দামুড়হুদা মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রোকসানা মিতা

দামুড়হুদা মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রোকসানা মিতা গাড়ি থামিয়ে আহত নারীকে রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা।

সোমবার ৩ টার সময় চিৎলা সড়কের উপর সড়ক দূর্ঘটনার কবলে পড়া এক নারীকে রাস্তা থেকে তুলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন চিকিৎসার জন্য।

জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা উপজেলার প্রশাসন কার্যলয় থেকে কার্পাসডাঙ্গার উদ্যেশে রওনা হয়ে চিৎলায় পৌছালে রাস্তার পাশে দেখতে পান চন্দ্রবাস গ্রামের এক নারী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে অবস্থান করছে। তিনি গাড়ি থেকে নেমে আহত নারীর পাশে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।




গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মোড়কীকরণ বিধি অমান্য করা, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মুড়ি তৈরি, পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করা, তুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করাসহ নানা অভিযোগে একটি মুড়ি কারখানা ও একটি মুদি দোকানে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা শাখা।

আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মা মুড়ি কারখানা ও মেসার্স সুমন স্টোর নামক তেল চিনির পাইকারি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তার মোঃ তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের একদল পুলিশ সদস্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, মেসার্স মা মুড়ি মিলের কারখানায় কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মোড়কীকরণ বিধি অমান্য করা, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মুড়ি তৈরিসহ নানা অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো: কিবরিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করা, মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মেসার্স সুমন স্টোর নামক তেল চিনির পাইকারি ব্যবসায়ীর প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে গাংনী বাজারে তরমুজ ও ফলের দোকানগুলো তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে বিক্রয় ও ক্রয় ভাউচার সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়। ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




টানা ৪ শোতেই হাউসফুল ‘আদম সুরত‘

‘নাটক শেষে কারও সঙ্গে কোনো কথা বলতে পারছিলাম না, শ্বাসনালির একটা জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল…ধন্যবাদ আর কৃতজ্ঞতা বাকার বকুল। নাটকটি আমাকে শক্তি দিয়েছে!’ ফেসবুকে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। আরেক নাট্যকর্মী নাহিদ স্মৃতি ফেসবুকে লিখেছেন, ‘তিন দিনে টানা চারটা শো, তবু শেষ সন্ধ্যায় টিকিট–সংকট! এমন সংকটই তো আমরা চেয়েছিলাম!’

যে নাটক নিয়ে এত উচ্ছ্বাস, তার নাম ‘আদম সুরত’। ঢাকার মঞ্চে নতুন নাটকটি এনেছে নাট্যদল তাড়ুয়া। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গত ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল নাটকটির টানা চারটি প্রদর্শনী হয়েছে।

প্রতিটি প্রদর্শনীই ছিল দর্শকে পূর্ণ। গত জানুয়ারিতে নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজিত ‘আলী যাকের নতুনের উৎসবে’ এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটির রচয়িতা বাকার বকুল, নিদের্শকও তিনি।

বাকার বকুল বলেন, ‘রোজার মধ্যেও অনেক দর্শক নাটকটি দেখতে এসেছেন। আমরা একটি হাউসফুল শো করতে পেরেছি। এ জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ নাটকটির পরিচিতিপত্রে নির্মাতা বলেছেন, ‘দৃশ্যগুলো নৃশংসতার, নির্মমতার আবার দায়বদ্ধতারও বটে। আমাদের গা ঘেঁষে প্রত্যেহ জন্ম নেওয়া ঘটনাগুলোই বিষয়বস্তুর উৎস। ধারাবাহিক কোনো গল্প কিংবা ব্যাকরণগত নাটকীয় দ্বন্দ্বের চেয়ে সংবেদনশীল প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ। এ নাটকে প্রতিফলিত হয়েছে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলা অমানবিক ঘটনাবলি, যেগুলোর বিচার তো দূরের কথা, হয়তো অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডে আমাদের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়ে তাড়ুয়ার নতুন প্রযোজনা আদম সুরত।’

‘আদম সুরত’ নাটকে অভিনয় করছেন আহসানুল ইসলাম, আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সাক্ষ্য শহীদ, সুচিত্রা রায়, খায়রুল আলম, দিপু রহমান, আজগর হোসেন, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, ইফতি আহমেদ প্রমুখ।

২০১৮ সালে লেট মি আউট নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে তাড়ুয়া। ‘আদম সুরত’ তাদের দ্বিতীয় প্রযোজনা।

সূত্র: প্রথমআলো




কম্পিউটারেও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েডের নিয়ারবাই শেয়ার সুবিধা

নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েডচালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রের মধ্যে সহজে ফাইল আদান-প্রদান করা যায়। এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকেও অ্যান্ড্রয়েডচালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা করা যাবে। নতুন এ সুবিধা দিতে উইন্ডোজের জন্য পরীক্ষামূলকভাবে নিয়ারবাই শেয়ার অ্যাপ উন্মুক্ত করেছে গুগল।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ডটকম ওয়েবসাইট থেকে অ্যাপটি নামিয়ে উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ব্যবহার করা যাবে। অ্যাপটি ব্যবহারের জন্য অবশ্যই ফাইল আদান-প্রদানের সঙ্গে যুক্ত ফোন ও কম্পিউটারে ওয়াই–ফাই ও ব্লু-টুথ অপশন চালু রাখতে হবে। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৬ ফুট দূরে থাকা ফোন বা কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা যাবে।

উইন্ডোজে নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে ফাইলের পাশাপাশি ছবি, অডিও, ভিডিওর পাশাপাশি চাইলে পুরো ফোল্ডারও আদান-প্রদান করা যাবে। ফলে ব্যবহারকারীরা দরকারি তথ্যগুলো সহজেই এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নিয়ে কাজ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা পাবেন।
সূত্র: নাইনটুফাইভগুগলডটকম




