গাংনীতে দুই সুদ কারবারীর নামে মামলা

মেহেরপুরে গাংনী শহরের উত্তরপাড়ায় অভিযান চালিয়ে দুই সুদ কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২০ টি বিভিন্ন ব্যাংকের ব্লাঙ্ক চেক, ৬৬৯টি ননজুডিশিয়াল সাদা স্ট্যাম্প, ১৩টি টালি খাতা ও ৫টি মোটরসাইকেল। গতকাল শনিবার রাত ৯টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম এ অভিযান চালায়। এসময় আনিছুর রহমান নামের অপর সুদ কারবারী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উত্তরপাড়ার হাজী ছমির উদ্দীনের ছেলে হানিফ(৪৫) ও মৃত ইউনুস আলীর ছেলে আনারুল ইসলাম(৫৫)। রোববার দুপুরে দুজনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আনিছুর রহমান নামের অপর সুদ কারবারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক রবিবার বেলা ১১টার সময় এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিপদে পড়া মানুষ তাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদের জালে আটকে যায়। টাকা নেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও সাদা স্ট্যাম্পে সই করে নেওয়া হয়। টাকা দেওয়ার পর থেকে সুদ ব্যবসায়ীদের জুলুমের শিকার হন অনেকে। চড়া সুদের অর্থ আদায় করতে অনেকের নামে চেক ডিজঅনার মামলা করে ফাঁসিয়েছে গ্রেফতারকৃত সুদ ব্যবসাযীরা। অনেকেই ভিটে মাটি বিক্রি করে এলাকা ছেড়েছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক প্রেস ব্রিফিং করে জানান, জনৈক মনিরুল ইসলাম তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জিম্মা রেখে সুদ কারবারী হানিফের কাছ থেকে একলাখ টাকা গ্রহণ করেন। ওই টাকা সুদাসলে দুই লাখ ২০ হাজার টাকা হয়। হানিফ টাকা পেতে দেরী হওয়ায় মোটরসাইকেলটি বিক্রি করে দেয়।

এ ব্যাপারে মনিরুল ইসলাম গাংনী থানায় অভিযোগ করলে পুলিশ হানিফ আনারুলের বাড়িতে অভিযান চালায়। এসময় সুদ কারবারে ব্যবহৃত টালিখাতা, স্ট্যাম্প , চেক ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। টের পেয়ে পালিয়ে যায় অপর সুদ কারবারী আনিছুর রহমান।

তাদের বিরুদ্ধে গাংনী থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে পেনাল কোড- ৩৪/৪০৬/৪২০/৪২২/৪২৩/৪২৪ ধারায় একটি মামলা দায়ের করেন যার নং- ১৪/২৩ তাং- ১২-০৩-২৩ ইং। এ মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।




মুজিবনগরে এম এ এস ইমনের গণসংযোগ

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এম এ এস ইমন বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করেছেন।

গতকাল শনিবার বিকালে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন।

গনসংযোগকালে এম এ ইস ইমন বলেন, আমরা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত বুকলেট বিতরণ করছি। বুকলেটটি দেখে সাধারণ মানুষ যাতে বর্তমান সরকারের উন্নয়ন দেখে ভোট দিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসে।

তিনি বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় আসতে পারে এ লক্ষ্যে আমরা আবার মাঠে নেমেছি। এর আগে যেমন করে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছি, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেছি, শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি, আমরা একইভাবে আবার মানুষের কাছে যাচ্ছি, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছি।

গণসংযোগকালে মেহেরপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চন্দন, শরিফ রেজা পান্না, রবিউল ইসলাম, যুবলীগ নেতা ফারুক হোসেন, আতিক রহমান স্বপন, সানা উল্লাহ, ছাত্রনেতা ইব্রাহিম আলীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।




আলমডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত ঋণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম খাঁন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদফতরের মহা-পরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল। তিনি বলেন,সরকার সামাজিক সুরক্ষার জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে অসংখ্য কর্মসুচি গ্রহন করেছেন।তিনি আরো বলেন গ্রামীন ব্যাংকের ২ বছর আগে থেকে আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋন বিতরন করছি,অথচ গ্রামীন ব্যাংক সুদযুক্ত ঋন দিয়েও নোবেল পুরস্কার পেল। আমরা অসহায় মানুষের পাশে সব সময় দাড়িয়েছি,এখনও আছি।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজ সেবা অধিদপ্তরকে ঢেলে সাজিয়েছিল,তখন থেকে গরীব অসহায় মানুষদের এই দপ্তরের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই,কিন্ত তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক সকল প্রকার সুরক্ষা করে চলেছেন। আমি এই দপ্তরের দায়িত্ব নেবার পর দেখলাম এই অঞ্চল খুবই অবহেলিত। এখানে অনেকে বলছেন উপজেলা পরিষদের রাস্তাটি সংস্কার করা হয়না,আপনারা প্রকল্প গ্রহন করে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠান আমি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব কে বলে করে দেব,উনি আমার ব্যাচমেট। আসলে উপর স্তরে আমাদের লোক নেই,আজ নোয়াখালি,কুমিল্লার লোকদের দিকে তাকান দেখবেন সচিব,থেকে পিয়ন পর্যন্ত সব তারা।আমি মনে করি একজন চাকরি জীবির সৎতাই সব চাইতে বড় হাতিয়ার,আমি সৎ হলে যে কোন কাজ করতে আমাকে বেগ পেতে হবে না। জেলা প্রশাসক আমিনুল ইসলাম আমার সাথে একই মন্ত্রনালয়ে চাকরি করেছে,সে খুব একটিভ কর্মকর্তা।তাকে আপনারা ব্যাবহার করে কাজ করিয়ে নেন।

