বেরিং সাগর, আলিউশিয়ান আইল্যান্ড ও প্রাকৃতিক জীববৈচিত্র

আমার ২০২১ সালে জাহাজ নিয়ে চায়না থেকে কানাডার ভ্যানকুভার পোর্ট এ যাওয়ার পথে বেরিং সাগর এর মধ্য দিয়ে আলিউশিয়ান আইল্যান্ড এর পাশ দিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ।

আলিউশিয়ান দ্বীপপুঞ্জে ৬৯ টির মত দ্বীপ রয়েছে যার মধ্যে ১৪ টি বড় আগ্নেয়গিরি।আলিউশিয়ান দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অন্তর্গত, তবে কিছু অংশ রাশিয়ান ফেডারেলের অন্তর্ভুক্ত। এই দ্বীপপুঞ্জ আলাস্কা উপদ্বীপ থেকে পশ্চিমে রাশিয়ার কামচাতকা উপদ্বীপের দিকে প্রায় ১২০০ মাইল বা ১৯০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান। এই দ্বীপপুঞ্জের উত্তরে রয়েছে বেরিং সাগর দক্ষিনে প্রশান্ত মহাসাগর। এখানে প্রায় আট হাজার মানুষ বসবাস করে।

এটি হলো চমৎকার সুন্দর দ্বীপপুঞ্জ এবং সামুদ্রিক প্রাণীর জন্য অভয়াজন্য। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, সামুদ্রিক পাখি, মাছ এবং শেলফিশের বৃহত্তম একটি অংশ। এছাড়াও এখানে রয়েছে স্টেলার সামুদ্রিক সিংহ, সামুদ্রিক ওটার, শর্ট -টেইলড অ্যালবার্টরস এবং তিমি মাছের মত প্রাণী। জাহাজ নিয়ে আইল্যান্ড এর পাশ দিয়ে গেলে দেখা যায় পাহাড়ের ওপর তুষারপাত। পাহাড়ের উপর তুষারপাত এবং উপত্যকায় তুষারপাতের দৃশ্য সত্যই মনোরম। যে কোন মানুষকেই মুগ্ধ করে দেবে এই অঞ্চলের জীববৈচিত্র্য।

এই অঞ্চলটি প্রত্যন্ত এবং অল্প জনবসতিপূর্ণ। তবে এই অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাওয়ার কারণে ফিশিং জাহাজ বৃদ্ধি পেয়েছে।

এই আইল্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়, দেখা যায় তিমি মাছ। যদিও তিমি মাছের কিছু অংশই কেবল দেখা যায়।

আমাদের তোলা ছবিতে সামুদ্রিক পাখি এবং তিমি মাছের কিছু অংশ দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে তুষারপাতের পর পাহাড়ের দৃশ্য।

বেরিং সাগর উত্তর প্রশান্ত মহাসাগরের অংশ। এই সাগরের অধিকাংশ এলাকা বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকে। শীতকালে দক্ষিনে সেন্ট ম্যাথিউ দ্বীপ পর্যন্ত সাগরটি জমাট বেঁধে যায়। বেরিং সাগর বিশ্বের বহু বিপন্ন প্রজাতির প্রাণীর জন্মস্থান ও নিরাপদ আশ্রয়। বিভিন্ন দুর্লভ প্রজাতির তিমি এখানে জন্ম নেয়। এছাড়াও প্রতিবছর বিভিন্ন প্রজাতির কয়েক কোটি শীতের পাখি এ অঞ্চলেই জন্ম নেয়।

আলিউশিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার সময় আমরা ছোট বড় বিভিন্ন রকম তিমি মাছ দেখতে পাই। তিমি মাছ বা জাহাজের ক্ষয়ক্ষতি এড়াতে আমরা নিরাপদ দূরত্ব দিয়ে সেই জায়গাগুলো অতিক্রম করি। দেখলেই বোঝা যায় অঞ্চলটি সামুদ্রিক প্রাণীদের অভয়ারণ্য।

লেখক: মাস্টার মেরিনার
এক্স ক্যাডেট,বাংলাদেশ মেরিন একাডেমী চট্টগ্রাম।




মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১২

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার ৭, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ১. সিআর মামলায় ৪ জন রয়েছে।

মেহেরপুর সদর থানা পুলিশ ৭ জন ও গাংনী থানা পুলিশের অভিযানে ৫ জন আসামি গ্রেফতার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরের আমঝুপিতে বোনের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু

