ঝিনাইদহে রাতের আঁধারে ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ঘুমন্ত নারীদের নগ্ন-অর্ধনগ্ন ভিডিও ও ছবি ধারণ করায় প্রেমিকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন-সাপখোলা গ্রামের আদিল উদ্দিন খাঁর ছেলে জুলকার খাঁ (৩২) ও তার প্রেমিকা শামছুল বিশ্বাসের মেয়ে জান্নাতি খাতুন (২০)।

আজ শুক্রবার (৫ মে) সকালে ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে মামুন ফেরদৌসের বাড়ির জানালা দিয়ে কে বা কারা তার ঘুমন্ত স্ত্রী ও কন্যার ভিডিও করছিল। এ সময় মোবাইলের ফ্লাস লাইটের আলো জ্বলে উঠলে ফেরদৌস ঘরের ভেতর অজ্ঞাত যুবকের হাত চেপে ধরে। এতে মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোবাইলে সাপখোলা গ্রামের প্রায় অর্ধশত নারীর আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়। ৪ মে ফেরদৌস বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশেল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২ আসামিকে গ্রেফতার করে।

পুলিশ সুপার বলেন, আসামি জুলকার খাঁ তার প্রেমিকা জান্নাতি খাতুনের মোবাইল দিয়ে পরিকল্পনা করে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় নারীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। মূলত এসব ভিডিও ও ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা হাতিয়ে নেওয়ায় তাদের উদ্দেশ্য ছিল।




গাংনীতে স্বামীর পুরষাঙ্গ ছিড়ে দিলেন স্ত্রী

পান থেকে চুন খসলেই স্ত্রীকে পেটান কৃষক আব্দুল মালেক। মায়ের কথা শুনে বউ পেটানোর অপরাধে আগের ৩ বউ তাকে তালাক দিয়ে চলে গেছে। চতুর্থ বারের মত গার্মেন্টস কর্মী রিয়া খাতুনকে বিয়ে করেন ২ বছর আগে। এখন ঘরে একটি সন্তান। মায়ের কথা শুনে প্রায়ই রিয়ার উপর অকথ্য নির্যাতন চালান আব্দুল মালেক।

প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার দুপুরে রিয়া খাতুনকে তার স্বামী আব্দুল মালেক ও শাশুড়ি ঝাড়ু দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে আত্ম রক্ষার্থে রিয়া খাতুন তার স্বামী আব্দুল মালেকের লিঙ্গ ধরে স্বজোরে টান দেন। এতে স্বামীর পুরুষাঙ্গ উপড়ে যাওয়ার উপক্রম হয়েছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হাসান বলেন, আব্দুল মালেকের পুরুষাঙ্গ ভিতর থেকে বের হয়ে আসার উপক্রম হয়েছে। তার পুরুষাঙ্গ ৪ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আব্দুল মালেক বলেন, ঘরে একটি মুরগী মলত্যাগ করেছে। এটি আমার মা স্ত্রীকে বললে সে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। আমি তাকে নিষেধ করাই আমাকেও গালাগাল শুরু করে। আমি তাকে ঝাড়ু দিয়ে একটি কোপ দেওয়ায় আমার লিঙ্গ ধরে সে টানাটানি শুরু করে।

এদিকে রিয়া খাতুন অভিযোগ করেন আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার উপর প্রায় নির্যাতন করে আসছিল। আজকে আমার শাশুড়ি ছেলেকে উস্কে দিলে আমাকে মারপিট শুরু করে। নিজের আত্মরক্ষার্থে তার লিঙ্গ ধরে টান মেরে আমি প্রানে বেঁচেছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় স্ত্রী রিয়া খাতুনকে তার বাড়ি থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনগত বিষয় এখন প্রক্রিয়াধীন।




দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা ডাক বাংলা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির সভাপতি সহিদুল আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ এলকিন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক খতিব আলি, চুয়াডাঙ্গা জেলা কৃষক পাটির সভাপতি আবু জাফর, দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেন, জাতীয় পাটির নেতা আশরাফুল হক প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ আজম সদু।




