লঙ্কান পেস দাপটে চাপে নিউজিল্যান্ড

শ্রীলঙ্কার পেসারদের দাপটে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় শেষে চাপে স্বাগতিক নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১৯৩ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৫ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ করেছে স্বাগতিকরা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কুশল মেন্ডিস ও অধিনায়ক দিমুথ করুনারত্নের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। শুক্রবার (১০ মার্চ) দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে ৫০ রানের বেশি যোগ করতে পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের শেষ ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নিউজিল্যান্ডের দুই পেসার অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি।

ইনিংসে সাউদি ৬৪ রানে ৫টি ও হেনরি ৮০ রানে ৪ উইকেট নেন। ৯২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন সাউদি। এই ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৭ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪৬ রান করেন। শ্রীলঙ্কার ইনিংস শেষে ব্যাট করতে নেমে ৬৭ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। জুটিতে ৩০ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর শিকার হন ডেভন কনওয়ে। এরপর নিউজিল্যান্ডের দুই ব্যাটার কেন উইলিয়ামসনকে ১ ও হেনরি নিকোলসকে ২ রানে শিকার করেন আরেক লঙ্কান পেসার লাহিরু কুমারা। ৭৬ রানে তৃতীয় উইকেট পতন হয় নিউজিল্যান্ডের।

চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলের স্কোর তিন অংকে নিয়ে যান ওপেনার টম লাথাম ও ড্যারিল মিচেল। হাফ-সেঞ্চুরি করে ফার্ন্দান্দোর দ্বিতীয় শিকার হয়ে ৬৭ রানে আউট হন লাথাম। দিনের শেষ ভাগে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৭ রানে আউট করেন পেসার কাসুন রাজিথা। পরবর্তীতে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে দিনের খেলা শেষ করেন মিচেল। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো ও কুমারা নেন ২টি করে উইকেট।

সূত্র: ইত্তেফাক




ধ্রুপদী গানের অ্যাপ আনছে অ্যাপল

ধ্রুপদী সংগীতপ্রেমীদের জন্য সুখবর। অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল নামের স্ট্রিমিং অ্যাপ চালু করছে অ্যাপল। অ্যাপটি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ধ্রুপদী গান শোনা যাবে। শুধু তা–ই নয়, চাইলে শুধু ধ্রুপদী সুরও শোনার সুযোগ মিলবে। সবকিছু ঠিক থাকলে ২৮ মার্চ অ্যাপটি চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল স্ট্রিমিং অ্যাপটিতে কয়েক লাখ ধ্রুপদী গানের পাশাপাশি কয়েক হাজার গানের অ্যালবাম রয়েছে। গানের শিরোনাম বা অ্যালবামের পাশাপাশি সুরকারের নাম লিখেও নির্দিষ্ট গান খুঁজে পাওয়া যাবে অ্যাপটিতে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের ক্ল্যাসিক্যাল গান শোনার সুযোগ পাবেন। অ্যাপটিতে ডলবি প্রযুক্তি ব্যবহার করায় গানের শব্দও হবে নিখুঁত।

অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটি আইওএস ১৫.৪ থেকে পরবর্তী সংস্করণে চলা আইফোনে ব্যবহার করা যাবে। বিনা মূল্যেই ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে সবাই নয়, শুধু অ্যাপল মিউজিকে নিবন্ধিতরা এ সুযোগ পাবেন।

সূত্র: টেক ক্রান্চ




দামুড়হুদার চন্ডিপুরে রাস্তার পাশের ৩০টি সরাকারী গাছ কেটে বিক্রি

দামুড়হুদা উপজলায় সরকারি প্রায় ৩০টি গাছ কেটে বিক্রি করেছে উপজেলার চন্ডিপুর গ্রামর রিয়াজুল ইসলাম, আতিয়ার রহমান, হারুণ মােল্লা ও তাজুল মুহুরীর বিরুদ্ধে। উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘট। অভিযুক্তরা সবাই একই গ্রামের বাসিন্দা। গাছ কাটার খবর পেয় কুড়লগাছি ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্হলে গিয়ে অর্ধেক গাছ জব্দ করেন এবং অর্ধেক গাছ অন্যত্র সরিয়ে নিয়েছে গাছ মালিক।