বোন নবীছন নেছার মৃত্যুর ১৭ ঘন্টা পর মারা গেলেন তার বড় ভাই সুন্নত আলী।
ঘটনাটি মেহেরপুৃর সদর উপজেলার আমঝুপি গ্রামের পূর্বপাড়া এলাকার।

স্থানীয়রা জানান, বিগত ৫ রমজানের দিনে নবীছন নেছা ঘরে লেম্প জালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার (২ মে) সকাল ৮ টার সময় মারা যান তিনি। বিকালে দফন শেষ করে এসে ভাই সুন্নত আলী অসুস্থ হয়ে পড়েন। পরে মঙ্গলবার (২ মে) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

সুন্নত আলী স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়ীত্ব পালন করতেন। সে ওই গ্রামের মৃত জাহিদ শেখের ছেলে।
কয়েক ঘন্টার ব্যবধানে ভাই বোনের মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর ৫নং ওয়ার্ডের মালাকারপাড়ার মো. ফারুক হোসেনের ১০ মাসের শিশু কন্যা পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এঘটনা ঘটে ।

নিহতের স্বজনেরা জানান, নিহতের মা বালতিতে কাপড়চোপড় ভিজিয়ে রেখেছিলেন, পাশে ১০ মাসের শিশু শারমিলা খেলা করছিলো। পরে কাপড়চোপড় রোদে শুকায়তে দিতে গেলে শিশুটি খেলতে খেলতে বালতিতে থাকা পানিতে উল্টো ভাবে পড়ে যায়। তারপরই তার মৃত্যু হয়।

এ সময় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার বলেন, বাচ্চা টার প্রতিবেশীরা সঙ্গে করে মৃত অবস্থায় এনেছিলো। সে সময় মা বাবা কেউ ছিলো না। পানিতে ডুবার কারণে মৃত্যু হয়েছে। বিষয় টি পুলিশ কে অবগত করেছি।

এ বিষয় পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশু বাচ্চা হাওয়ায় মানবিক দিক বিবেচনা করে এসপি স্যারের সাথে কথা বলে মৃত দেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কুষ্টিয়ায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলা এলাকা থেকে ট্রাকের চাপায় হসাইন মাল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে মিরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২ মে ) বিকাল সাড়ে ৫টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাসস্ট্যান্ডের সন্নিকটে তালতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন মাল মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের জামাল হোসেন মালের ছেলে।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার মিরপুর বাজার এলাকা থেকে টাইস এর কাজ শেষ করে মোটরসাইকেল যোগে অঞ্জনগাছি এলাকায় বাড়ি ফিরছিলো হোসাইন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা নামক স্থানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয় হোসাইন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি উদ্ধার করে করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।




আলমডাঙ্গার মধুপুরে গাঁজাসহ মহিলা ব্যবসায়ী আটক

আলমডাঙ্গার মধুপুর গ্রামে ১’শ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় জামজামি ফাঁড়িপুলিশ তাকে আটক করে। আটকৃত মহিলা মাদকব্যবসায়ী মধুপুর গ্রামের শরৎ আলীর মেয়ে শান্তি বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের শরৎ আলীর মেয়ে শান্তি বেগম। দীর্ঘদিন যাবৎ তিনি পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে রমরমা গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।

মঙ্গলবার বিকেল ৩টায় জামজামি ফাঁড়িপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রেতা শান্তিকে বেগমকে আটক করে। আটককৃত মহিলার নিকট থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।




দর্শনা রামনগরে থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

দর্শনা থানা পুলিশের উদ্যোগে রামনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে দর্শনা পৌরধীন ৬ নং ওয়ার্ডে ২ নং বিট পুলিশিং এলাকার রামনগর মোড়ের বগ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দর্শনা থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিনিয়র (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উঠান বৈঠকে এ আলোচনা করেন।

দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডলের প্রানবন্ত সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ অত্র এলাকার গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিবর্গ।।




দর্শনায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ী মুন্নার জেল-জরিমানা

দর্শনায় মাদকসহ আটক মনিরুল ইসলাম মুন্নাকে (২৬) জেল ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়া রেল কলোনী পাড়া থেকে তাকে মাদক সহ আটক করে।

