চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনা নববধুর সামনে স্বামীর মৃত্য আহত ২

চুয়াডাঙ্গায় নববধূকে সাথে নিয়ে মটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দূর্ঘটনায় স্বামী শামীম হোসেন (২২) নামের এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে দর্শনা হিজলগাড়ি-গড়াইটুপি সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় স্ত্রী সোনিয়া খাতুন ও শালাজি বৌ সেলিনা খাতুন আহত হয়েছে।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে শামীম হোসেন (২২) একই উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া বিশ্বাস পাড়ার মনিরুল ইসলামের মেয়ে সোনিয়া খাতুনের (১৮) সাথে গত শুক্রবার পারিবারিকভাবে বিবাহ হয়।

এ বিয়ের পর শামীম হোসেন নববধূকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি দশবদনে যায়। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শামীম মটরসাইকেলে স্ত্রী ও শ্যালকের বৌকে নিয়ে ঘুরতে বের হয় শামীম।

এসময় বলদিয়া হতে হিজলগাড়ি অভিমুখে আসার পথে সড়কে হিজলগাড়ি কেরুজ ব্যাণিজ্যিক খামারের সামনে পৌছালে একটি কুকুরের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এসময় আশেপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্য চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীম হোসেনকে মৃত ঘোষণা করে। মৃত শামীম হোসেনের লাশ চুয়াডাঙ্গা হাসপাতালে রাখা হয়েছে। সেই সাথে আহত স্ত্রী সোনিয়া খাতুন (১৮) ও শ্যালাজির স্ত্রী সেলিনা খাতুনকে (২২) হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে শামীমের অকাল মৃত্যুতে পিতা ও শ্বশুর বাড়ির গ্রামে বইছে শোকের মাতন।




মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস ২০২৩।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) জামিরুল ইসলাম। সদর উপজেলা রিটানিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া প্রমুখ ।




মেহেরপুর পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান ”এ প্রতিপাদকে মেহেরপুর জেলা পুলিশের উদ্দ্যেগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” পালিত হয়েছে।

গতকাল  বুধবার মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযথ মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’পালন করা হয়।

পুলিশ লাইন্স মাঠে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল আহমেদ, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট কর্মকর্তা।

পরে পুলিশ লাইন্স ড্রিল সেডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ কর্তব্যরত অবস্থায় ২০২২ সালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ, উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ।




দামুড়হুদায় অপহরণ মামলার আসামি ইমরান গ্রেফতার

দামুড়হুদায় ১৪ বছরের নাবালিকা মেয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন উপজেলার দুলালনগর গ্রামের চাল্লিশ খাঁর ছেলে ইমরান আলী খাঁ (২০)।

এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বাকের আলী’র ৭ম শ্রেণির ছাত্রী নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ইমরান। প্রস্তাবে রাজি না হওয়ার কারণে গত ১৭-০২-২০২৩ ইং তারিখে রোজ শুক্রবার রাতে আগে থেকেই বাড়ির পাশে লুকিয়ে ছিল ইমরান। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরোলে জোরপূর্বক তাকে অপহরণ করা হয়।

দামুড়হুদা মডেল থানায় ওই অপহরণ মামলার জের ধরে পুলিশ অফিসার এসআই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকালে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সেই সঙ্গে নাবালিকা মেয়েকেও উদ্ধার করেছে পুলিশ।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস ২০২৩। এ দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোটার দিবসে ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হয়। এবছর ৫ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসা’র চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার নূরু উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় খুঁটি ভোটব্যবস্থা। জনগণের মতামতের প্রতিফলন ঘটে ভোটে। আমাদের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। সেই মালিকেরাই পাঁচ বছর পর তাদের প্রতিনিধি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠান। সংসদ-সদস্যরা জনগণের প্রতিনিধি হিসাবেই আইন প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণ করেন। আবার পাঁচ বছর পর তারা জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি ও কাজের খতিয়ান তুলে ধরেন। ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করেন তারা আরও পাঁচ বছর থাকতে পারবেন নাকি নতুন কেউ সরকার গঠন করবে। এটাই সর্বজনীন গণতান্ত্রিক রীতি। জনগণের সঙ্গে সরকার ও জনপ্রতিনিধিদের এই সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ভোট।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী।

আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন সাইফুল আলমসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।




মুজিবনগরে ১ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

মুজিবনগরে সি আর মামলার এক বছরের সাজা প্রাপ্ত আসামি উপজেলার মানিকনগর গ্রামের হানিফ আলীর ছেলে সেন্টু মিয়াকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম কুমার এর নেতৃত্বে কেদারগঞ্জ বাজার হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী সেন্টু কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামি কে বিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে।




আমদহ ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দরুদ আলীর নির্বাচনী প্রচারনা

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী দরুদ আলীর ফুটবল প্রতীকের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে বন্দর, বামন পাড়া দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে সোডাউন ও ফুটবল প্রতীকের প্রচার প্রচারণা করেন।

নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। গ্রামের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য যে তিনি করোনা নামক মহামারীতে অসহায়,ক্ষুধার্ত মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন

আমদাহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। নির্বাচন সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভুষণ ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছে। উঠান বৈঠকের মাধ্যমে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তার পরিচিতি ও প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন এলাকার সকল শ্রেণীর লোকদের মাঝে। গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার, লিপলেট টাঙ্গিয়ে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা, এলাকায় চলছে ইউপি নির্বাচনী হাওয়া।




কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে গাছ কাটার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে গাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক স্কুল শিক্ষক আলা উদ্দিন (আলার) বিরুদ্ধে। তবে এ বিষয়ে কিছুই জানেন না ওই কর্মকর্তারা। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে মামলা করা হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ।

জানা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কুল্লাগাছার আসলাম মোড়ের সামনের মাঠের সড়ক এটি। এ সড়কের কিছু দুরে সাবেক স্কুল শিক্ষক আলা উদ্দিনের রয়েছে সড়কের পাশের একটা জমি।

সম্প্রতি ওই সড়কের পাশের ১৩ টি অপরিপক্ক কাঠের গাছ কেটে বিক্রি করেছেন ওই শিক্ষক। যার মধ্যে ছিল ১২ টি মেহগনি ও একটি লম্বু গাছ।

ওই গ্রামের খলিল মন্ডল বলেন, গাছগুলো মাস্টার সাহেব লাগিয়ে ছিল। তবে বর্তমানে গাছ গুলো রাস্তার মধ্যে পড়েছে। তিনি বলেন, মোট ১৩ টি গাছ কেটে দিয়েছেন। এরমধ্যে একটা লম্বু ও ১২ টি মেহগনি গাছ ছিল। মাস্টার সাহেব গাছ গুলো মেরে বিক্রি করে দিয়েছেন। বাধা দিয়ে ছিলেন কিনা, এমন প্রশ্ন তিনি বলেন, আর বাবা,আমরা বাধা দিয়ে কি করবো। হ্যালো করলেই শেষ। কারন ওনারা তো নেতা মানুষ।

একই কথা বলেন,কামারুল ইসলাম বলেন, গাছগুলো বেশ বড় হয়েছিল। কয়েক দিন আগে তিনি আসাননগর গ্রামের ওসমান ব্যাপারি কাছে বিক্রি করেছেন।

এ ব্যাপারে ওই শিক্ষক বলেন,গাছগুলো আমার লাগানো ছিল। জমি মাপার পরও দেখা গেছে গাছ গুলো আমার জমির মধ্যে পড়েছে। এরপরও আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছি। পরে ওনাকে নিয়ে এ্যাসিলান্ড,বনবিভাগ ও নায়েব সাহেবের কাছে ও গিয়েছিলাম। নায়েব সাহেব আমাকে জমি মাপার পর গাছ কেটে নিতে বলেছেন।

আলা উদ্দিন (আলা) ছিলেন গুড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি অবসরে আছেন।

এলাঙ্গী ইউনিয়ন সহকারী কমিশনার ( ভুমি) শরিফুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানিনা। আপনাদেরকে মিথ্যা বলেছেন। খোঁজ খবর নিয়ে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

একই কথা বলেন, উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের নাম নিয়ে ওনার কার্যসিদ্ধি করেছেন। এ বিষয়ে কিছুই জানা নাই। ইউএনও স্যারের বলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ বলেন, আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে দেখছি। ওনি কিসের বলে,কিভাবে গাছ কেটেছেন। অনিয়ম করে গাছ কাটলে ওনার বিরুদ্ধে মামলা করা হবে।




মেহেরপুরে তথ্য অফিস আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা

মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষপদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ নির্মাণে প্রান্তিক পর্যায়ে নাগরিকদের স্মার্ট হওয়া খুব জরুরী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে তারা তাদের নিজ নিজ মূল্যবান মতামত প্রদান করেন।

জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন তার ধারণাপত্র উপস্থাপনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কি করণীয়’ ও স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতির ব্যাপারে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ও বিশেষ সংযোজন হিসেবে আগামীর স্মার্ট বাংলাদেশ কেমন হবে এই সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়।

শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, স্মার্ট বাংলাদেশ কেমন হবে এবং ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের মধ্যে পার্থক্য সুনির্দিষ্টভাবে তুলে ধরেন।

তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশে স্মার্টলি সকল সেবা পাওয়া যাবে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে স্মার্টলি কাজ করার উপর গুরুত্ব আরোপ সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুরে জাতীয় ভোটার দিবস পালিত

ভোটার হব নিয়ম মনে, ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে কোটচাঁদপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, সাফদারপু ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ,সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বয়স ১৮ হলেই ভোটার হওয়ার জন্য সঠিত তথ্য প্রদান করে নিভূল ভোটার প্রনয়ণে সহয়তা করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,সাধারণ ভোটার সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।