বার্সেলোনা-ম্যানইউকে পেছনে ফেললো কলকাতা

বিশ্ব ক্রীড়ঙ্গনের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই দুই ক্লাবকে পেছনে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। আইপিলের চলমান আসরে মাঠের খেলায় ভালো অবস্থানে নেই কলকাতা। তবে বেশ সক্রিয় ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর এতেই এপ্রিল মাসের ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে খেলাধুলাভিত্তিক পেজগুলোর মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে কলকাতা। আর সেরা তিনে জায়গা করে নিতে পেছনে ফেলেছেন লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্টস বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। এপ্রিল মাসে কলকাতার সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ছিল ১৯.৪ মিলিয়ন।

অন্যদিকে বার্সেলোনার ১৭.২ মিলিয়ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ছিল ১৫.৯ মিলিয়ন। চতুর্থস্থানে বার্সেলোনা আর পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২২ মিলিয়ন অ্যাঙ্গেজমেন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ২৫.৯ মিলিয়ন অ্যাঙ্গেজমেন্ট নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৫ জন নিহত, আহত ৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্যাভারভ্যন, মটর চালিত পাখি ভ্যান ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর পৌর এলাকার কাশিপুর পৌর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী কালিগঞ্জের আহত অন্তর হোসেন বলেন, আজ সকাল ১১ টার সময় আমরা ক্যাবারভ্যান নিয়ে সার্জিকাল মালামাল সাপ্লাই দিতে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর শহরে ঢুকছিলাম ।

পথিমধ্যে স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে,সামনের দিক থেকে মাইক্রো গাড়ি ও ইঞ্জিন চালিত ভ্যান আসছিল।

এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দুই শিশু সহ তিনজন ঘটনা স্থলে মারা য়ান। যার মধ্যে রয়েছে উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ছেলে রাফান বয়স (১৫) মাস, রুবেলের ভাগ্নি খুকুমনি(৭), কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটির গ্রামের মৃত মফেজউদ্দিন এর ছেলে ভ্যান চালক সলেমান (৬৫), একই উপজেলার তিলে চাঁদপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ (৪০)যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন অ্যাম্বুলেন্স ড্রাইভার সানি।

এদিকে আহত শিউলি খাতুন (৫০) যশোর মেডিকেল হাসপাডলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত হয়েছেন রাফান এর মা রিমা খাতুন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈশামারি গ্রামের নুরআলির ছেলে পেয়ারা ব্যাবসায়ী আলামিন (৬৫), কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার টিপু সুলতান ছেলে অন্তর কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি আছে।

দুর্ঘটনায় কবলিত ক্যাভারভ্যান, পাখি ভ্যান উদ্ধার করে মডেল থানায় নিয়েছেন পুলিশ। পালিয়ে গেছে মাইক্রোবাস।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, সড়ক দুর্ঘটনায় তিন জন কে মৃত অবস্থায় পেয়েছি। আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে ৪ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।




মেহেরপুরে মৌমাছির চাকে ঈগল পাখির থাবা, মুসল্লিদের উপর আক্রমন

মরদেহ দাফনের উদ্যোশ্যে ঈদগাহ ময়দানে নিয়ে দাড়াতেই ঈগল পাখি একটি মৌমাছির চাকে থাবা মারে। এসময় মৌমাছির দল জানাযাতে দাড়ানো মুসল্লির উপর আক্রমন চালাতেই আহত হন কমপক্ষে ১২ জন মুসল্লি।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে আজ বৃহস্পতিবার সকালের দিকে বুড়িপোতা ঈদগাহ মাঠে মৌমাছির কামড়ের এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুড়িপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, বুড়িপোতা গ্রামের আবু জাফরের স্ত্রীর জানাজা করার লক্ষ মরদেহ নিয়ে ঈদগাহ মাঠে উপস্থিত হন। এ সময় ঈগল পাখি ঈদগাহ মাঠের পাশে একটি গাছে মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছির দল ঈদগাহ মাঠে জানাজায় অংশ নিতে আসা মানুষের উপর আক্রমণ করে। মৌমাছির আক্রমণে বুড়িপোতা গ্রামের কমপক্ষে ১২ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে বুড়িপোতা গ্রামের মিন্টুর ছেলে শাকিব, নাসির উদ্দিনের ছেলে মনিরুল, ফরমানের ছেলে শফিউদ্দিন, ইমাস উদ্দিনের ছেলে মমতাজ, রবিউল, মিনারকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।




