কোটচাঁদপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও মটর সাইকেল ছিনতাই

দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুরের ঘাঘা- জালালপুর সড়কের বালুখোলা নামকস্থানে এ ঘটনা।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, গতকাল  শুক্রবার (২১ এপ্রিল) তারিখ বিকেলে তালসারে গিয়েছিলাম জামাই বাড়ি। ওইদিনই সন্ধ্যা রাতে আমার গ্রামের বাড়ি জালালপুর ফিরছিলাম।

পথিমধ্যে ঘাঘা- জালালপুর সড়কের বালুখোলা নামকস্থানে আসার পর দুই জন ধারালো দা দেখিয়ে আমার গতিরোধ করে।  ছিনিয়ে নেন আমার মোবাইল,নগদ ৭ হাজার টাকা আর মটর সাইকেলের চাবি। এরমধ্যে ওই স্থানে চলে আসে জালালপুর দর্গা পাড়ার কামরুল ইসলাম। তাঁর কাছে ছিল পালসার মটর সাইকেল।
সে আসার পর তাঁর কাছ থেকে মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যান।

তিনি বলেন, এ সময় আমি মটর সাইকেল থেকে নামতে গেলে,তারা আমাকে গুলি করে দিবেন বলে হুমকি দেন। এ ঘটনার পর কামরুল ইসলাম থানায় গিয়েছিল। আর আমার কাছ থেকে তালসার পুলিশ ফাঁড়ির অফিসার সব কিছু লিখে নিয়েছেন।

মটর সাইকেল দুই আরোহী কোটচাঁদপুরের জালালপুর গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ৩ টি মোবাইল ও মটর সাইকেল নিয়ে গেছেন বলে জানা গেছে।

তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজগর আলী বলেন, ঘটনা শোনার পর, আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সব কিছু শুনেছি। অভিযোগ করতে তাদের থানায় যাবার কথা ছিল। গেছেন কিনা জানা নাই।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সিরাজ আলম বলেন,ওই ঘটনায়, এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা জিডি হয়নি।




এসএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে জিএসই অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

জিএসই অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম এসএসসি, সর্বোচ্চ এইচএসসি পাস হতে হবে। বয়স ২৩ থেকে ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই বি আর টি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কমপক্ষে তিন বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতাঃ ন্যূনতম ৫.৩ ইঞ্চি।

জিএসই অপারেটর হিসেবে যেকোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ পত্র থাকতে হবে।

কর্মস্থল

চট্টগ্রাম, ঢাকা, সিলেট, নীলফামারী (সৈয়দপুর)।

বেতন

বেতনঃ ঢাকা- ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), চট্টগ্রাম- ২৮,০০০/- (আটাশ হাজার টাকা), সিলেট- ২৮,০০০/- (আটাশ হাজার টাকা)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি, ড্রাইভিং লাইন্সেসের কপি, অভিজ্ঞতার সনদসহ এইচ আর ডিপার্টমেন্ট, ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, ষষ্ঠতলা, বাসাঃ ০১, রোডঃ ০১, সেক্টরঃ ০১, উত্তরা, ঢাকা-১২৩০ বরাবর এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম এবং কর্মস্থলের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৬ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




আইওটি ইকোসিস্টেমের জন্য কোয়ালকম আনছে নতুন চিপসেট

জার্মানির হানওভার মেস ট্রেড মেলাতে এবার কোয়ালকম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিল। মূলত শিল্প-প্রতিষ্ঠানে নানা অ্যাপ্লিকেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা একটি চিপসেট তৈরি করছে। আইওটি ডিভাইস সারাবিশ্বেই আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এজন্য তারা একাধিক নতুন চিপও নিয়ে এসেছে। কিন্তু এই কটিতেই তারা সন্তুষ্ট নয়। আস্তে আস্তে এই প্রযুক্তি ক্রমেই এগিয়ে চলেছে। আর যুক্ত হচ্ছে নতুন সব সুবিধা।

আইওটি অ্যাপ্লিকেশনে ভিডিও কোলাবোরেশন, ক্লাউড গেমিং, রিটেইল এবং আরও অনেক বড় পরিসরের কাজ যুক্ত হচ্ছে। সবকিছু বিবেচনায় কোয়ালকম আরও পাওয়ারফুল চিপ আনার চেষ্টা করছে।

নতুন QCS8550 ও QCM8550 মডেলের এই প্রসেসর দুটিতে সর্বোচ্চ কম্পিউট পাওয়ার দেওয়া হয়েছে। এসব প্রসেসরে ওয়া-ফাই ৭ প্রযুক্তি তো থাকছেই। একইসঙ্গে আরও ভালো গ্রাফিক্স ও মিডিয়া পার্ফর্ম্যান্স পাওয়া যাবে। ফলে অটোনোমাস মোবাইল রোবোট এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রোন পরিচালনা হবে আরও সহজ। হাতে ধরা কোনো কম্পিউটইং ডিভাইস দিয়ে নিখুঁতভাবে পরিচালনার ক্ষেত্রে অবশ্য খুব কম প্রসেসরই এখনো রয়েছে।

