কবিগুরুর জন্মবার্ষিকীতে শিলাইদহে রবীন্দ্রমেলার আয়োজন

বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করবে তার অগণিত ভক্ত।

কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হয়েছে তিনদিনের রবীন্দ্রমেলা ও আলোচনা অনুষ্ঠান।

শুধু দুই বাংলার বাঙালিই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীরা কবির জন্মবার্ষিকীর দিবসটি পালন করবে হৃদয় উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়। এবার জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’।

এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

এসময় তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাদর্শ ও তাঁর সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। তিনি বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নির্দেশকের ভূমিকা রেখেছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়সিহ তাঁর সকল স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টার অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলীসহ প্রশাসন, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে সুচনা সঙ্গীত পরিবেশিত হয়।

এদিকে, তিন দিনব্যাপী রবীন্দ্রমেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। প্রসঙ্গত, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ এপ্রিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি চির নতুনের কবি, বর্তমান এবং ভবিষ্যতের কবি। বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক তিনি। কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি। পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন তার স্মৃতিধন্য এই কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। বছরজুড়ে এ কুঠিবাড়িতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তবে কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রভক্তদের মনে যেন আলাদা মাত্রা যোগ হয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কালজয়ী এ কবি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।




চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আমরা সকল কাজই আন্তরিক ভাবে করি এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

এই দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে নয়টার সময় রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন পর চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১-আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এবারের প্রতিপাদ্য আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্বব্যাপী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত স্বেচ্ছাসেবক ও কর্মীদের অবদানের কথা, বিশ্বের বিপদাপন্ন ও অসহায় মানুষের জন্য তাদের ত্যাগ ও ভালোবাসার কথা।

রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা বিশ্বের ১৯২টিরও বেশি দেশে অবিরাম কাজ করে যাচ্ছেন। ভয়াবহ করোনার ভিতরের প্রথম সারির সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে রেড ক্রিসেন্টের সদস্যরা

বর্ণাঢ্য র‌্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়।

কেক কাটা শেষে চুয়াডাঙ্গা ১-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন কে আজীবন সম্মাননা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যকরী সদস্য এ্যাডভোকেট শাহাজান মুকুল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান কবির,এ্যাডভোকেট সেলিম, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের যুব প্রধান শাহীন হোসেন প্রমুখ।




মেহেরপুরে ১৫ মে বোম্বায়, ২৫ মে হিমসাগর আম ভাঙা শুরু

মেহেরপুরে ১৫ মে বোম্বায় এবং ২৫ মে হিম সাগর আম ভাঙার জাত ভেদে আম ভাঙার তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম বাজারজাত নিশ্চিত করতে স্থানীয় আমচাষী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার মেহেরপুর জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এই তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়া অন্য জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৮ মে, ফজলি ২০ জুন, ল্যাংড়া ২৮ মে এবং আম্রপালি ৫ জুন থেকে ভাঙা যাবে। সবার শেষে ১৫ জুলাই থেকে ভাঙা যাবে বিশ্বনাথ, আশ্বিনা ও বারি-৪ জাতের আম।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক (ডিডি) শংকর কুমার মজুমদার, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মহা: আব্দুস সালাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন, আম ব্যবসায়ী সাইদুল ইসলাম শাহিন, আলাউদ্দীন আলী, হারুন অর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘অসময়ে আম পাড়া বন্ধে এবং ক্যালসিয়াম, কার্বাইড, পিজিআর, ফরমালিন, ইথিফনের মতো কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে যেন আম পাকানো না হয়, তার জন্য গাছ থেকে আম নামানোর ক্ষেত্রে সময় বেধে দেওয়া হয়েছে। বিষয়টি ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ কঠোরভাবে মনিটরিং করবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে আমের চাষ হয়েছে ২৩ হাজার ৪০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ১৭ থেকে ১৮ মেট্রিক টন হিসেবে আমের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ লক্ষ মেট্রিক টন।




দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ বাংলাদেশের

আগামীকাল (৯ মে) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হচ্ছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের লড়াই। সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা সাত দল ও স্বাগতিক দল ভারত সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। এই আট দলের সঙ্গে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরও দু’টি দল। আগামী জুনে অনুষ্ঠেয় কোয়ালিফাইয়ারের সেরা দুই দল পাবে বিশ্বকাপের টিকিট।

এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, সুপার লিগে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ১৬০। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সুপার লিগ পর্ব শেষ করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত-পাকিস্তানের মত বড় দলগুলোকে পেছনে ফেলে সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে নামার সুযোগ পাবে বাংলাদেশ।

বর্তমানে ২৪ ম্যাচ শেষে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড। ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ভারত।

বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত মোট ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে টাইগাররা। সবগুলোই তিন ম্যাচের সিরিজ ছিলো।

২০২১ সালের জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সুপার লিগ পর্ব শুরু করেছিলো বাংলাদেশ। ঐ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের একমাত্র সিরিজ হার ইংল্যান্ডের কাছে। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হারে টাইগাররা।

বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে ও দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে সুপার লিগে দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপে খেলতে নামার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না তামিম-সাকিবের বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




সাবধান, ফেসবুকের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা

তারকা, জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেখা যায়। তবে চাইলেই সবাই নিজেদের ফেসবুক পেজের পাশে নীল রঙের টিকচিহ্ন ব্যবহার করতে পারেন না। কারণ, ব্যবহারকারীর পরিচয় যাচাই করে নির্দিষ্ট পেজে নীল টিকযুক্ত ভেরিফায়েড ব্যাজ যুক্ত করে থাকে ফেসবুক। ফলে সবাই বুঝতে পারে পেজটি আসল। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক করে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল হ্যাকার।

ম্যালওয়্যার আক্রমণের জন্য প্রথমেই জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক করেন হ্যাকাররা। এরপর পেজটিতে নিয়মিত আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদর্শন করেন তাঁরা। বিজ্ঞাপনগুলোয় ক্লিক করলেই ব্যবহারকারীদের ফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে। এরপর গোপনে তথ্য চুরি করে সেগুলো নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয় ক্ষতিকর ম্যালওয়্যারটি।

ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালানোর ঘটনা শনাক্ত করেছেন যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক পরামর্শক ম্যাট নাভারনা। তিনি জানিয়েছেন, ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক করে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার আদলে ‘মেটা অ্যাড’ বা ‘মেটা অ্যাডস ম্যানেজার’ শিরোনামে বিজ্ঞাপন প্রদর্শন করে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছেন হ্যাকাররা।

বিজ্ঞাপনগুলোতে চ্যাটজিপিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ডাউনলোডের প্রলোভন দেখানো হয়। জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞাপনগুলো দেখা যাওয়ায় অনেকেই নিশ্চিন্তে সেগুলোয় ক্লিক করেন। ফলে ফেসবুক ব্যবহারকারীদের ফোন বা কম্পিউটারে দ্রুত ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি।
সূত্র: গ্যাজেটস নাও




মেহেরপুরে অনলাইন কজ লিস্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

“সকল মামলার তথ্য এক ঠিকানায়” এই স্লোগানকে সামনে রেখে এটুআই প্রোগ্রামের আওতায় সারা দেশের জেলা পর্যায়ের আদালতসমূহের তথ্য অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমার আদালত অ্যাপ এবং https://causelist.judiciary.gov.bd/ এই ঠিকানায় ভিজিট করে দেশ বিদেশের যেকোন প্রান্ত থেকে এখন আদালতের বিচারাধীন মামলার হালনাগাদ তথ্য, মামলার পরবর্তী তারিখ, রায় এবং আদেশ জানা যাবে।

ইতিমধ্যে বিভিন্ন জেলা এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার আদালতসমূহের সকল তথ্য অনলাইনে প্রদান এবং প্রকাশের নিমিত বিচারক ও সহায়ক কর্মচারীদের নিয়ে তিন দিনব্যাপী এই ভার্চুয়াল প্রশিক্ষণ আয়োজন।

আজ সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস।

সংযুক্ত ছিলেন বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল তোহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকসহ মেহেরপুরের সকল বিচারক, ম্যাজিস্ট্রেট এবং আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ।

এটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা জজ ফারজানা খান। অনলাইন কজ লিস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচিতি ও পরিচালনা বিষয়ে ব্যবহারিক সেশন পরিচালনা করেন এটুআই জুডিসিয়ারি টিমের অন্যতম সদস্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী।

ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ।




গাংনীতে আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আহত

গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে ঘরের আগুন নেভাতে গিয়ে হাসান আলী (৩০) নামের এক গৃহকর্তা আহত হয়েছেন।
আজ রবিবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসান গজারিয়া হেমায়েতপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

গৃহকর্তা হাসান আলী জানান, বিকেলের দিকে রান্না ঘরের চূলা থেকে বসত ঘরে আগুন লাগে। এসময় তিনি আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হন।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বামন্দী ফায়ার স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে ফায়ার স্টেশনের সদস্যরা আহত হাসানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।




মেহেরপুর শহরে পুলিশের অভিযান ৮ মাদকসেবি আটক

মেহেরপুর শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ মাদকসেবিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম আজ সোমবার (৮ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়।

আটকরা হলেন, মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার ইসমাইল হোসেন ওরফে আহার আলীর ছেলে জনি হোসেন (২৬), একই এলাকার আব্দুল মতিনের ছেলে শাকিল হোসেন (১৯), বেড়পাড়া এলাকার আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (৩৬), সদর উপজেলার গোভীপুর গ্রামের ইন্নাল বিশ্বাসের ছেলে আব্দুস সালাম ওরফে লাল মিয়া (৫০), ফতেপুর গ্রামের পাচু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৮), মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার কুতুব উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (২৪), নতুনপাড়া এলাকার মোমিন সর্দারের ছেলে আবু বক্কর ওরফে ইলু (২৯)ও একই পাড়ার জয়নাল হোসেনের ছেলে লিটন (৩৬)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে এসব মাদকসেবিদের আটক করা হয়েছে।
আটক মাদক সেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ সোমবার বিকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. শাহজাহান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মো: জহুরুল ইসলাম।

উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উচ্চারণ প্রশিক্ষক জ গবেষক এবং কণ্ঠশীলনের সভাপতি গোলাম সারোয়ার।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক অনুষদের ডীন ও সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা মেলায় আহবায়ক কমিটির আহবায়ক প্রফেসর ড. শহীদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর হাসিবুর রশিদ তামিম, আবৃত্তি পরিষদ কুষ্টিয়ার সভাপতি কবি আলম আরা জুই প্রমুখ।

বক্তারা বলেন, বাংলা অনেক সমৃদ্ধ ভাষা। এর শব্দ ভাণ্ডার অফুরন্ত। রয়েছে নানা বৈচিত্র্য এবং মাধুর্য। শিক্ষিত সমাজ, শিক্ষকদের এবং গণমাধ্যমের জন্য একটি পরিমিত বাংলা ভাষা দরকার। শিক্ষকরা যদি নিজেই ভালো বাংলা না বলতে পারেন তাহলে শিক্ষার্থীদের শেখার কোনো সুযোগ নেই। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করার আগে জরুরি হলো আমরা শুদ্ধভাবে বাংলা বলতে এবং লিখতে পারি কিনা তা যাচাই করা। যারা বাংলায় লেখালেখি করেন তারা অবগত আছেন ব্যাকরণসম্মতভাবে বাংলা বাক্য তৈরি করা এবং শুদ্ধ বানানে বাংলা শব্দ লেখা কতটা কঠিন।

সভ্যতা শেখানোর জন্য শুদ্ধ উচ্চারণ ভীষণ প্রয়োজন উল্লেখ করে বক্তারা আরও বলেন, এই আধুনিক প্রযুক্তির যুগে বাংলা ভাষাকেও আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। নইলে বাংলাদেশ বিশ্বসভ্যতার অগ্রগতির যুগে পিছিয়ে যাবে।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় আয়োজিত সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা মেলার সপ্তম দিনে শুদ্ধ উচ্চারণের পাশাপাশি আবৃত্তি, সংবাদ উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বিষয়ে আলোচনা করা হয়। এতে শতাধিক কবি-সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিকার, শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।




এইচএসসি পাসে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরির সুযোগ

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ল্যাব অ্যাসিস্ট্যান্ট।

যোগ্যতা

প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। সর্বোচ্চ ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩২ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ মে,২০২৩।

সূত্র : বিডিজবস ডটকম