রাজপুত্রের ছবি প্রকাশ করে যা বললেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ছেলেসন্তানের মা হয়েছেন। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে রাজপুত্রের জন্ম দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বুধবার ভোররাত ৪টা ৩ মিনিটে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন মাহি। এর ক্যাপশনে তিনি লেখেন— ‘আলহামদুলিল্লাহ’।

ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার।

কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মা-ছেলের জন্য দোয়াও করেছেন তারা।

মাহি-রাকিব দম্পতিকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি লিখেন— ‘অভিনন্দন সুইটহার্ট। ছোট্ট রাজপুত্রের জন্য প্রার্থনা ও ভালোবাসা। মা ও বাবার জন্য শুভেচ্ছা।’

আরেক অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়া লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দোয়া…অভিনন্দন।’

অভিনেতা শিপন মিত্র লাভ চিহ্ন দিয়ে লিখেন, ‘অভিনন্দন’।




সিরিজ নিশ্চিতের ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। আগেরবারের মতোই আবরও আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। এখন আগের ম্যাচের মতো আজও বাইশ গজে টাইগার ব্যাটারদের ঝড় তোলার অপেক্ষা।

আজ দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের ওপর রীতিমত তাআন্ডব চালিয়েছিলো টাইগার ব্যাটাররা। বৃষ্টিবাধায় না আটকালে হতে পারতো টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। ব্যাটিংয়ের পর টাইগার বোলারদের সামনেও যেন অসহায় হয়ে পড়েছিলো আইরিশরা। এক তাসকিন আহমেদের তোপের মুখে পড়েই ডি/এল মেথডে ২২ রানে হারতে হয়েছে আয়ারল্যান্ডকে। আজ দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় বাংলাদেশ।

এদিকে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে টিকে থাকার ব্যাপারে আশাবাদী আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে চন্ডিকা হাথুরুসিংহের দল মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। তবে সিরিজে টিকে থাকার লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আইরিশরা।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।

সূত্র: ইত্তেফাক




বারাদিতে টিসিবির কার্ড জালিয়াত চক্রের হাতে!

মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নে স্বল্পমূল্যের টিসিবির কার্ড জালিয়াত চক্রের হাতে। জেলা প্রশাসন থেকে ইউনিয়নে প্রথমে ১৩০০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। করোনাকালীন সময়ে যারা প্রণোদনাভাতা পেয়েছিলেন সেই ১৩০০ জনকে টিসিবি কার্ড দেওয়া হয়। পরে নতুন করে আরো ২০৩টি কার্ডের বরাদ্দ দেওয়া হয়। ওই সময়ে নবগঠিত বারাদি ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন। তাঁর স্বাক্ষরে ওই কার্ডগুলো বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তাঁর স্বাক্ষরযুক্ত সিলমোহর জাল করে প্রায় দ্বিগুণ কার্ড তৈরি করেছে একটি জালিয়াতি চক্র। কিছু কার্ডে কোনও সিল দেখা মেলেনি। যারা ওই কার্ডগুলো নিয়ে পন্য নিতে আসছেন তারা নিজেরাও কার্ডের মালিক নন।

গতকাল বিভিন্ন মাধ্যমে মেহেরপুর প্রতিদিনে খবর আসে বারাদি ইউনিয়নে টিসিবি পন্য দেওয়ার পর কার্ড নিয়ে নেওয়া হচ্ছে। এমন খবরের প্রেক্ষিতে সরেজমিনে বারাদি ইউনিয়নে টিসিবি পন্য বিতরণ সরেজমিনে খোজ নেওয়া হয়। খোঁজ নিতে গিয়ে মেলে ভিন্ন অবস্থা। প্রায় শতাধিক নারী-পুরুষ কার্ড হাতে লাইনে দাড়িয়ে রয়েছেন পন্য নিতে। সকলের মুখে মুখে এক কথা কার্ডগুলো নিয়ে নেওয়া হচ্ছে। চেয়ারম্যানের একজন প্রতিনিধি কার্ডগুলো নিয়ে নিচ্ছেন।

