোয়েল, কোয়েল,ময়না ও টিয়া নামকরণ করেন।

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট আকলিমা খাতুন।




মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ 

মাদককে না বলি ” মাদকমুক্ত মুজিবনগর গড়ি এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদীর রাসেলের নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মাদক বিরোধী র‍্যালী ও সমাবেসে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানার এস আই সাজ্জাদ এস আই অতুল , এস আই হেকমত, এস আই বিপ্লব কুমার হালদার, এস আই সজিবুর ,আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর , মুজিবনগর থানা পুলিশ সদস্য সহ আনন্দবাস গ্রামের বিভিন্ন শেণীপেশার মানুষ।

এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল মুজিবনগর উপজেলাকে মাদকমুক্ত করতে এবং একটি মাদক মুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গড়তে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।




ইমরান খান ৮ দিনের রিমান্ডে

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খান। সেই মামলায় বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে, আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে জানানো হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার শুনানি হয়েছে ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে। গত সোমবার এই স্থানকে আদালতের মর্যাদা দেওয়া হয়। ইমরান খানের মামলার শুনানিতে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ বশির।

শুনানির শুরুতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করে। তবে, এর বিরোধীতা করেন পিটিআই প্রধানের আইনজীবী খাজা হারিস। আইনজীবী বলেন, ‘আল-কাদির ট্রাস্ট মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়েনি। এমনকি, এনএবি এখনও তদন্ত প্রতিবেদনও শেয়ার করেনি।’

খাজা হারিস বলেন, ‘প্রত্যেকেরই সুষ্ঠু বিচারের অধিকার আছে। এই শুনানি একটি খোলা আদালতে হতে পারতো। আল-কাদির ট্রাস্টের আওতায় যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে বিনামূল্যে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে।’

অন্যদিকে, এনএবির আইনজীবীর বলেন, ‘যখন ইমরান খানকে গ্রেফতার করা হয় তখন তাকে গ্রেফতারি পরোয়ানার কাগজ দেখানো হয়েছিল।’ তদন্ত প্রতিবেদনের জবাবে এনএবির আইনজীবী বলেন, ‘যথাযথ কাগজপত্র প্রয়োজনে জমা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি দুর্নীতির মামলা, যার প্রমাণ দিয়েছে বিট্রিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।’

শুনানির সময় ইমরান খান আদালতকে বলেন, ‘যখন আমাকে গ্রেফতার করা হয়, তখন পরোয়ানা দেখানো হয়নি। ব্যুরোর অফিসে নেওয়ার পর সেটি দেখানো হয়েছে। ২৪ ঘণ্টা ধরে আমি বাথরুমে যাইনি। আমার একজন চিকিৎসকের প্রয়োজন।

সূত্র: খবর দ্য ডন




বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না: শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান দ্বিতীয় বার বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলীকে তাদের ঘরে আছে এক ছেলে। তাদের সম্পর্ক নিয়ে প্রায় সময় আলোচনা আসে সামাজিক যেগাযোগমাধ্যমে।

বিচ্ছেদের পরও দুজন প্রায় সময়ই সংবাদের শিরোনাম হচ্ছেন। ছাড়াছাড়ি হলেও বুবলীর মুখে শাকিব খানের প্রশংসা শোনা যেত হরহামেশাই। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সর্ম্পক মধুর।কিন্তু এবার শাকিবের মুখে উল্টো সুর!

শাকিব খান মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। তার জবাবে আজ মুখ খুললেন শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী। তিনি বলেন, এখনো শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি তার।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

‘বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

বুধবার বেলা ১১টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে এসব বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

তিনি পোস্টে লেখেন— মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।

তিনি বলেন, আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন?

২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিবের সঙ্গে বিয়ে হয় বুবলীর। এর পর ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ; এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

গত তিনদিন ধরে মেহেরপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (১০ মে) বিকাল ৩ টার সময়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিকাল ৩ টার সময় জেলার তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা মেহেরপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী তিন দিন পর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে জেলায় তাপপ্রবাহ বয়ে চলায় মানুষ ও প্রাণীকুলের মাধ্য ত্রাহী অবস্থা। ঘর থেকে বাইরে বের হওয়া যাচ্ছেন। এবারের তাপপ্রবাহে সব চেয়ে বেশি কষ্টে আছে চলতি এসএসসি পরীক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ জন। সকাল ৮ টার পর থেকেই তাপ প্রবাহ বাড়তে শুরু করছে। এসময় বাইরে যাওয়া যাচ্ছেনা। বাইরে বের হলে চোখ মুখ রোদের তাপে পুড়ে যাচ্ছে।