স্থানীয় লােকজন সুত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপুর কবরস্থান মাঠ পাড়ার পাশের ৩০টি মেহগনি গাছ ছিল। ওই গাছগুলা রিয়াজুল ইসলাম, আতিয়ার রহমান, হারুণ মাল্লা ও তাজুল মুহুরীর জমির পাশে থাকায় তারাযুক্তি করে নিজেরাই কেটে বিক্রি করে দেন। যার আনুমানিক মুল্য লক্ষ্যধিক টাকা।

উপজেলার কুড়লগাছি ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়দ্রুত ঘটনাস্থলে গিয়ে অর্ধেক গাছ জব্দ করি এবং অর্ধেক গাছ অন্যত্র সরিয়ে নিয়েছে তারা । তারা তাদের জমির ধারে থাকায় কেট বিক্রি করেছে। বিষয়টি আড়াল করতে অনেক গাছের গােড়ার অংশ মাটি দিয়ে ঢেক দেওয়া হয়েছে। আগামী সােমবার জমির মাপ হবে তার আগ পর্যন্ত গাছ গুলা ঐখানেই থাকবে। যদি রাস্তার ভিতর হয় তাহল আমরা তাদর বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেবার জন্য উপজলা নির্বাহি অফিসার কাছ সুপারিশ করবাে।

অভিযুক্ত রিয়াজুল ইসলাম, আতিয়ার রহমান, হারুণ মাল্লা ও তাজুল মুহুরীর জানান, আমার জমির পাশে গাছগুলা থাকায় কেটছি। এখন বিষয়টি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তব গাছ কাটার আগে আমাদেরক আমিন নিয়ে এসে জমি মেপে গাছ কাটতে হতাে। আমাদের ভুল হয়েছে। শুনলাম পিচ রাস্তা হবে তাই আমরা গাছগুলা কেটে বিক্রি করি।

এ বিষয়ে কুড়লগাছি ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান কামাল উদ্দীন বলেন, আগামি সােমবার ঐরাস্তার মাপ আমিন দিয়ে মাপ যোপ করা হবে । সিদান্ত না হওয়া পর্যন্ত কাটা গাছ জমিতেই থাকবে।

এ ব্যাপার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, আমি এইমাত্র শুলনাম অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বারমুডা ট্রায়াঙ্গেল ও রহস্য

বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামে পরিচিত। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ব্যস্ততম অঞ্চল। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বেশ কয়েকজন লেখক বই লিখেছেন। ১৯৫০ সালে প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে খবর প্রকাশিত হয়। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক রহস্যের কথা শোনা যায়। উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত।

বারমুডা আইল্যান্ড, পোর্তো রিকো এবং ইউএসএ এর ফ্লোরিডা এই তিনটি স্থান যোগ করলে একটি ত্রিভুজ পাওয়া যায়। এটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। শোনা যায় এখানে অনেক সামুদ্রিক জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

আমার সি ক্যারিয়ারে বেশ কয়েকবার শিপ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল অতিক্রম করার সুযোগ হয়েছে। আমি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে শিপ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়ে ইউএসএ এর একটি পোর্ট নিউ ইয়রলেন্স গিয়েছিলাম।

এখান দিয়ে শিপ যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে শিপ নিখোঁজ হওয়ার পেছনে যে কারণগুলোর থাকতে পারে সেগুলো হল :

১.চৌম্বকীয় অনিয়মিততা।পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে একটি স্থানীয় পরিবর্তনের কারণে শিপ এর ম্যাগনেটিক কম্পাস বা দিকদর্শন যন্ত্র সঠিকভাবে কাজ নাও করতে পারে।
২.চতুর্মুখী কারেন্ট বা জলস্রোত।
৩.পানির নিচে থাকা বিপদজনক রিফ বা প্রবাল প্রাচীর।
৪.সমুদ্রে সৃষ্ট হারিকেন বা ঘূর্ণিঝড় এর প্রভাব।

এছাড়াও অনেক অজানা কারণ থাকতে পারে। উপরে উল্লেখিত কারণে সামুদ্রিক জাহাজ বা উড়োজাহাজ বিপদে পড়তে পারে। তবে এও জানা যায় কিছু কিছু লেখক বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অতিরঞ্জিত ভাবে লিখেছেন যা এখনো রহস্য আবৃত।

