ফি না দিলেও নীল টিক চিহ্ন ফিরিয়ে দিচ্ছে টুইটার

কয়েক সপ্তাহ যাবত টুইটারের নীল টিক চিহ্ন নিয়ে অনেক আলোচনা চলেছে। এখন থেকে ভেরিফাইড হিসেবে নীল টিক চিহ্ন পেতে হলে প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। এই ফি নিয়েই অনেকের আপত্তি। কদিন আগে অনেক সেলিব্রিটির একাউন্টের নীল টিক চিহ্নও সরিয়ে নিয়েছে তারা। যারা সাবস্ক্রিপশন ফি আগেই দিয়েছে তাদের নীল টিক চিহ্ন ঠিকই রয়ে গেছে।

তবে ২০ এপ্রিল থেকে টুইটার ফের নীল টিক চিহ্ন ফিরিয়ে দিতে শুরু করেছে। সাবস্ক্রিপশন ফি না দিলেও এই টিক চিহ্ন পাওয়া যাচ্ছে। এক সপ্তাহের ভেতর প্রায় ১০ লাখ ইউজার তাদের ভেরিফিক্যাশন নীল টিকচিহ্ন ফেরত পেয়েছে। এদের মধ্যে লেখক নীল গেইম্যান, ফুটবলার রিয়াদ মাহারেজ, সংগীততারকা লিল নাস এক্স, জ্যানেল পারিস লং এবং টিভি উপস্থাপন রিচার্ড ওসমান রয়েছেন। সাবস্ক্রিপশন ছাড়াই নীল টিকচিহ্ন ফিরে পাওয়ার এই ঘটনায় অবাক অনেকেই। বিশেষত নীল গেইম্যান এক টুইটে লিখেছেন, ‘আমার নীল টিক চিহ্ন ফেরত এসেছে দেখে কৌতূহল জাগছে। আমি তো টুইটার ব্লু সাবস্ক্রাইব করিনি। আমি আমার ফোন নাম্বার দেইনি। এই জায়গাটা সত্যিই অসহনীয় হয়ে উঠছে।’

বিগত কয়েক দিন ধরে এত নাটকীয়তা ইলন মাস্ক ও তার কোম্পানিকে পিছিয়ে দিচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ একাউন্ট তাদের ভেরিফাইড নীল টিক হারানোতে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। তারা টিক মার্কের জন্য তিনটি আলাদা রঙ নির্ধারণ করেছিল। সরকারি প্রতিষ্ঠানের জন্য ধূসর, ব্যক্তিগত অ্যাকাউন্টে নীল আর বিশেষ অ্যাকাউন্টে সোনালী। তবে সাম্প্রতিক এই ঘটনায় ইলন মাস্ক জানিয়েছেন, ‘তিনি ব্যক্তিগতভাবে সবার হয়ে সাবস্ক্রিপশন ফি দিয়ে দিচ্ছেন। তার বন্ধুপ্রতীম অনেককেই তিনি নীল টিক চিহ্ন ফিরিয়ে দিয়েছেন।’

সূত্র: ইত্তেফাক




গাংনী যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কমিটি গঠন সভাপতি আজগর সম্পাদক অল্ডাম

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের গাংনী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বিলুপ্ত প্রায় সুস্থ বিনোদনের মাধ্যম ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির শেকড় দর্শক নন্দিত যাত্রাশিল্পকে ফিরিয়ে আনার প্রত্যয়ে গাংনীতে গঠন করা হয়েছে কার্যকরী কমিটি। গত রবিবার সকাল ১১ টার সময় গাংনীর ঐতিহ্যবাহী নাট্যক্লাব ‘সীমান্ত অপেরা’র নিজস্ব কার্যালয়ে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত হয়েছে।

সীমান্ত অপেরা’র পরিচালক ও প্রযোজক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাপক আলোচনা শেষে নাট্যশিল্পী আলী আজগরকে সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম কে সাধারন সম্পাদক মনোনীত করে কার্যকরী নির্বাহী কমিটি গঠন করা হয়।

উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীকে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম ,কমরেড আব্দুল মাবুদ, আবুল কাশেম অনুরাগী সহ যাত্রাশিল্পী সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তিবর্গ।

একইভাবে গাংনী পৌর কমিটিও গঠন করা হয়। যাত্রাশিল্পী সংগঠক মো. কুতুবউদ্দীনকে সভাপতি ও নাট্যশিল্পী আকবর আলীকে সাধারন সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর কার্যকরী কমিটি গঠন করা হয়। গাংনী পৌর কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আজিজুল হক রানুসহ সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ। কর্মী সম্মেলনে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত যাত্রাশিল্পী ও মেহেরপুর জেলা পর্যায়ের বিশিষ্ট নাট্যশিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।




