দর্শনা সীমান্তে মাথায় পিস্তল ঠেকিয়ে ২ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট

দামুড়হুদার উপজেলার দর্শনা সীমান্তের কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের খলিলের ছেলে খায়রুল বাশার মিলন ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মাথায় পিস্তল ঠেকিয়ে বসতবাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতেরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ ১ লাখ ৯৭হাজার টাকা ও ১ জোড়া হাতের রুলিবালা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে ডাকাতির এ ঘটনা ঘটে কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মালিতা পাড়ার প্রধান সড়কের পাশেই মিলনের বাড়ি দ্বিতলা ভবনে।

এর মধ্যে নিচতলায় পরিবার নিয়ে থাকতো খলিলের ছেলে মিলন। সেখানেই ঘটে ডাকাতির ঘটনা।

মিলন সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১২ টার দিকে আমি ও আমার স্ত্রী বাহিরের বাথরুম যায় বাথরুম শেষে মিলন ও তার স্ত্রী ঘরের ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ও ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে স্ত্রীর হাতের বালা ও নাকের নথ নিয়ে পালিয়ে যাবার সময় মিলনকে হাত বাধা ও চোখ বন্ধ অবস্থায় দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তের ৫৪ টি পিলার অতিক্রম করে ভারতের সীমানায় নিয়ে গিয়ে খালের ধারে ফেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মিলনের চিৎকার শুনে ভারতীয় সীমান্তের খালের পাড় থেকে রাতেই উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এলাকাবাসী মিলনকে । রাতেই ফুলবাড়ি সীমান্তের টহলরত বিজিবি মিলনের সাথে কথা বলেছে বলে জানান মিলন ও তার পরিবার। গত বৃহস্পতিবার সকালে মিলন দর্শনা থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে।

মিলন আরো বলেন, তাদের প্রত্যেকের হাতে পিস্তল, ছুরি ও দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে পরিবারের সবাইকে। এরপর বাড়ির ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা, হাতের রুলিবালা ও নাক ফুল নেয়।

ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে বলে জানান মিলন।

এবিষয়ে দর্শনা থানার এস আই স্বপন কুমার সরকার বলেন, ওসি স্যার আমাকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনের জন্য নির্দেশ দেন আমি সঙ্গে সঙ্গে ফুলবাড়ি মিলনের বাড়িতে যায়। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সার্বিক তদন্ত শেষে মূল ঘটনার কথা বলা যাবে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির বলেন আমার অফিসার ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যেয়ে কোন সত্যাতা পায়নি। তবে ওদের মধ্যে চোরাচলানীর লাইনম্যান ভাগাভাগি নিয়ে মৃল ঘটনা।




মেহেরপুরের শ্যামপুর গ্রামের আব্দুল হান্নানের অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হান্নানের অত্যাচার ও নিপীড়নের হাত থেকে রক্ষা পেত গ্রামবাসীর সংবাদ সম্মেলন।

গতকাল শুক্রবার সকালে মেহেরপুর কমিউিনিট সেন্টার প্রাঙ্গনে ভুক্তভোগী গ্রামবাসীরা এই সংবাদ সম্মেলন করেন।

এ সময় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, আব্দুল হান্নান একজন ভূমিদস্যু, সন্ত্রাসীর মদদাতা এবং অত্যাচারি প্রকৃতির লোক। সে গ্রামের শত শত লোকের ভূমি দখল করে রেখেছে এবং তার প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি গৃহহারা ও সর্বস্বান্ত করার হুমকি দেয়। তার অত্যাচার থেকে গ্রামবাসী রক্ষা পেতে চায়।




কোটচাঁদপুরে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার কোটচাঁদপুরের কাগমারি বাওড়ের অফিসের সামনে এ ঘটনা ঘটে । এতে ১ জন মারা গেলেও আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ২জন।

প্রতিবেশী আনিসুর রহমান বলেন, কোটচাঁদপুরের কাগমারি পশ্চিম পাড়ার বাসিন্দা আশাদুল ইসলাম (৫০)ও রবজেল মন্ডল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোটচাঁদপুরে আসছিলেন।

এ সময় সামনে থেকে আরেকটি মটর সাইকেল চলে আসে। ঘটে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে করে গুরুতর আহত হয় দুই মটর সাইকেলের ৩ জন।

যার মধ্যে আশাদুল ইসলাম,রবজেল মন্ডল ও তবি মন্ডল। এরমধ্যে আশাদুল ইসলাম ও রবজেল মন্ডলের অবস্থা আশংকা জনক ছিল। তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক যশোর হাসপাতালে রেফার্ড করেন।

