মুজিবনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

মুজিবনগরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সোনাপুর মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আজিমদ্দীনে জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। এ সময় তারা মুজিবনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলীম এর উদ্ধৃতি দিয়ে সেকেন্ড অফিসার এসআই উত্তম কুমার জানান, স্থানীয়দের মারফতে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাই এবং লাশ হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে মৃত ব্যাক্তির বয়স ৩০/৩৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কোন আলামত পাওয়া যায়নি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ সময় স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসা বাদ করেও লাশের পরিচয় উদ্ধার করা যায়নি। তবে তার পোশাক পরিচ্ছদ ও চেহেরা দেখে ধারণা করা হচ্ছে যে মৃত ব্যক্তি ইন্ডিয়া থেকে এসেছে এবয মানসিক ভারসাম্য হীন বা পাগল হতে পারে।

মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মুজিবনগর থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ পোস্টমর্টেম এর জন্য প্রেরণ করার প্রস্তুতি চলছে।




আলমডাঙ্গার ওসমানপুরে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

আলমডাঙ্গার ওসমানপুর বাজার থেকে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুজনকে আটক করেছে ফাঁড়িপুলিশ। গতকাল শনিবার রাত ৮ টার দিকে ফাঁড়িপুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর বাজারের হাসান ট্রেডার্সের সামনে থেকে ওসমানপুর গ্রামের জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মানিক (৩৫)কে আটক করে পুলিশ। তাদের নিকট থেকে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।




মুজিবনগরে গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

১৫০ গ্রাম গাঁজাসহ নুরুজ্জামান ওরফে আগুন (৩২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

নুরুজ্জামান ওরফে আগুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ এলাকার নতুন বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে।

শনিবার ভোররাতের দিকে মুজিবনগর উপজেলার মুজিবনগর-দর্শনা রাস্তার বাগোয়ান গ্রামের মধ্যে থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) অতুল জোয়াদ্দার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গাঁজা উদ্ধারের ঘটনায় শনিবার সকালের দিকে ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এবং ১৯(ক) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, নুরুজ্জামান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদকের অভিযোগে মামলা রয়েছে।  শনিবার বেলা ১১ টার দিকে আটক নুরুজ্জামানকে আদালতে প্রেরণ করা হয়েছে।




আলমডাঙ্গায় থানায় নতুন ওসি বিপ্লব কুমার নাথের যোগদান

আলমডাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) নতুন ওসি হিসেবে যোগদান করেছেন বিপ্লব কুমার নাথ। এসময় (ওসি) সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

নবাগত ওসি বিপ্লব কুমার নাথ আলমডাঙ্গা থানায় যোগদানের পূর্বে তিনি মাগুরা জেলার শ্রীপুর থানা, শালিখা থানা, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানা, কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানা, যশোর জেলার মনিরামপুর থানা, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতোমধ্যে তিনি চুয়াডাঙ্গা জেলার বিশেষ শাখার জেলা গোয়েন্দা পুলিশের ওসির পদে যোগ দেন।  শনিবার সকালে তিনি থেকে আলমডাঙ্গা থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে তিনি বলেন- জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য আলমডাঙ্গা থানা এলাকার সম্মানিত সমগ্র আলমডাঙ্গা বাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি বিপ্লব কুমার নাথ, আইজিপি ব্যাজ (বার)।

আইন-শৃংখলা সংক্রান্ত যেকোন ইস্যুতে সমগ্র আলমডাঙ্গা বাসীর সুচিন্তিত পরামর্শকে স্বাগত জানানোর পাশাপাশি চারপাশের প্রতিনিয়ত ঘটমান অপরাধ সম্পর্কে তথ্য প্রদানকে তিনি উৎসাহিত করেছেন। তথ্যদাতার নিরাপত্তা ও গোপনীয়তা শতভাগ রক্ষা করা হবে।




মেহেরপুরে ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি রৌপ্য জব্দ

মেহেরপুরের ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে চোরচালানাকৃত ১২ কেজি রৌপ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় এই রৌপ্য জব্দ করেন।

৪৭-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম সন্ধ্যায় দেওয়া প্রেসনোট থেকে জানা যায়, গতকাল শনিবার সকালে মেহেরপুরের তেঁতুলবাড়ী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. মশিউর রহমানের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১৪১/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরেন মথুরাপুর মাছ এলাকার একটি বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১২ কেজি রৌপ্য জব্দ করা হয়।

জব্দকৃত রৌপ্য এর আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা। জব্দকৃত রৌপ্য সেক্টর সদর দপ্তরে জমা করা হয়েছে।




আলমডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দু’জন মাদক ব্যবসায়ী ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে পৌর এলাকার লালব্রিজ সংলগ্ন থেকে তাদের আটক করে। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

জানাগেছে, কুষ্টিয়া ইবি থানার দুর্গাপুর গ্রামের মহত আলীর ছেলে আলাউদ্দিন (২৭) ও মসলেম উদ্দীনের ছেলে সামিম (২০)। গতকাল শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজের নিকট মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল ও এএসআই রাসেল তালুকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে অভিযান পরিচালনা করেন। লালব্রিজ সংলগ্ন ব্রিজের উপর থেকে দু’জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। রাতেই আটকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।




