দিনাজপুরে নিয়োগ দেবে টিএমএসএস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটিতে মার্কেটিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

মার্কেটিং অফিসার।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগতযোগ্যতা শিথিলযোগ্য।বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল

দিনাজপুর (বীরগঞ্জ)

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপু‌রে মধুম‌তি লবণ কোম্পানীর ম‌্যা‌নেজার ও ডিলারের বিরু‌দ্ধে মামলা: বাজার থে‌কে লবণ প্রত‌্যাহা‌রের নি‌র্দেশ

নিম্নমানের লবণ বাজারজাতকরণের অভিযোগে মধুমতি আয়োডিনযুক্ত লবণের ম্যানেজার গিয়াস উ‌দ্দিন ও মেহেরপুরের ডিলার আকবর আলীর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো: তরিকুল ইসলাম।

আজ র‌বিবার মে‌হেরপুর বিশুদ্ধ খাদ‌্য আদাল‌তের স্পেশাল ম্যাজিস্ট্রেট এস এম শ‌রিয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আ‌দেশ প্রদান করেন।

একই স‌ঙ্গে আগামী ২০ এ‌প্রিলের ম‌ধ্যে মেহেরপুরের সকল দোকান/বাজার থেকে মধুম‌তি লবণ প্রত‌্যাহার ক‌রে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আসামিদের প্রতি নির্দেশ প্রদান করেন। এছাড়া আগামী ২১ মে তা‌রি‌খের ম‌ধ্যে আসামিদের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালত।

এই মামলার আসামীরা হ‌লেন খুলনার ফুলতলার মধুম‌তি সল্ট ইন্ডা‌স্ট্রিজের ম‌্যা‌নেজার গিয়াস উ‌দ্দিন ও মে‌হেরপুর ২নম্বর ওয়া‌র্ড গার্লস স্কুল পাড়ার মৃত আবুল কালা‌মের ছে‌লে আকবার আলী।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ৩০ জানুয়া‌রি লবণে আয়োডিনের মাত্রা যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের জন‌্য মহাখালীর জনস্বাস্থ‌্য ইন‌স্টি‌টিউটে পাঠা‌নো হয়। উক্ত পরীক্ষার ফলাফলের সনদ পর্যালোচনায় দেখা যায় মধুমতি আয়োডিনযুক্ত লবনের রাসায়নিক পরীক্ষায় পণ্যটি “মানসম্মপন্ন নয়” মর্মে জনস্বাস্থ্য ইনস্টিটিউট মতামত প্রদান করেছেন।

এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিগত ১৪/০৫/২০১৯ খ্রিঃ তারিখের বিএসটিআই-এর পরীক্ষায় নিম্নমানের হওয়ায় ৫২ টি পণ্য জরুরী ভিত্তিতে উৎপাদন, পক্রিয়াকরণ, মজুদ, পরিবহণ, পরিবেশন, সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধ এবং বাজার হতে প্রত্যাহার ও জব্দকরণ তালিকায় আয়োডিন যুক্ত লবন মধুমতি সল্ট ইন্ডাঃ, ফুলতলা, খুলনা কে বাজার হতে তার পণ্য প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। অর্থাৎ এই কোম্পানীর বিরুদ্ধে ইতিপূর্বেও মানসম্মপন্ন নয় এমন পন্য উৎপাদান ও বাজারজাতকরণের অভিযোগ রয়েছে মর্মে আদালতের দৃষ্টি গোচর হয়।

এমনকি বাজার থে‌কে মধুম‌তি লবণ প্রত্যাহার/উঠিয়ে নেওয়ার জন্য ২নং আসামি মোঃ আকবর আলী (ডিলার) কে স্বাস্থ্য বিভাগ হতে গত ১০/০৩/২০২৩ খ্রিঃ তারিখে নোটিশ ইস্যু করা হলেও আসামিরা তা অমান্য করে পুনরায় উক্ত লবন সরবরাহ করছে এবং বাজার হতে মানহীন লবন প্রত্যাহার করেননি।