বুবলীর চাওয়া বীর শাকিবের মতো না হোক

ঈদুল ফিতরের রেশ এখনও কাটেনি। সিঙ্গেঅঙ্গনে এখনও ঈদের আবহ। ভক্তদের মধ্যে ব্যাপক চর্চা চলছে এ ঈদে কে, কত টাকা সালামি পেয়েছেন প্রিয় মানুষদের কাছ থেকে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছেলে শেহজাদ খান বীর কত টাকা সালামি পেয়েছেন সেটি জানার অপেক্ষায় ভক্তরা। এ বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বীর বড় হয়ে কী হবে সে বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন ঢালিউড নায়িকা।

যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শবনম বুবলী জানিয়েছেন, বাসার সব থেকে বড় লিডার শেহজাদ খান বীর। সবকিছু এখন তার নিয়ন্ত্রণে। তাকে আমাকে সবকিছুতে জবাবদিহি করতে হয়। আমার যদি একটা ফোন আসে, সে আগে দেখে পছন্দ হলে আমাকে দেবে, পছন্দ না হলে দেবে না। কীভাবে পছন্দ করে সেটা আমি জানার চেষ্টা করেও জানতে পারিনি।

বাবার কাছ থেকে বীর ঈদ সালামী পেয়েছে কিনা এমন প্রশ্নে বুবলী বলেন, অবশ্যই। শুধু বাবা নয়, দাদা, দাদি, নানা-নানির কাছ থেকেও ঈদ সালামী পেয়েছেন বীর। তবে বাবা হাজার ব্যস্ত থাকলেও চেষ্টা করে এগুলো মেইনটেইন করার। এবার ঈদে অনেক সময় দিয়েছে বাবা (শাকিব) বীরকে।

বীর বড় হয়ে পেশা হিসেবে কোনটি বেছে নেবে—এমন প্রশ্নে বুবলি বলেন, প্রত্যেক বাবা-মায়ের সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে। তেমনি আমারও স্বপ্ন আছে বীরকে নিয়। সে বাবার মত নায়ক না হয়ে, ব্যারিষ্টার হোক। শাকিবও এমনই স্বপ্ন দেখেন। এর থেকে বড় কথা হল যে, ছেলে বড় হয়ে ভালো মানুষ হোক। শেহজাদ খান বীর বড় হয়ে তার মত সিদ্ধান্ত নিলেও আপত্তি থাকবে না আমাদের।

সূত্র: যুগান্তর




স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ । প্রতিষ্ঠানটিতে ‘সিকিউরিটি ইন চার্জ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সিকিউরিটি ইন চার্জ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

কর্মস্থল

গাজীপুর (কালিয়াকৈর)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

৫ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস




দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: নাজমুল হাসান শাওন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, দামুড়হুদা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম, বিসিআইসি সার ডিলার মো: আবু হানিফ, ইয়াসিন আলী, রবিউল ইসলামসহ উপজেলার সার ও বীজ ডিলার বৃন্দ।




অষ্টম শ্রেণি পাসে নিয়োগ দেবে আড়ং

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

নিরাপত্তাকর্মী।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অষ্টম শ্রেণি/ এসএসসি পাস হতে হবে। আনসার/ ভিডিপি ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তার সরঞ্জামাদির সাথে পরিচিতি থাকা ক্রেতা সাধারণের সেবা দেওয়ার দক্ষতা।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আড়ং বেতন ক্রম অনুযায়ী

কোম্পানির সুযোগ সুবিধাদি

প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ফেস্টিভেল বোনাস, স্বাস্থ্য বীমা ইত্যাদি।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৬ এপ্রিল , ২০২৩।

সূত্র : বিডিজবস




সাবধান, গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

গুগল সার্চ ইঞ্জিনে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে ‘বাম্বলবি’ নামের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরওয়ার্কস। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, গুগল সার্চ ইঞ্জিনে থাকা ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যারটি প্রবেশ করে। এরপর গোপনে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ গুরুত্বপূর্ণ ফাইল, ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।

সিকিউরওয়ার্কসের তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনগুলোয় সাধারণত চ্যাটজিপিটি, জুম সফটওয়্যারসহ জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের প্রলোভন দেখানো হয়। সেসব বিজ্ঞাপনে ক্লিক করলেই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি ওয়েবসাইট চালু হয়। ভুয়া ওয়েবসাইটগুলোয় থাকা সফটওয়্যার ডাউনলোডের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে।

