মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত

গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল,তেল,কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পূনরুদ্ধার এবং ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন ।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক আমঝুপী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লা বাবুল মাস্টার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মেহেরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শ্রী গুরুদাস হালদার, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী, পৌর যুবদলের সভাপতি সামিউল ইসলাম লিজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম সেন্টু, সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন চাঁদ প্রমুখ। এছাড়াও অবস্থান কর্মসুচীতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন ।




আলমডাঙ্গায় লুডুগেম জুয়া খেলার সময় ৪ যুবক আটক,টাকা ও মোবাইল উদ্ধার

আলমডাঙ্গা থানা পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে মোবাইল ফোনে লুডু গেম জুয়া খেলার সময় নগদ টাকাসহ ৪ যুবককে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার থেকে তাদেরকে আটক হয়। এসময় নগদ টাকা ও লুডু গেম জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার সাইফুল ইসলামের বাড়ির পিছনে ফাঁকা মাঠে কয়েকজন যুবক মোবাইল ফোনে টাকার বিনিময়ে লুডু গেম জুয়া খেলছিল। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক, এসআই দেবাশিষ মহলদার ও এএসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

পুলিশ মোবাইল ফোনে টাকা দিয়ে লুডু গেম জুয়া খেলা অবস্থায় গোবিন্দপুর মাঠপাড়ার মৃত সাহাজ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম(৩০), একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), সোহেল আলীর ছেলে রিংকু আলী(১৮) ও হেলাল উদ্দিনের ছেলে কিশোর মোহাম্মদ নাঈম(১৫) কে আটক করে।

আটকের পর তাদের নিকট থেকে নগদ ২ হাজার ৭শ’ ৫০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় ১৮৮৬ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪” ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।




দর্শনা প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা সভাপতি জাহিদুল সেক্রেটারী যুদ্ধ

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারী কামরুজ্জামান যুদ্ধ এবং সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল ও সেক্রেটারী আহসান হাবীব মামুন।

গতকাল শুক্রবার সন্ধার পর দর্শনা প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে বিগত কমিটির আয় ও ব্যয় সহ প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক ওসমান আলী। এরপর সকলের মতামতের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তারপর আহ্বায়ক কমিটি ১৩ সদস্য বিশিষ্ট প্রেস ক্লাবের একটি পূর্নাঙ্গ কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন, জাহিদুল ইসলাম, সহ-সভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য- হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন।

সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান। কার্যনির্বাহী সদস্য- ওসমান আলী, চঞ্চল মেহমুদ, ফরহাদ হোসেন।




দামুড়হুদায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা : হত্যার হুমকি

দামুড়হুদায় প্রতিপক্ষের লোকজন মহিউদ্দিন ছেলে ছানোয়ারুল নামের এক ব্যক্তির জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

জানাগেছে, গতকাল শুক্রবার বেলা ১১ দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিক মহিউদ্দিনের ছেলে ছানোয়ারুল জানান, কুড়ুলগাছির ধান্যঘরার বাগান মাঠ এলাকায় ২ কাটা জমি বাপ দাদার জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে শান্তিপূর্নভাবে চাষবাদ করছি ।

কিন্ত একই মাঠের পাশের জমির মালিক গনি মিস্ত্রির ছেলে প্রভাবশালী আসাদুল মিস্ত্রি(৫৪),ও এবং মোশারফ মিস্ত্রির ছেলে কামাল মিস্ত্রি (৩৮) ও জাকির মিস্ত্রি (৩৫), সাত্তার মিস্ত্রির ছেলে সবেদারমিস্ত্রি(৪০) সহ অজ্ঞাত ৪/৫ জন বেশকিছুদিন ধরে মহিউদ্দিনের ছেলে ছানোয়ারুল কাদির জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। গত সোমবার সন্ধ্যার সময় ছানোয়ার তার জমি দেখে বাড়ি ফেরার সময় আসাদুল মিস্ত্রি গং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমি জোর পুর্বক দখল করার চেষ্টা করে ও জমির বেড়া তুলে ফেলে দেয় এসময় ছানোয়ারুল বাঁধা দিলে তাকে মারধর করে কাটতে যায় সে সময় কৌশলে পালিয়ে আসে ছানোয়ার।

তারাই জের ধরে  শুক্রবার বেলা ১১ টার আবারো আসাদুল মিস্ত্রি রহমানসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমি পুনরায় জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা প্রদান করলে প্রতিক্ষের লোকজন ছানোয়ারকে অস্ত্রশস্ত্র দিয়ে ধাওয়া করে।

ছানুয়ারুলের -চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিক্ষের লোকজন চলে যায়। পরে নিজে বাঁচার জন্য আসাদুল মিস্ত্রি নিজের জমির আলের ধারে থাকা ছোট ছোট মেহগনি চারা গাছ বহুলোকের সামনেই গাছগুলো কেটে প্রতিপক্ষকে ফাঁসাতে চাচ্ছে।

এ বিষয়ে দর্শনা থানার এএসআই তুহিন জানান, এজমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্টের রায় না হওয়া পর্যন্ত কেউ জমিতে যেতে পারবে না। এবং তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।




টুইটার অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলার কার্যক্রম শুরু

পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে সেটি মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই ‘টুইটার ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

সাধারণত টুইটারের যাচাই করা এবং নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করে থাকে টুইটার ভেরিফায়েড। টুইটারে নীল টিক চালুর পর থেকে এমনটিই হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই টুইটার ভেরিফায়েডের অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা শূন্য দেখা যাচ্ছে।

