এসএসসি পাসে নিয়োগ দেবে হাতিল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাতিল। প্রতিষ্ঠানটিতে ব্যাচ প্লান্ট অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ব্যাচ প্লান্ট অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স ২২ থেকে ৪০ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিজ হাতে কাজ করার অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর।

কর্মস্থল

গাজীপুর।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




বামন্দীতে রমজানের প্রথম দিনেই জিনিসপত্রের দাম বৃদ্ধি

মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী ও বাণিজ্য খ্যাত একটি বাজার বামন্দী। যেখানে রয়েছে জেলার সর্ব-বৃহৎ পশু হাট। বাজারে শাক-সবজি, মাছ-মাংস, ক্ষুদ্র কুটির শিল্প সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মালামাল বিক্রয় করে ব্যাবসায়ীরা। এসব দোকানের পাশাপাশি রয়েছে সুপার মার্কেট, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, একাধিক শাখা ব্যাংক ও চিকিৎসাকেন্দ্র, কলকারখানা সহ হাজারের অধিক দোকান-পাট। এ বাজারে শুধুমাত্র চায়ের দোকানের ব্যাবসার উপর নির্ভর করে চলে প্রায় শতাধিক পরিবার।

সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট বসে বামন্দীতে। এবারের রমজানের প্রথম দিন (২৪শে মার্চ) শুক্রবার বামন্দী বাজারের সাপ্তাহিক হাট সরেজমিনে ঘুরে জিনিসপত্রের অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি চোখে। যা ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশার চিত্র ক্রেতাদের চোখেমুখে। স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকেই রমজানের প্রথম দিনে ক্রয় করতে পারেননি শাক-সবজি।

বামন্দী বাজারের সবজি হাটে বেগুন, সজনে ডাটা, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আলু, পটল, টমেটো, গাজর, শসা, সিম, পুইশাক, লাউ, লেবুর মূল্য প্রায় দ্বিগুন থেকে তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তবে পাইকারির তুলনায় খুচরা বাজারে শাক-সবজির দাম তুলনামূলকভাবে আরো বেশি।

রমজানের প্রথম হাটে বামন্দীতে বেগুন বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে; যা এক সপ্তাহ আগেও ছিল ৪৫ টাকা কেজি। শসা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে; যা এক সপ্তাহ আগেও ছিল কেজিপ্রতি ৫০ টাকা। পটল কেজিপ্রতি ৮০ টাকা, সজনে ডাটা ১২০ টাকা, পুইশাক ৪০ টাকা সহ আলু-পেঁয়াজ-রসূনের দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা করে। লেবু বিক্রি হচ্ছে ১৫ টাকা প্রতিপিচ। এছাড়াও অন্যান্য সবজির দাম কেজিপ্রতি ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

অপরদিকে বেড়েছে মাছ মাংসের দাম। বামন্দী বাজারের মাছের হাটে সবধরনের মাছ কেজিপ্রতি ৩০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর মাংস সাড়ে ৭’শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা ছিলো সাড়ে ৬’শ টাকা। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৯’শ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগী কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯৫ টাকা দরে। লেয়ার ও সোনালি মুরগী ২৬০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। বামন্দী বাজারের সবজি ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, প্রতিবছরেই রমজানের সময় বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে। এবছরেও কেজিতে ১০-২০ টাকা বেড়েছে; আবার কিছুদিন পরে কমে যাবে।

সবজি ব্যবসায়ী তাহিরুল ইসলাম বলেন, আমি খুলিশাকুন্ডী থেকে বেগুন কিনে এনেছি ৭০ টাকা কেজি দরে; এখন বিক্রি করছি ৮০ টাকা। ১০ টাকা লাভ হচ্ছে।

আরেক সবজি ব্যবসায়ী বাবুল ইসলাম বলেন, আমরা কিনে এনে বিক্রি করি। মোকামে যে দাম ধরে আমরা তার চেয়ে ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি করি। আমাদের হাতে কিছু নেই সবকিছু মোকাম থেকে নির্ধারন করা হয়।

তবে ভিন্ন প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যে। সাজ্জাদুল ইসলাম স্বপন নামের এক ক্রেতা বলেন, রমজানের অজুহাতে প্রতিবছর ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। কিন্তু সংশ্লিষ্টরা এতে কোন নজরদারি রাখেনা।