সিকিউরওয়ার্কসের পরিচালক মাইক ম্যাকলেলান জানিয়েছেন, গুগল সার্চ ইঞ্জিনে থাকা মাত্র এক শতাংশ বিজ্ঞাপনে এ ধরনের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। ম্যালওয়্যারের আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের সফটওয়্যার নির্মাতা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: টেকরাডার




কোটচাঁদপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা আটক ১

চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে হাবিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল  রবিবার রাতে উপজেলার তালিনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ওই ছাত্রীর মা বলেন,হাবিল উদ্দিন আমার ননদের স্বামী। সে আমাদের কেনা জমিতেই ৪/৫ বছর ধরে থাকেন। রবিবার আসরের আযানের সময় তাঁর সঙ্গে মেয়েকে ঘাস কাটতে পাঠিয়ে ছিলাম।

সন্ধ্যার লাগার সময় সে অসুস্থ্য অবস্থায় ফিরে আসে। বলে ওই দুর্ঘটনার কথা। এ সময় আমি আমার স্বামীকে বিষয়টি জানায়। এরমধ্যে সে ফোন বন্ধ করে পালানোর চেষ্টা করেন।

তবে বেশ সময় এলাকায় খোঁজা খুজির পর তাকে পাওয়া যায়। এ সময় তাকে ধরে রেখে পুলিশে খবর দেয়া হয়। ওই মেয়ে তালিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। অভিযুক্ত হাবিল উদ্দিন সম্পর্কে ওই মেয়ের ফুফা হন বলে জানা গেছে। সে ঝিনাইদহ সদর উপজেলার চন্ডীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আজ সোমবার ওই মেয়ের পিতা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। মামলা নাম্বার -৩,তারিখঃ ২৪-০৪-২৩।
খবর পেয়ে ধর্ষক হাবিল উদ্দিন ও ওই ছাত্রীকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন,কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল ইসলাম।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন কুমার ঘোষ বলেন,পুলিশ তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আর মেয়েটিকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  কারন হিসেবে তিনি বলেন,এ ধরনের ঘটনায় যে সাপোর্ট দরকার, তা আমাদের এখানে নাই। এ জন্য রেফার্ড করা হয়।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ আজগর আলী বলেন,ধর্ষনের ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরিক্ষা ও আসামি ২২ ধারা করনোর জন্য ঝিনাইদহ নিয়ে যাওয়া হচ্ছে।




বোর্ডের সমালোচনা করায় রুমানাকে সতর্ক করবে বিসিবি

শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ না পাওয়ায় টিম ম্যানেজমেন্টকে নিয়ে কটাক্ষ করায় রুমানা আহমেদকে মৌখিকভাবে সতর্ক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির টিম নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, বিশ্রাম না দিয়ে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেছেন রুমানা।

রুমানার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার ও দিলারা আক্তার। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বলেন, ‘ব্যাখ্যার জন্য আমরা তাকে ডাকবো। এই প্রথম এমন মন্তব্য করলেন তিনি। এজন্য এবার আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করবো।’

তিনি আরও বলেন, ‘এটি তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে অপ্রত্যাশিত। আমরা যদি কোন পদক্ষেপ না নেই, ভবিষ্যতে তার এমন কথায় অনেকেই অনুপ্রাণিত হতে পারে। এজন্য তাকে সতর্ক করা দরকার ও আমরা সব ক্রিকেটারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।’

২০১১ সালে অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ দেওয়া হয় রুমানাকে। দল থেকে বাদ পড়ার পর বিসিবিকে কটাক্ষ করে রুমানা বলেছিলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এখানে যথাযথ সম্মান পান না, এমনটা অনেক দিন ধরেই হয়ে আসছে। বাংলাদেশে এটা খুবই সাধারণ বিষয়। আমি মনে করি, আমাদের দেশে সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর জায়গায় আমরা পিছিয়ে আছি। অন্যান্য দেশে ক্রিকেটারদের তাদের অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করা হয় এবং তাদের ফিটনেস নিয়ে খুব বেশি কথা বলা হয় না।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