মেহেরপুরে ভৈরব নদে অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর ভৈরব নদে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো: ইলিয়াছ হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী।

আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুর ৩ টার দিকে সদর উপজেলার ইসলামপুর খালের মাঠ নামক স্থানে ভৈরব নদের মাটি অবৈধভাবে উত্তোলন করার সময় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ইসলামপুর খালের মাঠে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ভৈরব নদের মাটি উত্তোলন করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লংঘনের দায়ে ১৫(১)(খ) ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পানি উন্নয়ন বোর্ড, মেহেরপুর ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

ইলিয়াছ হোসেন সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত মহাসীন বিশ্বাসের ছেলে।




মুন্সীগঞ্জে নিয়োগ দেবে সিটি গ্রুপ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটিতে মেইন্টেনেন্স প্যাকিং অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

মেইন্টেনেন্স প্যাকিং অপারেটর (ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ২৪ থেকে ৩২ বছর। এফএমজি শিল্পে প্রাসঙ্গিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

মুন্সীগঞ্জ (গজারিয়া)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ

৪ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস




টিন্ডারের নতুন আপডেটে বাড়বে ব্যবহারকারীর সংখ্যা

জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার তাদের অ্যাপে একাধিক নতুন আপডেট নিয়ে এসেছে। এরপর ম্যাচ গ্রুপ সম্প্রতি তাদের মুনাফার ওপর পর্যবেক্ষণ করে ইতিবাচক মন্তব্য জানিয়েছে।

ম্যাচ গ্রুপ বলছে, এখনো নতুন আপডেট থেকে ব্যবসায়ী লাভের হিসেবটি দৃশ্যমান নয়। তবে দ্রুতই একটি ভালো ফলাফল পাওয়া যাবে। চলতি বছর কোম্পানিটির শেয়ার ২ শতাংশ বেড়েছে। ভোলাটাইল ট্রেডিং বেলের পর তা আরও ৩ শতাংশ বেড়ে যায়। ম্যাচ গ্রুপ এরইমধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের বাইব্যাক শেয়ার চালু করেছে।

থার্ড ব্রিজের একজন বিশ্লেষক জানান, ডেটিং সার্ভিস ২০২৩ এর বাকি অংশে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে৷ নানা সংকটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সমস্যার কারণে অনেকেই এসব প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে।’ তিনি অনুমান করেছিলেন কোম্পানির এখন মোট আয় ৮২২ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। অনুমানটি খুব পেছনে না। তারা আপাতত ৮১৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। বছরের প্রথম তিন মাসে অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটি প্রায় ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। তআই টিন্ডারের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছরটা টিন্ডারের জন্য বড় কিছু হতে পারে।




গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা ও পৌর শাখার কমিটি গঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর শাখার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ই মে) সকাল সাড়ে দশটার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুরের জেলা শাখা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, মেহেরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

অনুষ্ঠানে অধ্যক্ষ মনিরুল ইসলামকে সভাপতি ও আলহাজ্ব শফি কামাল পলাশকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাংনী উপজেলা শাখা এবং আ.লীগ নেতা একরামুল হককে সভাপতি ও সাংবাদিক নুরুজ্জামান পাভেলকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাংনী পৌর শাখার কমিটি গঠন করা হয়।