আটককৃত আসামীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

অভিযান সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস ও চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ এবং পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অন্যান্য অফিসার ও ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় দর্শনা পৌর এলাকায় পাঠানপাড়ার রেলকলোনী পাড়ায়।

এসময় রেল কলোনী পাড়ার কুদ্দুস সিকদারের ছেলে মনিরুল ইসলাম মুন্নার (২৬) নিজ দখলীয় বসতঘর হইতে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এরপর আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং বিচারক হিসাবে রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস।




গাংনীতে‘মেহেরপুর প্রতিদিন’ ফুটবল টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

‘মেহেরপুর প্রতিদিন’ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ বাস্তবায়নে গাংনীতে ইউপি চেয়ারম্যান ও প্রবীণ ফুটবল খেলোয়াড়দের সাথে প্রস্তুতিমুলক সভা করেছে টুর্ণামেন্ট আয়োজক কমিতি।

আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবানে প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

দৈনিক মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির আহবায়ক ও মেহেরপুরের প্রাক্তণ ফুটবল খেলোয়াড় এমদাদুল হক,সদস্য সচিব মাহাবুব চান্দু,সদস্য আমিরুল ইসলাম অল্ডাম,আজমাইন হোসেন,মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহাবুব চান্দু বলেন,ফুটবল মানুষের প্রাণের খেলা। গ্রাম গঞ্জের মানুষ ফুটবল খেলাকে এখনও হৃদয়ে লালন করে। কিন্তু বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজ আনন্দদায়ক খেলা থেকে সময় পরিবর্তনের সাথে সাথে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে ধ্বংশ হচ্ছে যব সমাজ। যুব সমাজকে আবারও ফুটবলের দিকে ফিরিয়ে আনতে এবং মাদক থেকে দুরে রাখতে মেহেরপুর জেলার একমাত্র সরকার অনুমোদিত আঞ্চলিক পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন বর্ণাঢ্য ও ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। এ টুর্ণামেন্ট মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভাসহ মোট ২০ দল অংশ গ্রহন করবে। খেলাটি নির্ভুল ও সকলের কাছে গ্রহনযোগ্যতা ও স্বচ্ছতার নিমিত্তে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে রিপ্লে সম্প্রচার করবে।

দৈনিক মেহেরপুর প্রতিদিনের এই আয়োজন মেহেরপুর জেলার সব প্রান্ত থেকে টুর্ণামেন্টে অংশগ্রহনকারি বিজয়ীদের জন্য থাকবে জন্য থাকবে পুরুস্কার। খেলায় প্রতিযোগীদের মধ্যে কেউ জেলার বাইরে থেকে অংশ গ্রহন করতে পারবেনা। এমনকি ভিন্ন জেলা থেকে কোন খেলোয়াড় অংশ গ্রহন করতে পারবেনা।

দৈনিক মেহেরপুর প্রতিদিন পরিবারের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ইউপি চেয়ারম্যানবৃন্দরা জানান, সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে দৈনিক মেহেরপুর প্রতিদিন কৃর্তপক্ষ। বর্তমান সময়ে যুব সমাজ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। বর্তমানে খেলাধুলা না করায় যুব সমাজ হচ্চে বিপথগামী। এসকল যুবকদের আবারও খেলাধুলায় আগ্রহী করে তুলতে মেহেরপুর প্রতিদিন কতৃপক্ষ সময় যুগপোযোগী পদক্ষেপ নিয়েছে। আমরা সকলেই এই টুর্ণামেন্টে অংশ গ্রহন করে মেহেরপুর জেলাবাসীকে উপহার দিতে চাই একটি উত্তেজনাকর ও স্বরণীয় ফুটবল টুর্ণামেন্ট।




গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আব্দুলাহ (২৭) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুলাহ ভোলাডাঙ্গা গ্রামের মুনসুর আলীর ছেলে। আব্দুল্লাহ ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করছিলেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক এর বাড়িতে বিদ্যুত চালিত মোটর (সেচপাম্প) মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,আব্দুলাহ ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করছিলেন। গেলো ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। মঙ্গলবার তার দোলা ভাই একই গ্রামের আব্দুল মালেক এর বাড়িতে নষ্ট হয়ে যাওয়া মোটর (সেচপাম্প) মেরামত করছিলেন। অসাবধানবশত বিদ্যুত লাইনের তারে শরীরে স্পর্শ করে। এসময় আব্দুলাহ মারাত্বক ভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিলে,কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।