প্রতি‌বেদন বি‌শ্লেষণ ক‌রে আসামী‌দের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৮ ধারা ও তপসীল বর্ণিত ৩নং ক্রমিকে উল্লেখিত ২৬ ও ৪১ ধারার অপরাধ আমলে নিয়ে এই আদেশ প্রদান করেন। আদালতে নালিশকারী স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট উছেন মে। রবিবার দুপুরে এ অভিযান করেন তিনি। এ সময় দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট উছেন মে।

এ সময় অপরিছন্নতার অভিযোগে দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে কোটচাঁদপুর মমতা হোটেল কে ৩ হাজার,আর সাতক্ষীরা হোটেলকে ৫ হাজার টাকা।

ওই সময় তিনি আরো কিছু দোকানে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন। দোকানিদের বিভিন্ন বিষয়ে সচেতনও করেন তিনি।




মাইক্রোসফট এজে যুক্ত হলো নতুন কিছু টুল

মাইক্রোসফট বিং-এ যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তার নানা টুল। ডেল-ই টেকনোলজি নামে নতুন এই প্রযুক্তি যুক্ত হয়েছে বিং চ্যাটবটে। বিং ইমেজ ক্রিয়েটর নামে নতুন এই ফিচারটি ডেস্কটপ এজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

যেকোনো টেক্সট প্রম্পটের মাধ্যমে এখন সহজেই ছবি জেনারেট করা যাবে। তাছাড়া প্রতিবারই চারটি ভিন্ন ছবি তাদের দেখানো হবে। এক ব্লগপোস্টে এই নতুন ফিচারের কথা জানানো হয়েছে।

প্রথমে এজের সাইডবারে ‘+’ আইকনে ক্লিক করতে হবে। এটি বাদেও একটি ড্রপ ফিচারও তারা যুক্ত করেছে। মাইক্রোসফট এজই প্রথম ব্রাউজার যা এমন ফিচার চালু করেছে। শীঘ্রই এই ফিচার স্মার্টফোনেও যুক্ত হবে।




বেতন না পেয়ে স্কুল পরিচালকের বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ

হুমকী, হয়রানির প্রতিকার ও প্রাপ্ত বেতন চেয়ে গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাসেম অনুরাগীর বিরুদ্ধে অভিযোগ এনে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত আবেদন করেছেন স্কুলের বরখাস্তকৃত শিক্ষক শাহীন ইসলাম। অভিযুক্ত আবুল কাসেম অনুরাগী দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার প্রকাশক ও সম্পাদকও।

লিখিত আবেদনের কপি দৈনিক মেহেরপুর প্রতিদিনসহ স্থানীয় দুটি প্রেসক্লাবের সভাপতি বরাবরও দিয়েছে আবেদনকারী।
বরখাস্তকৃত শাহীন ইসলাম তার লিখিত অভিযোগে বলেন, তিনি ৫ নভেম্বর ২০২১ সাল থেকে ২৬ অক্টোবর ২০২২ সাল পর্যন্ত গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজে সাধারণ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ের মধ্যে তাকে নিয়োগপত্র ও প্রতিশ্রুতি মোতাবেক বেতন দেননি বলে অভিযোগ করেন। তিনি নিয়োগপত্র ও প্রতিশ্রুতি মোতাবেক বেতন চেয়ে এ আবেদন করেছেন।

