মেহেরপুরে জাতীয় মহিলা পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মেহেরপুরে জাতীয় মহিলা পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার পৌরসভা ৯ নং ওয়ার্ডে জাতীয় মহিলা পার্টির আয়োজনে ওয়ার্ড কমিটি গঠন, ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

৯ নং ওয়ার্ড জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক শেফালী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সোনিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক বেলীনা খাতুন, রওশন আরা।

এছাড়াও এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য মামলত হোসেন, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




সাকিবকে ছুঁলেন মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১২৬ আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

তার এ দুর্দান্ত ইনিংসের সুবাদে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্টে আরেকবার ম্যাচ সেরা হয়ে মুশফিক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তারা দুজনই বিকেএসপির ছাত্র। মুশফিক ছিলেন ওপরের ক্লাসে, সাকিব তাই ডাকেন ‘মুশফিক ভাই’।

এ নিয়ে টেস্টে ৬ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন মুশফিক। সমান ৬ বার ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

বাংলাদেশের হয়ে ৫৬ টেস্টে ৪ বার ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক সৌরভ, ৬১ টেস্টে ৩ বার ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল, ৭০ টেস্টে ৩ বার ম্যাচ সেরা হন তামিম ইকবাল।

সূত্র: যুগান্তর




গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু 

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে বেবী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিন ওরফে জুলহাসের মেয়ে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাথার পিছনের অংশ মারাত্মক জখম হওয়ার ফলে ক্রমাগত রক্তক্ষরণ হয়। যার ফলে তিনি হাসপাতালে আসার পূর্বে মারা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান জানান, শুক্রবার ভোর বেলার দিকে বেবীকে নিয়ে তার বাবা রাহিম উদ্দিন বামন্দীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চোখতলার নতুন নির্মাণ করা উঁচু রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবী অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে ইটের ওপর পড়ে মাথার পিছনের অংশে গুরুতর জখম হয়।

ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে তার বাবাও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তবে তার বাবা কোনও আঘাত পাননি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।




দর্শনায় মাদকসহ আকন্দবাড়িয়ার মোল্লা হোসেন গ্রেফতার

দর্শনায় মাদকসহ মোল্লা হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই রাম প্রসাদ সরকার, এএসআই তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া আবাসনে।

এসময় আকন্দবাড়ীয়া আবাসন জালাল উদ্দীনের ছেলে ইমরানের মুদি দোকানের সমানে ইটের সলিং রাস্তার উপর হতে ২১ বোতল ফেন্সিডিলসহ মোল্লা হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া স্কুলপাড়ার বাসিন্দা ও লালুর এবং হামিদা বেগমের ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




দামুড়হুদার চারুলিয়ায় কৃষকের ২ বিঘা জমির ধানে বিষ

দামুড়হুদা উপজেলায় আগাছানাশক (বিষ) প্রয়োগে ২ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের আমনঝোলা মাঠে এ ঘটনা ঘটে।

চারুলিয়া গ্রামের নাজিম উদ্দিন (৭০) নামের এক কৃষকের ইরি ধানের ২ বিঘা জমিতে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, চারুলিয়া গ্রামের কৃষক নাজিম উদ্দিনের নিজস্ব ২ বিঘা কৃষি জমিতে ইরি ধান রোপণ করে। ইতোমধ্যে পুড়িয়ে দেওয়া ধানের শীষ বের হচ্ছিলো। গতকাল বুধবার দিবাগত রাতে শত্রুতার জেরে আগাছা নাশক ছিটিয়ে ২ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ কৃষক নাজিম উদ্দিনের।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে মাঠ থেকে ঘুরে এসে অন্যান্য কৃষকরা আমাকে জানালে মাঠে গিয়ে দেখি জমির সবগুলো ধান আগাছানাশক বিষক্রিয়ায় পুড়ে গেছে। মনে করেছিলাম এবার হয়তো ভাল লাভবান হবো,কিন্তু দূষ্কৃতিকারীরা আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। এতে আমার প্রায় লক্ষাসধিক টাকার ক্ষতি হয়েছে। এবছর আমার পরিবার নিয়ে অর্ধহারে – অনাহারে দিন কাটাতে হবে, বাড়িতে পরিবারের ছেলে মেয়ে সহ কান্নাকাটি করছে।এই ধানই ছিল আমার শেষ সম্বল, আমি এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান বলেন, আমি ঘটনাটি শুনেছি,ক্ষতিগ্রস্তের পরিবার আমার অফিসে এসেছিল। বিষয়টি তদন্ত করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। আমার সাধ্য অনুযায়ী সরকারের বিভিন্ন প্রনোদনার মাধ্যমে তাকে সার্বিক সহযোগিতা করবো।