নেটওয়ার্ক ফাংশনের কথা বিবেচনায় মাল্টি গিগাবিট স্পিড, অতিরিক্ত রেঞ্জ এবং লো-ল্যাটেন্সি নিশ্চিত করা হয়েছে। আইওটি অ্যাপ্লিকেশনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আরও নিঁখুততার দিকে এগিয়ে যাওয়ার এই ঘোষণা একটা সুখবরই বটে।




আলমডাঙ্গায় ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে এসব চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ওই চোরচক্রের সদস্যদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। চুরির ঘটনায় গতকাল শুক্রবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান।

গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই চোরচক্রের সদস্যদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ । পুলিশের হাতে আটক হওয়া তিন চোরের বাড়ি উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রামে।

থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ওসমানপুর-দক্ষিণপাড়া এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে প্রাগপুর ফাঁড়ির একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবজেল মন্ডলের ছেলে ওহিদুল মন্ডল (৪০), মহাসিন বুড়োর ছেলে গোলাম রসুল (৩৮), নুর মোহাম্মদের ছেলে খালেক আলী (৪৫)কে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আটক হওয়া চোরদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




পরীমণিকে সেরা অভিনেত্রীর পুরস্কার দিলো আনন্দবাজার

২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেকের পর অভিনেত্রী হিসেবে পেয়েছেন নানা সম্মাননা-পুরস্কার। এবার তার প্রাপ্তির ঝুড়িতে যুক্ত হলো তেমনি আরও একটি সন্মানজনক পুরস্কার। ভারতের পশ্চিম বঙ্গের আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কৃত পেয়েছেন পরীমণি।

সম্প্রতি তার হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়ে বললেন, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত। আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করছি!’

পুরস্কার নিতে মঞ্চে এসে পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’

এবছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

সূত্র: ইত্তেফাক




বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক বাবর

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপের আগ পর্যন্ত পাকিস্তান দলকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন বাবর আজম। এমনটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি মাসের শুরুতে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বাবর আজমকে শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছিলেন।

শেঠি সাম্প্রতিক সাক্ষাত্কারে বাবরকে শর্তসাপেক্ষে অধিনায়ক হিসেবে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন। বলেছেন যতক্ষণ দল জিততে থাকবে ততক্ষণ পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন করা হবে না।

পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মিকি আর্থার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে আর্থারের নাম ঘোষণা করা হয়।

বাবর আজম ওয়ানডেতে ২১ ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ১৩টিতে জয় পায় পাকিস্তান। আর ৭ ম্যাচে হেরে যায়।

টেস্টে ১৮ ম্যাচে নেতৃত্ব দেন বাবর, ৮টিতে জয় আর ৪টিতে ড্র করে পাকিস্তান। বাকি ৬টিতে হেরে যায় তারা।

টি-টোয়েন্টিতে দেশের হয়ে রেকর্ড ৭০ ম্যাচে নেতৃত্ব দেন বাবর আজম। তার মধ্যে ৪২টিতে জয় পায় পাকিস্তান। তার নেতৃত্বে আর মাত্র একটি ম্যাচে জয়ে পেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন বাবর।




দামুড়হুদা কাদিপুরে কিতাব আলী হত্যা মামলার রহস্য উদঘাটন

দামুড়হুদা উপজেলার কাদিপুরে মাদক ব্যবসায়ী কিতাব আলীকে (৪৮) কুপিয়ে ও গলাকেটে হত্যা মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজনই হত্যা ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।

গত বৃহস্পতিবার (২০) এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুই আসামি বিজ্ঞ আদলতে ফেীজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গতকাল শুক্রবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের স্কুলপাড়ার শাহাবুদ্দিন শাবুর ছেলে জাহাঙ্গীর (৩৮), একই পাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৪) ও লোকনাথপুর মাঝেরপাড়ার মিলন হোসেনের ছেলে হাফিজুর (২০)।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘হত্যা মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ৩ জনকে গ্রেপ্তার ও হত্যা রহস্য উদঘাটন করা হয়েছে। ডিবি ও থানা পুলিশের একাধিক টিম হত্যা রহস্য উদঘাটনে কাজ করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে কিতাব আলী তাদের পরিচিত ছিলো। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কিতাব আলী ও আসামিরা ঘটনাস্থলে বসে গাঁজা সেবন করে। এসময় টাকা পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কিতাব আলীর সঙ্গে থাকা একটি হাসুয়া কেড়ে নিয়ে আসামি সাইফুল ইসলাম, জাহাঙ্গীর ও হাফিজুর তাকে কুপিয়ে জখম করে। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে জাহাঙ্গীর ও হাফিজুর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তারকৃত তিন জনকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের মাঠ থেকে কিতাব আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় ৩০২/৩৪ ধারায় মামলা রুজু হয়। যার নম্বর ১০