কুষ্টিয়ায় এরিষ্টো কম্পিউটারের সহযোগী প্রতিষ্ঠান এরিষ্টো ইলেকট্রনিক্স’র উদ্বোধন

কুষ্টিয়ায় এরিষ্টো কম্পিউটার এর সহযোগি প্রতিষ্ঠান “এরিষ্টো ইলেকট্রনিক্স” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের বাবর আলী গেটে সুয়াইল টাওয়ারের নিচতলায় এই শো-রুমের উদ্বোধন করা হয়।

এরিষ্টো কম্পিউটার এর স্বত্বাধিকারী এএমএম রোকনুজ্জামান নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ,সুরেকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু অজয় সুরেকা, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মো: তহিদুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ড. মাহবুবুল আরেফীন, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ও সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানূর আমান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, ভোরের পাখি সংগঠনের সভাপতি নুরুল ইসলামসহ শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সহ মার্কেটিং এবং সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কুষ্টিয়ায় কম্পিউটার ব্যবসার শুরুটাই ছিল এরিষ্টো কম্পিউটার এর মাধ্যমে। দীর্ঘদিন ধরে এরিষ্টো কম্পিউটার এই কুষ্টিয়া শহরে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য কুষ্টিয়া সহ আশেপাশের জেলার বাজারে বাজারজাত করে আসছে। এই প্রতিষ্ঠানটির আরও সাফল্য কামনা করেন অতিথিরা।

এরিষ্টো কম্পিউটার এর স্বত্বাধিকারী এএমএম রোকনুজ্জামান নান্টু জানান, সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে এরিষ্টো ইলেকট্রনিক্স এ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই শো-রুম।

পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।




জীবননগর থানার ওসির বিদায় ও নবাগত ওসি নাসির উদ্দিন মৃধার যোগদান

জীবননগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল খালেককে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোঃ নাসির উদ্দিন মৃধার যোগদান উপলক্ষে মতবিনিময় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকাল ৫টার সময় জীবননগর থানার আয়োজনে জীবননগর থানা কার্যলয়ে এ আলোচনা, মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান করা হয়।

জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক ,জীবননগর থানার (ওসি) তদন্ত স্বপন কুমার, ওসি (অপারেশন) মাহাবুব হোসেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সাংবাদিক জাহিদ বাবু, আতিয়ার রহমান, মিঠুন মাহমুদ, জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম, রায়হান, মাহফুজ, নওশাদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর থানার এস আই কেরামত আলী।




চুয়াডাঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার

চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানের শুরুতে জমে উঠেছে আসন্ন ঈদুল ফিতরের ঈদ কেনাকাটা। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় এবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যতই এগিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। এখন দোকানিদের এক মুহূর্তও দম ফেলার উপায় নেই। ক্রেতারাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত কেনাকাটায়।

ঈদ উপলক্ষে এবার শহরের অভিজাত বিপণীবিতানগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। রমজানের প্রথম সপ্তাহ ও নবম রোজা থেকে শহরের বাজারগুলোতে ঈদের কেনাকাটা ব্যস্ত সময় পার করছে দোকানীরা।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি, আলী হোসেন সুপার মার্কেট, মুন্সী সুপার মার্কেট, প্রিন্স প্লাজা, বিগ বাজার ও মালিক টাওয়ার ঘুরে দেখা গেছে সব মার্কেটেই উপচে পড়া ভিড়।

ঈদ কেনাকাটা করতে আসা ক্রেতা ফাহাদ হোসেন বলেন, এবার ঈদে পোষাকের দাম তুলনামূলক একটু বেশি। সেইসাথে রমজানের যেহেতু দ্বিতীয় সপ্তাহ চলছে ভাবলাম একটু ভিড় কম হবে কিন্তু প্রচন্ড পরিমাণের ভিড় হচ্ছে মার্কেট গুলোতে।

চুয়াডাঙ্গা নিউ মার্কেটের নিউ থ্রি- পিচ বস্ত্রালয়ের পরিচালক মানিক বলেন পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে থেকে ক্রেতাদের আগমন শুরু হয়েছে সেইসাথে আমরা আশা করছি পবিত্র ঈদুল ফিতরের ঈদ আসতে আসতে এবং রমজানের শেষের দিকে আরও বেশি পরিমাণের ক্রেতা আসবে ও বেঁচাকেনা ভালো মানের হওয়ার আশা করছি।

চুয়াডাঙ্গা বড় বাজার ও নিউ মার্কেট এলাকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে আমরা সর্বপরি প্রস্তত আছি, শহরে বিভিন্ন স্থানে পোশাকী পুলিশ, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও হুন্ডা মোবাইল টিম ব্যবস্থা করা হয়েছে।




মেহেরপুর সাবেক প্রধান শিক্ষক ইফতেখাইরুল ইসলামের ইন্তেকাল

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা অফিসার গাংনী বিশ্বাসপাড়া নিবাসী হাজী ইফতেখাইরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

আজ  শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ইফতেখাইরুল ইসলাম স্ত্রী,৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।  রাত ১০টার সময় গাংনী দারুল উলুম মাদ্রাসায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।