বারমুডা অঞ্চল দিয়ে বিশ্বের বাণিজ্যিক জাহাজ এবং প্রমোদ তরী চলাচল করে। জাহাজগুলো আমেরিকা, ইউরোপ ও ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে যাতায়াত করে। এ অঞ্চলের আকাশ পথ দিয়েও বিভিন্ন রুটে বাণিজ্যিক ও ব্যক্তিগত বিমান চলাচল করে। বারমুডা ত্রিভুজের বিস্তৃতির বর্ণনায় বিভিন্ন লেখক বিভিন্ন মত দিয়েছেন। তবে লিখিত বর্ণনায় যে সাধারন অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে রয়েছে ফ্লরিডার আটলান্টিক উপকূল, পুয়ের্তো রিকো, মধ্য আটলান্টিকের বারমুডা দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লরিডা ইস্টেটস এর দক্ষিণ সীমানা। এসব অঞ্চলেই অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে বলে শোনা যায়। এই ত্রিভুজের উপর দিয়ে মেক্সিকো উপসাগর থেকে স্টেটস অফ ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত হয় উষ্ণ সমুদ্র স্রোত। এই তীব্র গতির স্রোত ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এখানে আবার হঠাৎ করে ঝড় ওঠে এবং থেমে যায়,গ্রীষ্মে ঘূর্ণিঝড় আঘাত হানে। এইসব কারণে এই অঞ্চলে জাহাজ ডুবি একটি স্বাভাবিক ঘটনা ছিল। অনেক জাহাজ ও বিমান এসব অঞ্চলে চালকের ভুলের কারণেও দুর্ঘটনায় পতিত হয়েছে।

তবে একবিংশ শতাব্দীতে জাহাজের অত্যাধুনিক যন্ত্রপাতি,টেলিযোগাযোগ, রেডার, জিপিএস, স্যাটেলাইট প্রযুক্তির কারণে এসব অঞ্চলে দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে। বর্তমানে জাহাজে প্রযুক্তির উন্নয়নের কারণে আবহাওয়া এবং ঘূর্ণিঝড় সম্পর্কে অনেক আগে থেকেই পূর্বাভাস পাওয়া যায় এবং সেভাবেই জাহাজ পরিচালনা করা হয়। জাহাজের নাবিক ও জাহাজের নিরাপত্তার জন্য প্রয়োজনবোধে জাহাজের রুট পরিবর্তন করা হয়।

লেখক: মাস্টার মেরিনার, ক্লাস ওয়ান ও এক্স ক্যাডেট ,বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম।




জীবননগরে ত্রি-মুখী সংঘর্ষ আহত-২

জীবননগর শিয়ালমারী বাজারে গরু বিক্রি করতে যেয়ে  ত্রি-মুখী সংঘর্ষে দুই জন গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে এতে গাড়ির চালকসহ দুই জন গুরুত্বর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তাদের অবস্থা আশস্ক জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করা হয়।

আহতরা হলেন, জীবননগর পৌর সভার ৪নং ওর্য়াডের আবুল কাশেমের ছেলে মোঃ লিটন লিটন (৩৮) এবং হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের খালিদ হোসেনের ছেলে আলমসাধু চালক নাহিদ (৩০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আলম সাধু চালক নাহিদ তার গাড়িতে করে গরু বিক্রি করার জন্য শিয়ালমারী বাজারের দিকে যাচ্ছিল এ সময় জীবননগর পৌর পশু হাট থেকে গরু জবাই করে লিটন গরুর মাংস বিক্রি করার জন্য ভ্যান যোগে শিয়ালমারী বাজারে যাচ্ছিল অপর দিক থেকে একটি পাওয়ার টিলার এসে ধাক্কা দিলে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় গুরুত্বর আহত অবস্থায় লিটন কসাই ও নাহিদকে স্থানীয় জনগন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান বলেন, বৃহস্পতিবার সকালে দুইজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আসে তাদের অবস্থা আশস্কা জনক হওয়ার ফলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করা হয়েছে।




জীবননগরে প্রাথীদের সাথে আইন-শৃঙ্খলা বিষায়ক মতবিনিময় সভা

আগামি ১৬ মার্চ জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন । এই নির্বাচন উপলক্ষে প্রাথীদের সাথে আইন-শৃঙ্খলা বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জীবননগর সরকারি থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরাফাত রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর ) সার্কেল মোঃ মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেজর আহম্মেদ প্রমুখ।