কথা হয় চেয়ারম্যানের প্রতিনিধি রুহুল আমিনের সাথে। তিনি কার্ড নেওয়ার কথা স্বীকার করে কার্ড সংরক্ষন করা বক্সটি তুলে দেখিয়ে বলেন। এখানে যারা পন্য নিতে এসেছেন এদের মধ্যে অনেকে আমঝুপি, পিরোজপুর ইউনিয়ন ও চুয়াডাঙ্গার কুলপালা গ্রামের বাসিন্দাও এই ইউনিয়নের কার্ড নিয়ে পন্য নিতে এসেছেন। আবার অনেক কার্ডে কোন স্বাক্ষর নেই সিল কিছু নেই। ফলে নির্দিষ্ট পন্য শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ভিড় কমছে না। এর আগে যারা পন্য দিতেন তারা এসব কার্ডেই পন্য দিয়েছেন। ফলে বিড়ম্বনা তৈরি হয়েছে।

বারাদি ইউনিয়নের টিসিবি ডিলার নাজবুল হোসেন বলেন, এই ইউনিয়নের পণ্য দিতে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ এর থেকেও অনেক পরিমাণ মানুষ এসে পণ্য নিতে আসেন বিষয়টি নিয়ে চেয়ারম্যান সাহেবকে জানালে তারা এবার কার্ডগুলো জমা নিচ্ছেন।

ইউনিয়নের শিমুল তলা গ্রামে ফজলুল হকের স্ত্রী সাহারবানুসহ তার দুই ছেলে আবুল কালাম ও জামাল হোসেনের ৩টি কার্ড নিয়ে এসেছিলেন টিসিবি পণ্য নিতে। সাহারবানু বলেন, প্রতিবার পন্য দেওয়ার পর কার্ড ফেরত দেয়। কিন্তু এবার চেয়ারম্যানের নাম করা ওরা কার্ডগুলো নিয়ে নিলো বললো কি ভুল হয়েছে পরে ঠিক করে দেবে।

কথা হয় পন্য নিতে আসা প্রায় জনা দশেক কার্ডধারী মানুষের সাথে। তারাও অভিন্ন অভিযোগ তোলেন। ইউনিয়নের ৮ নম্বর সদস্য জাকির হোসেন লিটন বলেন, ইউনিয়নের ১৩০০ কার্ড হওয়ার কথা কিন্তু নকল করে ২৬০০ কার্ড বানানো হয়েছে। যার ফলে দ্বিগুন লোক আসছে পণ্য নিতে। দেখা যাচ্ছে আসল কার্ডধারীরা পন্য না পেয়ে ফিরে যাচ্ছেন। যে কারণে চেয়ারম্যান সাহেব কার্ডগুলো নিয়ে নিচ্ছেন। তবে তালিকা আছে কিনা চেয়ারম্যান বলতে পারবে।

বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন নবগঠিত ভাড়াটি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন। ওই সময় শিবির কার্ড গুলো তৈরি করা হয়েছে। উনার স্বাক্ষর সিলমোহর যুক্ত সিল তৈরি করে হয়তো অনেক শিক্ষক এবং কম্পিউটার দোকানদাররা জাল কার্ড তৈরি করে দিয়েছেন। যার ফলে ১৩শ কার্ডের স্থলে আড়াইহাজারের অধিক কার্ড হয়েছে। ফলে এ নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে গতবার টিসিবির কার্ড দেওয়ার সময়ও একই ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এ ধরনের ভোগান্তি এড়াতে ইউএনও স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন একটি উপায় বের করতে। তাই আমরা এবার কার্ডগুলো জমা নিচ্ছি এবং এই কার্ডগুলোর মধ্য থেকে সুষ্ঠুভাবে ১৩০০ কার্ড তৈরি করা হবে যাতে করে এই ভোগান্তি থেকে সাধারণ মানুষ রেহাই পায়। আপনারা সাংবাদিক হিসেবেও এ কাজে আমাদেরকে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন শুধু বারাদি ইউনিয়নের নয় নয় পার্শ্ববর্তী পিরোজপুর ইউনিয়ন, আমঝুপি ইউনিয়ন এমনকি চুয়াডাঙ্গা জেলা থেকেও নকল কার্ড তৈরি করে টিসিবির পণ্য নেওয়ার সুবিধা নিচ্ছেন কিছু দুষ্ট চক্র। ফলে জনপ্রতিনিধি হিসেবে এলাকার সঠিক মানুষগুলো টিসিবি পন্য থেকে সুবিধাবঞ্চিত হচ্ছেন।

প্রসঙ্গত, রমযান উপলক্ষে টিসিবি কার্ডধারীরা এক কেজি ছোলা, এক কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারছেন ৪৭০ টাকায়।