আলমডাঙ্গায় স্ত্রীর দাবিতে গৃহবধূ ইউপি সদস্যরের বাড়িতে

তিন সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহ ভোগ শেষে লাপাত্তা ইউপি সদস্য শাহিন আলম মকবুল। ঘটনাটি উপজেলার বাড়াদি ইউনিয়নের কাটাভাঙা গ্রামে ঘটেছে। এঘটনায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে গতকাল  মঙ্গলবার রাতে অনশন করে। ইউপি সদস্য কাটাভাঙা গ্রামের কোরবান আলীর ছেলে ও দুই সন্তানের জনক শাহিন আলম। এছাড়াও অনশনরত প্রাগপুর গ্রামের কহেদ গং এর মেয়ে ও তিন কণ্যা সন্তানের জননী ও কাটাভাঙা গ্রামের লালন হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে অংশ নেয় শাহিন আলম। নির্বাচন চলাকালীন সময়ে ভোট চাওয়ার সুবাদে দুজনের প্রেম সম্পর্ক গড়ে ওঠে দিনমজুর লালনের স্ত্রীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় স্বামীর অনুপস্থিতে দেহ ভোগ করে গৃহবধূর। একপর্যায়ে ওই গৃহবধূর চাপে গোপনে ভুয়া কাবিন নামায় সই করে বিয়ে করে ইউপি সদস্য শাহিন। এরই মধ্যে গৃহবধূ তার স্বামীকে ডিভোর্স দিলে ইউপি সদস্য শাহিন বাড়ি থেকে গা ঢাকা দেয়।

দীর্ঘ ১৫ দিনপর শাহিন বাড়িতে ফিরে আসার খবর শুনে ওই গৃহবধূ স্ত্রীর স্বীকৃতির দাবিও বাড়িতে অনশন শুরু করে। অবস্থা বেগতিক দেখে ইউপি সদস্য শাহিন বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূকে বাড়াদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি) সদস্য নুর হোসেনের জিম্মায় দেয়।

এঘটনায় ইউপি সদস্য নুর হোসেন বলেন, ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বামী দাবি করে ইউপি সদস্যর বাড়িতে অনশন করে। বিয়ের কাগজপত্র দেখাতে পারিনি। রাতে স্থানীয় ও পুলিশের সহযোগীতায় মেয়েকে আমার জিম্মায় রেখে দেয়।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুব জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। উৎসুক জনতার নিকট থেকে মেয়েকে উদ্ধার করে স্থানীয় আঠারোখাদা গ্রামের ইউপি সদস্যের নিকট জিম্মায় দেওয়া হয়। মেয়ে সঠিক তথ্য নিয়ে থানায় মামলা করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরির্দশক অপারেশন একরামুল হোসাইন, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শারমীন আক্তার, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, সমবায় কর্মকর্তা মমতা বানু, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, এরশাদপুর একাডেমির সহকারি প্রধান শিক্ষক মীর কাঞ্জুল আরেফিন, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌতম কুমার পাল, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান প্রমুখ। সভায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।




নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে টেরিটরি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

টেরিটরি অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। অন্যথায় আবেদন করার প্রয়োজন নেই।

বেতন

২২,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ভিজিট করুন : https://www.akijbiri.com/career/

আবেদনের শেষ তারিখ

১৩ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস।




জীবননগর থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে এসআই মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জাফর আলীকে (৩৩) ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।




চুয়াডাঙ্গায় বাঁধনের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই প্রতিপাদ্য সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এবং বাঁধন কর্মী মনিরুল ইসলামের কোরআন তেলোওয়াত এর মধ্যে দিয়ে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মোঃসফিকুল ইসলাম,মোঃমতিউর রহমান,মোঃদেলোয়ার হোসেন,মোঃহাফিজুর রহমান,মোঃমাসুদ পারভেজ,সুলতান মাহমুদ।

বাঁধন পুরো বাংলাদেশ ব্যাপী একটি শক্তিশালী সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। বর্তমানে বাঁধনের কার্যক্রম ৫৪ টি জেলায় চলমান আছে।বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট ২০১৭ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট পদ্মা জোনাল পরিষদের অন্তভূক্ত।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা মধ্যে উপস্থিত ছিলেন, সাজেদুর রহমান, ইব্রাহিম হোসেন, মামুন, এমদাদ, তৌফিক সহ বাঁধন কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য সজিবুল ইসলাম, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি সুজাউদ্দীন টুটুল, সাধারণ সম্পাদক মামুন আর রশীদ, সহ-সভাপতি ও বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, রাসেল, সামিউল, মিকাইল,মনিরুল, হাসিবুল,সুমাইয়া,লামিয়া,নাসরিন, সাদিয়া,রাজিবুল ইসলাম,বন্ধন সহ বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও বাঁধনের কর্মীবৃন্দ।