এসময় আরো বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) রেজওয়ানা নাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মোজাহিদুর জোয়াদ্দার লোটাস প্রমূখ।

উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় মোট ৪৪ জনের মধ্যে ৮ লক্ষ ২২ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। একই দিন বিভিন্ন এতিম শিশুদের মাঝে উপকরণ প্রদান করা হয়।




চুয়াডাঙ্গার দৌলাৎদিয়াড়ে আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে কৃষক সমাবেশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাৎদিয়াড় দক্ষিণপাড়ার জান্নাতুল মাওয়া হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গনে আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে এবং তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ শেখ আল্-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক ড.শেফালী রানী মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক কৃষিবিদ জাফর আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল এবং ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান হাবলু।

সমাবেশে বক্তব্য রাখেন তুলা চাষী কামরুজ্জামান সজল ও সাইফুল ইসলাম।

প্রধান অতিথি ড.শেফালী রানী মজুমদার বলেন, তুলা চাষে উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার করা হচ্ছে। তুলা উৎপাদনের পর বিক্রি ব্যবস্থা ঝাঁমেলামুক্ত। চাষীদের টাকা পেতে সমস্যা হয়না। চাষের ক্ষেত্রে সে কারনে চাষীরা এগিয়ে আসছে। সমাবেশে শতাধিক তুলা চাষী উপস্থিত ছিলেন।




সুদের টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ; অবশেষে গাংনী পুলিশের জালে দুই সুদ ব্যবসায়ী

মেহরেপুরে গাংনী উত্তরপাড়ায় গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ও টাকার ব্যাংক খ্যাত দুই সুদ কারবারি আবু হানিফ (৪০) ও আনারুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সুদ ব্যবসায়ী আনারুল ইসলাম গাংনির উত্তর পাড়ার মৃত  ইউনুস আলীর ছেলে ও আবু হানিফ একই পাড়ার ছমিরুদ্দীনের ছেলে। এসময় আরও এক সুদ কারবারী  পালিয়ে যায়। পুলিশ তাকে আটকের চেস্টা করছে।
শনিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিধান পরিচালিত হয়।  সুদ ব্যবসায়ী আবু হানিফের ছয়তলা বিশিষ্ট বাড়িতে আধা ঘন্টা যাবত তল্লাশী চালায় পুলিশ।  সুদ কারবারের কাজে ব্যবহৃত ব্লাঙ্ক চেক, সাদা স্ট্যাম্প ও ৫টি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। এসব ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প জিম্মা রেখে অবৈধভাবে সুদ ব্যবসার মাধ্যমে হাজারো মানুষকে পথে বসিয়েছে এসব সুদ ব্যবসায়ীরা। এমন অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় অভিযান পরিচালনাকারি পুলিশের টিম।
এদিকে  গাংনীর আলোচিত দুই সুদ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযানের বিষয়টি এলাকায় জানাজানি হলে শত শত উৎসব জনতা আবু হানিফের ছয়তলা বাড়ির নিচে ভিড় জমাই এবং এই সুদ ব্যবসায়ীদের দৃষ্টান্ত  মূলক শাস্তির দাবি করেন।  একই সাথে উপস্থিত জনতা গাংনী থানা পুলিশের এই অভিযানকে স্বাগত জানান এবং  শুধু গাংনী শহর নয়,বিভিন্ন গ্রামেও  সমবায় সমিতির কথিত রেজিস্ট্রেশন নিয়ে যারা দেদারছে সুদ ব্যবসা চালিয় আসছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানা পুলিশের অভিযান অব্যাহত রাখতে আহ্বান জানান।
স্থানীয়রা জানান, সুদ কারবারী অবু হানিফ একসময় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সে সময় আর্থিক দৈন্যতার মধ্যদিয়ে চলতো আবু হানিফের সংসার। পরে জড়িয়ে পড়ে সুদ কারবারীর সাথে। সুদের টাকায় এখন সে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তার সুদের খপ্পরে পড়ে কয়েক হাজার পরিবার নিঃস্ব হলেও আবু হানিফ ও আনারুল গড়েছেন টাকার পাহাড়।  সুদ ব্যবসা করে আবু হানিফ নির্মাণ  করেছেন গাংনীতে ছয় তলা বাড়ি। এলাকাবাসী তাকে উত্তরা ব্যাংক নামে চেনে ও জানে। শুধু আনারুল ইসলাম ও আবু হানিফ নয় ,  গাংনী শহরের অনেক নামিদামি প্রভাবশালী ব্যক্তিও সুদ ব্যবসার সাথে জড়িত বলে  জনান স্থানীয়রা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিপদে পড়া মানুষ তাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদের জালে আটকে যায়। টাকা নেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও সাদা স্ট্যাম্পে সই করে নেওয়া হয়। টাকা দেওয়ার পর থেকে সুদ ব্যবসায়ীদের জুলুমের শিকার হন অনেকে। চড়া সুদের অর্থ আদায় করতে অনেকের নামে চেক ডিজঅনার মামলা করে ফাঁসিয়েছে গ্রেফতারকৃত সুদ ব্যবসাযীরা। সুদের জালে আটকিয়ে অনেক পরিবার আজ এলাকাছাড়া হয়ে বিভিন্ন শহরে পালিয়ে মানবতার জীবন যাপন করছে। অনেক পরিবার তাদের ঘরবাড়ি বিক্রি করে সুদের টাকা পরিশোধ করে ওরে হায় পাইনি। অবশেষে ভুক্তভোগী পরিবারগুলির নামে মিথ্যা চেক বিজয়ার মামলা করে হয়রানি করছে।  সুদ ব্যবসায়ীদের খপ্পরে পড়া নিঃস্ব
ভুক্তভোগীদের  এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।