আরেক ক্রেতা রাশিদুল আলম বলেন, বামন্দীতে বাজার মনিটরিং করা হয়না কোনদিন। নিয়মিত যদি দায়িত্বশীলরা একটু দেখভাল করতো তবে এতটা অস্বাভাবিক হতো না বাজার দর।

বাজার মনিটরিং বিষয়ে জানতে বামন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, গাংনী বাজারে গতকাল আমারা মনিটরিং করেছি তবে পর্যায়ক্রমে সব জায়গায় দেখভাল করা হবে। আমাদের মোবাইল কোর্টের অভিযান রমজান মাসব্যাপী পরিচালনা করা হবে।

তবে বাজার মনিটরিং বিষয়ে বাজার কমিটির দায়িত্ব কতটুকু রয়েছে কিংবা উপজেলা প্রশাসনের কোন নির্দেশনা আছে কিনা? এবিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি; এখনো সবার সাথে বসা সম্ভব হয়নি। তবে খুব দ্রুত সবার সাথে বসে বিষয়টি নিয়ে সীধান্ত নেওয়া হবে।




দামুড়হুদায় গাড়ল পালনে স্বাবলম্বী শান্তিরুল ইসলাম

ভেড়ার চেয়ে আকারে বড় ও মাংসের পরিমাণ বেশি। তবে দেখতে ভেড়ার মতই। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘গাড়ল’ সারা দেশে ব্যাপকভাবে গাড়ল পালন ছড়িয়ে পড়ছে। ভেড়া পালনের জায়গা এখন গাড়লের দখলে। গাড়ল পালনে খরচ কম, লাভ বেশি হওয়ায় এবং এর চাহিদা বৃদ্ধির পাওয়ায় চুয়াডাঙ্গায় আগ্রহ বেড়েছে খামারীদের। গাড়ল দেখতে সাধারণত ভেড়ার মতোই লাগে কিন্তু ভেড়া নয়, আকারেও ভেড়ার চেয়ে কিছুটা বড়।

এরা লোনা পানি এলাকায় সহজে মানিয়ে নিতে পারে। এগুলো আসলে ভারতের পশ্চিমবঙ্গের নাগপুর অঞ্চলের ছোটনাগপুরি জাতের ভেড়ার সঙ্গে আমাদের দেশি ভেড়ার ক্রস ব্রিড। এই ক্রস ব্রিডের নামকরণ করা হয় ‘গাড়ল’ (গাড়ল এবং ভেড়ার সমন্বয়ে জন্ম নেওয়াকে ক্রস ব্রিড বলা হয়েছে)। এরা সাধারণত ৭-৮ মাস পর পর একটি করে বাচ্চা দিয়ে থাকে।

আর এই গাড়ল পালন করে স্বাবলম্বী হয়েছেন দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে শান্তিরুল ইসলাম। তিনি গত ২০০১ সালে কলকাতা থেকে ১০টি গাড়লের বাচ্ছা এনে খামার শুরু করেছিলো। দুই বছরের মাথায় লাভের মুখ দেখতে শুরু করেন তিনি। এখন তাঁর খামারে গাড়ল আছে ২৭৫টি। বর্তমানে মাঠে ছেড়ে দিয়েই খাদ্যের চাহিদা পুরন হয়। বাড়তি কোন খাদ্যোর প্রয়োজন হয় না। বছরে দুই বার ১ থেকে ২টি করে বাচ্ছা দিয়ে থাকে গাড়ল। মাচার উপর গাড়ল থাকতে পছন্দ করে। এতে করে স্যাতস্যাতে পরিবেশ পছন্দ করে না। মাচার উপর থাকায় গাড়লের বৃষ্ঠা নীচে পড়ে যায়। নিচে পড়া বৃষ্ঠা জৈব সার হিসাবে বিক্রি করা যায়।

ভেড়ার একটি উন্নত প্রজাতি গাড়ল। এগুলো দেখতে প্রায় ভেড়ার মতো। দেশি ভেড়ার চেয়ে এটি আকারে বড়, মাংসও বেশি হয়। গাড়লের লেজ লম্বা হয়। মাংসের চাহিদা মেটাতে দেশেই এখন চুয়াডাঙ্গা জেলায় বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে গাড়লের খামার। গাড়লের খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। অনেকে সফলতাও পেয়েছে আবার গাড়ল পালন করে, ভাগ্য বদল করে স্বাবলম্বী হয়েছেন যেমন দামুড়হুদার চারুলিয়ার শান্তিরুল ইসলাম।