তিনি আরো বলেন, গত ২৬ অক্টোবর ২০২২ ইং তারিখে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে স্কুল থেকে বরখান্ত করা হয় এবং এসএসির মুল সনদপত্র ও দুই মাসের বেতন আনুমানিক ২৫ হাজার টাকা স্কুলের পরিচালক আবুল কাসেম আটকিয়ে রেখে হয়রানি করেন। এছাড়া মুঠো ফোনের মাধ্যমে আবুল কাসেম রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে একজন শিক্ষককে দিয়ে নানাভাবে হুমকী দেন। এছাড়া তার প্রকাশিত পত্রিকা দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশ করে ভবিষ্যতে ওই শিক্ষকের ক্ষতি করবে বলেও হুমকি দেন। অবশেষে তিন মাস পর ১০ জানুয়ারী ২০২৩ তারিখে মুল সনদপত্র ফেরত দেন এবং দুই মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিন মাস পার হলেও এখন পর্যন্ত আমার সেই দুই মাসের বকেয়া বেতন ফেরত দেননি। বিষয়টির প্রতি সুদৃষ্টি দিয়ে আবুল কাসেমের হয়রানির হাত থেকে মুক্ত ও দুই মাসের বকেয়া বেতন আদায় করে দিতে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, আবেদন দিলেও এখন আমার টেবিলে এসে পৌছায়নি। তবে আগামী (আজ) রবিবার আমার টেবিলে আসতে পারে। এধরণের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, ইউএনও অফিসের সহকারী বজলুর রহমান বলেন, দরখাস্ত পাওয়া গেছে ইউএনও স্যারের টেবিলে পৌছে দেওয়া হবে।
এ ব্যাপারে গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাসেম অনুরাগীর মোবাইলে মেহেরপুর প্রতিদিন থেকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় মতামত নেওয়া সম্ভব হয়নি।




অ্যাসিডে দগ্ধ নারীদের পাশে শাহরুখ, প্রশংসার জোয়ার

অভিনয় দিয়ে বিশ্বজয় করেছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। কিন্তু রূপালি পর্দার বাইরে তথা বাস্তব জীবনেও যে তিনি হিরো সেটা কিন্তু মাঝে মধ্যে খবর উঠে আসে। আবারও দেখা গেলো সেই চিত্র। যা দেখে রীতিমতো বলিউড বাদশাহকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।

সম্প্রতি তার দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের খেলা দেখার জন্য কলকাতায় এসেছিলেন। এ সময়ে তিনি তার মীর ফাউন্ডেশনের সাথে কাজ করে এমন কয়েকজন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তির সাথে সাক্ষাতের ছবি তুলেছেন এবং সেগুলো তার ফ্যান পেজে শেয়ার করেছেন।

তাদের প্রত্যেকটি নারীর সাথে পোজ দিয়ে ছবি তুলেছেন। এছাড়াও তাদের সাথে অনেকক্ষণ কথা বলে সময় কাটান তিনি, একটি গ্রুপ ছবিও তোলেন।

এক তরুণী শাহরুখের সঙ্গে তোলা ছবি টুইট করে অভিনেতার উদ্দেশে লিখেছেন, “আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকেই তোমার (শাহরুখ) সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল। এবং হ্যাঁ, আজ অবশেষে তোমার দেখা পেলাম। যেভাবে তুমি আমাকে ‘আই লাভ ইউ টু’ বলেছো এবং জড়িয়ে ধরেছো, আমার জীবন পূর্ণ হয়ে গেলো! তোমার পা ছুঁলাম আজ, তুমি আমার ঈশ্বর।’’

মীর ফাউন্ডেশন হচ্ছে শাহরুখ খানের বাবা মীর তাজ মুহাম্মাদ খানের নামে একটি জনকল্যাণমূলক ফাউন্ডেশন যা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি দিল্লি দুর্ঘটনার শিকার অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।

মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শাহরুখ খানের মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে অর্থ দিয়ে সাহায্য প্রদান করেছে। দিল্লির কানঝাওয়ালা্র ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২০ বছর বয়সী অঞ্জলি । পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যু ঘটায় মীর ফাউন্ডেশন তার পরিবারকে এই সাহায্য প্রদান করে।’

শাহরুখ খান সম্প্রতি টাইম ম্যাগাজিনের বার্ষিক টাইম ১০০ মধ্যে তালিকার জরিপে শীর্ষে রয়েছেন। এ জরিপে তিনি ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, অস্কার বিজয়ী মিশেল ইয়োহ এবং মেটা সিইও মার্ক জুকারবার্গের মত ব্যক্তিত্বদের পিছনে ফেলেছেন।