দামুড়হুদায় ইটভাটার পতিত জমিতে আউশধান আবাদের লক্ষ্যে মতবিনিময় সভা

দামুড়হুদায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে ইটভাটার পতিত জমিতে খরিপ-১ মৌসুমে আউশধান আবাদ বৃদ্ধিতে ইটভাটা মালিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার সময় দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় তিনি বলেন আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। দামুড়হুদা উপজেলায় যেসকল ইটভাটা আছে তা ইটের সিজেন ছাড়া বাদবাকি সময় পতিত অবস্থায় পরে থাকে। ওই সকল পতিত জমিতে যদি আউশধান উৎপাদন করা যায় তাহলে আমাদের নিজেদের খাদ্য চাহিদা পূরণ হবে। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে। গতবছর এই উপজেলায় প্রায় ২৫০ বিঘা ইটভাটার পতিত জমিতে আউশধান চাষ হয়েছিল। এবছর তা বৃদ্ধি পেয়ে প্রায় ৩৫০ বিঘা জমিতে আউশধান চাষ হবে বলে আশা করছি।

শুধুমাত্র দামুড়হুদা উপজেলাতেই নয়, বাংলাদেশের যত ইট ভাটার পতিত জমি আছে সেখানে যদি এই আউশধান চাষ করা হয় তাহলে বাংলাদেশ খাদ্য উৎপাদনে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। ইটভাটার পতিত জমি গুলো ব্যবহার করে তা আউশধান সহ বিভিন্ন লতা জাতীয় চাষের অনুকূলে এনে চাষাবাদ করলে দেশের খাদ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বদরুল আলম। উপজেলার ইটভাটার মালিক আমজাদ হোসেন, আ: কাদের, সঞ্জয় কুমার বোস, হাসান আলী, সামসুল হক, মহিউদ্দিন প্রমূখ।




মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের পানির লাইন স্থাপন কাজের উদ্বোধন 

মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের পানির লাইন স্থাপন কাজ এর উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার দুপুরে ৯ নম্বর ওয়ার্ড কাস্টম অফিসের সামনে এ পানির লাইন স্থাপনের কাজের উদ্বোধন করা হয়

এ সময় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ৯ নম্বর ওয়ার্ডবাসীর অনেকদিনের প্রতীক্ষিত দাবি ছিলো ২ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি পানির লাইন স্থাপনের। সামনের সপ্তাহেতেই পাবলিক লাইব্রেরি মোড় থেকে লালটুর মোড় পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে। তিনি আরো বলেন পৌরসভার ভেতরের যে কাজগুলো পড়ে আছে সে কাজগুলো অতি শীঘ্রই সম্পূর্ণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কার্য সহকারি মনিরুল ইসলাম, পানি সুপার হাবিবুর রহমান , চন্দন ও ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসী।




মুুজিবনগরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহেরপুরের মুুজিবনগরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস উপস্থিত থেকে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসনাইন করিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুুজিবনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল সহ বিভিন্ন খেলায় স্কুলের শিশু কিশোরা অংশগ্রহন করবে।




মুজিবনগরে গুডনেইবারর্স কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস পালন

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের মুজিবনগরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে,  বৃহস্পতিবার বিকেলে অফিস চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে অফিস চত্তরে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতিত্বে গুডনেইবারস এর ইয়ুথ অ্যাসিস্ট্যান্ট লিডার কবিতা খাতুনের সঞ্চালনায়, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর ক্ষমতায়নে গুড নেইবারস বাংলাদেশে এর ভূমিকা,নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদক্ষেপ,এ বিষয় নিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, বাগোয়ান ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য এবং সিডিসি সহসভাপতি বাবুল মল্লিক, সিনিয়র প্রোগ্রাম অফিসার এস.এম.রিফাত আল-মাহমুদ, গুডনেইবারর্স এর এসএস সাপোর্টার সজীব হোসেন, গুডনেইবারর্স এর মেডিকেল অফিসার ড. শুভ কুমার মজুমদার, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সহ সভাপতি আঞ্জুমান আরা।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ জন নারী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা তাদের অনুভুতি প্রকাশ করেন এবং উম্মুক্ত আলোচনা (প্রশ্ন ও উত্তর পর্ব) অংশগ্রহণ করেন।পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।