গাড়ল পালনকারী শান্তিরুল ইসলাম জানান, ২০০১ সালে কলকাতা থেকে মাত্র ১০টি গাড়লের বাচ্চা কিনে পালন শুরু করি। এর পর থেকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। এক সময় সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। এখন বার্ষিক ১০ থেকে ১২লাখ টাকা আয় হচ্ছে। তিন জন বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু আজো পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা পায়নি, তবে সরকারি সহযোগীতা ও সহজ শর্তে ঋন পেলে আরো বড় করে গড়ে তুলবো খামার, আমার এক হাজার পিচ গড়লের খামার তৈরি করার ইচ্ছা। সরকারি কোনো সাহায্য পেলে গড়ে উঠবে আরও অনেক গাড়লের খামার এবং মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে বলেও মনে করেন খামারী শান্তিরুল ইসলাম।

শান্তিরুল ইসলাম আরও জানান, গাড়লের মাংস গন্ধ মুক্ত সুস্বাদু। পুষ্টি গুনেও ভাল। দেশের দক্ষিনবঙ্গে এ মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি কেজি মাংস ১হাজার থেকে ১১শ টাকা দরে বিক্রি হয়। আমি তিন রকম গাড়ল প্রজাতির ভেড়া পালন করছি। তুলনামূলক গৃহপালিত অন্য প্রাণির চেয়ে গাড়লের রোগ বালাই কম হয় এবং দ্রুত মাংস বৃদ্ধি হয়। গাড়লের মাংসে চর্বি কম থাকে।

দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, দামুড়হুদা উপজেলায় বেশ কয়েকটি গাড়ল খামার গড়ে উঠেছে। অনেকেই স্বল্প পুঁজি বিনিয়োগ করে এই গাড়ল পালনে আগ্রহী হচ্ছে। গাড়ল পালনে তেমন বাড়তি খরচ হয় না। গাড়ল তৃন ভুজি প্রাণী। সবুজ ঘাস খেতে পছন্দ করে। চরন ভুমি থাকলে গাড়লের জন্য বাড়তি খাবারের প্রয়োজন হয় না। তেমন রোগবালাই হয় না।




চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৩ জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১১০ লিটার তাড়ি ও ২০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার শান্তিপাড়ার হানিফ (২০), সাতগাড়ী পুরাতনপাড়ার মুকুল মালিথা (৬৫) ও গোপীনাথপুরের বদর মন্ডল (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয় সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়ার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা চুয়াডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে চুয়াডাঙ্গা সদর থানাধীন ফুড গোডাউনের পূর্ব পাশে অভিযান চালিয়ে শান্তিপাড়ার মৃত: কাজেরের ছেলে হানিফকে (২০) আটকের পর তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাজাঁ উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি গ্রামের মান্দার মাঠে আরিফুলের খেজুর বাগানের মধ্যে। অভিযানিকদল ঘটনাস্থল থেকে ৬০ লিটার তাঁড়ি সহ আটক করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী পুরাতনপাড়ার মৃত: আজাহার মালিথার ছেলে মুকুল মালিথাকে (৬৫)।

এসময় ঘটনাস্থলে আসামী মুকুল মালিথাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন চুয়াডাঙ্গা আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, চুয়াডাঙ্গা থানাধীন সাতগাড়ি গ্রামের মান্দার মো: খোকা বিশ্বাসের বসতবাড়ি সামনে খেজুর বাগানের মধ্যে।

উক্ত স্থান হতে ৫০ লিটার তাঁড়িসহ গ্রেপ্তার করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত: মাদার মন্ডলের ছেলে বদর মন্ডলকে (৩৮)। এসময় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতে বদর মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন।




নতুন আপডেটে হোয়াটস অ্যাপ গ্রুপ 

২১ মার্চ মার্ক জাকারবার্গ হোয়াটস অ্যাপে একাধিক নতুন আপডেটের তথ্য দিয়েছেন। নতুন আপডেটে হোয়াটস অ্যাপ গ্রুপে এডমিনরা তাদের গ্রুপের প্রাইভেসির ক্ষেত্রে বেশি নিয়ন্ত্রণ পাবে। এছাড়া ব্যবহারকারীরাও কিছু সুবিধা পাবেন। কোনো কন্টাক্টের সঙ্গে কোন কোন গ্রুপে তারা আছেন তাও দেখা যাবে এখন থেকে।