আমেরিকার একটি প্রকাশনার অনুসারে, ১.২ মিলিয়ন ভোটের মধ্যে চার শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। এই নির্বাচনের ক্ষেত্রে, ম্যাগাজিনের পাঠকরা বার্ষিক টাইমের সব চেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার জন্য যাকে যোগ্য মনে করে এমন ব্যক্তিদেরই ভোট প্রদান করে।

সূত্র: ইত্তেফাক




দিয়াবাতের হ্যাটট্রিকে বড় জয় মোহামেডানের

ফুটবল এবং ক্রিকেট মাঠে মোহামেডানের যাচ্ছেতাই অবস্থা। ক্রিকেটে হারতে হারতে জয়ের মুখ দেখেছে। ফুটবলেও ছিল একই অবস্থা। তবে একটু স্বস্তির খবর হচ্ছে গতকাল ফুটবল এবং ক্রিকেটে, দুই খেলাতেই জয় পেয়েছে মোহামেডান। তাদের জন্য অন্যরকম একটা দিন গেছে। বিকেএসপিতে প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান হারিয়েছে সিটি ক্লাবকে। আর প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ৬-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে।

মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিককে লিগের প্রথম পর্বেই বিদায় করেছে মোহামেডান। তার কাছ থেকে রেজাল্ট পাচ্ছিল না এমন সব কথা ছড়িয়ে মানিককে সরিয়ে মানিকের সহকারী কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

আলফাজ অনেক দিন ধরেই মোহামেডানে কাজ করছেন। এবার পুরোপুরি দায়িত্ব পালন করছেন মোহামেডানের এই সাবেক ফুটবলার। চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামেন। আলফাজকে সহযোগিতা করছেন ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, গোলকিপার কোচ ছাইদ হাসান কানন। আলফাজ কাল প্রথম ম্যাচে ভালোভাবেই উতরে গেলেন। কালকের জয়ে মোহামেডান এখন পাঁচ নম্বরে। চেষ্টা চলছে কীভাবে রেলিগেশন থেকে বাঁচা যায়।

৪১ দিন বিরতি দিয়ে শুক্রবারই শুরু হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব। আর গতকাল গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফিরতি পর্বে মোহামেডান নিজেদের প্রথম ম্যাচ খেলল। চতুর্থ জয় পেল। প্রথম পর্বে তিন জয় নিয়ে শেষ করেছিল। আর কাল প্রথম ম্যাচে জয় পাওয়া মোহামেডানের ঘরে আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে যাবে। হ্যাটট্রিক পেয়েছেন মালির ফুটবলার এবং অধিনায়ক সুলায়মান দিয়াবাতে। মুজাফফরভ, সাজ্জাদ এবং সানডে একটি করে গোল করেন। অথচ এই ম্যাচে আট মিনিটে আফ্রিকান ফুটবলার ডিজিংগাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। ধরে নেওয়া হয়েছিল মোহামেডান শেষ। কিন্তু গোল হজমের পর মোহামেডানকে রুখতে পারেনি মুক্তিযোদ্ধা। আক্রমণে ঝাঁপায় সাদা কালো শিবির। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন অধিনায়ক দিয়াবাতে।

৩৫ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন দিয়াবাতে। ৪২ মিনিটে মুজাফফর গোল করে ৩-১ গোলের লিড এনে দেয় মোহামেডানকে। ৫৩ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক করে দলকে ৪-১ গোলে এগিয়ে নেন অধিনায়ক সুলায়মান দিয়াবাতে। ৬৯ মিনিটে সানডের গোলে ৫-১ গোলের লিড পায় মোহামেডান। ম্যাচের ৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেক্টি মারেন সাজ্জাদ।৬-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিলপাড়ার ঐতিহ্যবাহী দলটি।

১১ খেলায় চার জয় এবং তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান। অন্যদিকে মুক্তিযোদ্ধা ১১ খেলায় তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারায় পুলিশ এফসিকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড ঘোষপাড়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

মেহেরপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ড ঘোষপাড়ার ড্রেন ও রাস্তার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এই ড্রেন ও রাস্তা সংস্কারণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন মেহেরপুর পৌরসভাতে প্রায় সাড়ে ২০ কোটি টাকা কাজের ভিতরে ১ নম্বর ওয়ার্ডে ৬ থেকে ৭ কোটি কাজ রয়েছে। যাতে আগামী দুই বছর পরে মানুষের আর কোন চাওয়া পাওয়া না থাকে। আর যারা বিগত দিনে এই উন্নয়নকে বাধা গ্রস্ত করেছে মেহেরপুর পৌরবাসীকে পিছিয়ে রেখেছে আজকে সেই সমস্ত কালো ছায়া থেকে ইনশাল্লাহ আমরা আলোর পথে পা রেখেছি।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী দুই বছরের ভিতরে মেহেরপুর পৌরসভাকে সাজিয়ে দিবে যত টাকা লাগে উনিদেবে ও মেহেরপুর পৌরসভাকে একটা মডেল পৌরসভা করে তুলবে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম, ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ বিভিন্ন নেতা কর্মীর উপস্থিত ছিলেন।




গাংনীতে ব্যবায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

গাংনী উপজেলার সাহারবাটি—গাঁড়াডোব রাস্তায় ছিনতাই সংঘঠিত হয়েছে। এতে হার্ডওয়্যার ব্যবসায়ী সাদ্দাম হোসেন ওরফে সবুজকে (৩২) রামদা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় সাহারবাটি—গাঁড়াডোব মাঠের মাঝখানে হোগলাগাড়ির মাঠ নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন ওরফে সবুজকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সে বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মারুফ হোসেন।

সাদ্দাম হোসেনের বন্ধু প্রবাস ফেরত লাভলু হোসেন বলেন, সাদ্দাম হোসেন ও আমি মোটরসাইকেল যোগে সাহারবাটি বাজার থেকে গাঁড়াডোব রাস্তায় যাচ্ছিলাম। ওই রাস্তার হোগলগাড়ির মাঠ নামক স্থানে পৌছানো মাত্রই পিছন থেকে মোটরসাইকেল যোগে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী আমাদের মোটরসাইকেল ঘীরে ধরে গতিরোধ করে। আমরা রাস্তার উপর দাঁড়িয়ে পড়লে তারা আমাকে ও সাদ্দাম হোসেনকে হাত পিচ মোড়া দিয়ে বেঁধে ফেলে মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় সাদ্দাম হোসনের প্যান্টের পকেটে মানিব্যাগে রাখা ১২ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে চলে যায়। এসময় সাদ্দাম হোসেনের পিছনে রামদা দিয়ে একটি কোপ মেরে ফেলে রেখে চলে যায় দূর্বত্তরা।

ব্যবসায়ী সাদ্দাম হোসেন গাংনীর সাবেক এমপি মকবুল হোসেনের ভাগ্নে ও কাজলা এন্টারপ্রাইজ নামের হার্ডওয়্যারের স্বতাধিকারী। লাভলু হোসেন সদস্য প্রবাস ফেরৎ ও গাংনীর চেংগাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে। তবে লাভলু হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা শোনার সাথে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে।

এদিকে হার্ডওয়্যার ব্যবসায়ী সবুজের উপর হামলা ও ছিনতাই খবর শুনে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী বাজার কমিটির সভাপতি শাওনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের শত শত নেতা কর্মী হাসপাতালে ভীড় করেন।




চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিল 

স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গা পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা রোভার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের যৌথ আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে আলোচনা সভা ইফতার মাহফিল ও স্কাউটস ওন অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে রোভার মোহাম্মদ রেজওয়ান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক মোঃ জাহিদুল হাসান এর তত্ত্বাবধানে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতারি মাহফিল ও স্কাউটস ওন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা রোভারের যুগ্মসাধারণ সম্পাদক ও নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের সহ-সভাপতি ও দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রোভারের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ইউনিট লিডার লিয়াকত আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ গার্ল ইন রোভার ইউনিটের ইউনিট লিডার মারুফা ইয়াসমিন, মেঘ রয়, শিউলী খাতুন সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত রোভার বৃন্দ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।