ওই ঘটনায় মারা যায় আশাদুল ইসলাম, সে ওই গ্রামের শামসুদ্দিন দপ্তরির জামাই। অন্যদিকে রবজেল মন্ডলের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। সে বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবজেল কাগমারি গ্রামের নজির মন্ডলের ছেলে।

ওই ঘটনায় আহত তবি মন্ডল চিকিৎসা নিচ্ছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। সে কাগমারি গ্রামের মফিজুর রহমানের ছেলে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন,বিষয়টি গতকাল কেউ কোন অভিযোগ করেছেন কিনা আমার জানা নাই। তবে আজ কেউ কোন অভিযোগ করেনি।




এসএসসি পাসে নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে কেয়ারটেকার (পুরুষ) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

কেয়ারটেকার (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে প্রার্থীদেরকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্লিনিকের নিরাপত্তা, অফিসের দৈনন্দিন পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, চিঠি/নথি-পত্র আদান-প্রদান ইত্যাদি কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদেরকে ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীদেরকে কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী এবং মার্জিত ও সৎ স্বভাবের হতে হবে।

কর্মস্থল

কুমিল্লা।

বেতন

১০,০০০ (মাসিক )

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




প্রভাবশালীদের তালিকায় রয়েছেন যেসব তারকা

এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমা অস্কার জয় করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত— বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। শাহরুখ-দীপিকার ‘পাঠান’ও সমাদৃত হয়েছে গোটাবিশ্বে। আর এবার আই-১০০-এ প্রকাশ করল চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় অভিনেতাদের তালিকা।

এ তালিকায় উঠে এসেছেন শাহরুখ খান, এসএস রাজামৌলি, দীপিকা পাড়ুকোনসহ একাধিক বলিউড তারকার নাম। এ ছাড়া তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট এবং রণবীর সিংয়েরও।

এ তালিকায় ব়্যাংকিং ৮২ নম্বর থেকে এক লাফে ৫০তম স্থানে উঠে এসেছেন অভিনেতা শাহরুখ খান।

এদিকে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চার বছর পর পর্দায় ফিরেছেন। ভারতের গণ্ডি পেরিয়ে মোট ঊনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও তানজানিয়া।

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ প্রথম দিনের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। তালিকায় এর পরই রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তার স্থান ৮৭তম।

২০২২ সালে অমিভাত অভিনীত ‘ঝুন্ড’, ‘উনচাই’, ‘রানওয়ে-৩৪’, ‘গুডবাই’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায় ও গোটা বিশ্বে সমাদৃত হয়। এ তালিকায় ৯৫তম স্থানে রয়েছেন চিত্রপরিচালক এসএস রাজামৌলি। এই পরিচালকের ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কার জয় করেছে।

অন্যদিকে এ তালিকায় ৯৯ নম্বর স্থানে আছেন আলিয়া ভাট। ২০২২ সালে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় নজর কেড়েছেন আলিয়া। ‘আরআরআর’ সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে তার বিয়ে বলিউডের অন্য়তম বড় ইভেন্ট ছিল। আই-১০০-এর তথ্য় অনুযায়ী, এই তালিকায় ১০০ তম স্থানে আছেন অভিনেতা রণবীর সিং।




মেহেরপুর শহরের নতুন পাড়ার ড্রেন ও রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে  পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিল আফরোজ জোসনা, নতুন পাড়া জামে মসজিদের সভাপতি তানসেন, পেশ ইমাম আনিসুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন,  ১ নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ড।  এই ওয়ার্ড এর সন্তান আমি ।  এই ওয়ার্ডের যতগুলো কাজ অসম্পূর্ণ আছে সব কাজগুলোই ঈদের পর থেকে শুরু করবো। এছাড়া পৌরসভা অন্যান্য এলাকায় যে কাজগুলো বাকি রয়েছে সব কাজ দ্রুত করা  হবে।




দর্শনার জন্য আমরা সংগঠনের আয়োজনে মতবিনবিনিময় ও ইফতার মাহফিল

দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতী ও ৬ দফা দাবি পরিস্মৃতি পর্যালোচনা আদায়ের লক্ষে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে দর্শনা কেরুজ চিনিকলের অফিসার্স ক্লাবে “দর্শনার জন্য আমরা” সংগঠন কর্তৃক আয়োজিত সংগঠনের আহব্বায়ক আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম বাবু, দর্শনা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর, নেতা আমির হোসেন, আখচাষী কল্যান সমিতির সভাপতি আঃ হান্নান, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান, রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়াদ্দার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, প্রমুখ।