চুয়াডাঙ্গার নেহালপুরে বিষপানে আত্ম*হত্যা

চুয়াডাঙ্গার নেহলপুরে জুমার আলী (৬০) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিষপান করে।

তিনি বিষপান করেছে পরিবারের লোকজন বুঝতে পেয়ে তাকে চিকিৎসার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়নের পূর্বপাড়ার মৃত কাটু মন্ডলের ছেলে জুমার আলী (৬০) প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি হতে বের হয়ে জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যায়।

বাড়ি থেকে বের হওয়ার পর বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ফিরে আসলে গুঙরানি শুরু করেন। তখন বাড়ি ও আশেপাশের লোকজন ছুটে আসলে বুঝতে পারেন তিনি বিষপান করেছে। তাকে চিকিৎসার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। এসময় পরিবারের লোকজন তার মৃতদেহ নিজ বাড়িতে ফেরত নিয়ে আসেন।

তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। তবে সংসারে অভাব-অনটনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে পরিবার ও স্থানীয়দের দাবী।




আন্তঃজেলা গরু চোরচক্রের মূল হোতা রনি, আরো দুটি চোরাই গরু উদ্ধার

দামুড়হুদার উজিরপুর থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে উজিরপুর শখেরপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে আবদুল আলিমের বসতবাড়ির গোয়ালঘর থেকে লাল রঙের দুটি এড়ে গরু উদ্ধার করা হয়।

গরু চোরচক্রের মূলহোতা রনির দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত গাভীর মালিক হোগলডাঙ্গার শাহাবুদ্দিন বাদী হয়ে রনিকে আসামী করে গতকাল সোমবার রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। এ দিকে

উজিরপুর শখেরপাড়ার রিহান আলীর ছেলে গোলাম মুরশিদ জানান, কিছুদিন আগে আমার গোয়ালঘর থেকে একটি পাকিস্তানি এড়ে গরু চুরি হয়ে যায়। এ ছাড়া একই পাড়ার মৃত মোক্তার আলীর ছেলে ইনছান আলীর গোয়ালঘর থেকেও একটি এড়ে গরু চুরি হয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক রনিকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
এদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, এলাকায় এক বছরে অনেক গরু ও ছাগল চুরি হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। তারা আরও জানান, চোরচক্রের নেপথ্যের গডফাদার কারা ? তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবী। এছাড়া আটক রনিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও থলের বিড়াল বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তারা।

এলাকাবাসীর ধারণা পুলিশ ততপর হলে এলাকায় চুরি হওয়া গরু উদ্ধারসহ চোর সনাক্ত করা সম্ভব হবে।খেটে খাওয়া মানুষের এক মাত্র সঞ্চয় একটি গরু আর সেই গরু চুরি হলে কৃষকের সব স্বপ্ন মাটির সাথে মিশে যায়।তাই এলাকার চোরগুলি আটক করে আদালতে সৌর্পদ করবে পুলিশ এমনটিই চাওয়া স্বপ্নহারা কৃষকের।

উল্লেখ্য, আন্তঃজেলা গরু চোরচক্রের মূলহোতা পুড়াপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রনির বসতবাড়ির গোয়ালঘর থেকে গত সোমবার বিকেলে দুইটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উজিরপুর শখেরপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে এলাকার চিহিৃত গরুচোর আলিমের বসতবাড়ির গোয়ালঘর থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।




বামন্দীতে সুইট ফ্লাওয়ার মিলসের মালিকে  ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের ময়দা ও সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স সুইট ফ্লাওয়ার মিলসে্ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৮শে মার্চ) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পবিত্র রমজান মাসে বিভিন্ন জিনিসপত্রের বাজার মূল্য স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয় বামন্দী বাজারে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় অভিযান পরিচালনায় সহোযোগিতা করে র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল।

ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান সূত্রে জানা যায়, বামন্দী বাজারের হাজী মতিয়ার রহমান পরিচালিত মেসার্স সুইট ফ্লাওয়ার মিলসে্ আটা ও ময়দার প্যাকেটে মূল্য না দেওয়া, সেমাই তৈরি ও প্যাকেটজাতকরণে যথাযথ নিয়ম না মানা সহ অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থাপনার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে জিনিসপত্রের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় বামন্দী বাজারের মেসার্স সুইট ফ্লাওয়ার মিলস্’কে বেশ কয়েকটি অসঙ্গতির কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসব্যাপী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