গত বছর হোয়াটস অ্যাপ কমিউনিটিজ এর ঘোষণা দিয়ে একাধিক গ্রুপকে একটি বড় গ্রুপের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। বড় পরিসরের গ্রুপ হওয়ায় এডমিনদেরও নানা সময়ে হিমশিম খেতে হয়। কিন্তু নতুন আপডেটে কারা গ্রুপে জয়েন করবে তার ওপর এডমিনদের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে।

যখনই কোনো এডমিন তার গ্রুপের লিংক শেয়ার করবে কিংবা কমিউনিটিতে গ্রুপ যুক্ত করবে তখন গ্রুপে অংশগ্রহণে আগ্রহীদের একটি তালিকা দেখা যাবে। পেন্ডিং তালিকা থেকে নতুন মেম্বারদের যুক্ত করার পাশাপাশি রিজেক্ট করারও সুযোগ থাকছে। তাছাড়া একে অপরের সঙ্গে মিউচুয়াল গ্রুপের ফিচার যুক্ত করায় অনেকে গ্রুপের নামও মনে করতে পারবে খুব সহজেই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




রেকর্ডের ম্যাচে রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়

কাতার বিশ্বকাপের বিষাদমাখা স্মৃতি ভুলে ফুটবলকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে নিজের দক্ষতা দেখানোর পাশাপাশি দেশের জার্সিতেও সরূপে ফিরেছেন তিনি। যার প্রমাণ মিললো লিসবনে বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে। এদিন লিখটেনস্টাইনের বিপক্ষে পর্তুগাল জয় পায় ৪-০ গোলের বড় ব্যবধানে। যেখানে সিআরসেভেন একাই করেছেন জোড়া গোল।

বিশ্বকাপ ব্যর্থতার পর জাতীয় দলের জার্সিতে রোনালদোকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছিলো। তবে পর্তুগিজদের নতুন কোচ রবার্তো মার্টিনেজের কিংবদন্তীকে চিনতে ভুল করেননি। নতুন দায়িত্ব নেওয়া বেলজিয়ামের সাবেক এই কোচের ঘোষিত প্রথম স্কোয়াডেই দেখা যায় সিআরসেভেনের নাম। কোচের আস্থার প্রতিদান দিতেও দেরি করলেন না আল-নাসর তারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়ার উপলক্ষে জোড়া গোলে নিজের ক্যারিয়ারকে রাঙিয়ে নিলেন রোনালদো। তার রেকর্ডময় রাতে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুভসূচনা পেলো সাবেক চ্যাম্পিয়নরা।

লিখটেনস্টাইনের বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমে কুয়েতের বাদের আল মুতাওয়াকে ছাড়িয়ে পুরষ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। ১৯৭ ম্যাচ খেলে বর্তমানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। জাতীয় দলের জার্সি গায়ে তার মোট গোলের সংখ্যা ১২০টি।

কাতার বিশ্বকাপের পর পর্তুগালের ঘুরে দাঁড়ানোর ম্যাচের শুরুটা হলো স্বপ্নের মতো। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা পর্তুগালের সাফল্য পেতেও খুব একটা অপেক্ষা করতে হলো না। ম্যাচের অষ্টম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি লিখটেনস্টাইন গোলরক্ষক। বক্সের বাইরে বল পেয়ে যান কানসেলো। তার শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।

ম্যাচের ২৩তম মিনিটে গোলের সুযোগ মিস করেন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় পর্তুগাল।

৪৭তম মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে প্রথমটি করেন বার্নার্দো সিলভা। খানিক পর কানসেলো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। ৫৮তম মিনিটে আবার সফরকারীদের জালে বল পাঠান রোনালদো, তবে এবার অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