এসময় আলোচনায় বক্তারা বলেন, দর্শনা স্টেশনে মৈত্রী ট্রেনে যাত্রীদের আসন বরাদ্দ ও উঠানামার ব্যবস্থা থাকা এবং দুটি যাত্রীবাহী ট্রেন পূনঃচালুকরণ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে “দর্শনার জন্য আমরা” সংগঠনের আন্দোলনের অংশ হিসাবে ট্রেন অবরোধে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার দেওয়া প্রতিশ্রুতি ১৫ রমজান পর্যন্ত সময়ের মধ্যে আন্দোলনকারীদের দাবি-দাওয়া পূরণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। সেই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সংগঠনের নের্তৃবৃন্দরা পূণরায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।




বন্ধুদের যুক্ত করে পোস্ট রাখা যাবে ইনস্টাগ্রামে

বন্ধুদের যুক্ত করে পোস্ট সংরক্ষণের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। সংরক্ষিত পোস্টগুলো কালেকশনে জমা হবে। এক টুইটার বার্তায় এ ঘোষণা দিয়েছে মেটার মালিকাধীন প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রাম বলছে, ‘কলাবোরেটিভ কালেশন’–এ ব্যবহারকারী ও তাঁর বন্ধুরা আধেয় (কনটেন্ট) সংরক্ষণ করতে পারবেন। তাঁরা সবাই সংরক্ষিত আধেয় দেখতে ও জমা রাখতে পারবেন।

২০১৭ সালে পিনটারেস্টের মতো এই সংরক্ষণ সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। তখন বিভিন্ন ভাগে (ক্যাটাগরি) পোস্ট সংরক্ষণ ও গুছিয়ে রাখার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এখন ব্যবহারকারীরা তাঁদের বন্ধুদের যুক্ত করে কালেকশনে আধেয় যোগ করার সুযোগ পাচ্ছেন।

ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম মোসেরি বলেন, ব্যবহারকারী ও তাঁর বন্ধুরা ইনস্টাগ্রামের ফিড, এক্সপ্লোর পাতা এবং এমনকি ডিএম (ডাইরেক্ট মেসেজ) থেকে পোস্ট সংরক্ষণ করতে পারবেন। সুবিধাটি ব্যবহারের জন্য নির্দিষ্ট পোস্টের নিচের অংশে ডান দিকে থাকা বুকমার্ক অপশনে ট্যাপ করার পর ক্রিয়েট আ নিউ কলাবোরেটিভ অপশন নির্বাচন করে বন্ধুদের যুক্ত করা যাবে। সংরক্ষণের আগে কালেকশনটির নাম দিতে হবে। একটি কলাবোরেটিভ কালেকশনে সর্বোচ্চ ২৫০ জন বন্ধুকে যোগ করা যাবে।

ইনস্টাগ্রাম বলছে, চ্যাট ব্যবহার করেও কলাবোরেটিভ কালেকশন তৈরি করা যাবে। এরপর চ্যাটে যুক্ত থাকা যে কেউ শেয়ার করা কালেকশন থেকে ছবি যোগ করতে বা সরাতে সক্ষম হবেন। ব্যক্তিগত অ্যাকাউন্টের কোনো পোস্ট কলাবোরেটিভ কালেকশনে যোগ করলে শুধু সেই অ্যাকাউন্টের অনুসারীরা পোস্টটি দেখতে সক্ষম হবেন।

সূত্র: প্রথমআলো




জেনে নিন আইপিএলের ১৬তম আসরের খুঁটিনাটি

আজ শুক্রবার (৩১ মার্চ) গুজরাট লায়নস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। যার পর্দা নামবে আগামী ২৮ মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১০টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ভারতের ১২টি ভেন্যুতে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ফলে প্রতি গ্রুপে দল থাকছে ৫টি করে। প্রতিটি দল লিগ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে। এর মধ্যে নিজ গ্রুপের ৪ দলের বিপক্ষে একটি করে মোট ৪টি ম্যাচ। আর অন্য গ্রুপের ৫ দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে মোট ১০টি ম্যাচ। প্রতিটি জয়ের জন্য থাকবে ২ পয়েন্ট। অন্যদিকে ড্র বা ফলহীন ম্যাচের জন্য ১ পয়েন্ট।