তীব্র তাপদাহ উপেক্ষা করেও ঈদ আনন্দ উল্লাসে মেতেছে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। এক মাস সিয়াম পালনের পর ঈদের দিন বিকেল থেকে উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে মেহেরপুর জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের দিনের চেয়ে দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্র গুলি ভ্রমণ পিয়াসু মানুষের ভীড় উপচেপড়া। স্বামীর হাত ধরে নববধূ, প্রেমিকার হাত ধরে প্রেমিক, আাবার পরিবার পরিজন নিয়ে ঘুরছেন একটু বিনোদনের জন্য।

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঘুরতে এসেছেন চুয়াডাঙ্গার তানভীর হুসাইন। সদ্য বিয়ে করেছেন তিনি। এটিই নববধূ পেয়ে প্রথম ঈদ। বউয়ের বায়না মেটাতে প্রথম বেড়াতে এসেছেন মুজিবনগরের ঐতিহাসিক স্থানে।

তিনি জানান, তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঈদের আগের দিন থেকে মেহেরপুরের আবহাওয়া অনেকটা কমে মানুষের মধ্যে সস্তি এসেছে। বিকেলে ঘুরতে এসে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে। ঈদের শুভেচ্ছাও বিনিময় হচ্ছে।

আমঝুপি নীলকুঠিবাড়তে ঘুরতে আসা নববধূ মধুমিতা জানায়,রমজান মাসের এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছে। অন্যান্য বার ঈদের আনন্দ উপভোগ করতেন পিতা-মাতা ভাই-বোনদের সাথে। এবার তার স্বামীর সাথে ঘুরতে এসেছেন নীলকুঠিবাড়িতে। এখানে ঘুরতে এসে নাগরদোলায় চড়েছেন,ইলেকট্রিক চরকিতে ঘুরেছেন, চড়েছেন কেবল কারেও। স্বামীর সাথে বায়না ধরে কিনেছেন নানা ধরনের খেলনাপাতি।

ভাটপাড়া জেলা প্রশাসক ইকোপার্ক ঘুরে দেখা মেলে কয়েক হাজার দর্শনার্থী। দর্শনার্থীদের ভিড়ে পরিপুর্ণ পার্কে মানুষ বিভিন্ন ভাবে বিনোদন নিচ্ছে। কথা হয় মেহেরপুর সরকারি কলেজের সহযোহী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের সাথে। তিনি জানান, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, ঈদেরছুটিতে ঘর বন্দী হয়ে থাকতে চায়না মন। ছেলে মেয়েরাও বায়না ধরে ঘুরতে যাওয়ার। ছেলে মেয়ের আবদার এছাড়াও স্থানীয় পরিচিত মানুষের সাথে দেখা হবে,কথা হবে, এমন প্রত্যাশা নিয়ে ইকোপার্কে এসেছি। এখানে কয়েক হাজার মানুষ এসেছে। তবে মেহেরপুরের অনেক বিনোদনের সম্ভাবনময় জায়গা থাকলেও নেই সরকারি তেমন নজরদারী ও পৃষ্ঠপোষকতা।

জানা গেছে,মেহেরপুর জেলায় ছোটবড় চারটি বিনোদনের স্থান রয়েছে। একটি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, অনন্যা পার্ক, সদর উপজেলার আমঝুপি নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি ডিসি ইকোপার্ক। এই চারটি স্থানই ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। মেহেরপুর জেলার মানুষ অনেক বশী বিনোদন পিয়াসু। কিন্ত বিনোদনের জন্য তেমন কোন পর্যটন বা বিনোদন কেন্দ্র না থাকায় ২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসক পরিমল সিংহ নিজ উদ্যোগে ভাটপাড়া গ্রামের কতিপয় যুবক,স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,স্কুল শিক্ষক নিয়ে একটি ব্যাবস্থাপনা কমিটির মাধ্যমে নীলকুঠির ৩৩ একর জমিতে গড়ে তোলেন ইকোপার্ক। জেলা প্রশাসক বদলি হলে থমকে যায় পার্কের উন্নয়নকাজ। পার্কের সব কিছুই ধ্বংশের দ্বারপ্রান্তে। তবুও ঈদের দিন থেকে সপ্তাহ জুড়ে বিভিন্ন বয়সের মানুষের পদচারনায় মুখরিত থাকে পার্কের অভ্যন্তর।

মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম জানান, ঈদের বিনোদনের জন্য বিনোদনের স্থানগুলি পরিপুর্ণ হয়েছে। বিনোদন প্রিয় মানুষের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা কাজ করছে। স্ব-স্ব উপজেলা প্রশাসন নিরাপত্তায় কাজ করছে। আমি নিজেও কায়েকটি স্থান ঘুরে দেখেছি। সকলে নির্বিগ্নে চলাফেরা করছে।