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ১১ গ্রাম হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-২ গাংনী ক্যাম্পের অভিযানে ১১ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

আটকরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহীন হোসেন (১৯) ও একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইসরাফিল আলীর ছেলে রফিকুল ইসলাম(৩২)। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইলফানে ও নগদ ১১’শ টাকা জব্দ করা হয়েছে।

আজ সোমবার (৩ এপ্রিল) ভোরের দিকে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা-দক্ষিণ যাদবপুর রাস্তার ঈদগাহ মাঠের সামনে থেকে অভিযান চালিয়ে হেরোইনসহ এই ২ মাদক কারবারীকে আটক করা হয়।

দুপুরের দিকে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) গোলাম ফারুক বলেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাদবপুর ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এই দুজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন, ১১ শ নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এঘটনায় মেহেরপুর সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




স্নাতক পাসে চাকরির সুযোগ, থাকছে অন্যান্য সুবিধা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি ম্যানেজার বা সিনিয়র টেরিটরি ম্যানেজার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

টেরিটরি ম্যানেজার বা সিনিয়র টেরিটরি ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর পদ সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর সেলস এন্ড মার্কেটিং, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন, ডিলার হ্যান্ডলিংসহ যোগাযোগে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫বছর।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থান

বেতন

আলোচনা সাপেক্ষে। তবে, মোবাইল বিল, ইন্সুরেন্স, গ্রাচুইটি এবং বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল, ২০২৩।

সূত্র: বিডিজবস।




জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

রাজধানীর রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামান শামসকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিন আদেশ মঞ্জুর করেন।

এর আগে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) শামসুজ্জামানকে সিএমএম আদালতে আনা হয়। পরে রমনা থানা পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। ওইদিন শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসায় যান ১৪ থেকে ১৫ জন। নিজেদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে তার থাকার কক্ষ তল্লাশি করা হয়। পরে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্কসহ শামসুজ্জামানকে নিয়ে যান তারা।

এরপর শুক্রবার দিবাগত রাতে শামসুজ্জামানের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। একইসঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে এই মামলার প্রধান আসামি করা হয়।

সূত্র:ইত্তেফাক




মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামের যোগদান

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামের যোগদান করেছেন। আজ সোমবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন।

বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামকে ফুলদিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত উপপরিচালক স্থানীয় সরকার মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল-জান্নাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) রনি খাতুন, সহকারী কমিশনার (নেজারত শাখা) গোলাম রাব্বানী সোহেল, সহকারী কমিশনার (শিক্ষা শাখা) মো. আবীর হোসেন, সহকারী কমিশনার (জেলা প্রশাসকের গোপনীয় শাখা) সুমাইয়া জাহান ঝুরকা, সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ২টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার হাইরোড ও আলমডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ সময় আলমডাঙ্গা বাজারে মেসার্স সততা স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স সৌখিন কসমেটিকস ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে কসমেটিকস, গার্মেন্টস পোশাক, জুতার দোকান, মুরগী, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় আলমডাঙ্গা বাজারে মেসার্স সততা স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযানে আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে মালিক আখতার আবজালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করে।
অপর একটি প্রতিষ্ঠান মেসার্স সৌখিন কসমেটিকস এর মালিক আলমগীর হোসেনকে নিম্নমানের নকল, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জুতার দোকান, গার্মেন্টস পোশাক, মুরগী, তরমুজসহ বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে সতর্ক করে দেয়া হয় ন্যায্য লাভে পণ্য বিক্রয় ও ভোক্তাকে ঠকানো ব্যবসা পরিহার করতে বলা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন এস আই সমীর এর নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম। আরিএই অভিযান অব্যাহত থাকবে।




গাংনীতে নামাজরত মুসল্লিসহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

ইফতার শেষে মসজিদে নামাজরত অবস্থায় হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে আহত করেছে প্রতিপক্ষরা।
আহতরা হলেন গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের খেদ আলীর ছেলে শাহিন (৪০), মখলেছুর রহমানের স্ত্রী তহমিনা খাতুন (৫০) তার ছেলে সাহারুল ইসলাম (৩৫) ও টোকন হোসেন (২২)। অপরদিকে হামলাকারী মোতালেব হোসেন (৩০) আহত হয়েছেন। গতকাল রবিবার মাগরিবের নামাজ চলাকালিন সময়ে এই হামলার ঘটনা ঘটে।

রফিকুল ইসলামের ছেলে মোতালেব হোসেন ও নমাজ আলীর ছেলে আতাউল ইসলামের নেতৃত্বে ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত এই হামলা চালায় বলে অভিযোগ করেন আহত টোকন হোসেন।

তিনি জানান, আমার পিতা মখলেছুর রহমান বাড়ির পাশে ১ শতক জমি দেড় লাখ টাকায় বিক্রি করেছেন। জমি বিক্রির দেড় লাখ টাকা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে দালাল মোতালেব হোসেন নিয়ে নেন। গত শনিবার এনিয়ে গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে দালাল মোতালেব হোসেন মাত্র ৫০ হাজার টাকা ফেরত দেন। গতকাল রবিবার মোতালেব হোসেন ও আতাউল হকের নেতৃত্বে সন্ধ্যায় হঠাৎ ৩০/৪০ জন লোক লাঠি শোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের রক্তাক্ত জখম করেন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের উপসহকারি মেডিকেল অফিসার (স্যাকমো) শরীফুল ইসলাম বলেন, শাহিন ও সাহারুল ইসলামের মাথায় রক্তাক্ত জখম হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।