মুজিবনগরে ট্রলি চাপায় শিশু নিহত 

মুজিবনগরে মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া খাইরুল ইসলামের ছেলে। সে আনন্দবাস প্রাইমারি স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, ইব্রাহিম তার বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। এসময় মাটিবহনকারী অবৈধ ইঞ্জিন চলিত ট্রলি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে, ট্রলি ট্রাক্টর এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, খায়রুল ইসলামের দীর্ঘ দিন সন্তান না হওয়ায় অনেক সাধনা ও টাকা পয়সা খরচ করে তার ঘরে একটি সন্তান জন্ম নেয়। শিশুটি নিহত হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ইব্রাহিমের নানা সাব্বির হোসেন বলেন, ট্রলি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে যাচ্ছিল । সে সব সময় নেশা গ্রস্থ অবস্থায় গাড়ি চালায়। আমরা থানায় মামলা দায়ের জন্য গেলে লোক মারফত হুমকি দিয়েছে। বলে, মামলা করে কোন লাভ নেই। আমি সব দেখে নেব।

নিহত ইব্রাহিম হোসেনের চাচা বললেন, অবৈধ ভাবে মাটি ও বালি তুলে বিক্রি করে। এতে গ্রামের ভিতর দিয়ে গেলে অনেক ধুলা বালি উড়ে। এগুলো গ্রামের মানুষ বলতে গেলে ট্রলি চালক ও মালিকদের হুমকি আসে। প্রসাশনের কাছে বলে কোন লাভ নেই। দিনে দুপুরে এধরনের যান চলাচল বন্ধ করতে হবে। এই শিশু হত্যার বিচার চাই।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নিহত শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন

“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ ঝিনাইদহের উদ্দোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কার্ষত্রুমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

এসসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, মেডিকেল আফিসার ডা, মেহেদী হাসান, বিআরটিএর পরির্দশক এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যানরা। এসময় বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহন করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। এক দিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহন করা যাবে। এতে করে বিআরটিএর সকল কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে মনে করেন তারা।




কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবির চাল বিতরণ

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে ৪৪৫জন সুবিধাভোগী ‘মহিলাদের মাঝে খাদ্য শয্যে” পুষ্টি চাল বিতরনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা দামুডহুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদ যুগ্ন সম্পাদক আ: সালাম বিশ্বাস সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল। প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু ২নং প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন ৩নং প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা খাতুন ইউপি সদস্য আলমগীর হোসেন, আ: সালাম, মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ ভগু, সাজিবার রহমান, সুমিয়া খাতুন, আনেহার খাতুন, উদ্দ্যেক্তা ওমিদুল ইসলাম ও হারুনার রশীদ অতিথিবৃন্দ উপকারভোগী মহিলাদের মাঝে বিষদ আলোচনা করে বক্তব্য দেন।

আলোচনা সভাটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউপি সচিব হাসানুজ্জামান।




দামুড়হুদা হাউলী ইউনিয়নে ভিডব্লিউবি চাউল বিতরণ

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় হাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

২০২৩-২৪ চক্রের জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসের চাউল বিতরণ করার মধ্যো দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কার্ডের ৩৭৪ জন উপকারভুগীর কার্ডের চাউল বিতরণ শুরু হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত চাউল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় তিনি বলেন পিছিয়ে পড়া মহিলাদেরকে আরো সামনের দিকে এগিয়ে আনার লক্ষ্যেই সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় ভিডব্লিউবি কার্ড দেওয়া হয়েছে। দুই বছর আপনারা ৩০ কেজি করে চাউল পাবেন। আপনাদের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছেন। তাই আপনারা এই সুবিধা পাচ্ছেন। প্রকৃত মানুষ যেন এই চাউল পাই সেদিকে সবাই খেয়াল রাখবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ২ শহিদুল ইসলাম, ইউপি সদস্য আ: হান্নান পটু, শাহাজামাল হোসেন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল্লা সেলিম, রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন মিনি। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রওশনারা খাতুন রানি, রহিমা খাতুন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শামসুল ইসলাম, ভিডব্লিউবি ফিল্ড ট্রেনার মিনারুল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা মাহমুদা পারভীন, সামসুজ্জোহা সৌরভ। গ্রাম পুলিশ আ: আজিজ, শরিফুল ইসলাম, বিজয় কুমার দাস, ইউসুফ আলী প্রমূখ।