অফসাইডে গোল ভেস্তে যাওয়ার পর পাঁচ মিনিট পর ফ্রি-কিকে ঠিকই নিজের দ্বিতীয় গোল পেয়ে যান রোনালদো। বক্সের ঠিক বাইরে থেকে পর্তুগিজ মহাতারকার বুলেট গতির শর্ট ঠেকানোর ক্ষমতা ছিলো না লিখনেস্টাইন গোলরক্ষকের। পর্তুগালের একচেটিয়া আধিপত্যের ম্যাচে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ৪-০ গোলের বড় ব্যবধানে জয়ে ইউরো বাছাইয়ে দাপুটে শুরু পেলো রোনালদোর দল।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গা অসহায় ও দুস্থ মাঝে ঢেউ টিন ও সেলাই মেশিন বিতরণ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে ঢেউ টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের অর্থায়নে, জেলা পরিষদ চত্বরে নারী-পুরুষের মাঝে টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, সহকারী প্রকৌশলী আছিয়া খানম, উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, আ্যাড: মুন্সি সিরাজ, সংরক্ষিত মহিল সদস্য নুরুন্নাহার, হাসিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম সহ চেয়ারম্যান এর ব্যক্তিগত পি এস হৃদয় হাসান প্রমুখ।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু বলেন, জেলা পরিষদ হচ্ছে সকল শ্রেণির প্রতিষ্ঠান। জনসাধারণের উন্নয়নমূলক কাজ করাই আমাদের দায়িত্ব। এরইমধ্যে জেলা পরিষদ থেকে শিক্ষা বৃত্তিসহ পিছিয়ে পড়া জনগণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারী-পুরুষের মাঝে জেলা পরিষদের পক্ষ।

এ সময় অসহায়, দরিদ্রদের ১২ জনের মাঝে ঢেউটিন ও ১৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করে।




রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা বড় বাজার ও চুয়াডাঙ্গা বড় বাজার সংলগ্ন স্থানীয় কাঁচামালের বাজার মনিটরিং করেন তিনি।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান পুরো বাজার ঘুরে দেখেন ও বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি ব্যবসায়িদের প্রতি আহ্বান করে বলেন পবিত্র মাহে রমজান মাসে সকল পণ্যদ্রব্যে সঠিক মূল্যে বিক্রি করতে হবে। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য বড়বাজার এবং নিউ মার্কেট এলাকায় বাজারের সকল ব্যবসায়িদের আহবান জানান। এসময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান।

জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম জানান, অভিযানে মাছ, মাংস (মুরগী, গরু, খাসি) ভোজ্য তেল, চিনি, খেজুর, চাউল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গায় গরুর মাংস ৭০০ টাকা ছাগলের মাংস ৯০০ টাকা (ছাগী ৮০০ টাকা) সকল প্রকার মুরগীর ক্রয়মুল্য থেকে কেজি প্রতি ১০ টাকা মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বাজার মনিটরিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা আইসিটি) মোঃ কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, চুয়াডাঙ্গা সদর এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

দামুড়হুদায় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে পাটের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি দামুড়হুদা উপজেলার সদরের পুড়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেন (বর্তমানে বিদেশে থাকেন) এর স্ত্রী নেহারুন খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার পুড়াপাড়া গ্রামে তিন সন্তানের জননী প্রবাসী ইলিয়াস হোসেন এর স্ত্রী নেহারুন খাতুন কে গতকাল বিকাল পাঁচটা দিকে নেহারুন খাতুনের বড় ছেলে মশিউর রহমান (২৪) বাড়িতে এসে মা’কে খোঁজ করলে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে দরজা বন্ধ দেখতে পায়। দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে গলায় পাটের রশি দিয়ে ঝুলতে দেখতে পায়। পরে রশি কেটে তাকে নিচে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনা জানতে পেরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বামী ইলিয়াস হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বলেন।

বড় ছেলে মশিউর রহমান সহ নিকট আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়, নেহারুন খাতুনের পূর্ব থেকে উপর দৃষ্টি ভাব ছিল। যাহার কারণে তিনি মাঝে মধ্যেই এলোমেলো কথাবার্তা বলতেন। এই কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন মর্মে জানা যায়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুর জেলা জাসাসের আহবায়ক অশেষের পিতার ইন্তেকাল

মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তাঁতীপাড়া নিবাসী উজুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মোশারেফ হোসেন (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) ।

তিনি ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জেলা জাসাসের আহবায়ক মো. মাহফুজুর রহমান অশেষের পিতা।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার সময় মেহেরপুর শেখপাড়া ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।