মুজিবনগরে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও ল্যাপটপ বিতরণ

মুজিবনগরে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।  শনিবার (১১ মার্চ) বিকালে মুজিবনগর অডিটোরিয়ামে সংবর্ধনা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন।

এ সময় ট্যালেন্টপুলে ২২ ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৪ জন শিক্ষককে পুরুষ্কার দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, পুরুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন।




১৫০ জনকে নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজিস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘বিপিও শিক্ষানবিস ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

বিপিও শিক্ষানবিস।

পদসংখ্যা

মোট ১৫০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি/ডিপ্লোমা/ স্নাতকোত্তর পাস হতে হবে । স্নাতক সমাপ্তির সার্টিফিকেট থাকতে হবে। বয়স ২১ থেকে ৩২ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক কম্পিউটার জ্ঞান। ভাল মৌখিক যোগাযোগ দক্ষতা। ভাল শোনার দক্ষতা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা। গ্রাহকের ফোকাস এবং বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের সাথে অভিযোজন যোগ্যতা থাকতে হবে। যেকোনো শিফট/রোস্টারে কাজ করার ইচ্ছা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৪ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুর জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত

গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল,তেল,কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পূনরুদ্ধার এবং ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে মেহেরপুর জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় সময় কাথুলী বাসষ্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিণ্টন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি আলমগীর খাঁন সাতুসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।




দ. আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচ মুখ

২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত সেই চুক্তিতে জায়গা পেয়েছেন নতুন ৫ তারাক ক্রিকেটার। বাদ পড়েছেন দুইজন।

এবারের চুক্তিতে ৪জন বাড়িয়ে করা হয়েছে ১৬ থেকে ২০ জন।প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, বিয়ন ফোরটান, সিসান্ডা মাগালা ও রায়ান রিকেলটন।

আগের চুক্তি থেকে বাদ পড়েছেন তিন জন। তারা হলেন-ইয়ানেমান মালান, আন্দিলে ফেলুকওয়ায়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস। প্রিটোরিয়াস গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে কুইন্টন ডি কক ও ডেভিড মিলার খেলেন কেবল সাদা বলের ক্রিকেটে। দুজনই গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন। এছাড়া জাতীয় দলের হয়ে কেবল টেস্ট খেলেন ডিন এলগার ও কিগান পিটারসেন।বাকিরা সবাই ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণেই খেলেন এবং সেই ভিত্তিতেই তারা জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা-টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন।




গাংনীর সাহারবাটিতে অগ্নীকান্ড আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই

গাংনীর সাহারবাটির বালির মাঠপাড়ায় বৈদ্যতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নীকান্ডে আবদুর রাজ্জাক নামের এক কৃষকের বসতবাড়ি, আসবাবপত্র,নগদ টাকা পুড়ে গেছে। অগ্নীদগ্ধ হয়ে মারা গেছে দু’টি ছাগল। একটি গরু অগ্নীদগ্ধ হয়েছে । অগ্নীকান্ডে ওই কৃষকের নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার ভোর রাতে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোর রাতে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রতিবেশিরা চিৎকার দেয়। আমি উঠে দেখি আমার বাড়িতেই অগুন জ্বলছে। আমি চিৎকার দিলে প্রতিবেশিরা ছ’টে আসে এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এসময় বামুন্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পৌছানোর আগেই ঘরে থাকা সমিতির ঋণ নেয়া নগদ ৩০ হাজার টাকা,আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দুটি বড় খাসি ছাগল পুড়ে মারা গেছে ও একটি গরু অগ্নীদগ্ধ হয়েছে। গরুটির অবস্থাও আশংকা জনক। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ওই কৃষক।