গাংনীতে বেপােরােয়া মােটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারে মােটরসাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১০) নামের এক শিশু মারা গেছে।  শিশু সাদিয়া মেহেরপুরে গাংনী উপজেলার বাওট গ্রামের বাজার পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশু সাদিয়া বাড়ির পাশে সড়ক পার হচ্ছিল। এসময় বেপােরােয়া গতিতে যাওয়া একটি মােটরসাইকেলে তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে ও পরে সেখান থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।




দামুড়হুদা মুক্তারপুরে এমপির তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরণ

দামুড়হুদা মুক্তারপুরে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সাবেক হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার (সেলুন) এর ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্হদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর ৮ নং ওয়ার্ডে অসহায় দুঃস্থদের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবলীগ নেতা শেখ হাফিজুর শামসের। বিশেষ অতিথি ছিলেন মোক্তারপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক শেখ হাতেম, আওয়ামী লীগ নেতা জিবরাঈল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক হুইপ জননেতা সোলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি মহোদয় এর পক্ষ থেকে সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের অসহায় দুঃস্থ মানুষের জন্য ৫০০ পেকেট ঈদসামগ্রী উপহার প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাফিজুর শামসের বলেন- বর্তমান উন্নয়নমুখী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ খেঁটে খাওয়া মানুষ যাতে আনন্দ চিত্তে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে সে জন্য তিনি আন্তরিক এবং দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় জননেতা সেলুন জোয়ার্দার এমপি মহোদয় নিজস্ব তহবিল হতে এ সামান্য ঈদ উপহার দিয়েছেন আপনারা তা সাদরে গ্রহণ করুন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ দামুড়হুদা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

চুয়াডাঙ্গা ২ আসনে যিনিই নৌকার মাঝি হবেন আমরা ঐক্য বদ্ধ ভাবে তিনাকে (নৌকাকে) বিজয় করবো ইন্নশাল্লাহ্। ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবলীগ নেতা মোঃ মিনারুল ইসলাম।




দামুড়হুদায় ওরা বন্ধু সংঘ’র পক্ষ থেকে নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার

দামুড়হুদা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ” ওরা বন্ধু সংঘ’র পক্ষ থেকে এলাকার দরিদ্র,অসহায়, প্রতিবন্ধী,বিধবা ও নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ঈদপূর্বে ঈদ সামগ্রীর এ উপহার সামগ্রী সেমাই, সুজি,চিনি, সাবান,শ্যাম্পু, লবন, তেজপাতা, বাদাম,কিসমিস, আলু,পেয়াজ ও রসুন পৌঁছে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সাংবাদিক তানজীর ফয়সাল, উপদেষ্টা মন্ডলীর সদস্য,ইমরান হোসেন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মিরাজুর ইসলাম মিরাজ।ঈদ সামগ্রী বিতরণ কালে সভাপতি তানজীর ফয়সাল বলেন, ২০০৩ সালের জানুয়ারিতে সম্পুর্ন অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছিলেন।আর এর পর থেকেই শুরু হয় সংগঠনটির পথচলা।

সংগঠনটি প্রতি বছরের শীত মৌসুমে শীতবস্ত্র ,মাক্স বিতরণ কার্যক্রম পালন করে থাকেন।পাশাপাশি ঈদ পূর্বে ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কাজ করে সংগঠনটি কাজ করে চলছে।তারই ধারাবাহিকতায় প্রবিত্র ঈদুল-উল ফিতর-২০২৩ উদযাপন ও ঈদুল ফিতরের আনন্দধারা সকলকের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ” ওরা বন্ধু সংঘ’র ঈদ সামগ্রী বিতরণের ছোট্ট প্রয়াস।

আগামীতেও সংগঠনটির এমন কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন,প্রিয় সংগঠন ” ওরা বন্ধু সংঘ’র পাশে থেকে যারা ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমকে সহজ ও স্বার্থক করেছেন তাদের প্রত্যেকের আন্তরিকভাবে ধন্যবাদ।” ওরা বন্ধু সংঘ ” আগামীতেও সমাজের কল্যাণে কাজ করে যাবে জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহব্বান জানান।

প্রসঙ্গত- দামুড়হুদা উপজেলার দশমী,হাউলী, দেউলী,চিৎলা সহ বিভিন্ন এলাকার প্রায় ৩৫টি পরিবারের মাঝে ঈদ পূর্বে” ঈদ উপহার ” সামগ্রী বিতরণ করা হয়।দীর্ঘদিন সংগঠনটি সমাজের নিন্ম- মধ্যবিত্ত মানুষের সহযোগীতা করে আসছেন।ফলে সংগঠনটির কার্যাবলীরতে সর্বমহলে হচ্ছে প্রশংসিত