প্লে–অফে খেলবে লিগ পর্বে পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দলগুলো। এর মধ্যে শীর্ষ দুটি খেলবে কোয়ালিফায়ার–ওয়ানে, জয়ী দল উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল খেলবে কোয়ালিফায়ার টু–তে। লিগ পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল প্লে–অফে এলিমিনেটরে খেলবে। হেরে যাওয়া দল বাদ পড়বে, জিতে যাওয়া দল কোয়ালিফায়ার–টুতে উঠে যাবে। কোয়ালিফায়ার–ওয়ান ও কোয়ালিফায়ার–টু জয়ী দল মুখোমুখি হবে টুর্নামেন্টের ফাইনালে।

জেনে নেওয়ান যাক কোন গ্রুপে আছে কোন দল

গ্রুপ–এ
মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

গ্রুপ–বি
চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।

অধিনায়ক হচ্ছেন যারা

১। হার্দিক পান্ডিয়া, গুজরাট লায়নস
২। সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালস
৩। লোকেশ রাহুল, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
৪। রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ানস
৫। মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংস
৬। ফাফ ডু প্লেসি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৭। ডেভিড ওয়ার্নার, দিল্লি ক্যাপিটালস
৮। শিখর ধাওয়ান, পাঞ্জাব কিংস
৯। এইডেন মার্করাম, সানরাইজার্স হায়দরাবাদ
১০। নীতিশ রানা, কলকাতা নাইট রাইডার্স

কোচের দায়িত্ব থাকবে যাদের কাঁধে

১। স্টিভেন ফ্লেমিং, চেন্নাই
২। ব্রায়ান লারা, হায়দরাবাদ
৩। মার্ক বাউচার, মুম্বাই
৪। রিকি পন্টিং, দিল্লি
৫। আশিষ নেহরা, গুজরাট
৬। অ্যান্ডি ফ্লাওয়ার, লক্ষ্ণৌ
৭। কুমার সাঙ্গাকারা, রাজস্থান
৮। চন্দ্রকান্ত পণ্ডিত, কলকাতা
৯। সঞ্জয় বাঙ্গার, বেঙ্গালুরু
১০। ট্রেভর বেলিস, পাঞ্জাব

বাংলাদেশি ক্রিকেটাররা কে খেলবেন কোন দলে?

আইপিএলের এবারের আসরে খেলবেন বাংলাদেশের জনপ্রিয় তিন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস এবং মোস্তাফিজুর রহমান। তিনজনের মধ্যে সাকিব ও লিটন খেলবেন কলকাতার হয়ে। অন্যদিকে মোস্তাফিজ মাঠ মাতাবেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

বাংলাদেশ থেকে আইপিএলের খেলা দেখতে চাইলে চোখ রাখতে হবে টি–স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া টি–স্পোর্টস অ্যাপেও খেলা দেখা যাবে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ইউপি মেম্বরের মামলা

প্রথম আলোর সাংবাদিক সামসুজ্জামান শামসকে আটকের জেরে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যখন নিন্দার ঝড় বইছে ঠিক সেসময়ে মেহেরপুরের মুজিবনগরে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিককের নামে মানহানি মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মুজিবনগরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করেন মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাকিব। মামলায় আসামি করা হয়েছে জবাবদিহির মুজিবনগর প্রতিনিধি শাকিল রেজা, মাথাভাঙ্গার মুজিবনগর প্রতিনিধি শেখ শফি এবং সময়ের সমিকরণের মুজিবনগর প্রতিনিধি সোহাগ মণ্ডলকে।

গত ২৫ মার্চ ঢাকা থেকে প্রকাশিক জবাবদিহি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিক মাথাভাঙ্গা ও সময়ের সমিকরণে সাংবাদিকদের নাম ভাঙিয়ে টিসিবি পন্য নিলেন ইউপি সদস্য রাকিব’ শিরোনামসহ ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে তিনি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করে সাংবাদিকদের বিরুদ্ধে তিনি এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, আসামীরা মানহানীকর, মান সম্মানহানীকারী ব্যক্তি। তিনি একজন একজন সমাজপতি এবং স্থানীয় ইউ.পি সদস্য এবং তিনটি স্কুলের সহ- সভাপতি। তিনি বাগোয়ান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি। এছাড়াও তিনি ১৫টি প্রতিষ্ঠানের সাথে জড়িত বলে দাবী করেছেন।
তিনি এজাহারে আরো উল্লেখ করেছেন, আসামীরা তার মান সম্মানের ক্ষতি করার জন্য যে কোন সময় যে কোন স্থানে কটূক্তি ও কুরুচি কথাবার্তা বলে বেড়াচ্ছে। আসামীরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মহলে চাঁদাবাজী করে এবং নিরীহ লোকজনের মান সম্মানের ক্ষতি করে। বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৫ ও ৬ নং ওয়ার্ড ঢোলমারী ও রতনপুর, বল্লভপুরে ও বাগোয়ান ওবায়দুল ইসলাম (সোনার) আম বাগানে কম মূল্যে টিসিবির মালামাল বিক্রয় করা হচ্ছিল। আমি কখনো টিসিবি’র মালামাল ক্রয় না করা সত্ত্বেও আসামীরা সংবাদ প্রকাশ করে।