১ এপ্রিল থেকে পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে তা মুছে ফেলার ঘোষণা দিয়েছিল টুইটার। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলা হয়নি। আর তাই ধারণা করা হচ্ছে, টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করার মাধ্যমে পুরোনো নীল টিক মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর টুইটার কেনার পরপরই অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক চালু করেছিলেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ সুযোগ কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে অনেকেই নিজেদের অ্যাকাউন্টে নীল টিকযুক্ত করেন। শুধু তা-ই নয়, বেশ কিছু ভুয়া অ্যাকাউন্টেও যুক্ত হয় নীল টিক। সমস্যা সমাধানে গত বছরের ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর ও পরিচয় যাচাই করে নতুন করে নীল টিক দেওয়ার কার্যক্রম শুরু করে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় ফোন নম্বর ও পরিচয় যাচাই করা টুইটার অ্যাকাউন্টগুলোতেই শুধু অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহার করা যাবে।

কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। ফলে নীল টিক ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে ৮ ডলার খরচ করতে হবে। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে




কার্পাসডাঙ্গায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে আজ শুক্রবার বিকাল ৪টার সময় ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা করা।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান (মুকুল), ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুুুৎফর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা: রবিউল হক,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আশরাফ আলী,৮ নং সভাপতি শহিদুল ইসলাম সর্দার, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সবুর উদ্দীন এছাড়াও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির (শিরিন), বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক সহ কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বঙ্গবন্ধুর আর্দশের গরীব দু:খি ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিতে হবে, এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য উন্নয়নের রুপকার হাজী আলী আজগর টগরের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। সর্বশেষ ইফতার পার্টির আয়োজন করা হয়।




টাকা হাতিয়ে ‘গায়েব’ শ্রাবন্তী, থানায় জালিয়াতির অভিযোগ

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। প্রতিনিয়ত এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন সমালোচনা চলতেই থাকে। এবার আইনি ঝামেলায় নাম জড়াল তার। জালিয়াতির অভিযোগে শ্রাবন্তীর নামে থানায় অভিযোগ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোশন সিংয়ের সঙ্গে বিয়েবিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম শহরের স্টার মলে একটি জিম সেন্টার খুলেছিলেন শ্রাবন্তী।

২০২০ সালের নভেম্বরে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে ওই জিমটি চালু হয়। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনের দিন হাজির ছিলেন নিজে। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন নায়িকা।

শ্রাবন্তীর মতো নায়িকা যুক্ত থাকায় আগ্রহ নিয়ে অনেকেই জিমে ভর্তি হন। সারা বছরের সাবস্ক্রিপশনের মোটা টাকা জমা দেন অনেকে।

চলতি বছরের শুরুর দিকেও বিজ্ঞাপনের মাধ্যমে অফার দেওয়া হয়েছিল। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। এক দফা সাড়ে সাত হাজার টাকা দিয়ে মিলেছিল ভর্তি।

জিমে যোগ দেওয়ার পর পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও চার হাজার টাকা দিতে হয়।

কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সম্প্রতি বন্ধ হয়ে গেছে জিমটি। কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে বিপাকে পড়েন ওই জিমের প্রশিক্ষণার্থীরা। পরে তারা পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ দায়ের হয়েছে জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণে জিমটা বন্ধ করা হয়েছে।

নায়িকার ভাষ্য, তিনি কাজ নিয়ে ব্যস্ত থাকায় জিমের দিকে কোনো সময়ই দিতে পারেন না। তবে যারা টাকা দিয়েছেন, তা ফেরত পাবেন বলে আশ্বাস দেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস




মেহেরপুরে জাতীয় মহিলা পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মেহেরপুরে জাতীয় মহিলা পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার পৌরসভা ৯ নং ওয়ার্ডে জাতীয় মহিলা পার্টির আয়োজনে ওয়ার্ড কমিটি গঠন, ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

৯ নং ওয়ার্ড জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক শেফালী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সোনিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক বেলীনা খাতুন, রওশন আরা।

এছাড়াও এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য মামলত হোসেন, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




সাকিবকে ছুঁলেন মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১২৬ আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

তার এ দুর্দান্ত ইনিংসের সুবাদে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্টে আরেকবার ম্যাচ সেরা হয়ে মুশফিক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তারা দুজনই বিকেএসপির ছাত্র। মুশফিক ছিলেন ওপরের ক্লাসে, সাকিব তাই ডাকেন ‘মুশফিক ভাই’।

এ নিয়ে টেস্টে ৬ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন মুশফিক। সমান ৬ বার ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

বাংলাদেশের হয়ে ৫৬ টেস্টে ৪ বার ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক সৌরভ, ৬১ টেস্টে ৩ বার ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল, ৭০ টেস্টে ৩ বার ম্যাচ সেরা হন তামিম ইকবাল।

সূত্র: যুগান্তর




গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু 

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে বেবী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিন ওরফে জুলহাসের মেয়ে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাথার পিছনের অংশ মারাত্মক জখম হওয়ার ফলে ক্রমাগত রক্তক্ষরণ হয়। যার ফলে তিনি হাসপাতালে আসার পূর্বে মারা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান জানান, শুক্রবার ভোর বেলার দিকে বেবীকে নিয়ে তার বাবা রাহিম উদ্দিন বামন্দীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চোখতলার নতুন নির্মাণ করা উঁচু রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবী অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে ইটের ওপর পড়ে মাথার পিছনের অংশে গুরুতর জখম হয়।

ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে তার বাবাও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তবে তার বাবা কোনও আঘাত পাননি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।