যে সংবাদের কারণে মানহানি মামলা তা পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো

মুজিবনগরে সাংবাদিকদের নাম করে টিসিবি’র পণ্য উত্তোলন করেছে ইউপি সদস্য রকিব হোসেন। শুক্রবার সকালে বাগোয়ান গ্রামে টিসিবি পণ্য বিতরন চলাকালীন সময়ে কার্ড না দিয়ে সাংবাদিকদের নাম করে ৫টি পণ্য উত্তোলন করেন তিনি। অথচ সেই পণ্যের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়নি। পরে সাংবাদিক সোহাগ মন্ডলসহ অন্যান্য সাংবাদিকরা সেখানে গেলে সাংবাদিকদের নামে ইউপি সদস্য রকিব হোসেন ৫ জনের জন্য টিসিবি পণ্য নিয়েছেন বলে জানান টিসিবি’র ডিলার রিপন আলী। ইউপি সদস্যের এমন কর্মকান্ডে নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এছাড়ার দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও পণ্য না পাওয়া এবং স্বজনপ্রীতি করে লাইনের বাইরে পণ্য দেওয়ার অভিযোগও অনেকের। অভিযোগ রয়েছে, টিসিবি’র পণ্য নিতে আসা কার্ডধারী নিম্নআয়ের সাধারন মানুষ ভোর রাত থেকে লম্বা দীর্ঘ লাইনে সারাদিন দাড়িয়ে থেকেও পাচ্ছে না একটি পণ্য। যাদের কিনা এই পণ্যটি খুবই প্রয়োজন। বেশি টাকা দিয়ে তেল, চিনি কেনার সক্ষমতা তাদের নেই।

তবুও নিম্নআয়ের ব্যাক্তিদের মিলছে না পণ্য। অথচ পিছন দিক দিয়ে পণ্য পার হচ্ছে অন্যদের হাতে। টিসিবি পণ্য কিনতে আসা নাছিরন নেছা জানান, দোকানে তেল চিনি কিনতে অনেক টাকা লাগে। কিন্তু এখানে সেটা ন্যায্য মূল্যে পাচ্ছি। তবে এখানে পণ্য নিতে এসে সেই ভোর রাত থেকে লাইনে দাড়িয়ে থাকতে হয়। তারপরেও কিছু কিছু দিন পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়। আরেকজন পণ্য ক্রেতা জানান, এর আগেরবার টিসিবি পণ্য নিতে এসেছিলাম। সারাদিন লাইনে দাড়িয়ে থাকার পর পণ্য শেষ হয়ে যাওয়ায় বাসায় চলে গিয়েছিলাম। আজকেও এসেছি, সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি। কিন্তু পাশে থেকে মানুষ এসে ২/৩টা করে টিসিবি’র পণ্য নিয়ে যাচ্ছে।

টিসিবি’র পণ্য নিতে আসা কার্ডধারী নিম্নআয়ের সাধারন মানুষ ভোর রাত থেকে লম্বা দীর্ঘ লাইনে সারাদিন দাড়িয়ে থেকেও পাচ্ছে না একটি পণ্য। যাদের কিনা এই পণ্যটি খুবই প্রয়োজন। বেশি টাকা দিয়ে তেল, চিনি কেনার সক্ষমতা তাদের নেই। তবুও নিম্নআয়ের ব্যাক্তিদের মিলছে না পণ্য, অথচ পিছন দিক দিয়ে পন্য পার হচ্ছে অন্যদের হাতে।

টিসিবি’র ডিলার রিপন আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, রকিব মেম্বার সাংবাদিকদের নামে ৫টি পণ্য নিয়ে গেছে। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে আসলে তাদের কাছ থেকে জানতে পারি তারা পণ্যের নেওয়ার বিষয়ে কিছুই জানেন না। একজন জনপ্রতিনিধি এধরণের প্রতারণা করে পণ্য নিয়ে যাবে ভাবতে পারিনি।

এবিষয়ে জানতে রকিব মেম্বারের ০১৯৭১৯০১২১০ নম্বরে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।